Tag Archives: Kazakhstan

Viral Video: স্ত্রীকে পিটিয়ে খুন, চুলের মুঠি ধরে মুখে ঘুষি-লাথি! কাজাখস্তানের প্রাক্তন মন্ত্রীর হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে

আস্তানা: স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে কাজাখস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী এবং ব্যবসায়ী কুয়ান্দিক বিশিমবায়েভের বিরুদ্ধে। এই নিয়ে উত্তাল গোটা দেশ। গার্হস্থ্য হিংসা রোধে নতুন আইনের দাবি তুলছেন অনেকেই।

সম্প্রতি এক আত্মীয়ের হোটেলে স্ত্রী সালতানাত নুকেনোভার (৩১) উপর বিশিমবায়েভের অত্যাচারের ৮ ঘণ্টার সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হয়েছে আদালতে। প্রথমবার অনলাইনে দেখানো হচ্ছে গোটা শুনানি। আদালতের রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কাজাখস্তানের ১৯ মিলিয়ন মানুষ।

কুয়ান্দিক বিশিমবায়েভ চার সন্তানের পিতা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, স্ত্রীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন বিশিমবায়েভ। উপুর্যপুরি লাথি, ঘুষি মারছেন। কয়েক ঘণ্টা পর মস্তিষ্কের আঘাতে মৃত্যু হয় সালতানাত নুকেনোভার। মৃতদেহের চুল ধরে টেনে হিঁচড়ে অন্য একটি ঘরে নিয়ে যাওয়ার দৃশ্যও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

শুনানির সময় আইনজীবী বলেন, সালতানাত ভয়ে বাথরুমে লুকিয়ে পড়েছিলেন। তখন বিশিমবায়েভ দরজা ভেঙে তাঁকে বের করে এনে ফের পেটাতে শুরু করেন। বাথরুম থেকে হিঁচড়ে বের করেই স্ত্রীর গলা টিপে ধরেন প্রাক্তন মন্ত্রী। জ্ঞান হারান সালতানাত। এ কথাও জানিয়েছেন তিনি।

মারধরের পর রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়েছিল সালতানাতের দেহ। সেই সময় স্ত্রীর পরিণতি জানতে এক জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করেন বিশিমবায়েভ। প্রায় ১২ ঘণ্টা পর চিকিৎসক এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-  সদ্যোজাত শিশুর কি AC-তে ঘুমানো উচিত? ৯০% বাবা-মায়েরা এই ভুলটাই করে, এখনই সতর্ক না হলে ঘনঘন অসুস্থ হবে আপনার সন্তান

ঠিক কী হয়েছে: প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে উত্তপ্ত মধ্য এশিয়ার দেশ। গার্হস্থ্য হিংসার জন্য কঠোর আইনের দাবি জানিয়ে পিটিশনে স্বাক্ষর করেছেন হাজার হাজার মানুষ। এরপর ১১ এপ্রিল সে দেশের সংসদে পাশ হয় স্ত্রী নির্যাতন বিল। চারদিন পর তাতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি কাসিম জোমার্ট টোকায়েভ। সালতানাত নুকেনোভার স্মৃতিতে এই আইনের নাম দেওয়া হয়েছে ‘সালতানাত ল’।

প্রসঙ্গত, ৪৪ বছর বয়সী বিশিমবায়েভ পশ্চিমা শিক্ষায় শিক্ষিত নাজারবায়েভ সরকারের তরুণ তুর্কি হিসেবে পরিচিত ছিলেন। তবে ২০১৮ সালে ঘুষ নেওয়ার অভিযোগে তাঁর ১০ বছরের জেল হয়। তবে ২ বছরেরও কম সময়ে ছাড়া পেয়ে যান তিনি।

Minister Beating Wife: নিজের বউকে বেধড়ক লাথি-চড়, ৪ ঘণ্টা ধরে হোটেলরুমে নারকীয় অত্যাচার, বিদেশে মন্ত্রীর জঘন্য কুকীর্তি

