Tag Archives: Mamta Banerjee

Lok Sabha Election 2024 Phase One Voting Highlights : রাজ্যে ভোটের হার ছাড়িয়ে গেল ৬০ শতাংশ, কোচবিহারে থামছেই না গোলমাল

কলকাতা: শিলিগুড়িতে ভোটের মাঝবেলায় তীব্র অশান্ত ছড়াল৷ বিজেপির ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, তাঁকে বেআইনি ভাবে আটকেছে পুলিশ৷ পুলিশের অভিযোগ, তিনি বুথের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন৷ সেই নিয়েই বাঁধে তুলকালাম৷ বিজেপি ও পুলিশের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়৷ এর এই ঘটনায় শেষ পর্যন্ত রিপোর্ট চাইল কমিশন৷

ভোটের মণিপুরে ফের অশান্তি৷ এ বার ভোটের মধ্যেই গুলি চলল মণিপুরে৷ মণিপুরের পূর্ব ইম্ফলের একটি বুথে চলল গুলি৷ দুষ্কৃতীরা এসে গুলি চালাল বুথে, পরপর গুলি চালনার সেই ঘটনা ধরা পড়ল ক্যামেরাতেও৷ 

ভোটের দিন সকাল থেকেই দফায়-দফায় উত্তেজনা ছড়াল কোচবিহারের বিভিন্ন এলাকায়৷ একদিকে উদয়ন গুহ বারংবার অভিযোগ করলেন পুলিশি নিষ্কৃয়তার৷ পাশাপাশি, তিনি অভিযোগ করলেন, বিজেপি নেতা পুলিশের গাড়িতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ঘুরে বেড়াচ্ছেন৷ পাশাপাশি খবর মিলেছে, কোচবিহারের দিনহাটা ব্লকের সভাপতি দুষ্কৃতীদের মারে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে৷ অন্য দিকে বিজেপির এক কর্মীও আক্রান্ত হয়েছেন বলে অভিযোহ৷ আপাতত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি থেকে সংঘর্ষের কোনও খবর আসেনি৷ 

প্রথম দফায় নির্বাচনে মোট ২১টি রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ শুরু হল৷ এ রাজ্যের মোট তিনটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ করা হবে৷ উত্তরবঙ্গের মোট তিনটি আসনে ভোটগ্রহণ করা হবে৷ এর মধ্যে রয়েছে হেভিওয়েট কোচবিহার৷ সব মিলিয়ে প্রথম দফার নির্বাচনে এ বঙ্গে নজরকাড়া একাধিক প্রার্থী রয়েছেন৷ নজর রয়েছে পাহাড়ের দিকেও৷ পাহাড়ের ভোট কোনদিকে ঝুঁকে থাকে, সে দিকেও নজর থাকবে এ রাজ্যের রাজনৈতিক মহলের৷

প্রথম দফায় ২১ টি রাজ‍্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ করা হবে। ১০২টি (সাধারণ-৭৩, এসটি-১১, এসসি১৮) সংসদীয় নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার নির্বাচনে দেশজুড়ে পোলিং অফিসারের সংখ‍্যা ১৮ লক্ষেরও বেশি। প্রথম পর্যায়ে মোট ভোটারের সংখ‍্যা ১৬.৬৩ কোটিরও বেশি। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার নির্বাচনে জন‍্য ৮৭ লাখ ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রথম দফার নির্বাচনে পুরুষ এবং মহিলা ভোটারদের সংখ‍্যাও প্রকাশ‍্যে। সূত্রের খবর অনুযায়ী, প্রথম দফার নির্বাচনে ভোটারদের মধ্যে ৮.৪ কোটি পুরুষ, ৮.২৩ কোটি মহিলা এবং ১১,৩৭১ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। প্রথম দফার নির্বাচনে দেশজুড়ে ভোটারদের মধ‍্যে ৩৫.৬৭ লক্ষ ভোটার প্রথমবার ভোট দেবেন। পাশাপাশি ২০-২৯ বছর বয়সী ৩.৫১ কোটি যুব ভোটার রয়েছে।

Lakshmir Bhandar: ৫০০ নয়, এখন ১০০০! পয়লা বৈশাখের আগেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, খুশিতে আত্মহারা জঙ্গলমহলের বাসিন্দারা

