Tag Archives: Rajinikanth

Hindustani 2: রজনীকান্ত এবং কমল হাসানের সিদ্ধান্ত আজও মেনে চলেন দক্ষিণী তারকারা, সাক্ষাৎকারে এ কোন সত্য ফাঁস করলেন সিদ্ধার্থ

প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন কমল হাসান এবং সিদ্ধার্থ। আর এটা সম্ভব করেছে ‘হিন্দুস্তানি ২’ ছবি। সবথেকে মজার বিষয় হল এই ছবির প্রিক্যুয়েল মুক্তি পেয়েছিল ২৮ বছর আগে। আর ‘হিন্দুস্তানি ২’ ছবিতে সিদ্ধার্থকে যে চরিত্রটিতে দেখা যাবে, সেই চরিত্রটি দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য লড়াই করবেন। কিছু সময় আগে আমাদের সঙ্গে কথা বলেছেন সিদ্ধার্থ। আর সুপারস্টার কমল হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, তাঁর কাছে বিষয়টা যেন ঐশ্বরিক। এমনকী অভিনেতা এ-ও জানান যে, এটা তাঁর অতীতের কাজের পুণ্যের ফল।

এবার News18 Showsha-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানালেন, কীভাবে তিনি এবং তাঁর প্রজন্মের অভিনেতারা কমল হাসান এবং রজনীকান্তের মতো কিংবদন্তি তারকাদের থেকে অনুপ্রেরণা পেয়েছেন। এমনকী তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁদের নেওয়া এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও তুলে ধরেছেন সিদ্ধার্থ। অভিনেতার কথায়, “বেশ কয়েক বছর আগে রজনী স্যার এবং কমল স্যার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেটা তাঁরা আজও মেনে চলছেন। আসলে তাঁরা অ্যালকোহল সেবন, ধূমপান, পান মশলা এবং এই ধরনের পণ্যের সারোগেট অ্যাডভার্টাইজিংকে সমর্থন করেন না।”

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

‘রঙ দে বসন্তী’ অভিনেতা আরও বলেন যে, “যদি তাঁরা এমনটা করতেন, তাহলে দক্ষিণে অন্যান্যরাও সেটা করতেন। কিন্তু কেউ এটা করেন না, কারণ তাঁরা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের ইন্ডাস্ট্রিতে এমন দুই কিংবদন্তি থাকায় আমরা ভীষণই গর্বিত। কারণ তাঁরা এমন দুই ব্যক্তিত্ব, যাঁরা বিভিন্ন ভাবে আমাদের পথ প্রদর্শন করেছেন।”

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

‘বয়েজ’-এর প্রায় ২১ বছর পরে ‘হিন্দুস্তানি ২’ ছবির হাত ধরে একসঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক এস শঙ্কর এবং সিদ্ধার্থ। আসলে ‘বয়েজ’ ছবির হাত ধরেই ডেবিউ করেছিলেন সিদ্ধার্থ। ফলে আরও একবার এস শঙ্করের পরিচালনায় কাজ করতে পেরে যারপরনাই উচ্ছ্বসিত অভিনেতা। কারণ এই পরিচালকের পরিচালনাতেই তৈরি হয়েছিল দু’টি বড় ছবি ‘হিন্দুস্তানি’ এবং ‘রোবট’। যেখানে অভিনয় করেছেন কমল হাসান এবং রজনীকান্ত। সিদ্ধার্থের বক্তব্য, “যে বিষয়টা তাঁদের একসঙ্গে আনছে, সেটাই হলেন শঙ্কর স্যার। তাঁরা দু’জনেই শঙ্কর স্য়ারকে পাচ্ছেন এবং শঙ্কর স্যার পাচ্ছেন তাঁদের। আর শঙ্কর স্যারও ওঁদের দুজনকে নিখুঁত ভাবে ব্যবহার করেছেন।

