Tag Archives: Kashmir terror attack

Kashmir Attack: কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা! শহিদ জওয়ান, ভোটের মাঝেই ভয়ঙ্কর ঘটনা

কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা। আর এই ঘটনা ঘিরে নতুন করে শনিবার চাঞ্চল্য তৈরি হয়েছে ভূস্বর্গে। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৬ টা নাগাদ এই হামলা চলে। এলাকার সুরানকোটের সানাইগ্রামে এই হামলা চলে বায়ুসেনার কনভয়ে। বায়ুসেনার গাড়িতে জঙ্গিরা গুলি করতেই তাদের পাল্টা গুলি করতে থাকেন বায়ুসেনার জওয়ানরাও।

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, দুই পক্ষের গুলির লড়াইতে ১ জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। ওই ঘটনার পরেই গোটা এলাকায় সার্চ অপারেশন শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, SSC নিয়ে বড় পদক্ষেপ রাজ্য বিজেপির! বেছে নেওয়া হল ৬ জনকে

সেনা সূত্রের খবর, পুঞ্চ জেলার সুরানকোট এলাকায় সানাই টপ-এর দিকে যাচ্ছিল বায়ুসেনার একটি কনভয়। সেই সময়েই হামলা চালায় জঙ্গিরা। সূত্রের খবর, ওই জঙ্গি হামলায় এক সেনার মৃত্যু হয়েছে। ১ জন গুরুতর ভাবে জখম হয়েছেন। আরও তিনজনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বায়ুসেনার কনভয় ঘিরে ধরে গুলি চালিয়েছে জঙ্গিরা, এমনটাই অভিযোগ। এই হামলায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যে রাষ্ট্রীয় রাইফেলস গোটা এলাকা ঘিরে ফেলেছে। শুরু হয়ে গিয়েছে এলাকা জুড়ে জঙ্গিদের খোঁজ। রাতের অন্ধকারে এই অতর্কিত হামলায় মোট কতজন জঙ্গি সামিল ছিল, তার তদন্ত চলছে। ইতিমধ্যেই জোর তল্লাশি শুরু হয়েছে। দেশে ভোটের মাঝে এই জঙ্গি হামলা নিঃসন্দেহে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বায়ুসেনা জানিয়েছে, আহত হওয়ার পর ৫ বায়ুসেনা কর্মীকে সবচেয়ে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Rajouri Terror Attack: পুলওয়ামার ধাঁচে সেনার গাড়িতে হামলা কাশ্মীরে! শহিদ ৩ জওয়ান, শুরু অভিযান

কাশ্মীর: পুলওয়ামা ধাঁচে ফের সেনা কনভয়ে হামলা কাশ্মীরে। এদিন জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে বৃহস্পতিবার দুটি মিলিটারে ট্রাকে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৩ জন জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন জওয়ান। সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা।

এখনও পর্যন্ত সেনার তরফ থেকে এই হামলায় বিস্তারিত কিছু বলা হয়নি। গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। রাজৌরি পুঞ্চ জাতীয় সড়ক হাই অ্যালার্টে জারি করা হয়েছে। জানা গিয়েছে, মিলিটারি ট্রাকে ৪৮ রাষ্ট্রীয় রাইফেলস-র জওয়ানরা ছিলেন।

আরও পড়ুন, ফের DA বাড়ালেন মমতা! বড় দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের বড় উপহার, কবে থেকে চালু নতুন নিয়ম?

আরও পড়ুন, ফের চোখ রাঙাচ্ছে করোনা! ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০০, মৃত ১৬! বাংলার পরিস্থিতি জানুন

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাজৌরি এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় ভারতীয় সেনা। সেইমতো অপারেশনেও নামে তারা। কিন্তু সেখানে আগের থেকেই ফাঁদ পেতে রেখেছিল জঙ্গিরা। রাস্তায় দু পাশে রাইফেল থেকে গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি চালায় একাধিক জঙ্গিরা। সেই হামলাতেই শহিদ হন তিন জন ভারতীয় জওয়ান।

ঘটনাস্থলে অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে বলে খবর। গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত এই হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।