Tag Archives: iPhone 15 Plus

Iphone: সেকেন্ড হ্যান্ড iPhone কিনতে চাইছেন? এই ৫টি বিষয় মাথায় না রাখলেই নয়! জেনে নিন বিশদে

প্রতি বছর নতুন iPhone বাজারে আসে। যার জেরে আগের প্রজন্মের iPhone-এর দাম তরতরিয়ে কমতে শুরু করে। এদিকে নতুন iPhone আসার সময় প্রায় হয়ে গিয়েছে। ফলে সেকেন্ড হ্যান্ড মার্কেটে ব্যবহার করা পুরনো iPhone-ও চলে আসবে। ফলে সেকেন্ড হ্যান্ড iPhone কেনার আদর্শ সময় এটাই।
প্রতি বছর নতুন iPhone বাজারে আসে। যার জেরে আগের প্রজন্মের iPhone-এর দাম তরতরিয়ে কমতে শুরু করে। এদিকে নতুন iPhone আসার সময় প্রায় হয়ে গিয়েছে। ফলে সেকেন্ড হ্যান্ড মার্কেটে ব্যবহার করা পুরনো iPhone-ও চলে আসবে। ফলে সেকেন্ড হ্যান্ড iPhone কেনার আদর্শ সময় এটাই।

