Tag Archives: Kamal Haasan

Hindustani 2: রজনীকান্ত এবং কমল হাসানের সিদ্ধান্ত আজও মেনে চলেন দক্ষিণী তারকারা, সাক্ষাৎকারে এ কোন সত্য ফাঁস করলেন সিদ্ধার্থ

প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন কমল হাসান এবং সিদ্ধার্থ। আর এটা সম্ভব করেছে ‘হিন্দুস্তানি ২’ ছবি। সবথেকে মজার বিষয় হল এই ছবির প্রিক্যুয়েল মুক্তি পেয়েছিল ২৮ বছর আগে। আর ‘হিন্দুস্তানি ২’ ছবিতে সিদ্ধার্থকে যে চরিত্রটিতে দেখা যাবে, সেই চরিত্রটি দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য লড়াই করবেন। কিছু সময় আগে আমাদের সঙ্গে কথা বলেছেন সিদ্ধার্থ। আর সুপারস্টার কমল হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, তাঁর কাছে বিষয়টা যেন ঐশ্বরিক। এমনকী অভিনেতা এ-ও জানান যে, এটা তাঁর অতীতের কাজের পুণ্যের ফল।

এবার News18 Showsha-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানালেন, কীভাবে তিনি এবং তাঁর প্রজন্মের অভিনেতারা কমল হাসান এবং রজনীকান্তের মতো কিংবদন্তি তারকাদের থেকে অনুপ্রেরণা পেয়েছেন। এমনকী তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁদের নেওয়া এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও তুলে ধরেছেন সিদ্ধার্থ। অভিনেতার কথায়, “বেশ কয়েক বছর আগে রজনী স্যার এবং কমল স্যার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেটা তাঁরা আজও মেনে চলছেন। আসলে তাঁরা অ্যালকোহল সেবন, ধূমপান, পান মশলা এবং এই ধরনের পণ্যের সারোগেট অ্যাডভার্টাইজিংকে সমর্থন করেন না।”

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

‘রঙ দে বসন্তী’ অভিনেতা আরও বলেন যে, “যদি তাঁরা এমনটা করতেন, তাহলে দক্ষিণে অন্যান্যরাও সেটা করতেন। কিন্তু কেউ এটা করেন না, কারণ তাঁরা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের ইন্ডাস্ট্রিতে এমন দুই কিংবদন্তি থাকায় আমরা ভীষণই গর্বিত। কারণ তাঁরা এমন দুই ব্যক্তিত্ব, যাঁরা বিভিন্ন ভাবে আমাদের পথ প্রদর্শন করেছেন।”

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

‘বয়েজ’-এর প্রায় ২১ বছর পরে ‘হিন্দুস্তানি ২’ ছবির হাত ধরে একসঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক এস শঙ্কর এবং সিদ্ধার্থ। আসলে ‘বয়েজ’ ছবির হাত ধরেই ডেবিউ করেছিলেন সিদ্ধার্থ। ফলে আরও একবার এস শঙ্করের পরিচালনায় কাজ করতে পেরে যারপরনাই উচ্ছ্বসিত অভিনেতা। কারণ এই পরিচালকের পরিচালনাতেই তৈরি হয়েছিল দু’টি বড় ছবি ‘হিন্দুস্তানি’ এবং ‘রোবট’। যেখানে অভিনয় করেছেন কমল হাসান এবং রজনীকান্ত। সিদ্ধার্থের বক্তব্য, “যে বিষয়টা তাঁদের একসঙ্গে আনছে, সেটাই হলেন শঙ্কর স্যার। তাঁরা দু’জনেই শঙ্কর স্য়ারকে পাচ্ছেন এবং শঙ্কর স্যার পাচ্ছেন তাঁদের। আর শঙ্কর স্যারও ওঁদের দুজনকে নিখুঁত ভাবে ব্যবহার করেছেন।

পরিচালক প্রসঙ্গে সিদ্ধার্থ জানান, “আমি নিজের জীবনে ২০০ দিনেরও বেশি শঙ্করের সঙ্গে সেটে থাকার সম্মান পেয়েছি। আর আমার প্রথম ছবি থেকে এখন আমার ৩৮-তম ছবি পর্যন্ত আমি কখনওই তাঁকে মেজাজ হারাতে দেখিনি। আমি যদি ওঁর জায়গায় থাকতাম, তাহলে হয়তো নির্দিষ্ট পরিস্থিতিতে আমার নার্ভাস ব্রেকডাউন হয়ে যেত।”

