কমল হাসান ও রজনীকান্তের জুটি আর দেখা গেল না, নীরবতা ভাঙলেন অভিনেতা

Kamal Hasan-Rajinikanth: কমল হাসান ও রজনীকান্তের জুটি আর দেখা গেল না, নীরবতা ভাঙলেন অভিনেতা

চেন্নাই: প্রায় আশির দশক৷ ‘গ্রেফতার’ চলচ্চিত্রে শেষবারের মতো দেখা দিয়েছিল, দক্ষিণের দুই মহাতারকাকে৷ রজনিকান্ত ও কমল হাসানকে জুটিকে শেষবারের মতো দেখেছিল দেশের আপামর সিনে পাগল দর্শক৷

তারপর দু’জনেই খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন৷ কিন্তু এই দুজনকে এক সঙ্গে আর চলচ্চিত্রের পর্দায় কখনও দেখতে পাননি দর্শকেরা৷ তবে পর্দার ওপারে বেশ ভালই সম্পর্ক ছিল দক্ষিণ ইন্ডাস্ট্রির এই দুই মহাতারকার৷

আরও পড়ুন:জেলে গিয়েছিলেন অনুরাগ কাশ্যপ! সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য পরিচালকের

বিভিন্ন ইভেন্টে প্রায়ই একে অন্যের কাজের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা৷ অথচ পর্দায় ওপারে দুজনের যুগলবন্দি দেখা গেল না কেন? সেই নিয়ে মুখ খুললেন কমল হাসান৷ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমরা একসঙ্গে কাজ করেছি৷ এই কম্বিনেশনটা নতুন তো কোনও কিছু নয়! আমরা একসঙ্গে আগেও অনেক কাজ করেছি৷ তারপর এটা আমাদের দুজনের নিজস্ব সিদ্ধান্ত ছিল যে, আর একসঙ্গে কাজ করব না৷ তার মানে এটা নয় যে, আমরা একে অপরের সাঙ্ঘাতিক কম্পিটিটর৷ ইন্ডাস্ট্রিতে আমাদের গুরু একজনই (কে বালাচান্দার)৷ তবে হ্যাঁ, অন্যান্য ইন্ডাস্ট্রির মতো এখানেও প্রতিযোগিতা রয়েছে৷ কিন্তু তা বলে একে ওপরকে হিংসা করি এমনটা নয়৷ আমরা আমাদের টয়েন্টিজে একসঙ্গে ছবি না করার সিদ্ধান্ত নিয়েছিলাম৷’’

আরও পড়ুন: ছবি না করেও প্রচুর টাকা করিশ্মা কাপুরের, সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে, আয় কীভাবে?

তবে কেবল তাঁর ও রজনিকান্তের জুটি না বাঁধার কারণ নিয়েই কথা বলেননি৷ আকুণ্ঠ ভালবাসা দেওয়ার জন্য হিন্দি দর্শককেও ধন্যবাদ জানালেন তিনি৷ ১৯৮১ সালে তেলেগু চলচ্চিত্রের রিমেক ‘এক দুজে কে লিয়ে’ চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি ছবিতে পা রাখেন কমল হাসান৷ সেই সময় তিনি ঠিক করে হিন্দিও বলতে পারতেন না৷ ‘ইন্ডিয়া টু’ র হিন্দি ভার্সানের ট্রেলার লঞ্চে গিয়ে মিডিয়াকেও কৃতজ্ঞতা জানিয়ে বললেন, ‘‘আমি প্রথম যখন এসেছিলাম, সবসময় ভাবতাম তামিলনাড়ুই আমার জায়গা৷ আপনারাই প্রায় ৩৫ বছর বা তারও আগে আমাকে শিখিয়েছিলেন, আমি একজন ভারতীয়৷ আমি তখন কেবল দক্ষিণের অভিনেতা ছিলাম, আপনারাই আমাকে সমগ্র ভারতের অভিনেতা বানিয়েছেন৷ তার জন্য সত্যিই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ৷ আমি তো প্রথমে একটা হিন্দি শব্দও জানতাম না৷ আপনাদের সকলের সমর্থন ছাড়া এই জায়গায় আমার পৌঁছানো প্রায় অসম্ভব ছিল৷’’