Tag Archives: Kargil war

Kargil Vijay Diwas 2024: ‘ট্রিগার টানলাম, উড়ে গেল বাঙ্কার’, কার্গিল বিজয় দিবসে এক ‘দুঃসাহসিক’ মুহূর্ত জানালেন ক্যাপ্টেন সিং

নয়াদিল্লি: শুক্রবার বিজয় দিবস। কারগিল যুদ্ধের ২৫ বছর উদযাপন করছে দেশ। শহিদ বীর সেনানিদের উদ্দেশ্যে নতজানু হয়ে শ্রদ্ধা জানাচ্ছে আপামর দেশবাসী। চলছে চর্চা, আলোচনা। উঠে আসছে যুদ্ধের অকথিত নানা গল্প।

ক্যাপ্টেন বিপি সিং। অনারারি আর্মি এয়ার ডিফেন্স অফিসার। যুদ্ধের সময় ব্যাটারি হাবিলদার মেজর জেনারেল হিসেবে কাজ করেছিলেন তিনি। কারগিল যুদ্ধে তিনিই প্রথম রাশিয়ার তৈরি ইগলা মিসাইল ব্যবহার করেন।

সিএনএন-নিউজ18-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যাপ্টেন বিপি সিং বলেন, ‘‘যুদ্ধের সময়। সিনিয়রদের নির্দেশ মতো পাকিস্তানিদের দখল করা বাঙ্কার উদ্ধারে যাই আমরা। তখনই এই ঘটনা ঘটে।’’ ৯কে৩৮ ইগলা হল রাশিয়ার তৈরি ম্যান পোর্টেবল সারফেস-টু-এয়ারমিসাইল সিস্টেম। শত্রুর বিমান, ক্রুজ মিসাইল, ড্রোন নামানোর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। থার্মাল লকিং পদ্ধতিতে কাজ করে। ফলে সাফল্য নিশ্চিত।

আরও পড়ুন: ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে প্রয়োজন অর্থও, এডুকেশন লোন কীভাবে পাওয়া যায় জানেন? কারা পেতে পারেন? জেনে নিন

সেই দিনের যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে ক্যাপ্টেন বিপি সিং বলেন, ‘‘আমরা সারাদিন পিছিয়ে ছিলাম। শত্রু সেনা ক্রমাগত আগুন উগড়ে যাচ্ছে। এনএইচ১-এ আমাদের একটা ট্রাকে ওরা হামলা চালায়। মৃত্যু হয় এক সেনা অফিসারের।’’ সেই সময়ই নির্দেশ আসে। বিপি সিংয়ের কথায়, ‘‘ঠিক তারপরই আমার কাছে নির্দেশ আসে। সেদিন ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন। অভূতপূর্ব কিছু করার জন্য আমার কাছে মাত্র ৩০ সেকেন্ড সময় ছিল। নাগালের মধ্যে তিনটি পাকিস্তানি পোস্ট দেখতে পাচ্ছিলাম। তখনই আমার মাথায় আসে।’’

আরও পড়ুন: দেশের সেরা MBA কলেজ কোনটি? কলকাতার কোন কলেজ তালিকায়? ভর্তির আগে IIRF-এর তালিকা দেখুন

ইগলা মিসাইলে থার্মাল লকিং সিস্টেম রয়েছে। সেটাই বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে বিপি সিংয়ের। ভাবেন, এটাই ব্যবহার করব। তিনি বলেন, ‘‘ঈশ্বর আমাদের সঙ্গে। ওরা আর কী করতে পারে। পোস্ট থেকে যখনই পাকিস্তানি সেনা গুলি চালাতে শুরু করল, থার্মাল সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্যবস্তু আমার লঞ্চারে লক হয়ে গেল। ব্যস, আমি ট্রিগার টানলাম। চোখের সামনে উড়ে গেল বাঙ্কার।’’