পুরুলিয়া : সামনেই পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ মানেই আপামর বাঙালির কাছে উৎসবের অন্যরকম আমেজ। এই সময় সকলেই নতুন জামা কাপড় কিনে থাকেন। এছাড়াও এই সময়টাতে অনেকেই নিজের দোকানে হালখাতার পুজো করেন। উৎসবের এই মাসে বাড়তি পাওনা মিলেছে বাংলার মহিলাদের। রাজ্য সরকারের অন্যতম জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। যা মূলত বাড়ির মহিলাদের জন্যই ধার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি হবে। আর সেই কথা মতোই ২এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ সমগ্র রাজ্যের সঙ্গে পুরুলিয়া লক্ষ্মীদের হাতে পৌঁছে গিয়েছে। আর তাতেই খুশির জোয়ার জঙ্গলমহলে।‌

সাধারণ মহিলাদের ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা। এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মহিলাদের ১০০০ থেকে বেড়ে ১২০০ টাকা করা হয়েছে। বর্ধিত এই অর্থ ধাপে ধাপে ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের একাউন্টে।এ বিষয়ে লক্ষ্মীর ভাণ্ডারের এক উপভোক্তা বলেন , মুখ্যমন্ত্রীর কথামততার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। ‌ ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা তার অ্যাকাউন্টে এসেছে। ‌এতে তিনি ভীষণই খুশি। এই টাকা বাড়ায় তার অনেকটাই উপকার হয়েছে।

আরও পড়ুন-   শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

রবিবার জেলা সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌লধুড়কা শিব মন্দির ময়দানে ছিল তার জনসভা। আর সেই সভা মঞ্চ থেকেও লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের প্রতিমাসে বরাদ্দ অর্থ দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মানুষের কাছে সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের কথা তুলে ধরতে ঝুমুর গানের মাধ্যমে প্রচার করা হয়।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে পুরুলিয়া জেলাতে লক্ষ্মীর ভাণ্ডারের মোট উপভোক্তা ৬ লক্ষ ২৬ হাজার ১৩ জন। এর মধ্যে পাড়া ব্লক এ রয়েছে ৪৫ হাজার ১০৬ জন। এদের প্রত্যেকেরই একাউন্টে ধাপে ধাপে বর্ধিত অর্থ পৌঁছে দেবে রাজ্য সরকার। বাড়তি অর্থ পেয়ে খুশি জেলা পুরুলিয়ার লক্ষ্মীরা।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Hooghly News: মুখ্যমন্ত্রী বিশেষ পছন্দের এই মিষ্টি পেতে চলেছে জিআই তকমা

হুগলি: সোমবার আরামবাগে সভা করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করেন চন্দননগরের বিখ্যাত সূর্যমোদকের জল ভরা সন্দেশের। তার পর থেকেই জলভরা সন্দেশের জিআই তকমা পেতে বদ্ধ পরিকর দোকানে বর্তমান মালিক শৈবাল মোদক। সব কিছু ঠিক  থাকলে চলতি বছরের শেষের দিকেই মিলতে পারে জিআই তকমা। যার ফলে “সূর্যমদকের জলভরা সন্দেশ” হয়ে যাবে “চন্দননগরের জলভরা সন্দেশ” । তাতে অবশ্য কোনো ক্ষতি দেখছেন না তাঁরা বরং এর ফলে বাংলার মিষ্টির গৌরবের শ্রী বৃদ্ধির কথাই ভাবছেন মোদক পরিবার।

আরামবাগের সভা মঞ্চে দাঁড়িয়ে অতীতের স্মৃতিচরণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সূর্যমদকের জল ভরা সন্দেশ তাঁর খুবই প্রিয়। অটলবিহারী বাজপাই তিনি যখন বেঁচে ছিলেন তার কাছে সূর্যমোদকের জলভরা সন্দেশ এবং মালপোয়া নিয়ে যেতেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আকবর আলী খন্দকার তিনি নিজে সূর্য মোদকের দোকান থেকে মিষ্টি নিয়ে যেতেন মুখ্যমন্ত্রীর জন্য। এই বিষয়ে দোকানের বর্তমান মালিক শৈবাল মোদক তিনি বলেন, মুখ্যমন্ত্রী তাঁদের তৈরি মিষ্টি নিয়ে ওয়াকিবহল। আরামবাগে মুখ্যমন্ত্রীর জন্য ১১০টি হাঁড়ি ভর্তি জলভরা সন্দেশ পাঠানো হয়েছিল। প্রতিটি হাড়িতে ছিল ১৫ পিস করে সূর্য মোদকের প্রথাগত নলেন গুড়ের জলভরা সন্দেশ। তিনি আরওবলেন, শুধুমাত্র জলভরা নয় সূর্যমরকের দরবেশ ও মালপোয়াও মুখ্যমন্ত্রীর পছন্দের মিষ্টি তালিকায় রয়েছে।

