Tag Archives: LIC policy

LIC-র এই পলিসিতে ৫ বছরে ডবল হবে আপনার টাকা ?

অল্প সময়ে টাকা ডবল করতে কে না চায় ? সকলেই এই উদ্দেশ্য নিয়ে বিনিয়োগ শুরু করে যে কম সময়ে মোটা টাকা রিটার্ন ৷ সে ক্ষেত্রে শেয়ার বাজার আপনার জন্য সেরা অপশন হতে পারে ৷ তবে যাঁরা রিস্ক নিতে ভয় পান তাদের জন্য শেয়ার বাজার একদমই ভাল অপশন না ৷
অল্প সময়ে টাকা ডবল করতে কে না চায় ? সকলেই এই উদ্দেশ্য নিয়ে বিনিয়োগ শুরু করে যে কম সময়ে মোটা টাকা রিটার্ন ৷ সে ক্ষেত্রে শেয়ার বাজার আপনার জন্য সেরা অপশন হতে পারে ৷ তবে যাঁরা রিস্ক নিতে ভয় পান তাদের জন্য শেয়ার বাজার একদমই ভাল অপশন না ৷
টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি ভাল রিটার্ন পেতে চাইলে রয়েছে অন্যান্য স্কিম যার মধ্যে এলআইসি সবচেয়ে জনপ্রিয় ৷ পনেরো-কুড়ি বছর আগের কথা। কিষাণ বিকাশ পত্রে পাঁচ বছরে টাকা ডবল হত। আজ আর সে দিন নেই। কিষাণ বিকাশ পত্রে টাকা দ্বিগুণ হতে এখন দশ বছর সময় লাগে। তবে পাঁচ বছরে টাকা ডবল করার কিছু স্কিম এখনও আছে। এর মধ্যে এলআইসি-র ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যান অন্যতম।
টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি ভাল রিটার্ন পেতে চাইলে রয়েছে অন্যান্য স্কিম যার মধ্যে এলআইসি সবচেয়ে জনপ্রিয় ৷ পনেরো-কুড়ি বছর আগের কথা। কিষাণ বিকাশ পত্রে পাঁচ বছরে টাকা ডবল হত। আজ আর সে দিন নেই। কিষাণ বিকাশ পত্রে টাকা দ্বিগুণ হতে এখন দশ বছর সময় লাগে। তবে পাঁচ বছরে টাকা ডবল করার কিছু স্কিম এখনও আছে। এর মধ্যে এলআইসি-র ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যান অন্যতম।
এলআইসি ইনভেস্ট প্লাস প্ল্যান হল ইউলিপ, নন-পার্টিসিপেন্ট, একক প্রিমিয়াম জীবন বিমা পরিকল্পনা। একক প্রিমিয়াম পেমেন্ট করলে পলিসির মেয়াদে বিমা-সহ বিনিয়োগ কভার প্রদান করা হয়। অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই প্ল্যান কেনা যায়।
এলআইসি ইনভেস্ট প্লাস প্ল্যান হল ইউলিপ, নন-পার্টিসিপেন্ট, একক প্রিমিয়াম জীবন বিমা পরিকল্পনা। একক প্রিমিয়াম পেমেন্ট করলে পলিসির মেয়াদে বিমা-সহ বিনিয়োগ কভার প্রদান করা হয়। অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই প্ল্যান কেনা যায়।
এত বছরে টাকা দ্বিগুণ হবে: আগেই বলা হয়েছে, এলআইসি-র ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যানে একক প্রিমিয়াম প্ল্যান। অর্থাৎ একলপ্তে পুরো টাকা বিনিয়োগ করতে হয়। বলে রাখা ভাল, এই বিনিয়োগে ঝুঁকি আছে। বিনিয়োগকারী ঝুঁকি নিতে পারলে ১৫ শতাংশ এনএভি বৃদ্ধির ভিত্তিতে ৫ বছরে টাকা দ্বিগুণ হয়ে যাবে। ঝুঁকি কম নিতে চাইলে রিটার্নও কম হবে।

এত বছরে টাকা দ্বিগুণ হবে: আগেই বলা হয়েছে, এলআইসি-র ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যানে একক প্রিমিয়াম প্ল্যান। অর্থাৎ একলপ্তে পুরো টাকা বিনিয়োগ করতে হয়। বলে রাখা ভাল, এই বিনিয়োগে ঝুঁকি আছে। বিনিয়োগকারী ঝুঁকি নিতে পারলে ১৫ শতাংশ এনএভি বৃদ্ধির ভিত্তিতে ৫ বছরে টাকা দ্বিগুণ হয়ে যাবে। ঝুঁকি কম নিতে চাইলে রিটার্নও কম হবে।
বিমা কভারও মিলবে: এই স্কিমে বিনিয়োগ করলে জীবন বিমা এবং দুর্ঘটনা বিমা কভারও পাওয়া যায়। বিমা কভারের টাকা নির্ভর করে বিনিয়োগের পরিমাণের উপর। অর্থাৎ বিনিয়োগ যত বেশি হবে, বিমা কভারও তত বাড়বে। ধরা যাক, কেউ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলেন। তিনি ৩,৭৫,০০০ টাকা দুর্ঘটনা কভারেজ পাবেন।