Highest Paid Actor: ১ মিনিটের পারিশ্রমিক ১০ কোটি! রজনীকান্তও ফেল? টাকার অঙ্কে সব সুপারস্টারদের ছাপিয়ে গেলেন কোন অভিনেতা? নাম শুনলে বিশ্বাসই হবে না

কত টাকা আয় করেন শাহরুখ, সলমন কিংবা অমিতাভ বচ্চন? তারকাদের আয় বরাবরই প্রশ্ন জাগে সাধারণ মানুষের মনে। অভিনেতা অভিনেত্রীদের বিলাসবহুল ছিঁটেফোঁটা ঝলক থেকে কখনও কখনও খানিকটা আভাস পাওয়া যায় বটে, তবে অনেক ক্ষেত্রেই এ নিয়ম খাটে না। এই মুহূর্তে দেশের কোন অভিনেতার পারিশ্রমিক সবচেয়ে বেশি জানেন? শাহরুখ বা রজনীকান্ত নন কিন্তু।
কত টাকা আয় করেন শাহরুখ, সলমন কিংবা অমিতাভ বচ্চন? তারকাদের আয় বরাবরই প্রশ্ন জাগে সাধারণ মানুষের মনে। অভিনেতা অভিনেত্রীদের বিলাসবহুল ছিঁটেফোঁটা ঝলক থেকে কখনও কখনও খানিকটা আভাস পাওয়া যায় বটে, তবে অনেক ক্ষেত্রেই এ নিয়ম খাটে না। এই মুহূর্তে দেশের কোন অভিনেতার পারিশ্রমিক সবচেয়ে বেশি জানেন? শাহরুখ বা রজনীকান্ত নন কিন্তু।
সিনে জগতের সুপারস্টারদের কথা বললে প্রথমেই মনে আসে কয়েকটা নাম। শাহরুখ, সলমন, আমির, অমিতাভ বচ্চন, রজনীকান্ত। কোটিপতি এই সুপারস্টার পারিশ্রমিকও কোটিতে।
সিনে জগতের সুপারস্টারদের কথা বললে প্রথমেই মনে আসে কয়েকটা নাম। শাহরুখ, সলমন, আমির, অমিতাভ বচ্চন, রজনীকান্ত। কোটিপতি এই সুপারস্টার পারিশ্রমিকও কোটিতে।
পারিশ্রমিকের দিক থেকে বলিউড অভিনেতাদের রীতিমতো টেক্কা দেন দক্ষিণী অভিনেতা অভিনেত্রীরা। তাঁদের পারিশ্রমিকও আকাশছোঁয়া। রজনীকান্ত, চিরঞ্জীবী, কমল হাসান থেকে প্রভাস। প্রত‍্যেকেই প্রচুর টাকা পারিশ্রমিক নেন।
পারিশ্রমিকের দিক থেকে বলিউড অভিনেতাদের রীতিমতো টেক্কা দেন দক্ষিণী অভিনেতা অভিনেত্রীরা। তাঁদের পারিশ্রমিকও আকাশছোঁয়া। রজনীকান্ত, চিরঞ্জীবী, কমল হাসান থেকে প্রভাস। প্রত‍্যেকেই প্রচুর টাকা পারিশ্রমিক নেন।
তবে সম্প্রতি এই অভিনেতার পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শোনা যাচ্ছে, হিসেব কষলে তিনি তাঁর প্রতি মিনিটের পারিশ্রমিক দাঁড়াচ্ছে ১০ কোটি টাকা।

তবে সম্প্রতি এই অভিনেতার পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শোনা যাচ্ছে, হিসেব কষলে তিনি তাঁর প্রতি মিনিটের পারিশ্রমিক দাঁড়াচ্ছে ১০ কোটি টাকা।
সচরাসচর কোনও সিনেমার মুখ‍্য ভূমিকায় যিনি অভিনয় করেন, তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন। তবে এই সুপারস্টার যে ছবির জন‍্য ১০০ কোটি টাকা নিয়েছেন সেখানে তিনি মোটেই মুখ‍্য ভূমিকায় নেই।

