Tag Archives: lakhsmi bhandar

Lakshmir Bhandar: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে অভিনব প্রচার তৃণমূলের!

অভিনব কায়দায় ভোটের প্রচারে সাড়া ফেলল ইন্দাস। লোকসভা নির্বাচনে রাজ্য সরকারের সমাজিক প্রকল্পগুলিকে হাতিয়ার করে প্রতিকী প্রচার করল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া জেলার সব ব্লককেই ভোট প্রচারের অভিনবত্বে টেক্কা দিল ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস। মা লক্ষ্মীর সাজে হাতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হাঁটলেন মহিলারা।

মা লক্ষ্মী সেজে গৃহকর্ত্রীর দরজায় গিয়ে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুফল বোঝালেন মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা। শুক্রবার বাঁকুড়ার ইন্দাসের ভোট প্রচারে করিশুন্ডা অঞ্চলে একটি মহামিছিল ছিল। সেখানে এমন অভিনব দৃশ্য দেখা গেল। এছাড়াও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অনেক মিছিলে পা মেলান।

Lakshmir Bhandar: ৫০০ নয়, এখন ১০০০! পয়লা বৈশাখের আগেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, খুশিতে আত্মহারা জঙ্গলমহলের বাসিন্দারা

পুরুলিয়া : সামনেই পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ মানেই আপামর বাঙালির কাছে উৎসবের অন্যরকম আমেজ। এই সময় সকলেই নতুন জামা কাপড় কিনে থাকেন। এছাড়াও এই সময়টাতে অনেকেই নিজের দোকানে হালখাতার পুজো করেন। উৎসবের এই মাসে বাড়তি পাওনা মিলেছে বাংলার মহিলাদের। রাজ্য সরকারের অন্যতম জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। যা মূলত বাড়ির মহিলাদের জন্যই ধার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি হবে। আর সেই কথা মতোই ২এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ সমগ্র রাজ্যের সঙ্গে পুরুলিয়া লক্ষ্মীদের হাতে পৌঁছে গিয়েছে। আর তাতেই খুশির জোয়ার জঙ্গলমহলে।‌

সাধারণ মহিলাদের ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা। এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মহিলাদের ১০০০ থেকে বেড়ে ১২০০ টাকা করা হয়েছে। বর্ধিত এই অর্থ ধাপে ধাপে ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের একাউন্টে।এ বিষয়ে লক্ষ্মীর ভাণ্ডারের এক উপভোক্তা বলেন , মুখ্যমন্ত্রীর কথামততার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। ‌ ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা তার অ্যাকাউন্টে এসেছে। ‌এতে তিনি ভীষণই খুশি। এই টাকা বাড়ায় তার অনেকটাই উপকার হয়েছে।

আরও পড়ুন-   শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

রবিবার জেলা সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌লধুড়কা শিব মন্দির ময়দানে ছিল তার জনসভা। আর সেই সভা মঞ্চ থেকেও লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের প্রতিমাসে বরাদ্দ অর্থ দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মানুষের কাছে সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের কথা তুলে ধরতে ঝুমুর গানের মাধ্যমে প্রচার করা হয়।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে পুরুলিয়া জেলাতে লক্ষ্মীর ভাণ্ডারের মোট উপভোক্তা ৬ লক্ষ ২৬ হাজার ১৩ জন। এর মধ্যে পাড়া ব্লক এ রয়েছে ৪৫ হাজার ১০৬ জন। এদের প্রত্যেকেরই একাউন্টে ধাপে ধাপে বর্ধিত অর্থ পৌঁছে দেবে রাজ্য সরকার। বাড়তি অর্থ পেয়ে খুশি জেলা পুরুলিয়ার লক্ষ্মীরা।

শর্মিষ্ঠা ব্যানার্জি