বিমা কভারও মিলবে: এই স্কিমে বিনিয়োগ করলে জীবন বিমা এবং দুর্ঘটনা বিমা কভারও পাওয়া যায়। বিমা কভারের টাকা নির্ভর করে বিনিয়োগের পরিমাণের উপর। অর্থাৎ বিনিয়োগ যত বেশি হবে, বিমা কভারও তত বাড়বে। ধরা যাক, কেউ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলেন। তিনি ৩,৭৫,০০০ টাকা দুর্ঘটনা কভারেজ পাবেন।
ডেথ বেনিফিট: এলআইসি ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যানে ঝুঁকি শুরু হওয়ার আগে মৃত্যু হলে মনোনীত ব্যক্তি শুধুমাত্র ইউনিট তহবিলের টাকা পাবেন। ঝুঁকি শুরু হওয়ার পর মৃত্যু হলে বিমার টাকা এবং ইউনিট তহবিল, উভয়ই মিলবে।
ডেথ বেনিফিট: এলআইসি ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যানে ঝুঁকি শুরু হওয়ার আগে মৃত্যু হলে মনোনীত ব্যক্তি শুধুমাত্র ইউনিট তহবিলের টাকা পাবেন। ঝুঁকি শুরু হওয়ার পর মৃত্যু হলে বিমার টাকা এবং ইউনিট তহবিল, উভয়ই মিলবে।
ম্যাচিউরিটির সুবিধা: বিনিয়োগকারী যদি লাইফ অ্যাসিওর্ড ম্যাচিউরিটির তারিখ পর্যন্ত বেঁচে থাকেন তাহলে লাইফ অ্যাসিওর্ড ম্যাচিউরিটি বেনিফিট হিসেবে ইউনিট ফান্ড ভ্যালুর সমান পরিমাণ পাবেন।

ম্যাচিউরিটির সুবিধা: বিনিয়োগকারী যদি লাইফ অ্যাসিওর্ড ম্যাচিউরিটির তারিখ পর্যন্ত বেঁচে থাকেন তাহলে লাইফ অ্যাসিওর্ড ম্যাচিউরিটি বেনিফিট হিসেবে ইউনিট ফান্ড ভ্যালুর সমান পরিমাণ পাবেন।
পলিসি সারেন্ডার: বিনিয়োগকারী চাইলে পলিসি সারেন্ডার করতে পারেন। প্রাথমিক ৫ বছরের প্ল্যান সারেন্ডার করলে ডিসকাউন্ট চার্জ কেটে ইউনিট ফান্ডের মূল্য দেওয়া হয়। লক ইন পিরিয়ড (৫ বছর) শেষ হওয়ার পর পলিসি সারেন্ডার করলে পুরো ইউনিট ফান্ড ভ্যালু প্রদান করা হয়।

পলিসি সারেন্ডার: বিনিয়োগকারী চাইলে পলিসি সারেন্ডার করতে পারেন। প্রাথমিক ৫ বছরের প্ল্যান সারেন্ডার করলে ডিসকাউন্ট চার্জ কেটে ইউনিট ফান্ডের মূল্য দেওয়া হয়। লক ইন পিরিয়ড (৫ বছর) শেষ হওয়ার পর পলিসি সারেন্ডার করলে পুরো ইউনিট ফান্ড ভ্যালু প্রদান করা হয়।

ভবিষ্যতে টাকা নিয়ে আর চিন্তা থাকবে না, LIC-র এই দুই পলিসি দিচ্ছে বিরাট সুবিধা !

