Tag Archives: Kavya Maran

Kavya Maran: লন্ডন থেকে এমবিএ, বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে, কাব্য মারানের জীবনযাপন স্বপ্নের মতো

২০২৪-এর গোটা আইপিএল জুড়ে একটা নামই মুখে মুখে ঘুরেছে, সেটা কাব্যা মারান। তিনিই এখন নয়া ইন্টারনেট সেনসেশন। সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক। ফাইনালে কেকেআরের কাছে হারের পর স্টেডিয়ামেই চিকচিক করে ওঠে কাব্যর চোখ। সেই ছবি দেখে উত্তাল নেটদুনিয়া। ক্যামেরা থেকে মুখ লুকনোর চেষ্টা করেছিলেন কাব্যা। কিন্তু সম্ভব হয়নি।
২০২৪-এর গোটা আইপিএল জুড়ে একটা নামই মুখে মুখে ঘুরেছে, সেটা কাব্যা মারান। তিনিই এখন নয়া ইন্টারনেট সেনসেশন। সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক। ফাইনালে কেকেআরের কাছে হারের পর স্টেডিয়ামেই চিকচিক করে ওঠে কাব্যর চোখ। সেই ছবি দেখে উত্তাল নেটদুনিয়া। ক্যামেরা থেকে মুখ লুকনোর চেষ্টা করেছিলেন কাব্যা। কিন্তু সম্ভব হয়নি।
কাব্যর কান্না ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কে এই কাব্য মারান? সানরাইজার্স হায়দরাবাদের মালিক এই তরুণী তামিলনাড়ুর বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে। নিজেও ব্যবসায়ী। বাবা কলানিধি মারান দক্ষিণের সবচেয়ে বড় মিডিয়া হাউজ সান গ্রুপের মালিক। সান গ্রুপের ৩৩টির বেশি আঞ্চলিক চ্যানেল রয়েছে। কলানিধি মারানের মোট সম্পদের পরিমাণ প্রায় ২.৩ বিলিয়ন ডলার।
কাব্যর কান্না ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কে এই কাব্য মারান? সানরাইজার্স হায়দরাবাদের মালিক এই তরুণী তামিলনাড়ুর বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে। নিজেও ব্যবসায়ী। বাবা কলানিধি মারান দক্ষিণের সবচেয়ে বড় মিডিয়া হাউজ সান গ্রুপের মালিক। সান গ্রুপের ৩৩টির বেশি আঞ্চলিক চ্যানেল রয়েছে। কলানিধি মারানের মোট সম্পদের পরিমাণ প্রায় ২.৩ বিলিয়ন ডলার।
চেন্নাই হোম টাউন: মারান পরিবারের আদি বাড়ি চেন্নাইতে। কাব্য চেন্নাইয়ের নামকরা স্টেলা মারিস কলেজ থেকে স্নাতক হন। তারপর এমবিএ পড়ার জন্য পাড়ি দেন ইংল্যান্ড। সেখানে তিনি ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিডি ডিগ্রি নেন। এরপর যোগ দেন বাবার ব্যবসায়। লন্ডন থেকে দেশে ফেরার পর ২০১৮ সালে কলানিধি সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিকানা তুলে দেন মেয়ের হাতে। কাব্যা হন সিইও। বাবার অন্যান্য ব্যবসাও দেখেন তিনি।
চেন্নাই হোম টাউন: মারান পরিবারের আদি বাড়ি চেন্নাইতে। কাব্য চেন্নাইয়ের নামকরা স্টেলা মারিস কলেজ থেকে স্নাতক হন। তারপর এমবিএ পড়ার জন্য পাড়ি দেন ইংল্যান্ড। সেখানে তিনি ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিডি ডিগ্রি নেন। এরপর যোগ দেন বাবার ব্যবসায়। লন্ডন থেকে দেশে ফেরার পর ২০১৮ সালে কলানিধি সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিকানা তুলে দেন মেয়ের হাতে। কাব্যা হন সিইও। বাবার অন্যান্য ব্যবসাও দেখেন তিনি।
পুরো আইপিএল জুড়েই সানরাইজার্স দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন কাব্য। স্টেডিয়ামে বসে টিমের জন্য গলা ফাটিয়েছেন। আবার ড্রেসিং রুমে গিয়ে চাঙ্গা করেছেন ক্রিকেটারদের। ক্যামেরাও তাঁর মুখের প্রতিটা অভিব্যক্তি বন্দি করে গিয়েছে নিরন্তর। কাব্য বর্তমানে একজন সফল মহিলা ব্যবসায়ী। এসআরএইচ ছাড়াও তিনি আরেকটি ক্রিকেট টিমের মালিক। সেই দল খেলে দক্ষিণ আফ্রিকা ২০ টুর্নামেন্ট (SA20)। এই লিগে তাঁর দলের নাম ‘সানরাইজার্স ইস্টার্ন কেপ’। ২০২২ সালে লিগ শুরু হয়।
পুরো আইপিএল জুড়েই সানরাইজার্স দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন কাব্য। স্টেডিয়ামে বসে টিমের জন্য গলা ফাটিয়েছেন। আবার ড্রেসিং রুমে গিয়ে চাঙ্গা করেছেন ক্রিকেটারদের। ক্যামেরাও তাঁর মুখের প্রতিটা অভিব্যক্তি বন্দি করে গিয়েছে নিরন্তর। কাব্য বর্তমানে একজন সফল মহিলা ব্যবসায়ী। এসআরএইচ ছাড়াও তিনি আরেকটি ক্রিকেট টিমের মালিক। সেই দল খেলে দক্ষিণ আফ্রিকা ২০ টুর্নামেন্ট (SA20)। এই লিগে তাঁর দলের নাম ‘সানরাইজার্স ইস্টার্ন কেপ’। ২০২২ সালে লিগ শুরু হয়।
ইতিমধ্যেই দু’বার চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কাব্য মারানের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৪০০ কোটি টাকা। ২০১৮ সালে সানরাইজার্সের দায়িত্ব নেওয়ার পর থেকেই অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছে দল। সানরাইজার্স ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৮ সালে রানার আপ। কিন্তু এরপর থেকে পারফরম্যান্স ভাল যাচ্ছিল না। ২০২১-এ ১৪টি ম্যাচ খেলে মাত্র ৩টিতে জেতে তারা। ২০২৪-এর আগে দলে বেশ কিছু পরিবর্তন করেন কাব্য। তারই ফল মেলে হাতে নাতে। ফাইনালে ওঠে সানরাইজার্স হায়দরাবাদ।
ইতিমধ্যেই দু’বার চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কাব্য মারানের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৪০০ কোটি টাকা। ২০১৮ সালে সানরাইজার্সের দায়িত্ব নেওয়ার পর থেকেই অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছে দল। সানরাইজার্স ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৮ সালে রানার আপ। কিন্তু এরপর থেকে পারফরম্যান্স ভাল যাচ্ছিল না। ২০২১-এ ১৪টি ম্যাচ খেলে মাত্র ৩টিতে জেতে তারা। ২০২৪-এর আগে দলে বেশ কিছু পরিবর্তন করেন কাব্য। তারই ফল মেলে হাতে নাতে। ফাইনালে ওঠে সানরাইজার্স হায়দরাবাদ।

