Tag Archives: CCTV

House Theft: ভর সন্ধেতে জনবহুল এলাকায় অধ্যাপিকার বাড়িতে ভয়াবহ চুরি

হুগলি: ছুটির দিনে ভর সন্ধ্যেবেলায় জনবহুল এলাকায় অধ্যাপিকার বাড়িতে চুরি। কোন্নগরের ঘটনা। যে বাড়িতে চুরি হয়েছে তার পাশেই শাসকদলের দলীয় কার্যালয়। সেই অবস্থাতেও দুষ্কৃতীদের বেপরোয়া মনোভাবে অবাক হয়েছেন অনেকেই। বাড়িতে ঢুকে কার্যত তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা।

কোন্নগরের অরবিন্দ রোডের মতো ব্যস্ত এলাকায় এই চুরির ঘটনা ঘটে। কিন্তু স্থানীয় বাসিন্দারা কিছুই টের পাননি। বাড়ির পাঁচটি আলমারি ভেঙে তা থেকে নদগ টাকা সমেত সোনা গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে কোন্নগর ফাঁড়ির পুলিশ। দুষ্কৃতীদের সন্ধান পেতে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আর‌ও পড়ুন: তীব্র গরমে বন্যপ্রাণীদের প্রাণ ওষ্ঠাগত, জঙ্গলে বাড়ল কৃত্রিম জলাশয়

দেবযানী মিত্র নামে ওই অধ্যাপিকার বাড়িতে চুরি হয়। তিনি হাওড়ার একটি কলেজে অধ্যাপনা করেন। চুরির সময় বাড়িতে ছিলেন না। সন্ধে সাড়ে সাতটা নাগাদ যখন তিনি বাড়ি ফেরেন তখনই ওই চুরির ঘটনা প্রকাশ্যে আসে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক সাড়া পড়ে যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৩০ হাজার নগদ টাকা ও সোনাদানা যা ছিল সবই ঝেঁটিয়ে নিয়ে গিয়েছে চোরেরা। তবে ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও হিসেব করে উঠতে পারেননি ওই অধ্যাপিকা।

কোন্নগরের অরবিন্দ রোডের বাড়ি থেকে এদিন দুপুরেই আত্মীয় বাড়িতে গিয়েছিলেন দেবযানীদেবী। সঙ্গে ছিলেন তাঁর স্বামী তথা রাজ্য সরকারের অর্থ দফতরের পদস্থ কর্তা। সন্ধের পরে তাঁরা বাড়ি ফেরেন। তখনই দেখতে পান বাড়িতে আলো জ্বলছে। অথচ যাওয়ার সময় তাঁরা সব আলো বন্ধ করে গিয়েছিলেন। কিন্তু দরজা খুলে বাড়িতে ঢুকতেই মাথায় বাজ পড়ে ওই দম্পতির। তাঁরা দেখতে পান গোটা বাড়ি দু’টি তলা জুড়ে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। সমস্ত ঘরের দরজা খোলা, আলমারি ভাঙা। টাকা পয়সা, সোনাদানা কিছুই ফেলে রেখে যায়নি দুষ্কৃতীরা। ঘটনা জানাজানি হতেই তদন্ত নেমেছে পুলিস। স্থানীয় একটি সিসি ক্যামেরা ফুটেজ থেকে দেখা যাচ্ছে সন্ধের মুখে প্রাচীর টপকে দু’জন বাড়িতে ঢুকছে। কিন্তু বাড়ির পিছনের দরজা ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। ফলে এই দুঃসাহসী চুরির সঙ্গে জমাট বাঁধছে রহস্যও।

রাহী হালদার

CCTV Camera Buying Guide: বাড়িতে CCTV ক্যামেরা লাগানোর আগে এই ৪ জিনিস দেখে নিন! না হলেই ঘটবে বড় বিপদ!

