Tag Archives: Mukul roy

বাংলার রাজনীতিতে মুকুল রায় (Mukul Roy) ছিলেন তৃণমূলের জন্মলগ্নের কাণ্ডারি। ১৯৫৪ সালের ১৭ এপ্রিল উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়ায় জন্ম মুকুল রায়ের (Mukul Roy)। রাজনৈতিক জীবনের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসে ছিলেন। সেই মমতার হাত ধরেই তৃণমূল গড়েন তিনি। তারপর থেকে তিনিই ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

দুই দশকের বেশি সময় রাজ্য রাজনীতির গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন মুকুল রায় (Mukul Roy)। বাংলায় এক সময় তাঁকে ডাকা হত ‘চাণক্য’ নামে। ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতের রেলমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। তৃণমূলে থাকতে সংগঠনের দায়িত্ব একা হাতে সামলাতেন মুকুল রায়।

কিন্তু সারদা কাণ্ডের রেশ ধরেই তৃণমূলের সঙ্গে দূরত্ব গড়ে ওঠে তাঁর। এরপর ২০১৭ সালে দলবদল। মুকুল পুত্র শুভ্রাংশু রায়ও ছিলেন তৃণমূল বিধায়ক। পরে তিনিও যোগ দেন বিজেপিতে। এরপরেই দ্রুত বদলাতে শুরু করে বাংলার রাজনীতিতে তাঁর অবস্থান। দীর্ঘদিন তেমন কোনও পদ না পেলেও পরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে দেখা যায় তাঁকে।

রাজ্যে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ব্যাপক দলবদলের খেলা দেখেছিল বাংলার রাজনীতি। নির্বাচনের ফল ঘোষণার মাস দেড়েকের মধ্যেই মুকুল রায় ফিরে গেলেন ঘাসফুল শিবিরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ফিরলেন তৃণমূল শিবিরে।

একুশের বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার ঘনিষ্ঠ মহলে প্রাক্তন রেলমন্ত্রী দাবি করেন, ১০৭ জন তৃণমূল বিধায়কের তালিকা তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়েছেন। দল অনুমতি দিলেই তাঁরা গেরুয়া শিবিরে যোগ দেবেন। কিন্তু জনাকয়েক বিধায়ক ছাড়া কেউই তৃণমূল ছাড়েননি।

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি এরাজ্য থেকে ১৮টি আসনে জয় পায়। এক্ষেত্রেও রাজনৈতিক মহলের একাংশ মুকুল রায়ের অবদান দেখতে পান। যদিও বিজেপির একটা বড় অংশের দাবি, মোদি ম্যাজিকেই ওই ফল হয়েছিল। এরইমধ্যে রাজ্যের করোনা পরিস্থিতির শুরুর সময় মমতা সরকারের কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন মুকুল।

প্রসঙ্গত উল্লেখ্য, মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনের পর্ব শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যে। ৩১ মার্চ, ২০২১। সেদিন নন্দীগ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুকুল শুভেন্দুর মতো এত খারাপ নয়।’ সেই মুকুল রায় আজ তৃণমূলে। আগামী দিনে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে গড়ায় তা বলে দেবে সময়।

Mukul Roy Health Update: ‘শুভ্রাংশু ডাকলেও সাড়া দিলেন না’, কেমন আছেন মুকুল? জানালেন কুণাল

কলকাতা: রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত রাজনৈতিক চরিত্র হলেন মুকুল রায়৷ গত বুধবার রাত থেকে তিনি কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। পড়ে গিয়ে তার মাথায় চোট লাগে। মস্তিস্কে রক্তক্ষরণ হয়। তড়িঘড়ি অপারেশন করা হলেও, এখনও আইসিইউ’তেই ভর্তি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়।