তবে সেকেন্ড হ্যান্ড iPhone কেনা যতটা সহজ বলে মনে হয়, ততটাও নয়। বিশ্বস্ত কারও থেকে কিনলে অবশ্য আলাদা বিষয়। কিন্তু সেটা না হলে কিন্তু বেশ মুশকিল। তাই সেকেন্ড হ্যান্ড iPhone কেনার আগে মাথায় রাখতে হবে নিম্নলিখিত এই বিষয়গুলি।
তবে সেকেন্ড হ্যান্ড iPhone কেনা যতটা সহজ বলে মনে হয়, ততটাও নয়। বিশ্বস্ত কারও থেকে কিনলে অবশ্য আলাদা বিষয়। কিন্তু সেটা না হলে কিন্তু বেশ মুশকিল। তাই সেকেন্ড হ্যান্ড iPhone কেনার আগে মাথায় রাখতে হবে নিম্নলিখিত এই বিষয়গুলি।
iPhone সিরিয়াল নম্বর যাচাই:ইনভয়েস এবং রিটেল বক্সের সাহায্যে iPhone-এর সিরিয়াল নম্বর অথবা IMEI ম্যাচ করানোর পাশাপাশি Apple-এর ওয়েবসাইটে গিয়ে তা যাচাই করিয়ে নিতে হবে। এতে iPhone সংক্রান্ত সমস্ত তথ্য সামনে এসে যাবে।
iPhone সিরিয়াল নম্বর যাচাই:
ইনভয়েস এবং রিটেল বক্সের সাহায্যে iPhone-এর সিরিয়াল নম্বর অথবা IMEI ম্যাচ করানোর পাশাপাশি Apple-এর ওয়েবসাইটে গিয়ে তা যাচাই করিয়ে নিতে হবে। এতে iPhone সংক্রান্ত সমস্ত তথ্য সামনে এসে যাবে।
ব্যবহার করা iPhone-এর অবস্থা পরীক্ষা:সেকেন্ড হ্যান্ড iPhone কেনার আগে তার অবস্থা ভাল ভাবে পরীক্ষা করে নিতে হবে। iPhone-এ কোনওরকম স্ক্র্যাচ কিংবা ড্যামেজ আছে কি না, তা খতিয়ে দেখা উচিত। অতিরিক্ত স্ক্র্যাচ কিংবা ড্যামেজ থাকলে দর কষাকষি করা যেতে পারে।
ব্যবহার করা iPhone-এর অবস্থা পরীক্ষা:
সেকেন্ড হ্যান্ড iPhone কেনার আগে তার অবস্থা ভাল ভাবে পরীক্ষা করে নিতে হবে। iPhone-এ কোনওরকম স্ক্র্যাচ কিংবা ড্যামেজ আছে কি না, তা খতিয়ে দেখা উচিত। অতিরিক্ত স্ক্র্যাচ কিংবা ড্যামেজ থাকলে দর কষাকষি করা যেতে পারে।
আসল ডিসপ্লে আছে কি না, তা যাচাই:iPhone-এর সবথেকে সার্ভিসযোগ্য অংশ হল ডিসপ্লে এবং ব্যাটারি। iPhone-এর ডিসপ্লেতে কারচুপি করা হয়েছে কি না, তা পরীক্ষা করার সর্বোত্তম সম্ভাব্য উপায় হল - এর TrueTone capability পরীক্ষা করা। সেই সঙ্গে দেখে নিতে হবে, Face ID (যা iPhone X অথবা নতুন মডেলগুলিতে পাওয়া যায়) কাজ করছে কি না!
আসল ডিসপ্লে আছে কি না, তা যাচাই:
iPhone-এর সবথেকে সার্ভিসযোগ্য অংশ হল ডিসপ্লে এবং ব্যাটারি। iPhone-এর ডিসপ্লেতে কারচুপি করা হয়েছে কি না, তা পরীক্ষা করার সর্বোত্তম সম্ভাব্য উপায় হল – এর TrueTone capability পরীক্ষা করা। সেই সঙ্গে দেখে নিতে হবে, Face ID (যা iPhone X অথবা নতুন মডেলগুলিতে পাওয়া যায়) কাজ করছে কি না!
ব্যাটারি আসল কি না, তা যাচাই:ডিসপ্লে-র মতোই ব্যাটারি আসল কি না, তা পরীক্ষা করে নিতে হবে। যদিও ব্যবহার করা iPhone-এ ব্যাটারি হেলথ তেমন ভাল থাকে না। তবে যদি iPhone-এ কোনও ব্যাটারি হেলথ সংক্রান্ত স্টেটাস না দেখা যায়, তাহলে বুঝতে হবে যে, এতে রয়েছে নকল ব্যাটারি। তবে ব্যাটারি হেলথ ৮০ শতাংশের উপরে কি না, তা দেখে কেনাই ভাল!
ব্যাটারি আসল কি না, তা যাচাই:
ডিসপ্লে-র মতোই ব্যাটারি আসল কি না, তা পরীক্ষা করে নিতে হবে। যদিও ব্যবহার করা iPhone-এ ব্যাটারি হেলথ তেমন ভাল থাকে না। তবে যদি iPhone-এ কোনও ব্যাটারি হেলথ সংক্রান্ত স্টেটাস না দেখা যায়, তাহলে বুঝতে হবে যে, এতে রয়েছে নকল ব্যাটারি। তবে ব্যাটারি হেলথ ৮০ শতাংশের উপরে কি না, তা দেখে কেনাই ভাল!
ক্যামেরা সিস্টেম ভেরিফিকেশন:সবথেকে আধুনিক iPhone-এ পিছনে দুটি ক্যামেরা থাকে। প্রো iPhone-গুলিতে থাকে তিনটি ক্যামেরা। ক্যামেরা অ্যাপটি খুলতে হবে। সমস্ত ক্যামেরা ফাংশন ঠিকমতো কাজ করছে কি না, দেখে নিতে হবে। তার জন্য ছবি তুলে কিংবা ভিডিও রেকর্ড করেও দেখা যেতে পারে।
ক্যামেরা সিস্টেম ভেরিফিকেশন:
সবথেকে আধুনিক iPhone-এ পিছনে দুটি ক্যামেরা থাকে। প্রো iPhone-গুলিতে থাকে তিনটি ক্যামেরা। ক্যামেরা অ্যাপটি খুলতে হবে। সমস্ত ক্যামেরা ফাংশন ঠিকমতো কাজ করছে কি না, দেখে নিতে হবে। তার জন্য ছবি তুলে কিংবা ভিডিও রেকর্ড করেও দেখা যেতে পারে।