Tag Archives: Srijit Mukherji

Tekka Movie: পুজোয় বাংলা মাতাবে ‘টেক্কা’! ট্রেলার মুক্তিতেই দুর্গাপুজো নিয়ে মুখ খুললেন দেব, কী বললেন নায়ক

কলকাতা: এবার পুজোয় আসতে চলেছে দেবের ছবি ‘টেক্কা’। শুক্রবার মুক্তি পেল ‘টেক্কা’র টিজার। টিজার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-সহ গোটা টিম।

আরও পড়ুন: বিসর্জনের আগে ভগবান গণেশের বিগ্রহের গা থেকে সোনার গয়না খুলতে ভুলে গিয়েছিলেন দম্পতি; তারপর যা হল…

আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদে সরব গোটা বাংলা। এদিকে সামনেই পুজো। নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর চারদিকে রব উঠেছ উৎসবে না ফেরার।

সেই প্রসঙ্গে দেবকে প্রশ্ন করা বলে টলিউডের সুপারস্টার জানান, ‘‘উৎসবও চলবে সঙ্গে সঙ্গে প্রতিবাদও চলবে। পুজোর এই কয়েকটা দিনের রোজগার বহু মানুষের অন্ন জোগায়।’’ তাই বিচারের দাবিতে অনর থেকেও দুর্গোৎসব চান দেব।

“সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক….” এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সঙ্গে। আগামী ৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি।

Srijit Mukherji on RG Kar Protest: আন্দোলনের পাশে, কিন্তু জুনিয়র ডাক্তারদের কাছে বড় আবেদন সৃজিতের! তুলে ধরলেন চিকিৎসক মায়ের আর্জি

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। ঘটনার পরদিন থেকে লাগাতার কর্মবিরতিতে রয়েছে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। নৃশংস ঘটনার পর ২৬ দিন কেটেছে, প্রতিবাদে জেগে রয়েছে গোটা বাংলা।

এই প্রতিবাদকে স্বাগত জানিয়ে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন তুলেছেন পরিচালক ও অভিনেতা সৃজিত মুখোপাধ্যায়। সোমবারই লালবাজারে গিয়ে পুলিশ সুপার পদত্যাগের দাবিতে দেখা করেন জুনিয়র ডাক্তাররা। তারপরে ফের অবস্থান ও ধরনা জারি রেখেছেন তাঁরা। মঙ্গলবার মুম্বই উড়ে যাওয়ার আগে লালবাজারে ছুটে গিয়েছিলেন পরিচালক, এবার তাঁদের কাজে ফেরার পরামর্শ সৃজিতের।

আরও পড়ুন: বেলঘরিয়ায় বিরাট কাণ্ড! স্কুল ফেরত ছাত্রীকে দাঁ নিয়ে আক্রমণ যুবকের, বাঁচাতে গিয়ে রক্তাক্ত মা-ও!

ফেসবুকে নিজের চিকিৎসক মায়ের বার্তা শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায়। তাতে লেখা রয়েছে, ‘জুনিয়র ডাক্তাররা অবশ্যই তাঁদের প্রতিবাদ জারি রাখুক, তবে রিলে বেসিসে (অর্থাৎ ঘুরিয়ে ফিরেয়ে)। গরীব রোগীদের কী দোষ যাদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সমার্থ্য নেই? টেলিমেডিসন সকলকে সাহায্য করতে পারবে না। সিনিয়রা সকলে সেরাটা দিয়ে চেষ্টা করছেন, কিন্তু জুনিয়রদের প্রতিস্থাপন করা তো সম্ভবপর নয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি জুনিয়র ডাক্তাররা যে কোনও হাসপাতালের মেরুদন্ড। নিজেদের লক্ষ্যে পৌঁছোতে আরও বেশি সংঙ্ঘবদ্ধ হতে হবে ওদের, পরিকল্পিত এজেন্ডা নিয়ে এগোতে হবে। আমরা সবাই তোমাদের সঙ্গে আছি, এগিয়ে চলো’

