Tag Archives: Jagannath Mandir

Digha Jagannath Temple: রথযাত্রার দিনই খুলে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের দরজা? কেমন দেখতে হচ্ছে মন্দির? রথের এক্সক্লুসিভ ছবি

*কয়েকদিন পর রথযাত্রা উৎসব দিঘায় জগন্নাথ মন্দিরে রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের মত দিঘা তৈরি হচ্ছে একটি জগন্নাথ ধাম। মন্দির নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। মন্দির নির্মাণ কাজ চলার পাশাপাশি দিঘায় জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে রথ নির্মাণের কাজ। প্রতিবেদনঃ সৈকত শী। 
*কয়েকদিন পর রথযাত্রা উৎসব দিঘায় জগন্নাথ মন্দিরে রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের মত দিঘা তৈরি হচ্ছে একটি জগন্নাথ ধাম। মন্দির নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। মন্দির নির্মাণ কাজ চলার পাশাপাশি দিঘায় জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে রথ নির্মাণের কাজ। প্রতিবেদনঃ সৈকত শী।
*৭ জুলাই রথযাত্রা। রথযাত্রার আগে দিঘায় জগন্নাথ মন্দিরের রথ নির্মাণ শুরু হয়ে যাওয়ায় মন্দির উদ্বোধন নিয়ে জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে রবিবার রথযাত্রা হলেও জগন্নাথ মন্দির উদ্বোধনের কোনও সম্ভাবনা নেই।
*৭ জুলাই রথযাত্রা। রথযাত্রার আগে দিঘায় জগন্নাথ মন্দিরের রথ নির্মাণ শুরু হয়ে যাওয়ায় মন্দির উদ্বোধন নিয়ে জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে রবিবার রথযাত্রা হলেও জগন্নাথ মন্দির উদ্বোধনের কোনও সম্ভাবনা নেই।
*সমুদ্র ও জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রতিবছর বহু সংখ্যক বাঙালি পর্যটক পুরী যান। বাঙালি পর্যটকরা দিঘা এসে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন পান তাই পুরোপুরি পুরীর আদলে দিঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয়।
*সমুদ্র ও জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রতিবছর বহু সংখ্যক বাঙালি পর্যটক পুরী যান। বাঙালি পর্যটকরা দিঘা এসে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন পান তাই পুরোপুরি পুরীর আদলে দিঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয়।
*প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। মন্দির নির্মাণের পাশাপাশি একটি বড় রথ নির্মাণ করা হচ্ছে। দিঘা রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম। জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে জল্পনা। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জানিয়েছে, এখনই জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে না। কারণ জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি।
*প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। মন্দির নির্মাণের পাশাপাশি একটি বড় রথ নির্মাণ করা হচ্ছে। দিঘা রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম। জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে জল্পনা। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জানিয়েছে, এখনই জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে না। কারণ জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি।
*দিঘা সৈকত সুন্দরীর মাথায় আগামীদিনে জগন্নাথ ধাম নতুন মুকুট। দিঘা রেল স্টেশনের পাশেই ভগিব্রহ্মপুর মৌজায় ২৫ একর জমির ওপর চলছে জগন্নাথ মন্দির নির্মাণ কাজ। ২০১৮ সালে ২০০ কোটির এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের সূচনা হয়েছিল ২০২২ সালের অক্ষয়তৃতীয়ার দিন থেকে। এখন প্রায় শেষের পথে বলা চলে।
*দিঘা সৈকত সুন্দরীর মাথায় আগামীদিনে জগন্নাথ ধাম নতুন মুকুট। দিঘা রেল স্টেশনের পাশেই ভগিব্রহ্মপুর মৌজায় ২৫ একর জমির ওপর চলছে জগন্নাথ মন্দির নির্মাণ কাজ। ২০১৮ সালে ২০০ কোটির এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের সূচনা হয়েছিল ২০২২ সালের অক্ষয়তৃতীয়ার দিন থেকে। এখন প্রায় শেষের পথে বলা চলে।
*সম্প্রতি মন্দির নির্মাণ- সহ পরিকাঠামোগত উন্নয়ের যাবতীয় কাজ পরিদর্শন করেন নির্মাণকারী সংস্থা হিডকো'র ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমাশাসক শৌভিক ভট্টাচার্য প্রমুখ।
*সম্প্রতি মন্দির নির্মাণ- সহ পরিকাঠামোগত উন্নয়ের যাবতীয় কাজ পরিদর্শন করেন নির্মাণকারী সংস্থা হিডকো’র ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমাশাসক শৌভিক ভট্টাচার্য প্রমুখ।
*এখনও পর্যন্ত জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে তা নিয়ে কোনও মহল থেকেই কিছুই জানা যায়নি। এমনকি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জানান সমাজ মাধ্যমে যে গুজব উঠছে তা ভিত্তিহীন।
*এখনও পর্যন্ত জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে তা নিয়ে কোনও মহল থেকেই কিছুই জানা যায়নি। এমনকি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জানান সমাজ মাধ্যমে যে গুজব উঠছে তা ভিত্তিহীন।
*প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মূলত শেষ পর্যায়ের কাজ এখনও খানিকটা বাকি। মন্দির নির্মাণ কার্যে শ্রমিক সংকটের ফলে কাজের গতি বাধা পাচ্ছে। তবে প্রশাসন চেষ্টা করছে দ্রুতই এই মন্দির নির্মাণ কাজ শেষ করতে। তা শেষ করতে আরও দু এক মাস লাগবে। ফলে রথের দিন জগন্নাথ মন্দির উদ্বোধনের কোনও সম্ভাবনাই নেই।
*প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মূলত শেষ পর্যায়ের কাজ এখনও খানিকটা বাকি। মন্দির নির্মাণ কার্যে শ্রমিক সংকটের ফলে কাজের গতি বাধা পাচ্ছে। তবে প্রশাসন চেষ্টা করছে দ্রুতই এই মন্দির নির্মাণ কাজ শেষ করতে। তা শেষ করতে আরও দু এক মাস লাগবে। ফলে রথের দিন জগন্নাথ মন্দির উদ্বোধনের কোনও সম্ভাবনাই নেই।
*পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের আদলে এই দিঘায় গড়ে উঠছে জগন্নাথ ধাম। এমনকি পুরীর মন্দিরের মতই তৈরি করা হয়েছে চারটি প্রবেশ দ্বার। দিঘার এই জগন্নাথ মন্দির উচ্চতা এবং নকশা হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের মত।
*পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের আদলে এই দিঘায় গড়ে উঠছে জগন্নাথ ধাম। এমনকি পুরীর মন্দিরের মতই তৈরি করা হয়েছে চারটি প্রবেশ দ্বার। দিঘার এই জগন্নাথ মন্দির উচ্চতা এবং নকশা হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের মত।
*প্রতিবছর পুরীর মন্দিরে লক্ষ লক্ষ বাঙালি পুন্যার্থীরা হাজির হয়। আগামী দিনে দিঘার এই জগন্নাথ মন্দির ঘিরে দিঘায় ধর্মপ্রাণ পর্যটকের আগমন ঘটবে তা আর বলার অপেক্ষা রাখে না।
*প্রতিবছর পুরীর মন্দিরে লক্ষ লক্ষ বাঙালি পুন্যার্থীরা হাজির হয়। আগামী দিনে দিঘার এই জগন্নাথ মন্দির ঘিরে দিঘায় ধর্মপ্রাণ পর্যটকের আগমন ঘটবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Puri Jagannath Mandir: আর নয় লম্বা লাইন! পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বিরাট সিদ্ধান্ত নতুন BJP সরকারের! পুণ্যার্থীদের জন্য বড় খবর