জমিদারের জামাইকে ঠকানোর জন্য তৈরি সন্দেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে লেগে থাকবে তার আভাস তারা আগেই পেয়েছিলেন। সেই কারণেই ২০২২ সালের আগস্ট মাসে জিওগ্রাফিকাল আইডেন্টিফিকেশনের জন্য আবেদন করেছিলেন। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা ইতিমধ্যেই হয়েছে চেন্নাইতে। আরওকিছু পরীক্ষার বাকি রয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষের মধ্যেই মিলতে পারে জিআই তকমা।

বর্তমানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এসেছে জল ভরা সন্দেশেও ফিউশন। ৫০ গ্রাম থেকে শুরু করে এক কেজি আড়াইশো গ্রাম পর্যন্ত জল ভরা সন্দেশ পাওয়া যায় সূর্য মোদকের দোকানে। যার ন্যূনতম মূল্য ৪০ টাকা থেকে শুরু করে রয়েছে সর্বাধিক এক হাজার টাকা পর্যন্ত। তবে জমিদারের জামাইকে ঠকানোর জন্য বাড়ির মহিলাদের আবদারে তৎকালীন সময়ে এই সন্দেশ বানিয়ে ছিলেন সূর্যমোদক। সেই সন্দেশ আজও জনপ্রিয়।

রাহী হালদার

Rajeev Kumar IPS : রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার! ফের গুরুদায়িত্বে মমতার আস্থাভাজন আইপিএস

কলকাতা: রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন রাজীব কুমার৷ মনোজ মালব্যের জায়গায় ডিজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন রাজীব কুমার৷ ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার বর্তমানে রাজ্যের ইলেক্ট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব পদে ছিলেন রাজীব কুমার৷

রাজ্য পুলিশের বর্তমান ডিজি হিসেবে আজই অবসর নেবেন মনোজ মালব্য৷ ইতিমধ্যেই মনোজ মালব্যের বদলে রাজীব কুমারের নাম ডিজি হিসেবে ঘোষণা করেছে নবান্ন৷ রাজীবের নিয়োগে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷

এর আগে কলকাতা পুলিশের নগরপালের দায়িত্ব সামলেছেন রাজীব কুমার৷ সেই সময় সারদা মামলা সংক্রান্ত তদন্তের সূত্রে রাজীবের সরকারি বাসভবনে হানা দিয়েছিল সিবিআই৷ এই ঘটনার প্রতিবাদে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে রাজীবকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

আরও পড়ুন: রাজ্যের নতুন মুখ্যসচিব কে? মন্ত্রিসভার বৈঠকেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

অতীতে কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন রাজীব কুমার৷ কলকাতার নগরপাল ছাড়াও রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি-র প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি৷ এ ছাড়াও কলকাতা পুলিশের এসটিএফ-এর প্রধান, বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি৷ সারদা দুর্নীতির তদন্তে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দলের প্রধানও ছিলেন রাজীব কুমার৷

তবে আইপিএস হলেও রাজীব কুমারকে তথ্যপ্রযুক্তি এবং ইলেক্ট্রনিক্স দফতরের প্রধান সচিবের পদে বসিয়েছিল রাজ্য সরকার৷ যে পদে আইএএস অফিসারদেরই বসার কথা৷ যে নিয়োগ নিয়েও অতীতে প্রশ্ন তুলেছে বিরোধীরা৷

Mamata Banerjee: INDIA বৈঠকের আগে জোটের ছবি! আবারও মমতার তৃণমূলের পাশে দাঁড়াল কংগ্রেস, সরাসরি চিঠি

নয়াদিল্লি: চারদিনের সফরে দিল্লিতে গিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উদ্দেশ্য মূলত দু’টি৷ এক, ইন্ডিয়া জোটের মহা বৈঠক এবং দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বকেয়া পাওনার দাবি জানানো৷ তাই রাজনৈতিক ভাবে এই সফরের গুরুত্ব অনেক৷ সূত্রের খবর, ইন্ডিয়া জোটের মঙ্গলবারের বৈঠকে জোটসঙ্গী সমস্ত রাজনৈতিক দলের আসন সমঝোতা নিয়ে কথা হবে৷ এদিকে, ৫ রাজ্যে কংগ্রেসের বিধানসভাওয়াড়ি ফলাফলে একেবারেই তুষ্ট নয় তৃণমূল৷ এমন পরিস্থিতিতে, আরও একবার তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিশেষ বার্তা দিল কংগ্রেস৷