পরিচালক প্রসঙ্গে সিদ্ধার্থ জানান, “আমি নিজের জীবনে ২০০ দিনেরও বেশি শঙ্করের সঙ্গে সেটে থাকার সম্মান পেয়েছি। আর আমার প্রথম ছবি থেকে এখন আমার ৩৮-তম ছবি পর্যন্ত আমি কখনওই তাঁকে মেজাজ হারাতে দেখিনি। আমি যদি ওঁর জায়গায় থাকতাম, তাহলে হয়তো নির্দিষ্ট পরিস্থিতিতে আমার নার্ভাস ব্রেকডাউন হয়ে যেত।”

Kamal Hasan-Rajinikanth: কমল হাসান ও রজনীকান্তের জুটি আর দেখা গেল না, নীরবতা ভাঙলেন অভিনেতা

চেন্নাই: প্রায় আশির দশক৷ ‘গ্রেফতার’ চলচ্চিত্রে শেষবারের মতো দেখা দিয়েছিল, দক্ষিণের দুই মহাতারকাকে৷ রজনিকান্ত ও কমল হাসানকে জুটিকে শেষবারের মতো দেখেছিল দেশের আপামর সিনে পাগল দর্শক৷

তারপর দু’জনেই খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন৷ কিন্তু এই দুজনকে এক সঙ্গে আর চলচ্চিত্রের পর্দায় কখনও দেখতে পাননি দর্শকেরা৷ তবে পর্দার ওপারে বেশ ভালই সম্পর্ক ছিল দক্ষিণ ইন্ডাস্ট্রির এই দুই মহাতারকার৷

আরও পড়ুন:জেলে গিয়েছিলেন অনুরাগ কাশ্যপ! সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য পরিচালকের

বিভিন্ন ইভেন্টে প্রায়ই একে অন্যের কাজের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা৷ অথচ পর্দায় ওপারে দুজনের যুগলবন্দি দেখা গেল না কেন? সেই নিয়ে মুখ খুললেন কমল হাসান৷ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমরা একসঙ্গে কাজ করেছি৷ এই কম্বিনেশনটা নতুন তো কোনও কিছু নয়! আমরা একসঙ্গে আগেও অনেক কাজ করেছি৷ তারপর এটা আমাদের দুজনের নিজস্ব সিদ্ধান্ত ছিল যে, আর একসঙ্গে কাজ করব না৷ তার মানে এটা নয় যে, আমরা একে অপরের সাঙ্ঘাতিক কম্পিটিটর৷ ইন্ডাস্ট্রিতে আমাদের গুরু একজনই (কে বালাচান্দার)৷ তবে হ্যাঁ, অন্যান্য ইন্ডাস্ট্রির মতো এখানেও প্রতিযোগিতা রয়েছে৷ কিন্তু তা বলে একে ওপরকে হিংসা করি এমনটা নয়৷ আমরা আমাদের টয়েন্টিজে একসঙ্গে ছবি না করার সিদ্ধান্ত নিয়েছিলাম৷’’

আরও পড়ুন: ছবি না করেও প্রচুর টাকা করিশ্মা কাপুরের, সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে, আয় কীভাবে?

তবে কেবল তাঁর ও রজনিকান্তের জুটি না বাঁধার কারণ নিয়েই কথা বলেননি৷ আকুণ্ঠ ভালবাসা দেওয়ার জন্য হিন্দি দর্শককেও ধন্যবাদ জানালেন তিনি৷ ১৯৮১ সালে তেলেগু চলচ্চিত্রের রিমেক ‘এক দুজে কে লিয়ে’ চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি ছবিতে পা রাখেন কমল হাসান৷ সেই সময় তিনি ঠিক করে হিন্দিও বলতে পারতেন না৷ ‘ইন্ডিয়া টু’ র হিন্দি ভার্সানের ট্রেলার লঞ্চে গিয়ে মিডিয়াকেও কৃতজ্ঞতা জানিয়ে বললেন, ‘‘আমি প্রথম যখন এসেছিলাম, সবসময় ভাবতাম তামিলনাড়ুই আমার জায়গা৷ আপনারাই প্রায় ৩৫ বছর বা তারও আগে আমাকে শিখিয়েছিলেন, আমি একজন ভারতীয়৷ আমি তখন কেবল দক্ষিণের অভিনেতা ছিলাম, আপনারাই আমাকে সমগ্র ভারতের অভিনেতা বানিয়েছেন৷ তার জন্য সত্যিই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ৷ আমি তো প্রথমে একটা হিন্দি শব্দও জানতাম না৷ আপনাদের সকলের সমর্থন ছাড়া এই জায়গায় আমার পৌঁছানো প্রায় অসম্ভব ছিল৷’’