চোর-ছ্যাঁচড়ের উপদ্রব তো আছেই। বাড়িতে বয়স্ক কেউ থাকলে, তাঁর নিরাপত্তার দিকটাও মাথায় রাখতে হয়। অনেকেই তাই সিসিটিভি লাগান। অফিসে বা কাজের সূত্রে বাইরে গেলেও যাতে বাড়ির উপর নজর রাখা যায়। আবার বাড়িতে একা থাকলেও নিরাপত্তার দিকে নজর রাখা জরুরি। photo source collected
চোর-ছ্যাঁচড়ের উপদ্রব তো আছেই। বাড়িতে বয়স্ক কেউ থাকলে, তাঁর নিরাপত্তার দিকটাও মাথায় রাখতে হয়। অনেকেই তাই সিসিটিভি লাগান। অফিসে বা কাজের সূত্রে বাইরে গেলেও যাতে বাড়ির উপর নজর রাখা যায়। আবার বাড়িতে একা থাকলেও নিরাপত্তার দিকে নজর রাখা জরুরি। photo source collected
আগে শুধু দোকান বা শপিং মলের মতো পাবলিক এলাকাতেই সিসিটিভি লাগানো হত। কিন্তু ইদানীং নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়িতেও অনেকে সিসিটিভি লাগাচ্ছেন। এই পরিস্থিতিতে বাড়িতে কী ধরনের সিসিটিভি ক্যামেরা লাগানো উচিত, সেটা জানা জরুরি। নাহলে পুরো টাকাটাই জলে যাবে। দেখে নেওয়া যাক, বাড়িতে সিসিটিভি লাগানোর আগে কী কী জিনিস মাথায় রাখতে হবে। photo source collected
আগে শুধু দোকান বা শপিং মলের মতো পাবলিক এলাকাতেই সিসিটিভি লাগানো হত। কিন্তু ইদানীং নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়িতেও অনেকে সিসিটিভি লাগাচ্ছেন। এই পরিস্থিতিতে বাড়িতে কী ধরনের সিসিটিভি ক্যামেরা লাগানো উচিত, সেটা জানা জরুরি। নাহলে পুরো টাকাটাই জলে যাবে। দেখে নেওয়া যাক, বাড়িতে সিসিটিভি লাগানোর আগে কী কী জিনিস মাথায় রাখতে হবে। photo source collected
ক্যামেরার রেঞ্জ: বাড়িতে সিসিটিভি বসালে মাথায় রাখতে হবে ক্যামেরার রেঞ্জ যেন কমপক্ষে ২০ থেকে ২৫ মিটার হয়। রেঞ্জ যত বেশি হবে তত ভাল। কারণ রেঞ্জ বেশি হলে দূরের জিনিসও সহজে ক্যাপচার করা যায়। রেঞ্জ ইমেজ সেন্সরের আকারের পাশাপাশি লেন্সের ফোকাল দৈর্ঘ্যের উপরেও অনেক কিছু নির্ভর করে। photo source collected
ক্যামেরার রেঞ্জ: বাড়িতে সিসিটিভি বসালে মাথায় রাখতে হবে ক্যামেরার রেঞ্জ যেন কমপক্ষে ২০ থেকে ২৫ মিটার হয়। রেঞ্জ যত বেশি হবে তত ভাল। কারণ রেঞ্জ বেশি হলে দূরের জিনিসও সহজে ক্যাপচার করা যায়। রেঞ্জ ইমেজ সেন্সরের আকারের পাশাপাশি লেন্সের ফোকাল দৈর্ঘ্যের উপরেও অনেক কিছু নির্ভর করে। photo source collected
ভিডিও-র গুণমান: সেরা সিসিটিভি ক্যামেরায় 720p এবং 1080p রেজোলিউশনের ভিডিও ক্যাপচার করা যায়। রেজোলিউশন যত বেশি, ভিডিও-র কোয়ালিটি তত ভাল। ভিডিও-র কোয়ালিটি খারাপ হলে বিষয়বস্তুর কিছু বোঝা যাবে না। এই ধরনের সিসিটিভি লাগানোটাই অর্থহীন। তাই ক্যামেরার গুণমান পরীক্ষা করাটা গুরুত্বপূর্ণ। যাতে ক্যামেরা কিনে অর্থের অপচয় না হয়। photo source collected
ভিডিও-র গুণমান: সেরা সিসিটিভি ক্যামেরায় 720p এবং 1080p রেজোলিউশনের ভিডিও ক্যাপচার করা যায়। রেজোলিউশন যত বেশি, ভিডিও-র কোয়ালিটি তত ভাল। ভিডিও-র কোয়ালিটি খারাপ হলে বিষয়বস্তুর কিছু বোঝা যাবে না। এই ধরনের সিসিটিভি লাগানোটাই অর্থহীন। তাই ক্যামেরার গুণমান পরীক্ষা করাটা গুরুত্বপূর্ণ। যাতে ক্যামেরা কিনে অর্থের অপচয় না হয়। photo source collected
এসডি কার্ড স্লট: সিসিটিভি ক্যামেরায় সাধারণত ইন্টারনাল এসডি কার্ডের স্লট থাকে। রেকর্ডিংয়ের জন্য ইউজার ৩২ জিবি, ৬৪ জিবি বা ১২৮ জিবি এসডি কার্ড লাগাতে পারেন। কিন্তু সস্তার সিসিটিভি ক্যামেরায় ইন্টারনাল স্টোরেজ বলে কিছু থাকে না। এসডি কার্ডের স্লট থাকে এমন ক্যামেরাই কেনা উচিত। photo source collected
এসডি কার্ড স্লট: সিসিটিভি ক্যামেরায় সাধারণত ইন্টারনাল এসডি কার্ডের স্লট থাকে। রেকর্ডিংয়ের জন্য ইউজার ৩২ জিবি, ৬৪ জিবি বা ১২৮ জিবি এসডি কার্ড লাগাতে পারেন। কিন্তু সস্তার সিসিটিভি ক্যামেরায় ইন্টারনাল স্টোরেজ বলে কিছু থাকে না। এসডি কার্ডের স্লট থাকে এমন ক্যামেরাই কেনা উচিত। photo source collected
মোশন সেন্সর: একটু বেশি টাকা খরচ করে মোশন সেন্সর দেওয়া সিসিটিভি ক্যামেরা কিনতে পারলে সবচেয়ে ভাল হয়। দাম একটু বেশি হলেও এই সেন্সর যে কোনও অপ্রয়োজনীয় শব্দ বা নড়াচড়া সনাক্ত করতে পারে এবং অ্যাপের মাধ্যমে ইউজারকে সতর্ক করে। photo source collected
মোশন সেন্সর: একটু বেশি টাকা খরচ করে মোশন সেন্সর দেওয়া সিসিটিভি ক্যামেরা কিনতে পারলে সবচেয়ে ভাল হয়। দাম একটু বেশি হলেও এই সেন্সর যে কোনও অপ্রয়োজনীয় শব্দ বা নড়াচড়া সনাক্ত করতে পারে এবং অ্যাপের মাধ্যমে ইউজারকে সতর্ক করে। photo source collected

