Tag Archives: Kolkata Hospital

Kolkata Hospital: খাস কলকাতার নামী হাসপাতালেই আবার….অসুস্থ শিশুর পাশে ঘুমন্ত মাকে শ্লীলতাহানির চেষ্টা! গ্রেফতার ওয়ার্ড বয়

কলকাতা: কলকাতার এক নামী শিশু চিকিত্‍সালয়ে রোগীর পরিবারকে শ্লীলতানির মারাত্মক অভিযোগ। অসুস্থ শিশুর পাশেই ঘুমোচ্ছিলেন মা। ঘুমন্ত অবস্থাতেই তাঁকে শ্লীলতাহানির অভিযোগ হাসপাতালের এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ‍্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওয়ার্ড বয় তন্ময় পালকে।

সূত্রের খবর অনুযায়ী, কলকাতার এই নামী হাসপাতালে নিজের সন্তানকে চিকিত্‍সার জন‍্য নিয়ে আসেন অভিযোগকারিনী। বছর ২৬-এর ওই মহিলাকে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় অনুপযুক্তভাবে স্পর্শ করেন অভিযুক্ত হাসপাতাল কর্মী। এমনকী অভিযুক্ত তন্ময় মহিলাকে অস্বস্তিকর ভাবে স্পর্শ করার সময় মোবাইলে ভিডিও তোলার চেষ্টাও করেন।

আরও পড়ুন: শোওয়ার ঘর হোক বা বাথরুম, বাড়ির কোথায় রেখেছেন ‘আয়না’? এই ৪ নিয়ম মেনে রাখুন, খুলে যাবে কপাল, সুখ-সমৃদ্ধি উপচে পড়বে

এই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ জানান মহিলা। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) একাধিক ধারায় মামলা দায়ের করে। তন্ময় পালকে গ্রেফতারও করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয় অভিযুক্তের মোবাইল ফোন। জানা গিয়েছে ধৃত তন্ময় পাল বারুইপুরের বাসিন্দা। তবে অভিযুক্তের আসল বাড়ি ত্রিপুরায়।

Mukul Roy: অবস্থা ভাল নয় মুকুল রায়ের! বাড়ির ঘটনাতেই হল বড় ক্ষতি, আশঙ্কায় চিকিৎসকরা!

কলকাতা: মুকুল রায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালের নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, সাব ডিউরাল হেমাটোমা বা মাথার ভেতরে রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বেঁধেছে মুকুলবাবুর।

বুধবার রাতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে মুকুল রায়কে৷ ঘরের মেঝেতে পড়ে গিয়ে চোট পান কৃষ্ণনগরের প্রবীণ বিধায়ক। প্রথমে তাঁকে ভর্তি করা হয় কল্যাণী হাসপাতালে। এরপরে সল্টলেক সংলগ্ন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

আরও পড়ুন: চিনকে নিয়ে চিন্তা বাড়ছে সব দেশের! কারণ নাকি একটি মাইক্রোওয়েভ! ঘটনা শুনলে পায়ের তলার মাটি সরে যাবে

বুধবার রাতে হাসপাতালে ভর্তি করার পর সিটি স্ক্যান করা হয় তাঁর। চিকিৎসায় মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, নিউরোলজিস্ট, অর্থোপেডিক এবং একজন কার্ডিওলজিস্ট। বেশ কয়েকটি রক্ত পরীক্ষা করা হবে তাঁর। সেই রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন বোর্ডের চিকিৎসকেরা।

২০২১ সালে স্ত্রীর মৃত্যুর পর,শারীরিক অসুস্থতা বাড়তে থাকে মুকুল রায়ের। গত এপ্রিল মাসে কলকাতায় ব্যক্তিগত কাজে আসার পথে একবার অসুস্থ হয়ে পড়েন তিনি। সেইসময় তাকে হাসপাতালে ভর্তি করেন তাঁর গাড়ির ড্রাইভার।

২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন মুকুল৷ ভোটে জেতার পরেই অবশ্য পুরনো দল তৃণমূলে ফিরে আসেন তিনি৷ তবে তৃণমূলে ফিরলেও শারীরিক সমস্যার কারণে সেভাবে আর সক্রিয় হতে পারেননি একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন এই নেতা৷