মুকুল রায়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । তিনি ফিরে সোশাল মিডিয়া পোস্টে পরিস্থিতির কথা জানিয়েছেন। দলের বর্ষীয়ান সতীর্থকে হাসপাতালের বিছানায় দেখে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন কুণালবাবু, তা তাঁর পোস্টেই স্পষ্ট। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘মুকুল রায়কে দেখে এলাম। অ্যাপোলো আইসিইউ-তে। খারাপ লাগল। আজ ভেন্টিলেশনের বাইরে। কিন্তু মস্তিষ্ক অচল। শুভ্রাংশু ডাকল। সাড়া দিল না। ডাক্তাররা বলছেন, পর্যবেক্ষণ ও অপেক্ষা। সক্রিয়দের এই নিষ্ক্রিয় ছবি বেদনাদায়ক। মত পার্থক্য ভুলিয়ে মন ভারাক্রান্ত করে দেয়। মুকুলদা সাড়া দিক। সেরে উঠুক।’

আরও পড়ুন-  মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। তার জন্য অস্ত্রোপচারও করা হয়েছে। অপারেশনের পর তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনও তাঁর আচ্ছন্ন ভাব কাটেনি। আইসিইউ-তেই রয়েছেন মুকুল রায়। ছেলে শুভ্রাংশু হাসপাতালে বাবার সর্বক্ষণের সঙ্গী। এছাড়া বেশ কয়েকজনকে দেখা গিয়েছে যারা প্রতিদিন হাজির থাকছেন মুকুল রায়ের জন্য।

আরও পড়ুন- ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

গত বুধবার কৃষ্ণননগর উত্তরের বিধায়ক মুকুল রায় তার বাড়িতে আচমকাই পড়ে যান। তাঁকে সঙ্গে সঙ্গে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। এই হাসপাতালেই বরাবর চিকিৎসা হয় তাঁর। বুধবার যখন মুকুল রায়কে হাসপাতালে ভর্তি করানো হয়, তখনও তাঁর জ্ঞান ছিল না। তড়িঘড়ি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড তৈরি করে শুরু হয় চিকিৎসা।

হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। সেটাই অপারেশন করা হয়েছে। তবে এখনও বিপদ মুক্ত হননি মুকুল রায়। এখনও তিনি রয়েছেন আইসিইউ-তে। ফলে ৭০ বছর বয়সি নেতাকে নিয়ে উদ্বেগ বাড়ছে পরিবার, পরিজনদের। চিন্তিত রাজনৈতিক সতীর্থরাও।

Mukul Roy: অবস্থা ভাল নয় মুকুল রায়ের! বাড়ির ঘটনাতেই হল বড় ক্ষতি, আশঙ্কায় চিকিৎসকরা!

কলকাতা: মুকুল রায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালের নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, সাব ডিউরাল হেমাটোমা বা মাথার ভেতরে রক্তক্ষরণ হয়ে রক্ত জমাট বেঁধেছে মুকুলবাবুর।

বুধবার রাতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে মুকুল রায়কে৷ ঘরের মেঝেতে পড়ে গিয়ে চোট পান কৃষ্ণনগরের প্রবীণ বিধায়ক। প্রথমে তাঁকে ভর্তি করা হয় কল্যাণী হাসপাতালে। এরপরে সল্টলেক সংলগ্ন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

আরও পড়ুন: চিনকে নিয়ে চিন্তা বাড়ছে সব দেশের! কারণ নাকি একটি মাইক্রোওয়েভ! ঘটনা শুনলে পায়ের তলার মাটি সরে যাবে

বুধবার রাতে হাসপাতালে ভর্তি করার পর সিটি স্ক্যান করা হয় তাঁর। চিকিৎসায় মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, নিউরোলজিস্ট, অর্থোপেডিক এবং একজন কার্ডিওলজিস্ট। বেশ কয়েকটি রক্ত পরীক্ষা করা হবে তাঁর। সেই রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন বোর্ডের চিকিৎসকেরা।

২০২১ সালে স্ত্রীর মৃত্যুর পর,শারীরিক অসুস্থতা বাড়তে থাকে মুকুল রায়ের। গত এপ্রিল মাসে কলকাতায় ব্যক্তিগত কাজে আসার পথে একবার অসুস্থ হয়ে পড়েন তিনি। সেইসময় তাকে হাসপাতালে ভর্তি করেন তাঁর গাড়ির ড্রাইভার।

২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন মুকুল৷ ভোটে জেতার পরেই অবশ্য পুরনো দল তৃণমূলে ফিরে আসেন তিনি৷ তবে তৃণমূলে ফিরলেও শারীরিক সমস্যার কারণে সেভাবে আর সক্রিয় হতে পারেননি একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন এই নেতা৷

Mukul Roy Health Update: পড়ে গিয়ে চোট পেয়ে সংজ্ঞাহীন…! হাসপাতালে ভর্তি প্রবীণ বিধায়ক মুকুল রায়, কেমন আছেন?