সংসদে গত বুধবারের স্মোক অ্যাটাকের বিষয়ে কথা বলতে গিয়ে বৃহস্পতিবারই রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ তাঁকে সাসপেন্ড করেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়৷ অভিযোগ, সাসপেনশনের কথা ঘোষণা হয়ে যাওয়ার পরেও অধিবেশন কক্ষ থেকে বের হননি ডেরেক৷ অবশেষে বেরিয়ে যান ক্ষুব্ধ উপরাষ্ট্রপতি৷ সব মিলিয়ে সংসদে স্মোক অ্যাটাক নিয়ে সেদিন হুলস্থূল হয় অধিবেশন৷

আরও পড়ুন:‘প্রধানমন্ত্রীর সাথে দেখা করব’, দিল্লিতে যাওয়ার আগে জানিয়ে গেলেন মমতা! বিকেলেই রাজধানীতে

সূত্রের খবর, ঘটনার তিন দিন পরে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের সাসপেনশন প্রত্যাহার করার আর্জি জানিয়ে চেয়ারম্যানকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে৷ চিঠিতে, মল্লিকার্জুন জানিয়েছে, তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েনের সাসপেনশন প্রত্যাহার করা হোক৷ কারণ, ১৩ ডিসেম্বর সংসদে যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে ইন্ডিয়া জোটের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান দাবি করছিলেন তিনি৷ যা, যথেষ্ট যুক্তিসঙ্গত বলে মনে করেন খাড়্গে৷ চিঠিতে খাড়্গের দাবি, এমন ঘটনা সংসদের ঐতিহ্যের পরিপন্থী৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (অমিত শাহ) সংসদ ববনের বাইরে অন্যান্য অনুষ্ঠানে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বললেও, সংসদে দাঁড়িয়ে কোনও বিবৃতি দেননি৷

আরও পড়ুন:‘সিট শেয়ারিং’ নিয়ে বার্তা! কংগ্রেসের সঙ্গে ‘রফা’ নাকি অন্যকিছু… ‘ইন্ডিয়া’র বৈঠকে কোন স্ট্র্যাটেজি তৃণমূলের?

শুধু ডেরেক ও’ব্রায়েনই নন, এর আগে তৃণমূলের মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হওয়া নিয়েও তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল কংগ্রেসকে৷ এমনকি, ঘটনার দিন মহুয়া যখন সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে সাংবাদিকদের সামনে বিবৃতি দিচ্ছেন, সেই সময় ঠিক তাঁর পিছনেই দাঁড়িয়েছিলেন সনিয়া গান্ধি৷ উপস্থিত ছিলেন রাহুল গান্ধিও৷ এমনকি, যে অধীর চৌধুরী নেতৃত্বের অবস্থানকে গ্রাহ্য না করেই একাধিক বার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে থাকেন, সেই অধীর চৌধুরীকেও দেখা গিয়েছিল মহুয়া মৈত্রের পাশে দাঁড়াতে৷

KIFF 2023: সলমন খানকে স্বাগত জানাবেন সুপারস্টার দেব, ‘বাংলার মাটি বাংলার জল’ গান দিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠান শুরু

কলকাতা: উদ্বোধনী অনুষ্ঠান দেড় ঘন্টার। তারপরে হবে বিশেষ তথ্যচিত্রের প্রদর্শনী। মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানকে এভাবেই সাজানো হয়েছে। ইতিমধ্যেই তার অনুষ্ঠানসূচিও চূড়ান্ত হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। অনুষ্ঠান মন্ত্রকে এমনভাবেই সাজানো হচ্ছে যাতে মুখ্যমন্ত্রীর দু’দিকে থাকবেন সলমন খান ও সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানসূচি যে চূড়ান্ত হয়েছে তাতে দুপুর ৩:৫৫ মিনিট থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। প্রথমেই ‘বাংলার মাটি বাংলার জল’ রাজ্যের সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হবে। তারপর হবে ডোনা গঙ্গোপাধ্যায়ের গ্রুপের নেতৃত্বে নৃত্য অনুষ্ঠান পরিবেশন। তারপরেই অতিথিরা এক এক করে মঞ্চে উঠবেন। ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানের মঞ্চে সলমন খান, অনিল কাপুর, কমল হাসান, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেশ ভাট উপস্থিত থাকবেন।

KIFF 2023: সলমন-মহেশের মাঝে দাঁড়িয়ে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী স্বয়ং, তারকাখচিত মঞ্চে উচ্ছ্বসিত মমতা

পাশাপাশি রাশিয়া, স্পেন আমেরিকা থেকেও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেই জানা গেছে। এবারের ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক তথা অভিনেতা সলমন খানকে ১০ মিনিট সময় দেওয়া হয়েছে তার বক্তব্য রাখার জন্য। পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, সোনাক্ষী সিনহা, কমল হাসান ও অনিল কাপুর। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন অভিনেতা সলমন খান, অনিল কাপুর সহ একাধিক ব্যক্তিত্বরা। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চকে সাজানোর পাশাপাশি কে কাকে স্বাগত জানাবেন সেই বিষয়েও ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, দেব সম্মান জানাবেন সলমন খানকে।

আরও পড়ুন-        বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?