বিনিয়োগের গোলকধাঁধায় অনেকেই পথ হারান। বুঝে উঠতে পারেন না, কোথায় বিনিয়োগ করা উচিত। এরকম পরিস্থিতিতে চোখ বন্ধ করে এলআইসি-তে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। সরকার সমর্থিত পলিসি, ফলে গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। সুদের হারও ভাল। এই কারণেই ভারতে বিনিয়োগকারীদের প্রথম পছন্দ এলআইসি। এখানে এলআইসি-র সেরা ২টি পলিসি দেখে নেওয়া যাক।
বিনিয়োগের গোলকধাঁধায় অনেকেই পথ হারান। বুঝে উঠতে পারেন না, কোথায় বিনিয়োগ করা উচিত। এরকম পরিস্থিতিতে চোখ বন্ধ করে এলআইসি-তে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। সরকার সমর্থিত পলিসি, ফলে গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। সুদের হারও ভাল। এই কারণেই ভারতে বিনিয়োগকারীদের প্রথম পছন্দ এলআইসি। এখানে এলআইসি-র সেরা ২টি পলিসি দেখে নেওয়া যাক।
এলআইসি এসআইআইপি প্ল্যান: এই এলআইসি প্ল্যানে একসঙ্গে দুটি সুবিধা পাওয়া যায়। বাজার সংযুক্ত মোটা রিটার্নের পাশাপাশি মেলে বিমা সুরক্ষা। সোজা কথায়, অপ্রত্যাশিত কিছু ঘটলে পরিবারের আর্থিক সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না। সঞ্চয়ের সঙ্গে প্রিয়জনদের নিশ্চিত নিরাপত্তাও থাকবে।
এলআইসি এসআইআইপি প্ল্যান: এই এলআইসি প্ল্যানে একসঙ্গে দুটি সুবিধা পাওয়া যায়। বাজার সংযুক্ত মোটা রিটার্নের পাশাপাশি মেলে বিমা সুরক্ষা। সোজা কথায়, অপ্রত্যাশিত কিছু ঘটলে পরিবারের আর্থিক সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না। সঞ্চয়ের সঙ্গে প্রিয়জনদের নিশ্চিত নিরাপত্তাও থাকবে।
বৈশিষ্ট্য – ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে ৪টি ফান্ড থেকে যে কোনও একটি বেছে নেওয়া যায়। এমনকী ফান্ড পরিবর্তনও করা যায় কোন খরচ ছাড়াই। আয়কর আইন ১৯৬১-এর ধারা ৮০সি এবং ১০ (১০ডি)-র আওতায় করছাড় পাওয়া যায়।
বৈশিষ্ট্য – ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে ৪টি ফান্ড থেকে যে কোনও একটি বেছে নেওয়া যায়। এমনকী ফান্ড পরিবর্তনও করা যায় কোন খরচ ছাড়াই। আয়কর আইন ১৯৬১-এর ধারা ৮০সি এবং ১০ (১০ডি)-র আওতায় করছাড় পাওয়া যায়।
জরুরি সময় আংশিক ফান্ড তোলা যায়। সুবিধা – পলিসি হোল্ডারকে প্রদত্ত প্রিমিয়ামের ১০৫ শতাংশ ডেথ বেনিফিট হিসেবে দেওয়া হয়। পলিসির মেয়াদ শেষে পুরো টাকা হাতে আসে।
জরুরি সময় আংশিক ফান্ড তোলা যায়। সুবিধা – পলিসি হোল্ডারকে প্রদত্ত প্রিমিয়ামের ১০৫ শতাংশ ডেথ বেনিফিট হিসেবে দেওয়া হয়। পলিসির মেয়াদ শেষে পুরো টাকা হাতে আসে।
দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে অতিরিক্ত কভারেজ পাওয়া যায়। এলআইসি জীবন উমঙ্গ: এই পলিসিতে রিটার্নের পাশাপাশি আজীবন বিমা সুরক্ষা দেয় এলআইসি। এটাই এই পলিসির বৈশিষ্ট। প্রিমিয়াম প্রদান পর্ব শেষ হওয়ার পর ম্যাচিউরিটির আগে পর্যন্ত সারভাইভাল বেনিফিটও দেওয়া হয়।
দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে অতিরিক্ত কভারেজ পাওয়া যায়। এলআইসি জীবন উমঙ্গ: এই পলিসিতে রিটার্নের পাশাপাশি আজীবন বিমা সুরক্ষা দেয় এলআইসি। এটাই এই পলিসির বৈশিষ্ট। প্রিমিয়াম প্রদান পর্ব শেষ হওয়ার পর ম্যাচিউরিটির আগে পর্যন্ত সারভাইভাল বেনিফিটও দেওয়া হয়।
বৈশিষ্ট্য – ডেথ বেনিফিটের সুবিধা। অতিরিক্ত কভারেজের জন্য বিভিন্ন রাইডার। বেতন থেকে প্রিমিয়াম কেটে নেওয়ার সুবিধা রয়েছে। করছাড় পাওয়া যায়।
বৈশিষ্ট্য – ডেথ বেনিফিটের সুবিধা। অতিরিক্ত কভারেজের জন্য বিভিন্ন রাইডার। বেতন থেকে প্রিমিয়াম কেটে নেওয়ার সুবিধা রয়েছে। করছাড় পাওয়া যায়।
সুবিধা – জীবন উমঙ্গ পলিসিতে ডেথ বেনিফিট, সারভাইভাল বেনিফিট, ম্যাচিউরিটি বেনিফিট এবং রাইডার বেনিফিটের সুবিধা দিচ্ছে এলআইসি।
সুবিধা – জীবন উমঙ্গ পলিসিতে ডেথ বেনিফিট, সারভাইভাল বেনিফিট, ম্যাচিউরিটি বেনিফিট এবং রাইডার বেনিফিটের সুবিধা দিচ্ছে এলআইসি।