Bangla Video: শহরকে বাঁচাতে ডিজিটাল উদ্যোগ! এই বাংলায় যা হল…

জলপাইগুড়ি: উত্তরের শান্ত শহরে শান্তি বজায় রাখতে প্রযুক্তির দ্বারস্থ প্রশাসন। শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানো হল জলপাইগুড়ি শহর জুড়ে। এর ফলে শহরবাসী আগামী দিনে অনেকটাই নিরাপদ বোধ করবে বলে দাবি করা হয়েছে।

দিনে দুপুরে শহরের ব্যস্ততম রাস্তায় একের পর এক চুরি-ছিনতাইয়ের ঘটনায় ত্রস্ত হয়েছিল শহরবাসী। কিছুদিন আগেই জলপাইগুড়ির কদমতলা এলাকায় ভরদুপুরে এক মহিলার গলার সোনার হার ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীর দল। শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত ও জোরদার করতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং সদর ট্রাফিক পুলিশের সহযোগিতায় শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা। নজরদারি রাখার জন্য একটি কন্ট্রোল রুমও করা হয়েছে। সেই কন্ট্রোল রুম থেকেই শহরের সমস্ত এলাকায় নজরদারি রাখা হবে।

আরও পড়ুন: ভোটে ফ্লেক্স-ব্যানারের প্রচার অনেক হল, এবার চোখ রাখুন এই মাধ্যমে

যানজট হোক কিংবা অসামাজিক কাজ ২৪ ঘণ্টা পুলিশের নজরদারিতে থাকবে শহর। এই বিষয়ে জলপাইগুড়ির এসপি উমেশ গণপত খন্ডবহালে জানান, শহরে দিনের পর দিন চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। তাই শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং শহরকে দুষ্কৃতিমুক্ত করতে শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে করে শহরে কড়া নজরদারি চালানো সম্ভব হবে এবং দুষ্কৃতীদের অসমাজিক কাজ রোখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগে খুশি আমজনতা।

সুরজিৎ দে

CCTV Footage: চাল-চোরকে ধরিয়ে দিল CCTV ফুটেজ!

জলপাইগুড়ি: যাবতীয় রহস্য ভেদ করল সিসিটিভি ক্যামেরা। চুরি যাওয়া ১০৪ বস্তা চাল সহ দু’জনকে গ্রেফতার করল বানারহাট থানার পুলিশ। অথচ এই চোর ধরতেই প্রথমে হিমশিম খাচ্ছিল পুলিশ।

জানা গিয়েছে,গত ৭ মে বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া এলাকার এক ব্যবসায়ীর চালের গোডাউন থেকে ১০৪ বস্তা চাল চুরি হয়ে যায়। বিষয়টি নজরে আসতেই ওই ব্যবসায়ী পুলিশের দারস্থ হন। তদন্ত নেমে বানারহাট থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। পাশাপাশি খতিয়ে দেখে সিসিটিভির ফুটেজ। সিসিটিভি ফুটেজে দেখার ভিত্তিতে একটি মালবাহী ছোট গাড়িকে সনাক্ত করে পুলিশ। গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গাড়িটি তিনি ভাড়া দিয়েছিলেন।

