Tag Archives: Kidnap

Kidnapping News: হচ্ছেটা কী! সকালবেলায় একরত্তি বাচ্চা চুরির পর, এবার হাবরাতেও শিশু চুরি নিয়ে আতঙ্ক চরমে

উত্তর ২৪ পরগণা: বিরাটির পর হাবরা স্টেশনে বাচ্চা চুরির আতঙ্ক ছড়াল। সকালে বিরাটি স্টেশনে বাচ্চা উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বাচ্চা চুরির আতঙ্কে হাবরা স্টেশনে। উল্লেখ্য গত কয়েকদিন ধরে উত্তর ২৪ পরগনা জেলার বেশ কয়েকটি জায়গায় বাচ্চা চুরির আতঙ্ক ছড়ায়।

এরপরে দিন সকালে বিরাটি স্টেশনে চলন্ত ট্রেনের মধ্যেই লেডিস কম্পার্টমেন্টে বাজারের ব্যাগে শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে। সঙ্গে থাকা মহিলাকে দেখে সন্দেহ হওয়ায় কম্পার্টমেন্টের অন্যান্য মহিলা যাত্রীরা নিজেরাই বাজারের ব্যাগ থেকে বার করেন কয়েক মাস বয়সের শিশুটিকে। বিরাটি স্টেশনে চলন্ত ট্রেন ব্যাগে করে বাচ্চা নিয়ে যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ফের হাবরা স্টেশন চত্বরে বাচ্চা চুরির আতঙ্ক ছড়াল।

আরও পড়ুন – Vastu Tips: ঘরের দেওয়ালে এই রঙের সাত ঘোড়ার ফটো লাগান, শান্তি ফিরল বলে, টাকা আসবে ঝমঝম করে

এদিন বিকালে হাবরা স্টেশনে মহিলা সহ বাচ্চাকে দেখে সন্দেহ হয় যাত্রীদের। জানা যাচ্ছে, সঙ্গে থাকা মহিলার বয়স কিছুটা বেশি হওয়ায় বাচ্চাটিকে দেখে সন্দেহ হয় যাত্রীদের। আর তাতেই বাচ্চা চুরির আতঙ্ক তৈরি হয়। ইতিমধ্যেই যাতে গণধোলাই এর মত ঘটনা না ঘটে তাই স্থানীয় বেশ কিছু মহিলা যাত্রী ওই মহিলা সহ বাচ্চাটিকে একপ্রকার বাঁচিয়ে জিআরপির হাতে তুলে দেয়। যদিও জানা যাচ্ছে, বাচ্চাটি ঘুমা এলাকার। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে জিআরপির পুলিশ কর্মীরা। এই ঘটনায় স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। হাবরা জিআরপির তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Julfikar Molla

Crime News: মারাত্মক ঘটনা! ট্রেনের ভ্যাপসা গরমে বাজারের ব্যাগের ভিতরে আট মাসের দুধের শিশু! ধরা পড়তেই যা হল মহিলা কামরায়

উত্তর ২৪ পরগনা: চলন্ত ট্রেনের মধ্যেই লেডিস কম্পার্টমেন্টে বাজারের ব্যাগে শিশুর কান্নার আওয়াজ, সঙ্গে থাকা মহিলাকে দেখে সন্দেহ হওয়ায় কম্পার্টমেন্টের অন্যান্য মহিলা যাত্রীরা নিজেরাই বাজারের ব্যাগ থেকে বার করেন কয়েক মাস বয়সের শিশুটিকে। গরমে দীর্ঘ সময় ব্যাগে থেকে রীতিমতো তখন কাহিল হয়ে পড়েছে শিশুটি।

অবশেষে যাত্রীদের তৎপরতায় বিরাটি স্টেশনে নামানো হয় বাচ্চা সহ ওই মহিলাকে। আর তারপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। বাচ্চা চুরির বিষয়টিকে গুজব বলে জেলা প্রশাসনের তরফ থেকে একদিকে যখন প্রচার চালানো হচ্ছে পাশাপাশি, কাজীপাড়ায় শিশু খুনের ঘটনায় গ্রেফতার হওয়া মূল অভিযুক্তকেই যেখানে বাচ্চা চুরির গুজব শুরুর মাস্টারমাইন্ড বলা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই দিনের ঘটনায় আবারও জেলা জুড়ে চলা বাচ্চা চুরির বিষয়টি নিয়ে মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করল।

আরও পড়ুন – Chile vs Argentina: চিলির রক্ষণের ফাঁদ কাটিয়ে শেষবেলায় গোল করে নায়ক মার্তিনেজ, মেসির দল কোপা আমেরিকার শেষ ৮এ, রইল ভিডিও

দত্তপুকুর থেকে শিয়ালদা গামী ওই ট্রেনের মহিলা কামরার যাত্রীদের থেকে জানা যায়, মহিলাটির সঙ্গে ছিল একটি বাজারের ব্যাগ সেই বাজারের ব্যাগের মধ্যেই কাপড় দিয়ে ঢাকা ছিল ৮ মাসের একটি শিশু। ভ্যাপসা গরমে একসময় শিশুটি  চিৎকার করে কাঁদতে শুরু করেন। সেই সময় সঙ্গে থাকা ওই মহিলা বাচ্চাটির কোন রকম শুশ্রুষা না করায়, প্রথমেই সন্দেহ জাগে পাশে থাকা অন্যান্য মহিলা যাত্রীদের। বাজারের ব্যাগের মধ্যে রাখা শিশুটি দেখেই এরপর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চলন্ত ট্রেনে।

যাত্রীরাই বিরাটি স্টেশনে ট্রেন ঢুকলে ওই মহিলাকে বাচ্চা সহ জিআরপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। সেই সময় বেশ কিছুক্ষণ চলে যাত্রীদের সঙ্গে ওই মহিলার ধস্তাধস্তি। পরবর্তীতে ওই মহিলা পালানোর চেষ্টা করেন বলে জানা গিয়েছে। মহিলা যাত্রীসহ ট্রেনের অন্যান্য যাত্রীরা এরপর স্টেশনে থাকা জিআরপির সহযোগিতায়, ওই বাচ্চাটিকে উদ্ধার করে। রেলের তরফ থেকে জানা গিয়েছে বাচ্চাটির অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে রেলের হাসপাতাল বিয়ার সিং এ নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিরাটি স্টেশনে।

আরপিএফ সহ ছুটে আসতে হয় স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে। তবে এভাবে ট্রেনের মধ্যে ব্যাগ থেকে বাচ্চা উদ্ধার হওয়ায় জেলা জুড়ে চলা বাচ্চা চুরির গুজবের বিষয়টি সত্যি বলেই ধরে নিচ্ছেন অনেকে। এবং ট্রেনে থাকা যাত্রীদের কথায় জেলা জুড়ে কাজ করছে একটি বিশেষ দল, প্রশাসন ব্যর্থতা ঢাকতেই এ ধরনের বিষয়টিকে গুজব বলে চালানোর চেষ্টা করছে। যদিও এখনও এই ঘটনায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি রয়েছে বিরাটি স্টেশন চত্বরে। ওই মহিলা কোথা থেকে এই বাচ্চা নিয়ে আসলেন! কার বাচ্চা! এভাবে তিনি কেন নিয়ে যাচ্ছিলেন! বা মহিলার পরিচয় কি, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্টেশনে থাকা ট্রেন যাত্রীরা।

Rudra Narayan Roy