Tag Archives: Lakshya Sen

Paris Olympics 2024: লড়াই করেও পূরণ হল না ব্রোঞ্জের স্বপ্ন! চতুর্থর গেরোয় আটকে গেলেন লক্ষ্য সেনও

প্যারিস: লড়াই করেও পারলেন না লক্ষ্য সেন। চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় তারকা শাটলারকে। প্রথম সেট জেতার পর আশা জাগালেও পরের দুই সেটে মালেশিয়ার প্রতিপক্ষ লি জি জিয়ার সঙ্গে পেরে উঠলেন না লক্ষ্য। ফলে ভারতের প্রথম পুরুষ ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে অলিম্পিক্সে পদক জেতার রেকর্ড এবারের মত অধরাই থেকে গেল লক্ষ্য সেনের। ম্যাচের সময় ডান হাতের পেশিতে টানও কিছুটা সমস্যায় ফেলে লক্ষ্যকে। খেলার ফল ২১-১৩, ২১-১৬ ও ২১-১১। চতুর্থ হলেও ভারতের প্রথম ব্যাডমিন্টন তারকা হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন লক্ষ্য।

এদিন প্রথম সেট থেকেই ভারতীয় তরুণ ব্যাডমিন্টন তারকাকে নিজের চেনা ছন্দে পাওয়া যায়। প্রথম সেটে একপ্রকার প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি লক্ষ্য সেন। শুরু থেকেই ৫-৬ পয়েন্টের ব্যাবধানে এগিয়ে ছলেন তিনি। লক্ষ্যর আক্রমণের কোনও জবাব ছিল না মালেশিয়ার প্রতিপক্ষের কাছে। প্রথম সেট শেষ করেন আরও ব্যবধান বাড়িয়ে। ২১-১৩ পয়েন্টে প্রথম সেট জেতেন লক্ষ্য।

দ্বিতীয় সেটে ঘুড়ে দাঁড়ান মালেশিয়ার প্রতিপক্ষ। নিজের স্টাইল কিছুটা পাল্টে প্রতিআক্রমণের পথে হাঁটেন লি জি জিয়া। মাঝে ৩ পয়েন্ট লিডও নিয়েছিল জিয়া। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই তারকার। মাঝে জিয়াকে ধরে নিলেও পরের দিকে ফের লিড নিয়ে নেয় প্রতিপক্ষ। শেষ পর্যন্ত দ্বিতীয় সেট ২১-১৬ ব্যবধানে হেরে যান লক্ষ্য সেন। খেলা গড়ায় শেষ সেটে।

আরও পড়ুনঃ Gautam Gambhir: ভারতীয় দলে গম্ভীরের ফতোয়া! হিতে বিপরীত হবে না তো? জেনে নিন বিস্তারিত

তৃতীয় সেটের শুরু থেকে নিজের দাপট আরও বাড়াল জিয়া। প্রথম থেকেই বড় ব্যবধানে লিড নিয়ে নেন তিনি। সেট শুরুর দিকেই ডান হাতের পেশিতে টান ধরে লক্ষ্যর। দুবার মেডিক্যাল টিমের সহায়তাও নেন তিনি। তবে তৃতীয় সেটে কোনও লড়াই দিতে পারেননি লক্ষ্য। শেষ পর্যন্ত ২১-১১ ব্যবধানে হেরে যান লক্ষ্য সেন।

Paris Olympics 2024 Lakshya Sen: সেমিফাইনালে গতবারের সোনাজয়ীর কাছে হার লক্ষ্য সেনের! লড়বেন ব্রোঞ্জের জন্য

প্যারিস: এক দিকে টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী, অন্য দিকে প্রথম বার অলিম্পিক খেলতে নামা তরুণ তুর্কি লক্ষ্য সেন। র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ২ নম্বরে ভিক্টর অ্যাক্সেলসেন এবং ২২ নম্বরে লক্ষ্য সেন। আপাতদৃষ্টিতে লড়াই খানিকটা অসম হলেও কোর্টে হাড্ডাহাড্ডি লড়াই হল দু’জনের মধ্যে।

আরও পড়ুন: ১৪ লাখের চাকরি, ৬০০ বর্গ গজ জমি… বড় পুরস্কার পাচ্ছেন সিরাজ, কে দিচ্ছে জানেন?