আরও পড়ুন: রাতের অন্ধকারে বেঘোরে প্রাণ গেল চিতাবাঘের

এর পরের ধাপে সেই গাড়ির জিপিএস ট্র্যাক করে পুলিশ চুরি যাওয়া চালের বস্তার সন্ধান পায়। সেই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে পড়ে একসময় তারা যাবতীয় ঘটনা স্বীকার করে নেয়। এরপর তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম অমিত দত্ত এবং সুমন লাল মিন্স। তাদের একজনের বাড়ি মালবাজার ও অপরজনের বাড়ি ডিমডিমা চা বাগানে। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।

সুরজিৎ দে

Minister Beating Wife: নিজের বউকে বেধড়ক লাথি-চড়, ৪ ঘণ্টা ধরে হোটেলরুমে নারকীয় অত্যাচার, বিদেশে মন্ত্রীর জঘন্য কুকীর্তি

: স্বামীর হাতে স্ত্রী মার খাচ্ছে এরকম গার্হস্থ্য হিংসার শিকার মহিলাদের হামেশাই হতে হয়৷ কখনও তা পুলিশের খাতায় অভিযোগ হিসেবে দায়ের হয়৷ আবার কখনও তা রিপোর্টও হয় না৷  আবার অনেক সময় স্বামী-স্ত্রী-র মধ্যে মারামারির  ঘটনা এমনকি খুনের ঘটনার কথাও শুনে থাকি৷ কিন্তু এর আগে কখনও এরকম শোনা যায়নি যে কোনও দেশের  মন্ত্রী তাঁর স্ত্রীকে মারতে মারতে মেরে ফেলেছে!
: স্বামীর হাতে স্ত্রী মার খাচ্ছে এরকম গার্হস্থ্য হিংসার শিকার মহিলাদের হামেশাই হতে হয়৷ কখনও তা পুলিশের খাতায় অভিযোগ হিসেবে দায়ের হয়৷ আবার কখনও তা রিপোর্টও হয় না৷  আবার অনেক সময় স্বামী-স্ত্রী-র মধ্যে মারামারির  ঘটনা এমনকি খুনের ঘটনার কথাও শুনে থাকি৷ কিন্তু এর আগে কখনও এরকম শোনা যায়নি যে কোনও দেশের  মন্ত্রী তাঁর স্ত্রীকে মারতে মারতে মেরে ফেলেছে!
এরকইম হয়েছে ৷ ৩১ বছর বয়সী স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে  মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী৷ হোটেলের রুমে স্বামী তার স্ত্রীকে ৮ ঘণ্টা  ধরে অমানবিক নির্যাতন করে হত্যা করে৷ সেই সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করা হয়েছে। এই ফুটেজ প্রকাশ্যে আসতেই সারা দেশ তথা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে৷ Photo Courtesy- Telegram
এরকইম হয়েছে ৷ ৩১ বছর বয়সী স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে  মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী৷ হোটেলের রুমে স্বামী তার স্ত্রীকে ৮ ঘণ্টা  ধরে অমানবিক নির্যাতন করে হত্যা করে৷ সেই সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করা হয়েছে। এই ফুটেজ প্রকাশ্যে আসতেই সারা দেশ তথা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে৷ Photo Courtesy- Telegram
কাজাখস্তানের জনতা এটিকে রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভের একটি ন্যায্য, আরও ন্যায়সঙ্গত সমাজ গঠনের প্রতিশ্রুতির অ্যাসিড টেস্ট হিসাবে দেখছেন। ৩১ বছরের সালতানাত নুকেনোভা  গত বছর নভেম্বরে একটি হোটেলে মৃত অবস্থায় ছিলেন৷  তাঁর স্বামী কুয়ান্দিক বিশিমবায়েভের এক আত্মীয়ের মালিকানাধীন হোটেলে মৃত অবস্থায়  ছিল সালতানাত। গত দিনরাত পুরোটা এই হোটেলেই কাটিয়েছিলেন এই দম্পতি। সালতানাত নুকেনোভা সেখানে ঘণ্টার পর ঘণ্টা অজ্ঞান হয়ে পড়েছিলেন।