আরও পড়ুন: চাল-ডালে পোকা ধরেছে? কৌটোয় রাখুন এই ‘একটা’ জিনিস! পোকার বংশ থাকবে না

মায়ের ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিজের প্রোফাইলে শেয়ার করে সৃজিত লেখেন, ‘আমার মা আরজি করের প্রাক্তনী। তিনি এ কথা বলছেন। আমারও মনে হয়, দুর্ঘটনার কবলে পড়া রোগী কিংবা শিশুদের মতো নির্দিষ্ট ক্ষেত্রে এমনটা করাই যায়’। এই পোস্টের কমেন্ট বক্স বন্ধ রেখেছেন সৃজিত। পরিচালকের মা ডাঃ সুমিতা সরকার বাংলার চিকিৎসক সমাজের অতি পরিচিত এক নাম। আরজি কর কলেজের প্রাক্তনী, দীর্ঘদিন কলকাতা ন্যাশন্যাল মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। পরে কেপিসি-র অ্যানাটমি বিভাগের প্রধান হন।

Kalakriti Awards Season 3: সেপ্টেম্বরেই কলাকৃতি অ্যাওয়ার্ডস সিজন ৩; খ্যাতনামা ব্যক্তিত্ব আর তারকাদের হই-হুল্লোড়ে জমে গেল প্রি-লঞ্চ পার্টি