স্টেডিয়াম জুড়ে সমর্থকদের প্রবল চিৎকারকে সঙ্গী করে প্রথম সেটে জয়ের খুবই কাছে চলে গিয়েছিলেন ভারতীয় শাটলার, শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে লক্ষ্যর থেকে ম্যাচ ছিনিয়ে নেন অ্যাক্সেলসেন। ২২-২০ সেটে প্রথম সেট জিতে নেন ড্যানিশ শাটলার অ্যাক্সেলসেন।

আরও পড়ুন: মাত্র কয়েক মিনিটের টর্নেডোর মতো ভয়াল ঝড়! লন্ডভন্ড হুগলির একের পর এক গ্রাম

প্রথম সেট হারার পরে দ্বিতীয় সেটে যেন খোঁচা খাওয়া বাঘের মতো অবস্থা হয় লক্ষ্য সেনের। এক সময় ৭-০ তে এগিয়ে যান লক্ষ্য। কিন্তু লিড ধরে রাখতে ভিপারেননি লক্ষ্য। দ্বিতীয় সেটেও ৭-০ থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ছিনিয়ে নেন অ্যাক্সেলসেন। ২১-১৪ পয়েন্টে দ্বিতীয় সেট জিতে নেন গতবারের সোনাজয়ী শাটলার। দু’টি সেটে ভাল শুরু করেও হেরে যাওয়ায় হতাশ লক্ষ্য।

সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন লক্ষ্য সেন। সেই ম্যাচে মালয়েশিয়ার প্রতিপক্ষ জিয়া জি লির বিরুদ্ধে খেলবেন লক্ষ্য। ম্যাচ জিতে লক্ষ্যকে কুর্নিশ করেছেন অ্যাক্সেলসেন। তিনি বলেন, আগামী চার বছরে লক্ষ্য সেন অলিম্পিক্সে সোনা জেতার দাবিদার হবে।

Is Lakshya Sen a Bengali: প্যারিস অলিম্পিক্সে তোলপাড় পারফরম্যান্স করা লক্ষ্যের পদবি সেন, তিনি কি বাঙালি, কী লেখাপড়া এই শাটলারের

