Tag Archives: Kolkata International Film Festival

KIFF Chairperson: সরছেন রাজ! কলকাতা চলচ্চিত্র উৎসবে চেয়ারপার্সনের দায়িত্বে এবার কে, শুরু জল্পনা!

কলকাতা: পদ ছাড়লেন রাজ চক্রবর্তী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন হিসেবে আর দেখা যাবে না পরিচালক-বিধায়ককে। সূত্রের খবর, গত বছরও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদন করেছিলেন, কিন্তু সেবার অনুরোধ গৃহীত হয়নি। কিন্তু এবার ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন রাজ। তবে মুখ্যমন্ত্রী নিজে বা তথ্য সংস্কৃতি দফতর এখনও পর্যন্ত অফিসিয়ালি জানাননি।

আরও পড়ুন: সুঠাম দেহ, সুপুরুষ! ‘তারুণ্যের ছটা’ চেহারায়, সিঙ্গাপুরের এই ব্যক্তির বয়স কত বলুন তো! ৯৯% মানুষই ভুল, জানলে আঁতকে উঠবেন

২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্যন্ত রাজই দায়িত্ব সামলে এসেছেন। এবার তিনি বিরতি চান। কিন্তু এবার প্রশ্ন, রাজের জায়গা কে নেবেন? সূত্রের খবর, গৌতম ঘোষের নাম প্রস্তাবিত হয়েছে। যদিও সেই সিলমোহর পড়েনি।

এই বছর ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলচ্চিত্র উৎসব চলবে। চেয়ারপার্সন না থাকলেও আগের মতোই উৎসবের কাজকর্মে সামিল হবেন রাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নতুন চেয়ারপার্সনের নাম ঘোষণা করবেন।

সৃজিত-রাজের সঙ্গে ওপারের চঞ্চল! ফিল্মোৎসবে দুই বাংলা একাকার

#কলকাতা: দুই বাংলা আজ মিলেমিশে একাকার। ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী। একদিকে টলিউড, অন্য দিকে ঢালিউড। কলকাতার দুই জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর সঙ্গে এক ফ্রেমে ছবি তুলেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। সৃজিত তাঁর ইনস্টাগ্রাম থেকে সেই ছবি পোস্ট করেছেন নিজেই৷

 

View this post on Instagram

 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

প্রথম বার কলকাতার চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকা, শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়া, তাঁর সঙ্গে কথা বলা, নতুন ছবি দেখা, একাধিক গল্প জমে রয়েছে এই ‘চঞ্চল’ মনে৷ তা নিয়েই কি আলোচনা দুই পরিচালকের সঙ্গে?

 

আরও পড়ুন : বদল হবে না ‘পাঠান’-এর নাম! শাহরুখের সিনেমার নয়া লুক নেটমাধ্যমে

সম্প্রতি নিউজ18 বাংলাকে চঞ্চল জানান, ”অনেক ভাল লেগেছে। এই উৎসবে এসে অনেক সম্মানিত বোধ করছি। শুধু আমি নই, আমার দেশের সকল মানুষও আমাকে এমন মহারথীদের সঙ্গে একই মঞ্চে সম্মানিত হতে দেখে খুবই আনন্দিত। আমার জীবনের একটি স্মরনীয় মুহূর্ত হয়ে থাকবে। কৃতজ্ঞতা জানাই আয়োজক কমিটিকে। অবশ্যই মমতা দিদির (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) প্রতি বিশেষ কৃতজ্ঞতা আমাকে সম্মানিত করার জন্য।”

আরও পড়ুন : রূপের রানি শুভশ্রী! KIFF-এ কালোর ছোঁয়ায় শাড়িতে মোহময়ী! দেখুন ভাইরাল সেই লুক

কিছুদিন আগেই সৃজিত মুখোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে চঞ্চল চৌধুরীর জন্য লিখেছিলেন৷ তিনি বলেছিলেন, “চঞ্চল চৌধুরীর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত বিভিন্ন অভিনয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য”। আর সেই পোস্ট দেখে অভিনেতা কমেন্ট করেছিলেন সুন্দর করে৷ তিনি বলেছিলেন, “এত বড় মূল্যায়ন!!!! কৃতজ্ঞতা ও ভালবাসা দাদা❤️❤️??”।