কলাকৃতি অ্যাওয়ার্ডসের সিজন ১ এবং সিজন ২-এর তুমুল সাফল্যের পরে এবার কলাকৃতি অ্যাওয়ার্ডস সিজন ৩-এর পালা। থাকতে চলেছে আরও বড়সড় এবং জোরদার চমক।
কলাকৃতি অ্যাওয়ার্ডসের সিজন ১ এবং সিজন ২-এর তুমুল সাফল্যের পরে এবার কলাকৃতি অ্যাওয়ার্ডস সিজন ৩-এর পালা। থাকতে চলেছে আরও বড়সড় এবং জোরদার চমক।
চলতি বছর সেপ্টেম্বর মাসে জয়পুরের এস্থারিয়া রিসর্টস অ্যান্ড স্পা-এ বসতে চলেছে গ্র্যান্ড ফিনালে অ্যাওয়ার্ডস নাইট।
চলতি বছর সেপ্টেম্বর মাসে জয়পুরের এস্থারিয়া রিসর্টস অ্যান্ড স্পা-এ বসতে চলেছে গ্র্যান্ড ফিনালে অ্যাওয়ার্ডস নাইট।
ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে কার্টেন রেজার পার্টি। দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে আয়োজন করা হয়েছিল জমকালো এই পার্টির। ছিল এলাহি ককটেল এবং ডিনারের আয়োজন।
ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে কার্টেন রেজার পার্টি। দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে আয়োজন করা হয়েছিল জমকালো এই পার্টির। ছিল এলাহি ককটেল এবং ডিনারের আয়োজন।
পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক তারকা। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেছেন কলাকৃতি অ্যাওয়ার্ডস প্রেজেন্টার ও কিউরেটর তথা উড়ান গ্রুপের সিইও রিঙ্কি অমর, এই ইভেন্টের প্রেজেন্টিং স্পনসর্স অজয় শর্মা, জিএসএম গ্রুপের মিস্টার ও মিসেস আগরওয়াল, স্বভূমি এন্টারটেনমেন্ট গ্রুপের বিখ্যাত চিকিৎসক ডা. প্রবীর ভৌমিক প্রমুখেরা।
পার্টিতে উপস্থিত ছিলেন একাধিক তারকা। কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেছেন কলাকৃতি অ্যাওয়ার্ডস প্রেজেন্টার ও কিউরেটর তথা উড়ান গ্রুপের সিইও রিঙ্কি অমর, এই ইভেন্টের প্রেজেন্টিং স্পনসর্স অজয় শর্মা, জিএসএম গ্রুপের মিস্টার ও মিসেস আগরওয়াল, স্বভূমি এন্টারটেনমেন্ট গ্রুপের বিখ্যাত চিকিৎসক ডা. প্রবীর ভৌমিক প্রমুখেরা।
এর পাশাপাশি উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং টিনসেল টাউনের তারকারাও। যোগ দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজা চন্দ, শুভ্রজিৎ মিত্র, মানসী সিনহা, অনির্বাণ চক্রবর্তী, বাপ্পা, প্রযোজক ডা. প্রবীর ভৌমিক, নীরজ তাঁতিয়া, ফিরদৌসল হাসান, শুভঙ্কর মিত্র, অভিনেতা রিচা শর্মা, তনুশ্রী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, রেজওয়ান, পায়েল মুখোপাধ্যায়, ঈশান মজুমদার, রানা বসু ঠাকুর এবং অন্যান্য খ্যাতনামা ব্যক্তিত্ব ও ইনফ্লুয়েন্সাররা।
এর পাশাপাশি উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং টিনসেল টাউনের তারকারাও। যোগ দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজা চন্দ, শুভ্রজিৎ মিত্র, মানসী সিনহা, অনির্বাণ চক্রবর্তী, বাপ্পা, প্রযোজক ডা. প্রবীর ভৌমিক, নীরজ তাঁতিয়া, ফিরদৌসল হাসান, শুভঙ্কর মিত্র, অভিনেতা রিচা শর্মা, তনুশ্রী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, রেজওয়ান, পায়েল মুখোপাধ্যায়, ঈশান মজুমদার, রানা বসু ঠাকুর এবং অন্যান্য খ্যাতনামা ব্যক্তিত্ব ও ইনফ্লুয়েন্সাররা।