এবারের অলিম্পিক গেমসে লক্ষ্যর যাত্রা উঁচু -নীচু দিয়ে গেছে তবে তিনি এই মুহূর্তে কোটি কোটি ভারতীয়র হৃদয় জয় করেছেন৷ পাশাপাশি তাঁর হাত ধরেই ফের একবার ব্যাডমিন্টনে পদক আসবে দেশে এমনটাও মনে করছেন সকলেই৷Photo- AP 
এবারের অলিম্পিক গেমসে লক্ষ্যর যাত্রা উঁচু -নীচু দিয়ে গেছে তবে তিনি এই মুহূর্তে কোটি কোটি ভারতীয়র হৃদয় জয় করেছেন৷ পাশাপাশি তাঁর হাত ধরেই ফের একবার ব্যাডমিন্টনে পদক আসবে দেশে এমনটাও মনে করছেন সকলেই৷Photo- AP
২০০১ -র ১৬ অগাস্ট এক বাঙালি পরিবারে জন্মেছেন লক্ষ্য সেন৷ তবে তাঁর পরিবার পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, তাঁর পরিবার উত্তর প্রদেশের আলমোড়ায় থাকতেন৷ Photo- AP
২০০১ -র ১৬ অগাস্ট এক বাঙালি পরিবারে জন্মেছেন লক্ষ্য সেন৷ তবে তাঁর পরিবার পশ্চিমবঙ্গের বাসিন্দা নন, তাঁর পরিবার উত্তর প্রদেশের আলমোড়ায় থাকতেন৷ Photo- AP
পরিবার সূত্রেই লক্ষ্য সেন ব্যাডমিন্টনের ধারা বজায় রেখেছেন৷ তাঁর ঠাকুরদা চন্দ্র লাল সেন তাঁদের এলাকায় প্রথম  ব্যাডমিন্টন খেলা শুরু করেন৷ লক্ষ্য সেনের প্রথম কোচ তাঁর বাবা ডি কে সেন৷ Photo- AP
পরিবার সূত্রেই লক্ষ্য সেন ব্যাডমিন্টনের ধারা বজায় রেখেছেন৷ তাঁর ঠাকুরদা চন্দ্র লাল সেন তাঁদের এলাকায় প্রথম  ব্যাডমিন্টন খেলা শুরু করেন৷ লক্ষ্য সেনের প্রথম কোচ তাঁর বাবা ডি কে সেন৷ Photo- AP
তাঁর বাবা ডি কে সেন ২০১০ সালে যখন তাঁর বড় ছেলেকে একটি সর্বভারতীয় স্তরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলাতে নিয়ে যাচ্ছিলেন সেই সময়েই চিরাগও বাবাকে বলেন তাঁকেও সেই টুর্নামেন্টে সঙ্গে করে নিয়ে যেতে৷ সেখানেই একজন চিরাগের বাবাকে পরামর্শ দেন তাঁর ছেলেকে প্রকাশ পাড়ুকোনের তত্ত্বাবধানে ভর্তি করতে৷ Photo- AP
তাঁর বাবা ডি কে সেন ২০১০ সালে যখন তাঁর বড় ছেলেকে একটি সর্বভারতীয় স্তরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলাতে নিয়ে যাচ্ছিলেন সেই সময়েই চিরাগও বাবাকে বলেন তাঁকেও সেই টুর্নামেন্টে সঙ্গে করে নিয়ে যেতে৷ সেখানেই একজন চিরাগের বাবাকে পরামর্শ দেন তাঁর ছেলেকে প্রকাশ পাড়ুকোনের তত্ত্বাবধানে ভর্তি করতে৷ Photo- AP
প্রকাশ পাড়ুকোন অ্যাকাডেমিতে প্রচুর পরিশ্রম করেন চিরাগ, এমনকি নিজের মেন্টরের রেকর্ডও ভেঙে ফেলেন এই তরুণ তুর্কি৷ মাত্র ১৫ বছর বয়সে ন্যাশানাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছন তিনি৷ Photo- AP
প্রকাশ পাড়ুকোন অ্যাকাডেমিতে প্রচুর পরিশ্রম করেন চিরাগ, এমনকি নিজের মেন্টরের রেকর্ডও ভেঙে ফেলেন এই তরুণ তুর্কি৷ মাত্র ১৫ বছর বয়সে ন্যাশানাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছন তিনি৷ Photo- AP
লক্ষ্য সেন উত্তরাখণ্ডের হলদুয়ানির বীরসেবা সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে পড়াশুনো করেছেন৷ Photo- AP
লক্ষ্য সেন উত্তরাখণ্ডের হলদুয়ানির বীরসেবা সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে পড়াশুনো করেছেন৷ Photo- AP
এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে ২০১৬ সালে প্রথম আন্তর্জাতিক মঞ্চে পদক জেতেন৷ এই সময়ে ১৬ বছর বয়স ছিল তাঁর৷ জাতীয় স্তরে এরপর একাধিকবার পদক জিতেছেন তিনি৷ Photo- AP
এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে ২০১৬ সালে প্রথম আন্তর্জাতিক মঞ্চে পদক জেতেন৷ এই সময়ে ১৬ বছর বয়স ছিল তাঁর৷ জাতীয় স্তরে এরপর একাধিকবার পদক জিতেছেন তিনি৷ Photo- AP
ইয়ুথ অলিম্পিক্সে ১৭ বছরে রুপোর পদক দেন৷ কমনওয়েলথে সোনা জেতেন লক্ষ্য, এশিয়ান গেমসে রুপোও জেতেন তিনি৷ এরপরে অলিম্পিক্সে এবারের দুদ্ধর্ষ পারফরম্যান্স দেন৷ Photo- AP
ইয়ুথ অলিম্পিক্সে ১৭ বছরে রুপোর পদক দেন৷ কমনওয়েলথে সোনা জেতেন লক্ষ্য, এশিয়ান গেমসে রুপোও জেতেন তিনি৷ এরপরে অলিম্পিক্সে এবারের দুদ্ধর্ষ পারফরম্যান্স দেন৷ Photo- AP
২২ বছর বয়সী, লক্ষ্য সেন, একমাত্র পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে রেকর্ড গড়েছেন এবং অলিম্পিকের ইতিহাসে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জনকারী তৃতীয় ব্যক্তি। তিনি তাইওয়ানের চৌ-তেইন চেনকে ১৯-২১,২১-১৫ ২১-১২ ব্যবধানে হারিয়েছেন। Photo- AP
২২ বছর বয়সী, লক্ষ্য সেন, একমাত্র পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে রেকর্ড গড়েছেন এবং অলিম্পিকের ইতিহাসে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জনকারী তৃতীয় ব্যক্তি। তিনি তাইওয়ানের চৌ-তেইন চেনকে ১৯-২১,২১-১৫ ২১-১২ ব্যবধানে হারিয়েছেন। Photo- AP
লক্ষ্যের আগে, শুধুমাত্র কিদাম্বি শ্রীকান্ত (২০১৬) এবং পারুপল্লী কাশ্যপ (২০১২) অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করতে পেরেছিলেন কিন্তু একটি পদক জিততে পারেননি। Photo- AP
লক্ষ্যের আগে, শুধুমাত্র কিদাম্বি শ্রীকান্ত (২০১৬) এবং পারুপল্লী কাশ্যপ (২০১২) অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করতে পেরেছিলেন কিন্তু একটি পদক জিততে পারেননি। Photo- AP

 

Lakshya Sen In Paris Olympics 2024: ইতিহাসে লক্ষ্য সেন, আরও একটি পদকের দিকে ভারতের পদক্ষেপ, তুফানি পারফরম্যান্সে প্রতিপক্ষ বধ, সেমিতে ভারতীয় শাটলার