Rajinikanth: ‘কর্তব্য’ পালন করলেন রজনীকান্ত! ভোটের বাজারে এমন কিছু বললেন, গোটা দেশে শোরগোল

চেন্নাই: দেশ জুড়ে শুরু হয়েছে ভোটযুদ্ধ। সেরকমই তামিলনাড়ুতেও চলছে লোকসভা নির্বাচন ২০২৪। শুক্রবার সাতসকালেই ভোট দিয়ে এলেন সুপারস্টার রজনীকান্ত। অল-হোয়াইট লুকে ভোট দিতে বেরিয়েছিলেন অভিনেতা। চেন্নাইয়ের স্টেলা ম্যারিস কলেজ পোলিং বুথে দেখা গিয়েছে তাঁকে। সেই মুহূর্তের ছবি এবং ভিডিওই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছড়িয়ে পড়া ভিডিও-য় দেখা গিয়েছে যে, হেঁটে গিয়ে পোলিং বুথে ঢুকছেন রজনীকান্ত। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত সকলেই ঘিরে ধরেন তাঁকে।

এক্স প্ল্যাটফর্মে শেয়ার করা একটি ভিডিও-য় দেখা গিয়েছে যে, ভোট দিতে গিয়ে নিজের পালার জন্য অপেক্ষা করে রয়েছেন দক্ষিণী সুপারস্টার। এরপর ভোট দেওয়ার পরে ভোটের কালি লাগা আঙুল তুলে সকলকে দেখানও তিনি। বেরিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতাও সারেন।

সংবাদমাধ্যমের কাছে দেওয়া বিবৃতিতে রজনীকান্ত সকলকে ভোট দেওয়ার জন্য উৎসাহিতও করেন। অভিনেতার বক্তব্য, “ভোট দিইনি এটা বলার মধ্যে কোনও গরিমা নেই।” রজনীকান্ত আরও বলেন, “ভোট দেওয়াটা আসলে একজন নাগরিকের কর্তব্য।” সেই কারণেই সকলের কাছে ভোট দেওয়ার আর্জি জানান তিনি।

আরও পড়ুন: ভোট শুরুর সকালেই বড় ঘটনা! মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের! চর্চায় ‘সেই’ মাথাভাঙ্গা

রজনীকান্তের আগে অবশ্য ভোট দিতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন অজিত কুমার। ভাইরাল ভিডিও-য় দেখা গিয়েছে যে, তিরুভানমিয়ুরের একটি পোলিং বুথে ভোট দিতে গিয়েছিলেন অজিত। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, ভোর ৬টা ৪০ মিনিট নাগাদ পোলিং বুথে পৌঁছে গিয়েছিলেন তিনি। এরপর সকাল ৭টায় পোলিং বুথ খোলার জন্য অপেক্ষাও করেছিলেন। আর এই অভিনেতাকেও সাদা পোশাকেই দেখা গিয়েছে। ভোট দেওয়ার পরে ভোটের কালি লাগানো আঙুল দেখান দক্ষিণী এই অভিনেতা।

আরও পড়ুন: ৭১৬ কোটির মালিক! প্রথম দফার সবচেয়ে ধনী প্রার্থী কে জানেন? পরিচয় শুনে চমকে যেতে বাধ্য

