Tag Archives: Kabul

Afghanistan : দীর্ঘ অপেক্ষার অবসান! ভারতীয়দের নিয়ে হিন্দন এয়ারবেসে পৌঁছল বায়ুসেনার সি ১৭ বিমান…

#নয়াদিল্লি : ফুল, মিষ্টি ইত্যাদি নিয়ে আগে থেকেই হিন্দনে (Hindon Airport) পৌঁছন আইটিবিপি জওয়ান (ITBP Jawans) ও অন্যান্য কাবুল-ফেরত ভারতীয়দের পরিজনেরা। গত কয়েকদিন ধরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল জওয়ানদের। আফগানিস্তানে (Afghanistan) পরিস্থিতি ক্রমশ ভয়ানক হওয়ায় দুশ্চিন্তায় রাত কাটাচ্ছিলেন পরিজনেরা। অবশেষে উৎকণ্ঠার অবসান হল মঙ্গলবার।

এই বিমানেই ফিরলেন সাংবাদিক কণিকা গুপ্তা। দিল্লির নিকটবর্তী হিন্দন এয়ার বেসে অপেক্ষায় মুহূর্ত গুনছিলেন মা মধু গুপ্তা। গত কয়েকদিনের টেনশনের পর মেয়ের মুখ দেখলেন তিনিও। দেশের মাটিতে পা দিয়েই সংক্ষিপ্ত ট্যুইট-বার্তায় মনের আবেগ প্রকাশ করেন সাংবাদিক কণিকা। লেখেন, “অবশেষে আমি ঘরের মাটিতে!” গত পাঁচদিন ঘরবন্দি ছিলেন কণিকা গুপ্তা।

আফগানিস্তান থেকে ভারতীয় দূত এবং স্টাফসহ ১২০ জনকে নিয়ে মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান প্রথমে অবতরণ করে গুজরাতের জামনগর এয়ারবেসে। দিল্লির কাছে হিন্দন এয়ারবেসে যাওয়ার পথে সি -১ বিমানটি সকাল ১১.১৫ মিনিটে আইএএফ বিমানঘাঁটিতে নেমে আসে। জ্বালানি নেওয়ার পর বিকেল ৩টের কিছু পরে এটি হিন্দনে পৌঁছয় বিমানটি।

তালিবানদের দখল নেওয়ার পর আফগান রাজধানী কাবুলের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠে। এরপরেই জরুরি ভিত্তিতে সেখানকার ভারতীয়দের সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে কাবুল থেকে রওনা দেয়বায়ুসেনার সি ১৭ গ্লোব মাস্টার বিমান।

এদিন বিমানের যাত্রীরা অবতরণ করার পরপরই, টারম্যাকে উপস্থিত অপেক্ষারত পরিজনেরা ও বিমানকর্মীরা তাদের অভ্যর্থনা জানায়। দেশের মাটিতে পা রাখার পর বাহিনীর জওয়ানদের মালা পরিয়ে দেওয়া হয়। ফুল ছড়িয়ে মিষ্টি মুখ করিয়ে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনেককে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতেও দেখা যায়। অশ্রুসজল আনন্দে কাছের মানুষকে জড়িয়ে ধরেন পরিজন ও পরিবার।

Rhea Chakraborty on Afghanistan: “পুরুষতন্ত্রকে গুঁড়িয়ে দিন”, আফগানিস্তান নিয়ে সরব রিয়া-সহ বলিউড

#মুম্বই: গোটা আফগানিস্তান (Afghanistan) এখন তালিবানদের (Taliban) ক্ষমতায়। কাবুল দখল নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে। বাদ নন বলিউডের (Bollywood) তারকারাও। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এর প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে আফগানিস্তানে মহিলাদের (Afghan Women) অবস্থান নিয়ে চিন্তা প্রকাশ করেছেন অনেকে। অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) আফনিস্তানের সংখ্যা লঘু মহিলাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়া পোস্টে রিয়া লিখছেন, “সারা বিশ্বের মহিলারা যখন সমান অধিকারের জন্য লড়াই করছেন, তখন আফগানিস্তানের মহিলাদের বিক্রি করে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের অবস্থা দেখে সত্যিই যন্ত্রণা হচ্ছে। বিশ্বের নেতাদের অনুরোধ করছি এর জন্য পদক্ষেপ করার।” রিয়া হ্যাশট্যাগের মাধ্যমে পুরুষতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়েছেন। তাঁর কথায়, “মহিলারাও মানুষ।”

অভিনেত্রী টিসকা চোপড়া তাঁর শৈশবের এক ছবি শেয়ার করেছেন। যেখানে মহিলাদের পশ্চিমী পোশাকে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখছেন, শৈশবে এই কাবুলকে তিনি চিনতেন। পরিচালক শেখর কাপুর একাধিক টুইট করেছেন আফগানিস্তান নিয়ে। একটি টুইটে তিনি লিখছেন, “আফগানিস্তানের মানুষের জন্য বিশেষ ভাবে প্রার্থনা করছি। বিদেশি শক্তিদের ঔপনিবেশিক উদ্দেশ্যের জন্য একটা দেশ ধ্বংস হয়ে গেল।”

মহেশ ভাটের স্ত্রী অভিনেত্রী সোনি রাজদান টুইট করেছেন, “একটা দেশ যখন স্বাধীনতা উদযাপন করছে, তখন অন্য একটি দেশ স্বাধীনতা হারালো।” অভিনেতা আফতাব শিবদাসানি লিখেছেন, “আফগানিস্তানের অবস্থা খুবই চিন্তার। আফগান মানুষের জন্য প্রার্থনা করছি।”