কারগিল বিজয় দিবস উপলক্ষ্যে অনারারি ক্যাপ্টেন বিপি সিংকে দ্রাসে বিশেষ অথিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল ভারতীয় সেনা। সেখানে উপস্থিত সেনা ও কর্তাব্যক্তিদের নিজের অভিজ্ঞতার গল্প শুনিয়েছিলেন তিনি। তাঁর কথায়, ‘‘মাত্র কয়েক সেকেন্ড। আমার সাফল্য আর বেঁচে থাকা ঝুলছিল ওই কয়েক সেকেন্ডের সুতোয়।’’

Raveena Tandon on Kargil War Bomb: কার্গিল যুদ্ধের সময় রবিনা ট্যান্ডনের নামে বোমা পাঠানো হয় নওয়াজ শরিফকে! কেন জানেন?

#মুম্বই: ১৯৯৯-এ প্রায় দু’মাস ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলেছিল কার্গিল যুদ্ধ (Kargil War)। অবশেষে ১৯৯৯ সালের ২৬ জুলাই কার্গিল যুদ্ধে জয় হয় ভারতের। সেই থেকে ২৬ জুলাই দিনটাকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয় (Kargil War)। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ। আর দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ১৯৭১-এর যুদ্ধে ভাগ হয়ে গিয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আলাদা দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে উঠে এসেছিল বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিরুদ্ধে এটাই ছিল ভারতের প্রথম যুদ্ধ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে দারুণ পছন্দ ছিল (Raveena Tandon on Kargil War Bomb)। কার্গিলের যুদ্ধের সময় ভারতীয় জওয়ানরা সেই ঘটনাকে মাথায় রেখে পাকিস্তানের উপর বোমা বর্ষণের আগে তার গায়ের উপর লিখে দিয়েছিল, ‘রবিনা ট্যান্ডনের তরফ থেকে নওয়াজ শরিফের জন্য’। শুধু তাই নয়, লেখার উপরে একটি হৃদয়ও এঁকে দিয়েছিলেন তাঁরা। কয়েক বছর অন্তর সেই বোমার ছবিগুলি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার বহু বছর পর এই প্রসঙ্গে মুখ খুলেছেন স্বয়ং রবিনা ট্যান্ডন (Raveena Tandon on Kargil War Bomb)। তার পরেই ফের সেই বোমার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: আচমকা চোখ লাল হয়ে জ্বালা ভাব? ওমিক্রনের এই উপসর্গ থেকে সাবধান!

রবিনা অবশ্য এই ‘উপহারে’র কথা জানতে পেরেছেন বেশ কিছু দিন পরে (Raveena Tandon on Kargil War Bomb)। একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রবিনা জানিয়েছেন, ‘এই বোমার কথা আমি তখন জানতাম না। অনেক পরে জানতে পারি। গোটা পৃথিবীকে আমি একটাই উপদেশ দিতে চাই, যে সমস্যা ভালবাসা এবং কথোপকথন দিয়ে মেটানো যায়, তার জন্য যুদ্ধের প্রয়োজন নেই। রক্তের রং কাঁটাতারের এ পারেও লাল, ও পারেও। কত কত মা তাঁদের সন্তানকে হারিয়েছেন যুদ্ধে। সেই ঘটনাগুলিকে গর্বের চোখে দেখা উচিত নয়।’

আরও পড়ুন: দেশজুড়ে বাড়ল করোনায় আক্রান্ত ও সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় মৃত ৬৫৫ জন

কাজের দিক থেকে সম্প্রতি নেটফ্লিক্সের ‘আরণ্যক’ ওয়েবসিরিজে দেখা গিয়েছে রবিনা ট্যান্ডনকে। পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি। হত্যাতদন্ত নিয়ে তৈরি সেই গল্পে আশুতোষ রানা এবং পরমব্রত চট্টোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জানা গিয়েছে, খুব শীঘ্রই এর দ্বিতীয় সিজন আসতে চলেছে।