কলকাতা: গুরুতর অসুস্থ মুকুল রায়৷ বুধবার রাতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ ঘরের মেঝেতে পড়ে গিয়ে চোট পান কৃষ্ণনগরের প্রবীণ বিধায়ক। প্রথমে তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় কল্যাণী হাসপাতালে। এরপরে সল্টলেক সংলগ্ন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করার পর সিটি স্ক্যান করা হয়। চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, নিউরোলজিস্ট, অর্থোপেডিক এবং একজন কার্ডিওলজিস্ট। বেশ কয়েকটি রক্ত পরীক্ষা করা হবে তাঁর। সেই রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন বোর্ডের চিকিৎসকেরা।

আরও পড়ুন: অন্তরালে থেকেই প্রথম বার মুখ খুললেন ভোলে বাবা! বিপর্যয়ের দায় চাপালেন কার উপরে?

২০২১ সালে স্ত্রীর মৃত্যুর পর,শারীরিক অসুস্থতা বাড়তে থাকে তাঁর। গত এপ্রিল মাসে কলকাতায় ব্যক্তিগত কাজে আসার পথে একবার অসুস্থ হয়ে পড়েন। সেইসময় তাকে হাসপাতালে ভর্তি করেন তাঁর গাড়ির ড্রাইভার।

২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন মুকুল৷ ভোটে জেতার পরেই অবশ্য পুরনো দল তৃণমূলে ফিরে আসেন তিনি৷ তবে তৃণমূলে ফিরলেও শারীরিক সমস্যার কারণে সেভাবে আর সক্রিয় হতে পারেননি একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন এই নেতা৷

Mukul Roy: অসুস্থ মুকুল রায়, বাড়িতে পড়ে গিয়ে চোট! রাতেই ভর্তি করা হল হাসপাতালে

কলকাতা: গুরুতর অসুস্থ মুকুল রায়৷ বুধবার রাতেই তড়িঘড়ি কলকাতার অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ সূত্রের খবর, সম্ভবত বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন মুকুল৷

এমনিতেই দীর্ঘদিন ধরে অসুস্থ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল৷ কার্যত গৃহবন্দি অবস্থাতেই ছিলেন তিনি৷ এরই মধ্যে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে সমস্যা তৈরি হল৷

আরও পড়ুন: অন্তরালে থেকেই প্রথম বার মুখ খুললেন ভোলে বাবা! বিপর্যয়ের দায় চাপালেন কার উপরে?

গত এপ্রিল মাসেও মুকুল রায়কে এই অ্যাপোলো হাসপাতালেই ভর্তি করতে হয়েছিল৷ সেই সময় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি৷ এর পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন রাজ্য রাজনীতির অন্যতম সিনিয়র এই নেতা৷

২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি-র টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন মুকুল৷ ভোটে জেতার পরেই অবশ্য পুরনো দল তৃণমূলে ফিরে আসেন তিনি৷ তবে তৃণমূলে ফিরলেও শারীরিক সমস্যার কারণে সেভাবে আর সক্রিয় হতে পারেননি একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন এই নেতা৷

Mukul Roy Adhir Ranjan Chowdhury: ভোটের মাঝেই এ কী দৃশ্য! মুকুল রায়ের কাছে অধীর চৌধুরী, কেন? ‘অন্য’ সমীকরণের জল্পনা

উওর ২৪ পরগনা: ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় বহরমপুরে ভোট গ্রহণ শেষ হয়েছে। পঞ্চম দফায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট। আর তার আগেই সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে কাঁচরাপাড়ার কলেজ মোড়ে এক নির্বাচনী জনসভায় এসে কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী।