সচরাসচর কোনও সিনেমার মুখ‍্য ভূমিকায় যিনি অভিনয় করেন, তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন। তবে এই সুপারস্টার যে ছবির জন‍্য ১০০ কোটি টাকা নিয়েছেন সেখানে তিনি মোটেই মুখ‍্য ভূমিকায় নেই।
সদ‍্য মুক্তি পেয়েছে ‘কল্কি ২০৯৮ এডি’। ‘বাহুবলী’ খ‍্যাত প্রভাস, দিপীকা পাডুকোন, অমিতাভ বচ্চন, শাশ্বত চট্টোপাধ‍্যায় অভিনীত এই ছবিতে মাত্র ১০ মিনিটের জন‍্য দেখা গিয়েছে কমল হাসানকে।

সদ‍্য মুক্তি পেয়েছে ‘কল্কি ২০৯৮ এডি’। ‘বাহুবলী’ খ‍্যাত প্রভাস, দিপীকা পাডুকোন, অমিতাভ বচ্চন, শাশ্বত চট্টোপাধ‍্যায় অভিনীত এই ছবিতে মাত্র ১০ মিনিটের জন‍্য দেখা গিয়েছে কমল হাসানকে।
রেডিফ-এর এক রিপোর্ট অনুযায়ী দক্ষিণের সুপারস্টার কমল হাসান এই ছবির জন‍্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে। পর্দায় তাঁর উপস্থিতি সাকুল‍্যে ১০ মিনিট। তাই হিসেব কষলে দাঁড়াচ্ছে প্রতি মিনিটের জন‍্য কমলের পারিশ্রমিক ১০ কোটি টাকা।

রেডিফ-এর এক রিপোর্ট অনুযায়ী দক্ষিণের সুপারস্টার কমল হাসান এই ছবির জন‍্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে। পর্দায় তাঁর উপস্থিতি সাকুল‍্যে ১০ মিনিট। তাই হিসেব কষলে দাঁড়াচ্ছে প্রতি মিনিটের জন‍্য কমলের পারিশ্রমিক ১০ কোটি টাকা।
এই ছবির মুখ‍্য চরিত্রে রয়েছেন প্রভাস। তাঁর পারিশ্রমিকও ১০০ কোটি টাকা বলেই বলা হয়েছে ওই রিপোর্টে। তবে সময়ের হিসেবে প্রতি মিনিটে কমল হাসেনর পারিশ্রমিক বেশি দাঁড়াচ্ছে।
এই ছবির মুখ‍্য চরিত্রে রয়েছেন প্রভাস। তাঁর পারিশ্রমিকও ১০০ কোটি টাকা বলেই বলা হয়েছে ওই রিপোর্টে। তবে সময়ের হিসেবে প্রতি মিনিটে কমল হাসেনর পারিশ্রমিক বেশি দাঁড়াচ্ছে।
‘কল্কি’ ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন কমল হাসান। তবে এই ছবির সিক‍্যুয়েলেই তাঁর চরিত্র বেশি প্রাধান‍্য পেতে চলেছে। ইতিমধ‍্যেই ‘কল্কি’-তে কমলের লুক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

‘কল্কি’ ছবিতে প্রভাসের বিপরীতে রয়েছেন কমল হাসান। তবে এই ছবির সিক‍্যুয়েলেই তাঁর চরিত্র বেশি প্রাধান‍্য পেতে চলেছে। ইতিমধ‍্যেই ‘কল্কি’-তে কমলের লুক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
যদিও পারিশ্রমিক নিয়ে কমল হাসান নিজে কোনও কিছুই বলেননি। এই তথ‍্যও সম্পূর্ণ রেডিফ-এর রিপোর্টের ভিত্তিতে লিখিত।

যদিও পারিশ্রমিক নিয়ে কমল হাসান নিজে কোনও কিছুই বলেননি। এই তথ‍্যও সম্পূর্ণ রেডিফ-এর রিপোর্টের ভিত্তিতে লিখিত।

Kamal Hasan-Rajinikanth: কমল হাসান ও রজনীকান্তের জুটি আর দেখা গেল না, নীরবতা ভাঙলেন অভিনেতা

চেন্নাই: প্রায় আশির দশক৷ ‘গ্রেফতার’ চলচ্চিত্রে শেষবারের মতো দেখা দিয়েছিল, দক্ষিণের দুই মহাতারকাকে৷ রজনিকান্ত ও কমল হাসানকে জুটিকে শেষবারের মতো দেখেছিল দেশের আপামর সিনে পাগল দর্শক৷