কাজাখস্তানের জনতা এটিকে রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভের একটি ন্যায্য, আরও ন্যায়সঙ্গত সমাজ গঠনের প্রতিশ্রুতির অ্যাসিড টেস্ট হিসাবে দেখছেন। ৩১ বছরের সালতানাত নুকেনোভা  গত বছর নভেম্বরে একটি হোটেলে মৃত অবস্থায় ছিলেন৷  তাঁর স্বামী কুয়ান্দিক বিশিমবায়েভের এক আত্মীয়ের মালিকানাধীন হোটেলে মৃত অবস্থায়  ছিল সালতানাত। গত দিনরাত পুরোটা এই হোটেলেই কাটিয়েছিলেন এই দম্পতি। সালতানাত নুকেনোভা সেখানে ঘণ্টার পর ঘণ্টা অজ্ঞান হয়ে পড়েছিলেন।
চুল  ধরে টেনে নিয়ে গিয়েছিল তাঁর স্বামীসম্প্রতি, আদালতে মামলার বিচার চলাকালীন, ৪৪ বছর বয়সী প্রাক্তন অর্থমন্ত্রী কুয়ান্দিক বিশিমবায়েভের 8 ঘণ্টার দীর্ঘ ফুটেজ দেখানো হয়। এই ভিডিও ফুটেজে তাকে  স্ত্রীকে মারতে দেখা যাচ্ছিল সেই ভিডিও ফুটেজে। দেখা যায়, পরিবারের মালিকানাধীন হোটেলে সাবেক মন্ত্রী বারবার স্ত্রীকে লাথি-ঘুষি মারছিল। এরপর তাঁকে চুল ধরে টেনে নিয়ে একটি আলাদা ঘরে নিয়ে যেতে দেখা যায়, এরপর আবার আর ক্যামেরা ছিল না।
চুল  ধরে টেনে নিয়ে গিয়েছিল তাঁর স্বামী
সম্প্রতি, আদালতে মামলার বিচার চলাকালীন, ৪৪ বছর বয়সী প্রাক্তন অর্থমন্ত্রী কুয়ান্দিক বিশিমবায়েভের 8 ঘণ্টার দীর্ঘ ফুটেজ দেখানো হয়। এই ভিডিও ফুটেজে তাকে  স্ত্রীকে মারতে দেখা যাচ্ছিল সেই ভিডিও ফুটেজে। দেখা যায়, পরিবারের মালিকানাধীন হোটেলে সাবেক মন্ত্রী বারবার স্ত্রীকে লাথি-ঘুষি মারছিল। এরপর তাঁকে চুল ধরে টেনে নিয়ে একটি আলাদা ঘরে নিয়ে যেতে দেখা যায়, এরপর আবার আর ক্যামেরা ছিল না।
টয়লেটের দরজা ভেঙ্গে তারপর...আদালতে প্রসিকিউটর বিচারককে বলেন, স্ত্রী প্রাণে বাঁচতে টয়লেটে লুকিয়ে পালানোর চেষ্টা করলেও প্রাক্তন মন্ত্রী দরজা ভেঙে নিজের বউকে বাইরে নিয়ে যায় এবং আবারও মারধর শুরু করে। স্ত্রীকে টয়লেট থেকে টেনে বের করার পর গলায় চেপে ধরে সে। তখন সে অজ্ঞান হয়ে যায়। Photo Courtesy- Telegram
টয়লেটের দরজা ভেঙ্গে তারপর…
আদালতে প্রসিকিউটর বিচারককে বলেন, স্ত্রী প্রাণে বাঁচতে টয়লেটে লুকিয়ে পালানোর চেষ্টা করলেও প্রাক্তন মন্ত্রী দরজা ভেঙে নিজের বউকে বাইরে নিয়ে যায় এবং আবারও মারধর শুরু করে। স্ত্রীকে টয়লেট থেকে টেনে বের করার পর গলায় চেপে ধরে সে। তখন সে অজ্ঞান হয়ে যায়। Photo Courtesy- Telegram
১২ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় মন্ত্রীর স্ত্রী ব্রেন স্ট্রোকে মারা গেছেন। তার নাকের একটি হাড় ভেঙে গেছে এবং তার মুখে, মাথায়, হাতে ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। Photo Courtesy- Instagram
১২ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় মন্ত্রীর স্ত্রী ব্রেন স্ট্রোকে মারা গেছেন। তার নাকের একটি হাড় ভেঙে গেছে এবং তার মুখে, মাথায়, হাতে ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। Photo Courtesy- Instagram

Post Office Theft: রাতের অন্ধকারে পোস্ট অফিসে চুরি, সকালে দরজা খুলতেই….

