জ্যোতিষকাহন, মুর্শিদাবাদ Lakshmi Puja 2024 Do’s and Don’ts: মা লক্ষ্মী আসছেন, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন এই কাজগুলি করুন তাহলেই কপালে হাসবে সুদিনের সোনা Gallery October 14, 2024 Bangla Digital Desk লক্ষ্মী ৬টি বিশেষ গুণের দেবী। তিনি বিষ্ণুর শক্তিরও উৎস। বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপে অবতার গ্রহণ করলে, লক্ষ্মী সীতা ও রাধা রূপে তাদের সঙ্গিনী হন। কৃষ্ণের স্ত্রীদেরও লক্ষ্মীর অবতাররূপে কল্পনা করা হয়। বিশ্বাস করা হয় যে লক্ষ্মী যে বাড়িতে থাকেন, সেখানে টাকার অভাব থাকে না। জেনে নিন লক্ষ্মী পুজোর দিন কোন কোন কাজ অবশ্যই করা উচিত। কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনা করলে সকলের মনোবাসনা পূর্ণ হয়। লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই দিন লক্ষ্মী পুজোর সঙ্গে নারায়ণ পুজো করলে সারা বছর দেবীর কৃপা পাওয়া যায়। এই দিনে পাঁচটি কুমারী মেয়েকে তাঁদের পছন্দ মতো কিছু উপহার দিলে লক্ষ্মী দেবী প্রসন্ন হন। সঙ্গে যদি সম্ভব হয় এই দিন গঙ্গায় স্নান করুন, এতে অত্যন্ত পুণ্য অর্জন করা যায়। এই তিথিতে সন্ধ্যাবেলা লক্ষ্মীদেবীর পুজো করে। নারকেলের জল খেলে এবং চিঁড়ে খেলে ভাল হয়। জ্যোতিষবিদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, মায়ের কৃপাদৃষ্টি পেতে গেলে ওই দিন কয়েকটি কাজ করা বাঞ্ছনীয়। যা করলে স্বয়ং মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন। হিন্দু ধর্ম অনুসারে মা লক্ষ্মী হলেন ধনসম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনি নারায়ণের পত্নী। বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী যে বাড়িতে বসবাস করেন, সেখানে অর্থের অভাব থাকে না। জেনে নিন লক্ষ্মী পুজোর দিন কোন কোন কাজ অবশ্যই করা উচিত। পরমান্ন রান্না করে চাঁদের আলোয় রাখুন: দেবী লক্ষ্মী হলেন রজঃ গুণের প্রতীক। সংসারে জীবন ধারণ করার জন্য এই রজঃ গুণের বিশেষ সমাদর রয়েছে শাস্ত্রে। আর্থিক শ্রীবৃদ্ধির জন্য কোজাগরী লক্ষ্মীপুজোর দিন পরমান্ন তৈরি করে তা সন্ধ্যাবেলায় চাঁদের আলোয় রাখুন। প্রয়োজন হলে একটি নেট বা মশারির কাপড় দিয়ে সেই পায়েস ঢেকে রাখুন। পরের দিন ওই পায়েসান্ন বাড়ির সবাই মিলে খান। প্রথাগত বিশ্বাস অনুযায়ী, এতে শরীরও সুস্থ থাকে। এবং ঘরের আর্থিক শ্রীবৃদ্ধিও হয়। নারায়ণ পুজো: এই কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই দিন লক্ষ্মী পুজোর সঙ্গে নারায়ণ পুজোও করা হয়ে থাকে। এতে সারা বছর দেবীর কৃপা পাওয়া যায়। পাশাপাশি, এই দিনে পাঁচটি কুমারী মেয়েকে তাঁদের পছন্দ মতো কিছু উপহার দিলে দেবী প্রসন্ন হন। অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পড়ুন: লক্ষ্মী পুজোর দিন অবশ্যই লক্ষ্মী পাঁচালি পড়ুন। একই সঙ্গে ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করুন। লক্ষ্মী পুজোর দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলে বাড়ির মঙ্গল হয়। লক্ষ্মী পুজোর দিন দেবীর পায়ের সামনে পাঁচটি কড়ি রেখে পুজো করান। পুজো শেষ হলে সেই কড়িগুলি ক্যাশবাক্সে বা অর্থ রাখা থাকে এমন জায়গায় রেখে দিন। এতে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তুলসী গাছের পুজো করুন: হিন্দু ধর্মে তুলসী গাছকে দেবী হিসেবে পুজো করা হয়। পুরাণে অনুযায়ী, যে বাড়িতে তুলসী গাছ রয়েছে এবং নিয়মিত তার পুজো করা হয়, সেই বাড়িতে কখনও শোকের ছায়া নামে না।