পুরী:‌ পুরীর জগন্নাথ মন্দির নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল বিজেপি সরকার। বিজেডি সরকারকে সরিয়ে ওড়িশায় এবার ক্ষমতায় এসেছে বিজেপি। বুধবারই ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মোহনচরণ মাঝি। শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রথম ক্যাবিনেট বৈঠকেই মুখ্যমন্ত্রী মোহন মাঝি পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার প্রস্তাবে সম্মতি জানান। ফলে বৃহস্পতিবার থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই খুলে দেওয়া হবে। একই সঙ্গে বহু পুরনো এই মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ তহবিল তৈরি করারও কথা জানান। ৫০০ কোটি টাকার তহবিল তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: লোকসভা নির্বাচনে ছাপ্পা ভোট, কারচুপির অভিযোগে এ বার আদালতের দ্বারস্থ হচ্ছেন ৪ বিজেপি প্রার্থী, জানালেন শুভেন্দু

বৈঠক শেষে নতুন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌রাজ্য সরকার পুরী জগন্নাথ মন্দিরের চারটি দরজাই পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সকল মন্ত্রীদের উপস্থিতিতে মন্দিরের চারটি দরজা খোলা হবে। এবার থেকে ভক্তরা মন্দিরের চারটি দরজা দিয়েই প্রবেশ করতে পারবেন।’‌

প্রসঙ্গত, ওড়িশায় বিজেপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম ছিল পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া। করোনার সময় বিজেডি সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে জগন্নাথ মন্দিরের একটি মাত্র দরজা খোলা থাকবে। করোনা সংক্রমণ শেষ হওয়ার পরও সেই একই পন্থাই অব্যাহত ছিল। অবশেষে বিজেপি সরকার আসার পর চারটি দরজাই খুলে দেওয়া হল।

নতুন মুখ্যমন্ত্রীর দাবি, মন্দিরের অধিকাংশ গেটই বন্ধ রাখায়, পুণ্যার্থীদের সমস্যায় পড়তে হচ্ছিল। বৃহস্পতিবার থেকেই মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হল। মন্দিরের সংরক্ষণ ও সংস্কারের জন্য ক্য়াবিনেটের তরফে ৫০০ কোটি টাকার তহবিল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।