উত্তর ২৪ পরগনা: জমা রাখা টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে রাতের অন্ধকারে পোস্ট অফিসে হানা চোরের। আর তারই সন্ধানে গোটা পোস্ট অফিসকে কার্যত লণ্ডভণ্ড করে দিল সে। সকালে ডাকঘরের দরজা খুলে দেখা গেল সমস্ত নথি এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সীমান্ত শহর বনগাঁর পোস্ট অফিসের এমন ঘটনায় গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, পোস্ট অফিসটি সিসিটিভি নিরাপত্তার আওতাধীন হলেও সবকিছু উপেক্ষা করে দুঃসাহসিক হানা দেয় চোর। বুধবার সকালে পোস্ট অফিসের কর্মচারীরা অফিসে ঢুকে এই কাণ্ড দেখে হতবাক হয়ে যান। মেঝেতে ছড়িয়ে ছিটেয়ে পড়েছিল পোস্ট অফিসে ব্যবহৃত একাধিক সরঞ্জাম থেকে শুরু করে নথিপত্র। তবে কত ক্যাশ টাকা চুরি হয়েছে, আদৌ চুরি হয়েছে কিনা তা সঠিকভাবে বলতে পারেননি পোস্ট অফিসের কর্মীরা।

আর‌ও পড়ুন: আয়লা, আমফানে সুন্দরবনের একমাত্র এই বেল গাছের কিছু হয়নি! সে যেন সাক্ষাৎ মহাদেব

চুরির ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। বনগাঁ পোস্ট অফিসের কর্মচারী মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, প্রতিদিনের মত বুধবার‌ও সকালে নির্ধারিত সময়ে দরজার তালা খুলতেই গোটা ঘটানা নজরে আসে। এর আগে এখানে কখনও এমন ঘটনা ঘটেনি। এদিকে পোস্ট অফিসে চুরির খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক দেখা দেয় আমানতকারীদের মধ্যে। তাঁরা বনগাঁ পোস্ট অফিসে এসে ভিড় করেন।

রুদ্রনারায়ণ রায়

CCTV Footage: দুর্ঘটনার আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে ! মৃত্যু হয় পঙ্কজ ত্রিপাঠির ভগ্নিপতির, আশঙ্কাজনক অভিনেতার বোন

কলকাতা: বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বোন ও তাঁর স্বামী ধানবাদের নিরসায় সড়ক দুর্ঘটনার শিকার হন। পশ্চিমবঙ্গের দিকে আসার পথে তাঁর বোন এবং ভগ্নিপতির গাড়ি শনিবার বিকেলে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পঙ্কজের ভগ্নিপতি রাকেশ তিওয়ারির। তাঁর বোন সবিতাও গুরুতর আহত হয়েছেন ওই দুর্ঘটনায়। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে ৷

পঙ্কজ ত্রিপাঠির বোন সবিতা তিওয়ারির অবস্থা গুরুতর। সবিতা তিওয়ারিকে ধানবাদের SNMMCH হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। পঙ্কজ ত্রিপাঠির বোন ও জামাইবাবু তাঁর গাড়িতে বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বিকেল ৩টে থেকে সাড়ে ৩টের মধ্যে ঝাড়খণ্ডের ধানবাদের নিসারায় NH 19-এ রাকেশের গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়।

পঙ্কজ ত্রিপাঠীর বোন সবিতা তিওয়ারি মাথায় চোট পেয়েছেন বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে দ্রুত সবিতা এবং রাকেশকে উদ্ধার করা হয়। এবং তাঁদের নিয়ে যাওয়া হয় ধানবাদের শহিদ নির্মল মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে রাকেশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

CCTV: হঠাৎ গা চুলকোতে শুরু করে! বাইক থেকে তারপরেই টেনে নিল হাতে ধরে রাখা টাকার ব্যাগ

বীরভূম:  হিন্দি সিনেমা বা দক্ষিণী সিনেমাকে বলে গোল দিল এই ডাকাতি৷ ভরদুপুরে সকলকে বোকা বানিয়ে একেবারে টাকা লুঠে নিয়ে চলে গেল ডাকাত৷ তাও আবার ধুম স্টাইলে৷  দিনে দুপুরে চোখের সামনে ছিটিয়ে দেওয়া হল ধুলো। তবে সাধারণ এই ধুলো কিন্তু নয়।এই ধুলো হল আসলে চুলকানির পাউডার।

দিনে দুপুরে চুলকানির পাউডার দিয়ে জনবহুল রাস্তা থেকে এক বৃদ্ধার কাছ থেকে ৬৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালাল দুই মোটরসাইকেল আরোহী। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ভিডিও। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। জনবহুল রাস্তা থেকে এভাবে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন – Virat- Anushka: দারুণ সুখবর বিরাট-অনুষ্কার জীবনে, এবার আইপিও সেক্টরে বিরুষ্কা, বাজারে আসবে শেয়ার