উড়ান গ্রুপের সিইও এবং এই অ্যাওয়ার্ডের কিউরেটর রিঙ্কি অমর জানিয়েছেন যে, তিনি উত্তরাধিকারকে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এইভাবে জয়পুরের দ্য এস্থারিয়া রিসর্টস অ্যান্ড স্পা-এর কলাকৃতি অ্যাওয়ার্ডসকে পরবর্তী উচ্চতর স্তরে নিয়ে যেতে আগ্রহী। সেই সঙ্গে সারা দেশ থেকে সকলের যোগদান এবং আন্তর্জাতিক পার্টনারদের অংশগ্রহণকে ঘিরে তিনি যথেষ্ট আশাবাদী।
উড়ান গ্রুপের সিইও এবং এই অ্যাওয়ার্ডের কিউরেটর রিঙ্কি অমর জানিয়েছেন যে, তিনি উত্তরাধিকারকে শ্রেষ্ঠত্বের শিখরে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এইভাবে জয়পুরের দ্য এস্থারিয়া রিসর্টস অ্যান্ড স্পা-এর কলাকৃতি অ্যাওয়ার্ডসকে পরবর্তী উচ্চতর স্তরে নিয়ে যেতে আগ্রহী। সেই সঙ্গে সারা দেশ থেকে সকলের যোগদান এবং আন্তর্জাতিক পার্টনারদের অংশগ্রহণকে ঘিরে তিনি যথেষ্ট আশাবাদী।
এমনকী, কলকাতার সমস্ত সাপোর্টিং পার্টনার এবং জয়পুরের স্পনসরদেরও ধন্যবাদ জানিয়েছেন। আর প্রি-লঞ্চ পার্টিতে খ্যাতনামা অতিথিরা উপস্থিত থাকার ফলে আপ্লুত বোধ করছেন বলেও জানান তিনি।
এমনকী, কলকাতার সমস্ত সাপোর্টিং পার্টনার এবং জয়পুরের স্পনসরদেরও ধন্যবাদ জানিয়েছেন। আর প্রি-লঞ্চ পার্টিতে খ্যাতনামা অতিথিরা উপস্থিত থাকার ফলে আপ্লুত বোধ করছেন বলেও জানান তিনি।
প্রি-লঞ্চ পার্টিতে যোগ দিতে উত্তর ভারত থেকে এসেছিলেন অজয় শর্মা।
প্রি-লঞ্চ পার্টিতে যোগ দিতে উত্তর ভারত থেকে এসেছিলেন অজয় শর্মা।
আর কলকাতার উষ্ণতা এবং আতিথেয়তা পেয়ে আপ্লুত তিনি। এমনকী কলাকৃতি অ্যাওয়ার্ডসের সঙ্গে যুক্ত থাকতে পেরেও গর্বিত অজয় শর্মা। আবার বিশ্ব চিকিৎসক দিবসের মতো একটা তাৎপর্যপূর্ণ দিনে প্রি-লঞ্চ অনুষ্ঠান উদযাপিত হওয়ায় নিজের আনন্দ প্রকাশ করেছেন ডা. প্রবীর ভৌমিক। সকলকে শুভেচ্ছা জানান এবং রিঙ্কি অমরকেও অভিনন্দন জানিয়েছেন।
আর কলকাতার উষ্ণতা এবং আতিথেয়তা পেয়ে আপ্লুত তিনি। এমনকী কলাকৃতি অ্যাওয়ার্ডসের সঙ্গে যুক্ত থাকতে পেরেও গর্বিত অজয় শর্মা। আবার বিশ্ব চিকিৎসক দিবসের মতো একটা তাৎপর্যপূর্ণ দিনে প্রি-লঞ্চ অনুষ্ঠান উদযাপিত হওয়ায় নিজের আনন্দ প্রকাশ করেছেন ডা. প্রবীর ভৌমিক। সকলকে শুভেচ্ছা জানান এবং রিঙ্কি অমরকেও অভিনন্দন জানিয়েছেন।
এই অনুষ্ঠান উদযাপন উপভোগ করেছেন সকল অতিথিই এবং জয়পুরে কলাকৃতি অ্যাওয়ার্ডসের গ্র্যান্ড ফিনালের জন্য আয়োজকদের শুভেচ্ছাও জানিয়েছেন।
এই অনুষ্ঠান উদযাপন উপভোগ করেছেন সকল অতিথিই এবং জয়পুরে কলাকৃতি অ্যাওয়ার্ডসের গ্র্যান্ড ফিনালের জন্য আয়োজকদের শুভেচ্ছাও জানিয়েছেন।