: স্বামীর হাতে স্ত্রী মার খাচ্ছে এরকম গার্হস্থ্য হিংসার শিকার মহিলাদের হামেশাই হতে হয়৷ কখনও তা পুলিশের খাতায় অভিযোগ হিসেবে দায়ের হয়৷ আবার কখনও তা রিপোর্টও হয় না৷  আবার অনেক সময় স্বামী-স্ত্রী-র মধ্যে মারামারির  ঘটনা এমনকি খুনের ঘটনার কথাও শুনে থাকি৷ কিন্তু এর আগে কখনও এরকম শোনা যায়নি যে কোনও দেশের  মন্ত্রী তাঁর স্ত্রীকে মারতে মারতে মেরে ফেলেছে!
: স্বামীর হাতে স্ত্রী মার খাচ্ছে এরকম গার্হস্থ্য হিংসার শিকার মহিলাদের হামেশাই হতে হয়৷ কখনও তা পুলিশের খাতায় অভিযোগ হিসেবে দায়ের হয়৷ আবার কখনও তা রিপোর্টও হয় না৷  আবার অনেক সময় স্বামী-স্ত্রী-র মধ্যে মারামারির  ঘটনা এমনকি খুনের ঘটনার কথাও শুনে থাকি৷ কিন্তু এর আগে কখনও এরকম শোনা যায়নি যে কোনও দেশের  মন্ত্রী তাঁর স্ত্রীকে মারতে মারতে মেরে ফেলেছে!
এরকইম হয়েছে ৷ ৩১ বছর বয়সী স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে  মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী৷ হোটেলের রুমে স্বামী তার স্ত্রীকে ৮ ঘণ্টা  ধরে অমানবিক নির্যাতন করে হত্যা করে৷ সেই সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করা হয়েছে। এই ফুটেজ প্রকাশ্যে আসতেই সারা দেশ তথা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে৷ Photo Courtesy- Telegram
এরকইম হয়েছে ৷ ৩১ বছর বয়সী স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে  মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী৷ হোটেলের রুমে স্বামী তার স্ত্রীকে ৮ ঘণ্টা  ধরে অমানবিক নির্যাতন করে হত্যা করে৷ সেই সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করা হয়েছে। এই ফুটেজ প্রকাশ্যে আসতেই সারা দেশ তথা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে৷ Photo Courtesy- Telegram
কাজাখস্তানের জনতা এটিকে রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভের একটি ন্যায্য, আরও ন্যায়সঙ্গত সমাজ গঠনের প্রতিশ্রুতির অ্যাসিড টেস্ট হিসাবে দেখছেন। ৩১ বছরের সালতানাত নুকেনোভা  গত বছর নভেম্বরে একটি হোটেলে মৃত অবস্থায় ছিলেন৷  তাঁর স্বামী কুয়ান্দিক বিশিমবায়েভের এক আত্মীয়ের মালিকানাধীন হোটেলে মৃত অবস্থায়  ছিল সালতানাত। গত দিনরাত পুরোটা এই হোটেলেই কাটিয়েছিলেন এই দম্পতি। সালতানাত নুকেনোভা সেখানে ঘণ্টার পর ঘণ্টা অজ্ঞান হয়ে পড়েছিলেন।