বীরভূমের রামপুরহাটের ব্যাঙ্ক রোড এলাকার একটি গ্রামীণ ব্যাঙ্ক থেকে ৬৯ হাজার টাকা তুলেছিলেন তারাপীঠের কাছে পলশা গ্রামের শঙ্করী দাস নামে এক বৃদ্ধা। তিনি টাকা তুলে ব্যাঙ্ক থেকে বেরোনোর সময় তাঁর পীঠে চুলকানির পাউডার দিয়ে দেয় দুষ্কৃতীরা।শরীরে চুলকানি শুরু হওয়ায় ব্যাঙ্কের সামনে ফুটপাতে দাঁড়িয়ে শঙ্করী দাস, তাঁর টাকা ভর্তি ব্যাগটি পায়ের কাছে রেখে শরীর চুলকাতে থাকেন।

আর ঠিক সেই সুযোগে এক দুষ্কৃতী টাকার ব্যাগটি নিয়ে তার সঙ্গে থাকা অপর এক দুষ্কৃতীর মোটর সাইকেলে চেপে চম্পট দেয়। এদিকে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামপুরহাট থানার পুলিশ। এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে ছিনতাইবাজদের ধরার চেষ্টা চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ। শহরের ব্যস্ততম ও জনবহুল রাস্তায় দিন দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় নিজেদের নিরাপত্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রামপুরহাট এলাকার মানুষজন।

প্রত্যক্ষদর্শী নাদিম কাওসার জানান, রাস্তায় একজন বৃদ্ধা রাস্তায় কাঁদছিলতখন তার কাছে গিয়ে জানতে পারি তাঁর কাছ থেকে ৬৯ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। কি হয়েছে জিজ্ঞেস করতে শুভঙ্করী দাস আমাদের বলেন ‘‘ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার জন্য গাড়ি ধরার জন্য যাচ্ছিলাম তখনই আমার শরীরে কেউ কিছু ছিটিয়ে পালিয়ে যায়। তখন আমি আমার শরীর জ্বালা করছিল আমি টাকার ব্যাগটা রেখে দেখছিলাম কেন জ্বালা করছে আমার শরীর।তখনই এই দুজন দুষ্কৃতী আমার ব্যাগ নিয়ে মোটর সাইকেলে চেপে পালিয়ে যায়।’’

পুলিশ জানিয়েছে, ‘‘বৃদ্ধার শরীরে কিছু ছিটিয়ে একটা ছিনতাই এর ঘটনা ঘটেছে। বাইকে দুজন ছিল, এলাকার সিসিটিভি ফুটে খতিয়ে দেখে তদন্ত চলছে। দ্রুত ধরা পড়বে দুষ্কৃতীরা।’’ এইভাবে বীরভূমে অপরাধের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে সাম্প্রতিককালে। তবে যেভাবে সিনেমার চিত্রনাট্যের কায়দায় এই ঘটনাটি ঘটেছে তাতে হতবাক শহরের মানুষ।

Souvik Roy

Bengali News: দৈনিক উৎপাদন বাড়াতে কয়লা চুরি ঠেকানোর দিকে নজর ইসিএল-এর

পশ্চিম বর্ধমান: দেশের অন্যতম বড় কয়লা উত্তোলক সংস্থা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। পশ্চিম বর্ধমান জেলায় ইসিএল-এর নিয়ন্ত্রণাধীন একাধিক খনি রয়েছে। সেখান থেকেই প্রত্যেকদিন কয়েক লক্ষ টন কয়লা উত্তোলন করা হয়। তবে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়েছে ইসিএল কর্তৃপক্ষ। সেই বর্ধিত লক্ষ্যমাত্রা পূরণের জন্য দৈনিক কয়লা উত্তোলনের মাত্রাও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: ‘মৃত্যু’র পর বন্ধ হয়ে গিয়েছে বার্ধক্য ভাতা, সেই বৃদ্ধাই পায়ে হেঁটে ঢুকলেন পঞ্চায়েত অফিসে!

বর্তমানে ইসিএল প্রতিদিন গড়ে ২ লক্ষ টন কয়লা উত্তোলন করছে। সম্প্রতি কয়লা উত্তোলনের মাত্রা ২ লক্ষ ৬ হাজার টন পর্যন্ত হয়েছে। ইসিএল সূত্রে খবর, প্রোডাকশনের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। সমস্ত রকম সুরক্ষা মেনে কীভাবে বেশি মাত্রায় কয়লা উত্তোলন করা যায় সেদিকে নজর রয়েছে সংস্থার।