সেখানে গিয়েই দেখা করলেন তৃণমূল নেতা মুকুল রায়ের সঙ্গে। এদিন মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়ি যুগল রেখায় গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অধীর চৌধুরী।

আরও পড়ুন: দার্জিলিং যাওয়া এখন আরও সহজ, চালু নতুন রুটে বাস পরিষেবা! পর্যটকেরা জানুন

বেশ কিছু সময় তাঁদের মধ্যে কথাবার্তা হয় বলে জানা গিয়েছে। মুকুল রায়ের সঙ্গে হাত মিলিয়ে শারীরিক অবস্থার কথা জিজ্ঞাসা করেন অধীর। হাসিমুখেই কথা বলেন মুকুলও। যদিও এ বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি বহরমপুরের দাপুটে নেতা অধীর চৌধুরী।

আরও পড়ুন: আমের নাম ফজলি-ল্যাংড়া-গোলাপখাস-হিমসাগর! ফলের রাজার এমন অদ্ভুত সব নাম কেন জানেন?

তবে এই সাক্ষাৎকারের পর থেকেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা তৈরি হয়েছে। অনেকেই বলছেন তবে কি অধীর চৌধুরী অন্য কোনও সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ভবিষ্যতে! এদিনের তাঁদের এই সাক্ষাৎ অবশ্য রাজনৈতিক মহল কিছুটা অন্যভাবেই নিচ্ছে।

Rudra Narayan Roy

Mukul Roy News: কাঁচরাপাড়া থেকে সোজা হাসপাতাল, ভোটের মুখেই মুকুল রায়কে ঘিরে বড় শোরগোল! কী ঘটল?

কলকাতা: লোকসভা ভোটের প্রথম দফা ভোট শুরুর আগেই অসুস্থ মুকুল রায়। কলকাতার বাইপাসের পাশে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, এই মুহূর্তে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি রয়েছেন মুকুল রায়। ঘন্টা আগে মুকুল রায়কে নিয়ে আসা হয় বাইপাসের ধারে হাসপাতালে।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই তিনি ঠিক মতো খাওয়াদাওয়া করতে পারছিলেন না মুকুল। স্বাভাবিক কারণেই তাই দুর্বল হয়ে পড়েছিলেন। এদিন আরও অসুস্থ বোধ করায় বাড়িতে রাখার ঝুঁকি না নিয়ে তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই মতোই এদিন দুপুরে কাঁচরাপাড়ার বাড়ি থেকে নিয়ে এসে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুন: অধীর চৌধুরীর গলায় CPIM-এর উত্তরীয়! সঙ্গে সেলিম, মুর্শিদাবাদ দেখল ‘জোটের’ জোর

দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছেন মুকুল। গত বছর ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক৷ মুকুলের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সেই সময় মাথায় জল জমেছিল বর্ষীয়ান এই নেতার।

অনেক দিন ধরেই নানা রোগে ভুগছেন মুকুল৷ কাঁচরাপাড়ার বাড়ি থেকে খুব একটা বাইরেও বের হন না তিনি৷ ডিমেনশিয়া রোগে আক্রান্ত মুকুল। তিনি একদা ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড৷ পরে বিজেপিতে যোগ দেন৷ ২১-এর বিধানসভা ভোট বিজেপি’র টিকিটে জিতে বিধায়ক হন৷ তবে ফের সপুত্র তৃণমূলে ফেরেন৷

Mukul Roy: ‘অর্জুন এসে গেছিস!,’ পরিচিত মুখকে দেখেই একগাল হাসি, ভোটের আগে চাণক্য মুকুলের সঙ্গে সাক্ষাৎ সারলেন অর্জুন

কলকাতা: তাঁকে বলা হয় বঙ্গ রাজনীতির চাণক্য৷ কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে বহু দূরে রয়েছেন তিনি৷ তাঁর নাম মুকুল রায়৷ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সেই চাণক্যের পদধূলি নিয়েই ভোটের লড়াই শুরু করার অঙ্গীকার নিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷

দীর্ঘদিন পরে ফের রাজনৈতিক আলোচনায় মুকুল রায়। এদিন কাঁচড়াপাড়ায় তাঁর বাড়িতে পৌঁছে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রায় আধ ঘণ্টা তাঁর বাড়িতে ছিলেন তিনি।