তারপর দু’জনেই খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন৷ কিন্তু এই দুজনকে এক সঙ্গে আর চলচ্চিত্রের পর্দায় কখনও দেখতে পাননি দর্শকেরা৷ তবে পর্দার ওপারে বেশ ভালই সম্পর্ক ছিল দক্ষিণ ইন্ডাস্ট্রির এই দুই মহাতারকার৷

আরও পড়ুন:জেলে গিয়েছিলেন অনুরাগ কাশ্যপ! সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য পরিচালকের

বিভিন্ন ইভেন্টে প্রায়ই একে অন্যের কাজের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা৷ অথচ পর্দায় ওপারে দুজনের যুগলবন্দি দেখা গেল না কেন? সেই নিয়ে মুখ খুললেন কমল হাসান৷ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমরা একসঙ্গে কাজ করেছি৷ এই কম্বিনেশনটা নতুন তো কোনও কিছু নয়! আমরা একসঙ্গে আগেও অনেক কাজ করেছি৷ তারপর এটা আমাদের দুজনের নিজস্ব সিদ্ধান্ত ছিল যে, আর একসঙ্গে কাজ করব না৷ তার মানে এটা নয় যে, আমরা একে অপরের সাঙ্ঘাতিক কম্পিটিটর৷ ইন্ডাস্ট্রিতে আমাদের গুরু একজনই (কে বালাচান্দার)৷ তবে হ্যাঁ, অন্যান্য ইন্ডাস্ট্রির মতো এখানেও প্রতিযোগিতা রয়েছে৷ কিন্তু তা বলে একে ওপরকে হিংসা করি এমনটা নয়৷ আমরা আমাদের টয়েন্টিজে একসঙ্গে ছবি না করার সিদ্ধান্ত নিয়েছিলাম৷’’

আরও পড়ুন: ছবি না করেও প্রচুর টাকা করিশ্মা কাপুরের, সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে, আয় কীভাবে?

তবে কেবল তাঁর ও রজনিকান্তের জুটি না বাঁধার কারণ নিয়েই কথা বলেননি৷ আকুণ্ঠ ভালবাসা দেওয়ার জন্য হিন্দি দর্শককেও ধন্যবাদ জানালেন তিনি৷ ১৯৮১ সালে তেলেগু চলচ্চিত্রের রিমেক ‘এক দুজে কে লিয়ে’ চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি ছবিতে পা রাখেন কমল হাসান৷ সেই সময় তিনি ঠিক করে হিন্দিও বলতে পারতেন না৷ ‘ইন্ডিয়া টু’ র হিন্দি ভার্সানের ট্রেলার লঞ্চে গিয়ে মিডিয়াকেও কৃতজ্ঞতা জানিয়ে বললেন, ‘‘আমি প্রথম যখন এসেছিলাম, সবসময় ভাবতাম তামিলনাড়ুই আমার জায়গা৷ আপনারাই প্রায় ৩৫ বছর বা তারও আগে আমাকে শিখিয়েছিলেন, আমি একজন ভারতীয়৷ আমি তখন কেবল দক্ষিণের অভিনেতা ছিলাম, আপনারাই আমাকে সমগ্র ভারতের অভিনেতা বানিয়েছেন৷ তার জন্য সত্যিই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ৷ আমি তো প্রথমে একটা হিন্দি শব্দও জানতাম না৷ আপনাদের সকলের সমর্থন ছাড়া এই জায়গায় আমার পৌঁছানো প্রায় অসম্ভব ছিল৷’’

Kamal Haasan: কোভিড অতিমারী এবং দুর্ঘটনাই কারণ; শেষমেশ ‘ইন্ডিয়ান ২’-এর বিশাল বাজেট নিয়ে মুখ খুললেন কমল হাসান

অবশেষে বহু প্রতীক্ষিত ‘ইন্ডিয়ান ২’ ছবির বড়সড় বাজেট নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেতা কমল হাসান। আর এই ছবির জন্য প্রায় ২৮ বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক এস শঙ্কর এবং কমল হাসান। এই ছবির হিন্দি ভার্সন ‘হিন্দুস্তানি ২’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির হয়ে তামিল সুপারস্টার বলেন যে, এই ছবির বাজেটের উপর ব্যাপক ভাবে প্রভাব ফেলেছে কোভিড-১৯ অতিমারী এবং সেটের দুর্ঘটনা। পরিচালক এস শঙ্কর এবং প্রযোজকদের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন অভিনেতা।

আরও পড়ুনঃ ‘ওঁদের জুটি অটুট থাকুক…’, সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে আবেগপ্রবণ শত্রুঘ্ন সিনহা; কিন্তু কোথায় গেলেন অভিনেত্রীর দুই দাদা?