জ্যোতিষকাহন Kojagari Lakshmi Puja 2024: কোজাগরী লক্ষ্মীপুজোয় ঘুরবে ভাগ্যের চাকা…! পূর্ণিমাতে শুভ যোগে করুন এই কাজ, ঝাঁপি উপুড় করে ঢেলে দেবেন অঢেল ধন-সম্পদ, তবে ভুল যেন না হয়! Gallery October 14, 2024 Bangla Digital Desk দুর্গাপুজো শেষ হতে না হতেই তোড়জোড় শুরু হয়ে যায় কোজাগরী লক্ষ্মীপুজোর৷ দুর্গাপুজোর পরেই শারদ পূর্ণিমাতে পুজো হয় ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর। পঞ্জিকা অনুযায়ী এই বছর কোজাগরী লক্ষ্মীপুজোর তিথি শুরু হচ্ছে ১৬ অক্টোবর বুধবার সন্ধে ৭টা ২৩ মিনিট ৪৫ সেকেন্ডে। এবং শেষ হচ্ছে ১৭ অক্টোবর বিকেল ৫টা ১৭ মিনিট ৩৬ সেকেন্ডে। নাম, ধন, যশ ও খ্যাতি প্রাপ্তির জন্য মূলত পূর্ববঙ্গের মানুষরা এই লক্ষ্মীপুজোর সূচনা করলেও আজ সকলের বাড়িতেই ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো করা হয়। শাস্ত্র মতে বলা হয়, মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট হয়, তবে তার পুজোর জন্য কিছু বিশেষ নিয়মও কিছু বিধিনিষেধ মানতে হয়৷ লক্ষ্মীপুজোর দিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এমন কিছু কাজ রয়েছে যা ভুলেও করতে নেই৷ এদিন ভুলেও এগুলি হলেও মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন৷ মা লক্ষ্মীর পুজোর সময় কোনওভাবেই তুলসী পাতা দেবেন না৷ এতে মা লক্ষ্মী রুষ্ট হন৷ লক্ষ্মীপুজোর দিন কখনওই লোহার বাসন ব্যবহার করবেন না৷ এদিন বাড়ি থেকে অন্য কাউকে চাল দেবে না৷ মা লক্ষ্মীকে পুজোর সময় সাদা রঙের ফুল নিবেদন করবেন না৷ লাল, হলুদ, গোলাপি রঙের ফুল অর্পন করুন৷ এবং ঠাকুরের আসনে সাদা বা কালো কাপড় ভুলেও পাতবেন না৷ লক্ষ্মীপুজোর দিন ভুলেও কাঁসর ঘণ্টা বাজাবেন না৷ এতে মা লক্ষ্মী রুষ্ট হন৷ পুজোর সময় কালো বা সাদা রঙের পোশাক না পরাই ভাল৷ লক্ষ্মীপুজোর দিন মা লক্ষ্মীর যে কোনও কাজের জন্য কলাপাতা ব্যবহার করুন৷ (Disclaimer- উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
জ্যোতিষকাহন 2025-2029 Kojagori Lakshmi Puja Schedule: ২০২৫-২০২৯ আগামী পাঁচ বছরের কোজাগরী লক্ষ্মীপুজোর নির্ঘণ্ট, পূর্ণিমার কতক্ষণ থাকবে, পুজো কখন করবেন? Gallery October 9, 2024 Bangla Digital Desk ২০২৫ সালের কোজাগরী লক্ষ্মীপুজোর দিনক্ষণ ৷ ৬ অক্টোবর ২০২৫ ৷ পূর্ণিমা শুরু বেলা ১২.২৩, শেষ ৭ অক্টোবর ২০২৬, সকাল ০৯.১৬ ৷ প্রতীকী ছবি ৷ ২০২৬ সালের কোজাগরী লক্ষ্মীপুজোর দিনক্ষণ ৷ ২৫ অক্টোবর ২০২৬ ৷ পূর্ণিমা শুরু সকাল ১১.৫৫, শেষ ২৬ অক্টোবর ২০২৬, সকাল ০৯.৪১ ৷ প্রতীকী ছবি ৷ ২০২৭ সালের কোজাগরী লক্ষ্মীপুজোর দিনক্ষণ ৷ ১৪ অক্টোবর ২০২৭ ৷ পূর্ণিমা শুরু সন্ধে ০৬.৪৯, শেষ ১৫ অক্টোবর ২০২৭, সন্ধে ৭.১৬ ৷ প্রতীকী ছবি ৷ ২০২৮ সালের কোজাগরী লক্ষ্মীপুজোর দিনক্ষণ ৷ ২ অক্টোবর ২০২৮ ৷ পূর্ণিমা শুরু সন্ধে ০৭.৩৩, শেষ ৩ অক্টোবর ২০২৮, রাত ০৯.৫৪ ৷ প্রতীকী ছবি ৷ ২০২৯ সালের কোজাগরী লক্ষ্মীপুজোর দিনক্ষণ ৷ ২১ অক্টোবর ২০২৯ ৷ পূর্ণিমা শুরু বেলা ১২.৩১, শেষ ২২ অক্টোবর ২০২৯, দুপুর ০২.৫৬ ৷ প্রতীকী ছবি ৷ এখন থেকেই নোট করে রাখুন আগামী কয়েকটি বছরের কোজাগরী লক্ষ্মীপুজোর দিনক্ষণ, দেখুন একনজরে ৷ প্রতীকী ছবি ৷