সৃজিত-রাজের সঙ্গে ওপারের চঞ্চল! ফিল্মোৎসবে দুই বাংলা একাকার

#কলকাতা: দুই বাংলা আজ মিলেমিশে একাকার। ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী। একদিকে টলিউড, অন্য দিকে ঢালিউড। কলকাতার দুই জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর সঙ্গে এক ফ্রেমে ছবি তুলেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। সৃজিত তাঁর ইনস্টাগ্রাম থেকে সেই ছবি পোস্ট করেছেন নিজেই৷

 

View this post on Instagram

 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

প্রথম বার কলকাতার চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকা, শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়া, তাঁর সঙ্গে কথা বলা, নতুন ছবি দেখা, একাধিক গল্প জমে রয়েছে এই ‘চঞ্চল’ মনে৷ তা নিয়েই কি আলোচনা দুই পরিচালকের সঙ্গে?

 

আরও পড়ুন : বদল হবে না ‘পাঠান’-এর নাম! শাহরুখের সিনেমার নয়া লুক নেটমাধ্যমে

সম্প্রতি নিউজ18 বাংলাকে চঞ্চল জানান, ”অনেক ভাল লেগেছে। এই উৎসবে এসে অনেক সম্মানিত বোধ করছি। শুধু আমি নই, আমার দেশের সকল মানুষও আমাকে এমন মহারথীদের সঙ্গে একই মঞ্চে সম্মানিত হতে দেখে খুবই আনন্দিত। আমার জীবনের একটি স্মরনীয় মুহূর্ত হয়ে থাকবে। কৃতজ্ঞতা জানাই আয়োজক কমিটিকে। অবশ্যই মমতা দিদির (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) প্রতি বিশেষ কৃতজ্ঞতা আমাকে সম্মানিত করার জন্য।”

আরও পড়ুন : রূপের রানি শুভশ্রী! KIFF-এ কালোর ছোঁয়ায় শাড়িতে মোহময়ী! দেখুন ভাইরাল সেই লুক

কিছুদিন আগেই সৃজিত মুখোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে চঞ্চল চৌধুরীর জন্য লিখেছিলেন৷ তিনি বলেছিলেন, “চঞ্চল চৌধুরীর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত বিভিন্ন অভিনয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য”। আর সেই পোস্ট দেখে অভিনেতা কমেন্ট করেছিলেন সুন্দর করে৷ তিনি বলেছিলেন, “এত বড় মূল্যায়ন!!!! কৃতজ্ঞতা ও ভালবাসা দাদা❤️❤️??”।

‘মিথিলা’হীন জন্মদিন, হঠাৎ কলকাতা ছেড়ে মেঘরাজ্যে পাড়ি জমালেন সৃজিত মুখোপাধ্যায়

#কলকাতা: ৪৫-এর জন্মদিন। কিন্তু পরিবারের থেকে অনেক দূরে। মেঘরাজ্যে চলছে তাঁর জন্মদিন উদযাপন। আর কলকতায় স্ত্রী, কন্যা। বৃহস্পতিবার রাত ১২টা পেরোতেই তাই ট্যুইটারে সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে একটি পোস্ট করেন তাঁর স্ত্রী। বাংলাদেশের অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা তাঁর কন্যা আয়রার এবং সৃজিতের সঙ্গে একাধিক ছবির কোলাজ করে পোস্ট করলেন। সঙ্গে লিখলেন, ‘জীবনে যেখানেই থাকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শুভ জন্মদিন সৃজিত।’

কিন্তু জন্মদিনে মা, স্ত্রী, কন্যাকে ছেড়ে হঠাৎ মেঘরাজ্য শিলংয়ে কেন পরিচালক?

তাঁর মতো ব্যস্ত পরিচালক তো সারা বছরই দেশে বিভিন্ন কোণায় বিরাজ করেন। এ বারও তাই। শ্যুট থেকে বিরতি নেন। আর তাঁর কাছে জন্মদিন উদযাপন মানে কাজ। সে কথা নিজেই জানালেন নিউজ18 বাংলাকে।

আরও পড়ুুন: চিন্তা নেই, সিগারেটে টান দেওয়ার কথা ভাবিনি এখনও, অজয়কে প্রকাশ্যে আশ্বাস কাজলের

সৃজিত বললেন, ”কাজই পার্টি আমার কাছে। কলকাতায় ফিরতে দেরি আছে। এখানে এখন কাজ চলছে। আলাদা করে কোনও পার্টিই হয়নি।” একইসঙ্গে জানালেন, আয়রাকে খুব মিস করছেন জন্মদিনে। কিন্তু উপায় নেই। তাই ভিডিও কলেই বৃহস্পতিবার রাত ১২টা সময় কাটিয়েছেন মেয়ের সঙ্গে।

আরও পড়ুুন: পরকীয়ার জন্যই কি ভেঙেছিল চিত্রাঙ্গদার ১৩ বছরের দাম্পত্য? দেখুন লাস্যময়ীর ভাইরাল ছবি

কিন্তু এই মুহূর্তে শিলংয়ে কিসের শ্যুটিং করছেন সৃজিত? তা খোলসা না করলেও ইতিমধ্যে তাঁর নতুন ওয়েব সিরিজের খবর রটে গিয়েছে চারদিকে। শোনা গিয়েছে, জি ফাইভের একটি ‘কপ ড্রামা’ বানাচ্ছেন সৃজিত। গুঞ্জন, অভিনয় করছেন সুমিত ব্যাস, রেজিনা ক্যাসিন্ড্রা, অ্যানা বেন, বরুণ সোবতি, মিতা বশিষ্ঠ, চন্দন রায়। কিন্তু সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর মেলেনি।

Shabaash Mithu Release Date: মিতালি রাজের জন্মদিনে দারুণ ‘উপহার’ দিলেন সৃজিত মুখোপাধ্যায়!