: দুরন্ত লক্ষ্য সেন৷ ভারতীয় শাটলার তৈরি করলেন ইতিহাস৷ চাইনিজ তাইপেইয়ের চউ তিয়েন চেনকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়ে গেলেন ভারতীয় শাটলার৷ প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সে পদকের দিকে আরও একধাপ এগিয়ে দাবিদার হলেন তিনি৷ Photo- AP 
: দুরন্ত লক্ষ্য সেন৷ ভারতীয় শাটলার তৈরি করলেন ইতিহাস৷ চাইনিজ তাইপেইয়ের চউ তিয়েন চেনকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়ে গেলেন ভারতীয় শাটলার৷ প্রথম পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্সে পদকের দিকে আরও একধাপ এগিয়ে দাবিদার হলেন তিনি৷ Photo- AP
এদিন প্রথম গেমে হেরে যান লক্ষ্য সেন৷ বিশ্ব ক্রমতালিকায় লক্ষ্যের থেকে এগিয়ে থাকা ১৭ বছরের চাইনিজ তাইপেইয়ের প্রতিপক্ষ  জিতে যান প্রথম গেম৷ ফল লক্ষ্য সেনের পক্ষে ১৯-২১৷ কিন্তু এবার তো স্বপ্নের ফর্মে আছেন লক্ষ্য এই হার তাঁকে দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে গেমে ফেরায়৷ Photo- AP 
এদিন প্রথম গেমে হেরে যান লক্ষ্য সেন৷ বিশ্ব ক্রমতালিকায় লক্ষ্যের থেকে এগিয়ে থাকা ১৭ বছরের চাইনিজ তাইপেইয়ের প্রতিপক্ষ  জিতে যান প্রথম গেম৷ ফল লক্ষ্য সেনের পক্ষে ১৯-২১৷ কিন্তু এবার তো স্বপ্নের ফর্মে আছেন লক্ষ্য এই হার তাঁকে দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে গেমে ফেরায়৷ Photo- AP
দ্বিতীয় গেমে চাইনিজ তাইপেই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রবল জোশে ফিরে আসেন লক্ষ্য সেন৷ এবারের ফল ২১- ১৫৷ Photo- AP 
দ্বিতীয় গেমে চাইনিজ তাইপেই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রবল জোশে ফিরে আসেন লক্ষ্য সেন৷ এবারের ফল ২১- ১৫৷ Photo- AP
তৃতীয় গেমেও দিশেহারা দেখায় লক্ষ্যের প্রতিপক্ষকে৷ এদিনের পারফরম্যান্সে কোনও ফাঁক আসতে দেননি স্বপ্নের একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়া লক্ষ্য সেন৷ Photo- AP 
তৃতীয় গেমেও দিশেহারা দেখায় লক্ষ্যের প্রতিপক্ষকে৷ এদিনের পারফরম্যান্সে কোনও ফাঁক আসতে দেননি স্বপ্নের একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়া লক্ষ্য সেন৷ Photo- AP
এদিনের ম্যাচের ফলাফল  ১৯-২১, ২১-১৫, ২১- ১২৷ এদিনের জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন৷ Photo- AP 
এদিনের ম্যাচের ফলাফল  ১৯-২১, ২১-১৫, ২১- ১২৷ এদিনের জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন৷ Photo- AP
এর আগে ২০১২ তে  সাইনা নেহওয়াল (ব্রোঞ্জ),  ২০১৬ পিভি সিন্ধু (রুপো), ২০২০ পিভি সিন্ধু (ব্রোঞ্জ)-র পর ২০২৪ কি ফের ভারতে অলিম্পিক্স পদক আনবেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন? Photo- AP 
এর আগে ২০১২ তে  সাইনা নেহওয়াল (ব্রোঞ্জ),  ২০১৬ পিভি সিন্ধু (রুপো), ২০২০ পিভি সিন্ধু (ব্রোঞ্জ)-র পর ২০২৪ কি ফের ভারতে অলিম্পিক্স পদক আনবেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন? Photo- AP
তাঁর সেমিফাইনালে প্রতিপক্ষ হবে  কোয়ার্টার ফাইনালের লড়াইতে থাকা সিঙ্গাপুরের লোহ কিয়ান ইউ (১২ তম), ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন (২ য়)৷ Photo- AP 
তাঁর সেমিফাইনালে প্রতিপক্ষ হবে  কোয়ার্টার ফাইনালের লড়াইতে থাকা সিঙ্গাপুরের লোহ কিয়ান ইউ (১২ তম), ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন (২ য়)৷ Photo- AP