সম্প্রতি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রোডাকশনের দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানান ইসিএল-এর সিএমডি সমীরণ দত্ত। তিনি বলেন, ধীরে ধীরে কয়লা উত্তোলনের মাত্রা বাড়ানো হয়েছে। কয়লা উত্তোলন আরও সহজ করতে নানারকম অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হচ্ছে। একইসঙ্গে কয়লাখনি অন্তর্ভুক্ত যে এলাকা রয়েছে সেই এলাকাও ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। কারণ বিশাল এলাকাজুড়ে একবারে কয়লা উত্তোলন করা সম্ভব নয়। তাই ধীরে ধীরে খনি এলাকা বৃদ্ধির দিকে নজর দেওয়া হচ্ছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অন্যদিকে, বেআইনিভাবে কয়লা পাচার বা কয়লা চুরি ইসিএলের অন্যতম একটি সমস্যা। সেই সমস্যা সমাধানের দিকেও নজর দিতে চাইছে কর্তৃপক্ষ। সেজন্যই কয়লা খনি এলাকাগুলির সুরক্ষা বৃদ্ধির দিকে নজর দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সুরক্ষা দেওয়ার জন্য জওয়ানের সংখ্যা বাড়ানো হবে বলে ইসিএল সূত্রে খবর। কয়লা খনি এলাকার সুরক্ষা এবং কয়লা চুরি রুখতে এলাকায় আরও বেশি সংখ্যক ক্যামেরা বসানোর চিন্তা ভাবনা রয়েছে। সবমিলিয়ে প্রোডাকশন এবং সুরক্ষার দিকে বিশেষভাবে নজর দিয়েছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড।

নয়ন ঘোষ

Viral News: সিসিটিভি ক্যামেরায় বন্দি মৃত্যুর ফরমান, মদ্যপ ড্রাইভার রিভার্স গিয়ারে ছোটাল গাড়ি

#পুণে: পুণের কাছে পিঁপরি-র চিঁচুবাড়ে এক ভয়ানক (Accident) ঘটনা ঘটে৷ দুর্ঘটনায় চরম দৃশ্য দেখা যায়৷ একটি গাড়ি রিভার্সে অর্থাৎ পিছনের দিকে আসছিল আর এই অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক মানুষকে ধাক্কা মারে৷ শুধু তাই নয় রাস্তায় থাকা ঠেলাগাড়িরও লোকসান হয়৷ এই পুরো ঘটনা (Viral News) ভিডিও সিসিটিভি  (CCTV) ক্যামেরায় রেকর্ড হয়ে যায়৷ আসলে মদের নেশায় একেবারে বেসামাল ব্যক্তি রিভার্স গিয়ার দিয়ে সামনে গাড়ি চালাচ্ছে ভেবেছিল ৷ গাড়ি রিভার্স গিয়ারে (Car in reverse gear) পরে পিছনের দিকে যেতেই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়৷

এরপর এই গাড়িটি রিভার্স গিয়ারে গিয়ে একের পর এক স্টল বরবাদ করতে থাকে৷ একটাই মন্দের ভালো খবর যে সেই সময় খুব বেশি লোক গাড়ির পিছনে ছিল না৷ তাই কারোর প্রাণহানি হয়নি৷ এই পিছিয়ে যাওয়া গাড়ির ধাক্কায় এক মহিলা সামাণ্য চোট পান৷ অন্যদিকে এক সবজি বিক্রেতা বড়সড় আহত হয়ে যান৷

আরও দেখুন – West Bengal Covid-19 Guidelines : ৬০ বছরের উর্ধ্বে Corona পরীক্ষা Must!

দেখে নিন সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া সেই ভিডিও

ঘটনায় আহতদের কাছাকাছি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে৷ এই ঘটনায় কিছু ঠেলা গাড়ির খুবই ক্ষতি হয়েছে৷ এই ঘটনার অভিযুক্ত সুভাষ বাঘমারে এলাকা থেকে পালানোর চেষ্টা করে৷

আরও দেখুন – Republic Day-এর আগে Delhi-র Gazipur-এ উদ্ধার IED, দেখুন ভিডিও

কিন্তু স্থানীয়রা সেই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়৷ অভিযুক্ত সুভাষ বাঘমারে বিরুদ্ধে পুলিশের কাছে শুভম ভাণ্ডারি নামের এক সবজি বিক্রেতা অভিযোগ দায়ের করেছেন৷ বাখড পুলিশ ঘটনার তদন্ত করছে৷

সিসিটিভ  (CCTV) ক্যামেরায় রেকর্ড পুরো ঘটনা

এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে ৷ যার পুরো ভিডিও সিসিটিভে রেকর্ড হয়ে গেছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ি অত্যন্ত দ্রুত রিভার্স গিয়ারে আসছে৷ সবার আগে গাড়িটি একটি রাস্তায় থাকা বড়াপাঁও স্টলে ধাক্কা মারে৷ এরপর গাড়ি পাশে দাঁড়িয়ে থাকা সবজিওয়ালাকে ধাক্কা মারে৷ তারপর অন্যদিকে চলে যায় অভিশপ্ত গাড়িটি৷