জানা গিয়েছে, দু’জনের মধ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক কথাবার্তাও হয়। অর্জুন সিং জানিয়েছেন, তাঁকে দেখেই চিনতে পারেন মুকুল রায়। বলে ওঠেন, ‘অর্জুন এসে গেছিস।’

আরও পড়ুন: ‘নির্বাচনের কাজে ব্যস্ত!,’ তৃতীয় বারও ইডি-র সমন এড়িয়ে গেলেন কৃষ্ণনগরের তৃণমূলপ্রার্থী মহুয়া মৈত্র

তবে, দু’জনের মধ্যে রাজনৈতিক বিষয়ে কী কথাবার্তা হয়েছে তা নিয়ে মুখ খোলেননি কেউ-ই৷

মুকুল রায় ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য৷ সেই দলের সঙ্গেই দীর্ঘ পথ চলা৷ কিন্তু, সেই পথচলা হঠাৎই থমকে যায় ২০১৭ সালে৷ ২০১৭ সালের ৩ নভেম্বর নয়াদিল্লিতে গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেন মুকুল৷

আরও পড়ুন: বিরুদ্ধে কঠিন প্রার্থী, বাংলার এই কেন্দ্রের বিজেপি প্রার্থীকে ফোন মোদির! বুঝিয়ে দিলেন স্ট্র্যাটেজি

তারপরে অবশ্য ২০২১ সালে ফের তৃণমূলে ফিরে আসেন৷ একুশের নির্বাচনে জয়লাভও করেন৷ তবে সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তাঁকে খুব একটা সক্রিয় রাজনীতিকের ভূমিকায় দেখা যায়নি৷ ২০২৩-এর তৃণমূলের একুশে জুলাই সম্মেলনেও পুত্র শুভ্রাংশুর সঙ্গে এসেছিলেন তিনি৷

Mukul Roy: ইডির তলব দিল্লিতে, যাবেন অসুস্থ মুকুল? জানিয়ে দিলেন শুভ্রাংশু

কলকাতা: মুকুল রায়কে দিল্লিতে তলব করল ইডি৷ অ্যালকেমিস্ট মামলায় দিল্লিতে তলব করা হয়েছে মুকুল রায়কে৷ যদিও মুকুল রায়ের পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়৷ তবে শুভ্রাংশু জানিয়েছেন, ইডি আধিকারিকরা বাড়িতে এসে মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করতে চাইলে সবরকম সহযোগিতা করা হবে৷

অ্যালকেমিস্টের বিরুদ্ধে চলা এই মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিং৷ এই মামলায় প্রায় ১৬০০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল৷ অভিযোগ, বেআইনি ভাবে বাজার থেকে টাকা তুলেছিল অ্যালকেমিস্টের একটি সংস্থা৷

আরও পড়ুন: ‘দিল্লিতে আসুন’, দেবকে ডেকে পাঠাল ইডি! ‘বড়’ দুর্নীতিতে তলব, ডাক আরেক TMC বিধায়ককেও

তলব প্রসঙ্গে মুকুল পুত্র শুভ্রাংশু রায় বলেন, ‘বাবার শরীর খুবই খারাপ৷ তিনি কোনও কিছুই মনে রাখতে পারেন না৷ বাবার পক্ষে এখন দিল্লি যাওয়া সম্ভব নয়৷ তবে ইডি যদি বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে চায়, তাহলে সবরকম সহযোগিতা করব৷’

গত বছর এপ্রিল মাস নাগাদ হঠাৎই দিল্লি চলে যান মুকুল৷ সেই সময় মুকুলের রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছিল৷ তখনও শুভ্রাংশু দাবি করেছিলেন, মুকুল অসুস্থ৷ কিছুদিন দিল্লিতে কার্যত আত্মগোপন করে থাকার পর কলকাতায় ফিরে আসেন মুকুল৷ তখনও তাঁর মুখে অসংলগ্ন কথাবার্তা শোনা গিয়েছিল৷ তার পর থেকে কার্যত অন্তরালেই রয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক৷

২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন মুকুল৷ এর কয়েক মাসের মধ্যেই তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি৷