প্রসঙ্গত তামিলনাড়ুতে সাত দফায় ভোট হওয়ার কথা। শুক্রবারই ছিল প্রথম দিন। দক্ষিণী এই রাজ্য দ্রাবিড়া মুন্নেত্রা কাঝগম (ডিএমকে), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্রা কাঝগম (এআইএডিএমকে)-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে। তামিলনাড়ুর ভোটের ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন, ২০২৪ তারিখে।

Mamata Banerjee Rajinikanth: চেন্নাইতে মমতা-রজনীকান্ত সাক্ষাৎ! ২০২৪ এর আগে নয়া রাজনৈতিক সমীকরণ দক্ষিণে? জল্পনা তুঙ্গে…

#চেন্নাই: দক্ষিণভারত সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তাঁর সঙ্গে মুখোমুখি দক্ষিণের সুপারস্টার তথা রাজনৈতিক ব্যক্তিত্ব রজনীকান্ত। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ একান্ত আলোচনা চলে বৃহস্পতিবার। রাজ্যপাল লা গনেশনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন রজনীকান্ত। সেখানেই দুজনের মুখোমুখি সাক্ষাৎ। আর এই সাক্ষাৎ ঘিরেই বাংলা তথা দক্ষিণের রাজনীতিতে নয়া চর্চা শুরু।

রজনীকান্তকে কলকাতায় আসার আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখোমুখি সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায় রজনীকান্তকে তাঁর শারীরিক কুশল জানতে চান। রজনীকান্তও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের ঘিরে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলেরই আগ্রহ তুঙ্গে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রজনীকান্তের সাক্ষাৎ নিয়ে দক্ষিণের রাজনীতিতে শুরু হয়েছে নয়া চর্চা।

২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে অ বিজেপি বা বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে একজোট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : পরনে লাল স্কার্ট-কালো টপ, গতকালের ম্যারাথন জেরার পর ফের আজ দিল্লিতে ইডি দফতরে অনুব্রতর ‘সুকন্যা’

বৈঠকে সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবে দাবি করলেও ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে এক হবার বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়েই মূলত এই বৈঠক ছিল গতকালকে বলেই দাবি রাজনৈতিক মহলের।

আজ ফের রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে স্ট্যালিন-মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হন আরও একবার। দুজনের মধ্যে ফের শুভেচ্ছা বিনিময় হয় রাজ্যপালের এই অনুষ্ঠানে। গত কালের পর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের রজনীকান্তের সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক মহলে নয়া চর্চা শুরু করে দিল। যদিও দুপক্ষের তরফে এই সাক্ষাৎকে নেহাতই সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দাবি করা হচ্ছে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Rajinikanth Corona Vaccine: টিকা নিলেন থালাইভা, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার রজনী-কন্যার

#চেন্নাই: অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। হু হু করে বাড়ছে সংক্রমণ। এরই মধ্যে করোনার টিকা (Corona Vaccine) নিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth)। আজ, বৃহস্পতিবার চেন্নাইয়ে কোভিডের টিকা নেন বছর ৭০ এর অভিনেতা। তবে এটা রজনীকান্তের প্রথম না দ্বিতীয় ডোজ তা জানা যায়নি। জানা যায়নি অভিনেতা কোন টিকা নিয়েছেন।

ভক্তদের জন্য রজনীর টিকা নেওয়ার ছবি ট্যুইট করেন তাঁর মেয়ে সৌন্দর্য্য। ছবিতে দেখা যাচ্ছে, ছাই রঙা টি-শার্ট ও কালো ট্রাউজার পরে সোফায় বসে রয়েছেন অভিনেতা। মুখে কালো মাস্ক। পিপিই পরে তাঁকে টিকা দিচ্ছেন একজন স্বাস্থ্যকর্মী। পাশেই দাঁড়িয়ে রয়েছেন রজনী-কন্যা। ট্যুইটারে সৌন্দর্য্য লিখেছেন, ‘আমাদের থালাইভা টিকা নিয়েছেন। আসুন আমরা করোনাকে হারাতে একসঙ্গে লড়াই করি।’ ইতিমধ্যেই সৌন্দর্য্যের ট্যুইটে কমেন্টের বন্যা বইতে শুরু করেছে। অনেকে রজনীর সুস্বার্থ্যের জন্য প্রার্থনাও করেছেন।

সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে পালাবদল হয়েছে তামিলনাড়ুর রাজনীতিতে। AIADMK-কে হারিয়ে ক্ষমতায় এসেছে DMK। আরেক সুপারস্টার কমল হাসানের মতো, একুশের বিধানসভা নির্বাচন দিয়েই রাজনীতিতে পা রাখার কথা ছিল থালাইভা রজনীকান্তের। কিন্তু শরীর বাধা হয়ে দাঁড়ানোয় সেই পরিকল্পনা আর সফল হয়নি। শরীরিক অসুস্থতার কারণে গত ডিসেম্বরে হাসপালাতে ভর্তি হন রজনী। সুস্থ হয়ে জানান, ডাক্তারদের পরামর্শে আর রাজনীতিতে পা রাখছেন না। গত মার্চে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন কমল হাসান।

এবার রাজনীতিতে থালাইভা ! নতুন বছরেই আসছে রজনীকান্তের নিজের পার্টি

#চেন্নাই: সব জল্পনা-কল্পনার অবসান। এতদিন ধরে চলা যদি, কিন্তু, হয়তোর আর জায়গা রইল না। থালাইভা অর্থাৎ সুপারস্টার রজনীকান্ত ঘোষণা করে দিলেন জানুয়ারিতেই আসতে চলেছে তার নিজস্ব রাজনৈতিক দল।

পরের বছর মে মাসে তামিলনাড়ুতে ভোট। এদিন তিনি জানান, “জানুয়ারিতেই আসতে চলেছে নতুন দল। এই মাসের শেষ দিনে সরকারি ঘোষণা করা হবে। হয়তো আরও আগেই ঘোষণা হত,অতিমারির কারণে দেরি হল। আমাদের লক্ষ্য হবে যত সম্ভব মানুষের জন্য কাজ করা। যদি এখনই কোনও পদক্ষেপ গ্রহণ না করি তাহলে কোনওদিনই পরিবর্তন আসবে না। আমি যদি জিততে পারি তবে সেটা মানুষের জয় হবে। নির্বাচন জেতার ব্যাপারে আমি আশাবাদী। আমাদের সরকার হবে আধ্যাত্মিকতার উপর নির্ভরশীল। ধর্মনিরপেক্ষতা, স্বচ্ছতা এবং মানুষের হিতে কাজ করাই হবে লক্ষ্য। কোনো দুর্নীতির জায়গা নেই।”

অনেকেই বলছিলেন তাঁর ফ্যান ক্লাব রজনী মাক্কাল মান্দ্রমকেই নতুন মোড়কে রাজনীতির মাঠে নিয়ে আসছেন তিনি। ভাইয়ের মঙ্গল চেয়ে তার দাদাকে কদিন আগে মন্দিরে পুজো দিতে দেখা যায়। তবে রাজনীতির সঙ্গে রজনীর সম্পর্ক নতুন নয়। ১৯৯৬ সালে ডিএমকে প্রধান করুণানিধির সমর্থনে গলা ফাটিয়েছিলেন তিনি। হেরে গিয়েছিল জয়ললিতার এআইএডিএমকে। তাই তামিলনাড়ুর রাজনীতিতে থালাইভার প্রভাব নেই একথা বললে ভুল হবে। স্তালিনের ভাই আলাগিরির সঙ্গেও ভাল সম্পর্ক রজনীর। তবে মনে করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,আরএসএস প্রধান মোহন ভগবতদের সঙ্গে দারুন সম্পর্ক রজনীর এই রাজনৈতিক দল তৈরির পিছনে অন্যতম কারণ।

Rohan Roy Chowdhury