আরও পড়ুন-         সম্পূর্ণ ‘নগ্ন’ অ্যানিমাল রণবীর! সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল ক্লিপ, দেখেছেন কি?

সোহম চক্রবর্তী সম্মান জানাবেন অনিল কাপুরকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বাগত জানাবেন কমল হাসানকে, রাজ চক্রবর্তী সম্মান জানাবেন শত্রুঘ্ন সিনহা কে, অভিনেত্রী রুক্মিণী মৈত্র সম্মান জানাবেন সোনাক্ষী সিনহাকে। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল-এর উদ্বোধনী অনুষ্ঠানকে এভাবেই সাজিয়ে তোলা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

গতবছর শাহরুখ খান, অমিতাভ বচ্চনকে এক মঞ্চে দেখা গিয়েছিল ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে। এবার অবশ্য শাহরুখ খান অমিতাভ বচ্চন উপস্থিত থাকতে পারছেন না ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে তা আগেই জানানো হয়েছিল রাজ্যকে। তাই দেখার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ থেকে সলমন খান কী বার্তা রাখেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎও হতে পারে অভিনেতা সলমন খানের।

KIFF 2023 : কলকাতা চলচ্চিত্র উৎসবের ঢাকে কাঠি, উদ্বোধনী অনুষ্ঠানে সলমন খান

কলকাতা চলচ্চিত্র উৎসবের ঢাকে কাঠি, উদ্বোধনী অনুষ্ঠানে সলমন খান। ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে অনুষ্ঠান।

Bengal Global Business Summit 2023: ‘রাজ্যে শিল্পের পরিবেশ রয়েছে’, শিল্পপতিদের বঙ্গে বিনিয়োগের ডাক মুখ‍্যমন্ত্রীর

কলকাতাঃ মঙ্গলবার থেকে শুরু হল রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit 2023)। আর সেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শুরুতেই নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে দুই বণিক সভার বিশেষ আলোচনা সভা আয়োজিত হল। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের একাধিক শিল্পপতিরা। মূলত ফিকি ও সি আই আই-এর আলোচনা সভা আয়োজিত হয় নিউটাউন-এর বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) । দুই বণিক সভার আলোচনা সভাতেই যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । দুই বণিক সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান শিল্পপতিদের সামনে।

আরও পড়ুনঃ জমির সমস্যা নেই, লক্ষ্য বিনিয়োগে! বিশ্ববাণিজ্য সম্মেলনে এই বার্তাই দেবে সরকার

রাজ্যে বিনিয়োগের (Investment) পরিবেশ রয়েছে সেই বার্তাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন দুই বণিক ( Chambers) সভার সামনেই। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ঢুকেই প্রথমে ফিকির আলোচনা সভায় যোগ দেন। তারপর সিআইআই এর ন্যাশনাল কাউন্সিল সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেই বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজ্য। মূলত এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কর্মসংস্থানকে বিশেষ পাখির চোখ করেছে রাজ্য। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিপুল পরিমাণে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। আর সেই বিনিয়োগের সম্ভাবনাকে শিল্পপতিদের সামনে তুলে ধরা হবে রাজ্যের পক্ষ থেকে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান মুকেশ আম্বানি এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকছেন। তার আগেই সিআইআই ও ফিকির আলোচনা সভায় যোগ দেওয়া রাজ্যের শিল্প মহল এর কাছে এক অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা গেল বলেই মনে করছে প্রশাসনিক মহল। রাজ্যে কোন কোন জেলায় কী পরিমানে ল্যান্ড ব্যাংক রয়েছে সেই তথ্য শিল্পপতিদের সামনে তুলে ধরবে রাজ্য বলেই নবান্ন সূত্রে খবর।

এবারের এই সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বুধবার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে একাধিক ছোট ছোট আলোচনা সভা আয়োজিত হবে বিভিন্ন দফতরের উদ্যোগে। বিভিন্ন সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষরও করবে রাজ্য। আগামীকাল অর্থাৎ বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে ধনধান্যে অডিটোরিয়ামে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়