কাজাখস্তানের জনতা এটিকে রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভের একটি ন্যায্য, আরও ন্যায়সঙ্গত সমাজ গঠনের প্রতিশ্রুতির অ্যাসিড টেস্ট হিসাবে দেখছেন। ৩১ বছরের সালতানাত নুকেনোভা  গত বছর নভেম্বরে একটি হোটেলে মৃত অবস্থায় ছিলেন৷  তাঁর স্বামী কুয়ান্দিক বিশিমবায়েভের এক আত্মীয়ের মালিকানাধীন হোটেলে মৃত অবস্থায়  ছিল সালতানাত। গত দিনরাত পুরোটা এই হোটেলেই কাটিয়েছিলেন এই দম্পতি। সালতানাত নুকেনোভা সেখানে ঘণ্টার পর ঘণ্টা অজ্ঞান হয়ে পড়েছিলেন।
চুল  ধরে টেনে নিয়ে গিয়েছিল তাঁর স্বামীসম্প্রতি, আদালতে মামলার বিচার চলাকালীন, ৪৪ বছর বয়সী প্রাক্তন অর্থমন্ত্রী কুয়ান্দিক বিশিমবায়েভের 8 ঘণ্টার দীর্ঘ ফুটেজ দেখানো হয়। এই ভিডিও ফুটেজে তাকে  স্ত্রীকে মারতে দেখা যাচ্ছিল সেই ভিডিও ফুটেজে। দেখা যায়, পরিবারের মালিকানাধীন হোটেলে সাবেক মন্ত্রী বারবার স্ত্রীকে লাথি-ঘুষি মারছিল। এরপর তাঁকে চুল ধরে টেনে নিয়ে একটি আলাদা ঘরে নিয়ে যেতে দেখা যায়, এরপর আবার আর ক্যামেরা ছিল না।
চুল  ধরে টেনে নিয়ে গিয়েছিল তাঁর স্বামী
সম্প্রতি, আদালতে মামলার বিচার চলাকালীন, ৪৪ বছর বয়সী প্রাক্তন অর্থমন্ত্রী কুয়ান্দিক বিশিমবায়েভের 8 ঘণ্টার দীর্ঘ ফুটেজ দেখানো হয়। এই ভিডিও ফুটেজে তাকে  স্ত্রীকে মারতে দেখা যাচ্ছিল সেই ভিডিও ফুটেজে। দেখা যায়, পরিবারের মালিকানাধীন হোটেলে সাবেক মন্ত্রী বারবার স্ত্রীকে লাথি-ঘুষি মারছিল। এরপর তাঁকে চুল ধরে টেনে নিয়ে একটি আলাদা ঘরে নিয়ে যেতে দেখা যায়, এরপর আবার আর ক্যামেরা ছিল না।
টয়লেটের দরজা ভেঙ্গে তারপর...আদালতে প্রসিকিউটর বিচারককে বলেন, স্ত্রী প্রাণে বাঁচতে টয়লেটে লুকিয়ে পালানোর চেষ্টা করলেও প্রাক্তন মন্ত্রী দরজা ভেঙে নিজের বউকে বাইরে নিয়ে যায় এবং আবারও মারধর শুরু করে। স্ত্রীকে টয়লেট থেকে টেনে বের করার পর গলায় চেপে ধরে সে। তখন সে অজ্ঞান হয়ে যায়। Photo Courtesy- Telegram
টয়লেটের দরজা ভেঙ্গে তারপর…
আদালতে প্রসিকিউটর বিচারককে বলেন, স্ত্রী প্রাণে বাঁচতে টয়লেটে লুকিয়ে পালানোর চেষ্টা করলেও প্রাক্তন মন্ত্রী দরজা ভেঙে নিজের বউকে বাইরে নিয়ে যায় এবং আবারও মারধর শুরু করে। স্ত্রীকে টয়লেট থেকে টেনে বের করার পর গলায় চেপে ধরে সে। তখন সে অজ্ঞান হয়ে যায়। Photo Courtesy- Telegram
১২ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় মন্ত্রীর স্ত্রী ব্রেন স্ট্রোকে মারা গেছেন। তার নাকের একটি হাড় ভেঙে গেছে এবং তার মুখে, মাথায়, হাতে ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। Photo Courtesy- Instagram
১২ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় মন্ত্রীর স্ত্রী ব্রেন স্ট্রোকে মারা গেছেন। তার নাকের একটি হাড় ভেঙে গেছে এবং তার মুখে, মাথায়, হাতে ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। Photo Courtesy- Instagram