Video: আইপিএল ফাইনালে হারের পর হায়দরাবাদের ড্রেসিংরুমে কাব্য মারান, বললেন, ‘আমার দিকে এভাবে তাকাবেন না…’

চেন্নাই: এমন একপেশে ফাইনাল শেষ কবে দেখেছেন মনে করতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরাও। রবিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে রীতিমতো দুমড়ে মুচড়ে আইপিএল ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের ইতিহাসে দু’বার সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙা দল এমন তাসের ঘরের মতো ভেঙে পড়বে, ভাবতেও পারেনি কেউ। যাকে বলে অসহায় আত্মসমর্পণ। ফাইনালে কলকাতার বিপক্ষে ১১৩ রানে অল আউট হয়ে যায় প্যাট কামিন্সের দল। ১০.৩ ওভারেই ১১৪ রান তুলে চ্যাম্পিয়নের ট্রফি পকেটস্থ করে কেকেআর।

আরও পড়ুন- গরমে মাত্র ২ মাস পাওয়া যায় এই ফল; ওজন কমানো থেকে বিপি নিয়ন্ত্রণ সবেতেই কার্যকর

ফাইনালে কলকাতার বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম ওভার থেকেই তাণ্ডব শুরু করেন মিচেল স্টার্ক। পরপর দুই ওভারে তুলে নেন ২টি উইকেট। বল করতে এসে নিজের প্রথম ওভারেই হায়দরাবাদের ব্যাটিং অর্ডারকে ঝটকা দেন বৈভব অরোরাও। কলকাতার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ক্যারিবিয়ান জাত আন্দ্রে রাসেল। হায়দরাবাদের হয়ে সবচেয়ে বেশি ২৪ রান করেন অধিনায়ক কামিন্স।

হায়দরাবাদের যখন একটার পর একটা উইকেট পড়ছে, স্টেডিয়ামে তখন ছটফট করছেন ফ্র্যাঞ্চাইজি মালিক কাব্য মারান। চোখে মুখে হতাশা স্পষ্ট ফুটে উঠছিল। শেষ দিকে নিজের টিমের শোচনীয় পারফরম্যান্স আর দেখতে পারেননি। নিজের জায়গা ছেড়ে উঠে চলে যান তিনি। তবে ম্যাচ শেষ হওয়ার পর ড্রেসিংরুমে যান। খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন। নিজের হতাশা ঝেড়ে ফেলে চাঙ্গা করেন ক্রিকেটারদের। বলেন, হতাশার জায়গা নেই। টুর্নামেন্টে ভাল পারফরম্যান্সের জন্য প্রত্যেকের গর্ব করা উচিত।

আরও পড়ুন– মঞ্চ মাতাতে চলেছে পর্দার ‘ধন্যি মেয়ে’ ! জয়া বচ্চনের মনসা চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে

কাব্য বলেন, “আমি শুধু এ কথাই বলতে এসেছি, আপনারা আমাদের গর্বিত হওয়ার সুযোগ দিয়েছেন। টুর্নামেন্টে আপনাদের পারফরম্যান্স উঁচু তারে বাঁধা ছিল। আপনারা সবাই মিলে টি২০ ক্রিকেটকে নতুন সংজ্ঞা দিয়েছেন। সবাই আপনাদের পারফরম্যান্সের কথা আলোচনা করছে। আজকের দিনটা আমাদের ছিল না। এটা কোনও ব্যাপার নয়, এমন হয়। কেকেআর ফাইনাল জিতেছে, কিন্তু টুর্নামেন্ট জুড়ে আমাদের খেলার কথা সবার মুখে মুখে ঘুরছে। সবাই নিজের যত্ন নিন। আমার দিকে এভাবে তাকাবেন না।’’