কমল হাসানের কথায়, “পরিচালক এবং চিত্রনাট্যের দ্বারা এই বাজেট নির্ধারিত হয়নি। আসলে কোভিড আমাদের বাজেট নির্ধারণ করেছে। কিছু দুর্ঘটনা আবার বাজেটের ক্ষেত্রে বিলম্ব এনেছে। এমনকী ছবিটি হিট হওয়ার আগেই প্রযোজক এবং পরিচালকদের ধৈর্যশক্তি প্রশংসা না করলেই নয়। আসলে হাতে ব্যথা হলে সব কিছু ছেড়ে দেওয়া সহজ। আমাকে এটি ছেড়ে আমাকে অন্যটায় যেতে দিন। কিন্তু তাঁরা সেটা করেন না। আর এই সন্তানটিকে না ছেড়ে দেওয়া আর এই সন্তানকে অনাথ না করার সিদ্ধান্তটা ছিল লাইকা এবং শঙ্করের।”

প্রসঙ্গত ২০১৮ সালে ‘ইন্ডিয়ান ২’ ছবির ঘোষণা হয়েছিল। ২০১৯ সালে শুরু হয়েছিল প্রথম পর্যায়ের শ্যুটিং। যদিও কোভিড ১৯ অতিমারীর জেরে হওয়া লকডাউনের কারণে ছবির শ্যুটিং স্থগিত হয়ে গিয়েছিল। আবার ছবির সেটে এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছিল। যার জেরে প্রাণ হারিয়েছিলেন ৩ কলাকুশলী। এর ফলে কয়েক বছর ধরে স্থগিত ছিল ছবির কাজ। এখানেই শেষ নয়, লাইকা প্রোডাকশনস এবং ছবির পরিচালক এস শঙ্করের মধ্যে মতবিরোধের কারণেও শ্যুটিং থমকে গিয়েছিল। অবশেষে সমস্ত কিছুর সমাধান করে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ‘ইন্ডিয়ান ২’ ছবির শ্যুটিং।

‘ইন্ডিয়ান ২’ আসলে ‘ইন্ডিয়ান’ ছবির সিক্যুয়েল। যা মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালের ৯ মে। ‘ইন্ডিয়ান ২’ ছবিতে দেখা যাবে সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, রকুল প্রীত সিং, সমুথিরাকানি, ববি সিমহা এবং প্রিয়া ভবানী শঙ্করকে। তবে বিবেক এবং নেদুমুদি ভেনুর মতো প্রয়াত অভিনেতাদের বড় পর্দায় ফেরাতে সিজিআই এবং বডি ডাবল ব্যবহার করেছেন পরিচালক শঙ্কর। আগামী ১২ জুলাই মুক্তি পেতে চলেছে ‘ইন্ডিয়ান ২’। আবার ওই একই দিনে মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘সরফিরা’।

Kamal Haasan Uncle Death: বিরাট দুঃসংবাদ! কাছের মানুষকে হারালেন কমল হাসান, শোকে পাথর অভিনেতা

চেন্নাই: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা কমল হাসানের কাকা শ্রীনিবাসন৷ জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কমল হাসানের কাকা৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর৷

কমল হাসান কাকার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শোকপ্রকাশ করেছেন৷ অভিনেতা লেখেন-কাকা অরুইর শ্রীনিবাসন, যিনি আমার ব্যক্তিত্ব গঠনে প্রধান ভূমিকা পালন করেছিলেন, ৯২ বছর বয়সে কোডাইকানালে মারা গেছেন। কাকা তার বিপ্লবী ধারণা এবং সাহসী কাজের জন্য তার আত্মীয় এবং বন্ধুদের মধ্যে একজন বীরত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। কমল হাসানের কন্যা শ্রুতি হাসান এবং অক্ষরা হাসান তাঁদের প্রয়াত দাদার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

কোডাইকানালেই থাকতেন অভিনেতার কাকা৷ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুর পর তাঁর নিথর দেহ কোডাইকানাল থেকে চেন্নাইতে আনা হয়৷ নিজের প্রিয় মানুষকেব হারিয়ে শোকের ছায়া পড়েছে কমল হাসানের পরিবারে৷ কমল হাসান, চারু হাসান-সহ তাঁর সহযোগীরা প্রবীণ অভিনেতার কাকার দাহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