#কলকাতা: ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জন্মদিনেই তাঁর ভক্তদের দারুণ উপহার দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। ৩ ডিসেম্বর মিতালি রাজের জন্মদিনে তাঁর বায়োপিকের মুক্তির দিন জানিয়ে ট্যুইট করেছেন পরিচালক (Shabaash Mithu Release Date)। ছবিতে মিতালি রাজের ভূমিকায় অভিনয় করবেন তাপসী পান্নু (Taapsee Pannu)। বায়োপিকের নাম ‘শাবাশ মিঠু’ (Shabaash Mithu Release Date)। ২০১৭ সালে মিতালির নেতৃত্বেই ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। আগামী ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি (Shabaash Mithu Release Date)।

পরিচালক রাহুল ঢোলাকিয়া বাদ পড়ার পর মিতালি রাজের বায়োপিক তৈরির দায়িত্ব পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। এদিন ছবির পরিচালক নিজেই ট্যুইটারে ছবি মুক্তির দিন জানিয়ে মিতালিকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। ছবির পোস্টার শেয়ার করে সৃজিত লিখেছেন, ‘একটি মেয়ে তাঁর ক্রিকেট ব্যাট দিয়ে বিশ্বের সমস্ত রেকর্ড ও বাঁধাধরা নিয়ম ভেঙে তছনছ করে দিয়েছেন। তুমি একজন চ্যাম্পিয়ান… শুভ জন্মদিন মিঠু’। এরই সঙ্গে ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন পরিচালক।

আরও পড়ুন: একরত্তি সন্তানকে রেখেই সংসদে ‘মা’ নুসরত! যা বললেন, আলোড়ন পড়ল পার্লামেন্টে

মিতালি রাজের সোশ্যাল দেওয়াল এদিন জন্মদিনের শুভেচ্ছায় সকাল থেকেই ভরে উঠেছে। কিন্তু তার মাঝে তিনি নিজেই এই ছবির পোস্টার শেয়ার করেছেন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ছবির নির্মাতাদের। তিনি লিখেছেন, ‘এই অসাধারণ খবরটার সঙ্গে ঘুম ভাঙল, বলে বোঝাতে পারব না কী দারুণ অনুভূতি হচ্ছে। শাবাশ মিঠুর সঙ্গে জড়িক সকলকে অনেক অভিনন্দন।’ তিনিও বড় পর্দায় ছবির মুক্তির দিন জানিয়েছেন ফের একবার।

আরও পড়ুন: জীবনের সেরা শ্যুটিং ! শের দিল থেকে জানালেন সৃজিত

মিতালি রাজের জুতোয় পা গলানো সহজ নয়। ক্রিকেটে এক গুচ্ছ রেকর্ড গড়েছেন মিতালি। একমাত্র মহিলা ক্রিকেটার যাঁর একদিনের ক্রিকেটে ৬,০০০ এর বেশি রান রয়েছে। একমাত্র মহিলা অধিনায়ক মিতালি, যিনি ২০০৫ ও ২০১৭ সালে ভারতকে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন। ২০ বছরের বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটের সঙ্গে জড়িত তিনি। মূল ভূমিকায় তাপসী পান্নু। যে ছবির জন্য অভিনেত্রীকে কম কসরত করতে হয়নি। ঘণ্টার পর ঘণ্টা প্রশিক্ষণ নিয়ে বাইশ গজের খুঁটিনাটি শিখেছেন। বড়পর্দায় যার প্রতিফলন দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।