LIC-র এই প্ল্যান এখন সবার ভরসা, প্রতি মাসে ৫০০ টাকা দিয়ে পেয়ে যাবেন লক্ষ লক্ষ টাকা !

যে সকল পরিবারের আয় খুবই কম, তাদের জন্য LIC আধার স্তম্ভ নামে একটি স্কিম চালায়। এই স্কিম শুধুমাত্র পুরুষদের জন্য। বিশেষ বিষয় হল এতে অটো কভারের সুবিধা রয়েছে, পলিসি নেওয়ার জন্য কোনও মেডিকেল পরীক্ষার প্রয়োজন নেই এবং কম টাকায় ৭৫ হাজার টাকা রিটার্ন পাওয়া যায়।
যে সকল পরিবারের আয় খুবই কম, তাদের জন্য LIC আধার স্তম্ভ নামে একটি স্কিম চালায়। এই স্কিম শুধুমাত্র পুরুষদের জন্য। বিশেষ বিষয় হল এতে অটো কভারের সুবিধা রয়েছে, পলিসি নেওয়ার জন্য কোনও মেডিকেল পরীক্ষার প্রয়োজন নেই এবং কম টাকায় ৭৫ হাজার টাকা রিটার্ন পাওয়া যায়।
এই স্কিমের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোনও স্কিমে পাওয়া যায় না। এখানে কোনও কারণে কেউ প্রিমিয়াম পরিশোধ করতে না পারলেও সেই প্রিমিয়াম স্বয়ংক্রিয়ভাবে জমা হওয়ার বিকল্প রয়েছে। এর জন্য শর্ত হল, সেটি কমপক্ষে ৩ বছর কার্যকর থাকতে হবে।
এই স্কিমের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা অন্য কোনও স্কিমে পাওয়া যায় না। এখানে কোনও কারণে কেউ প্রিমিয়াম পরিশোধ করতে না পারলেও সেই প্রিমিয়াম স্বয়ংক্রিয়ভাবে জমা হওয়ার বিকল্প রয়েছে। এর জন্য শর্ত হল, সেটি কমপক্ষে ৩ বছর কার্যকর থাকতে হবে।
৬ মাসের অটো কভার ৩ বছরের বেশি এবং ৫ বছরের কম মেয়াদের জন্য উপলব্ধ। কেউ যদি ৫ বছরের বেশি সময় ধরে পলিসি চালান তবে তিনি এক বছরের জন্য অটো কভার পাবেন।
৬ মাসের অটো কভার ৩ বছরের বেশি এবং ৫ বছরের কম মেয়াদের জন্য উপলব্ধ। কেউ যদি ৫ বছরের বেশি সময় ধরে পলিসি চালান তবে তিনি এক বছরের জন্য অটো কভার পাবেন।
LIC আধার স্তম্ভ -এই স্কিমে যে বছরের জন্য পলিসি নেওয়া হয়েছে তার জন্য প্রিমিয়াম দিতে হবে। এই পলিসির সবচেয়ে বিশেষ জিনিস হল লয়্যালটি সংযোজন যা ম্যাচিউরিটির সময় বিমাকৃত অর্থের সঙ্গে যোগ করে পাওয়া যায়। যাঁদের বয়স ৮ থেকে ৫৫ বছরের মধ্যে তাঁদের সকলেই এই পলিসি গ্রহণ করতে পারেন।
LIC আধার স্তম্ভ –
এই স্কিমে যে বছরের জন্য পলিসি নেওয়া হয়েছে তার জন্য প্রিমিয়াম দিতে হবে। এই পলিসির সবচেয়ে বিশেষ জিনিস হল লয়্যালটি সংযোজন যা ম্যাচিউরিটির সময় বিমাকৃত অর্থের সঙ্গে যোগ করে পাওয়া যায়। যাঁদের বয়স ৮ থেকে ৫৫ বছরের মধ্যে তাঁদের সকলেই এই পলিসি গ্রহণ করতে পারেন।
এই পলিসি সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ২০ বছরের জন্য নেওয়া যেতে পারে। যেহেতু এই নীতি নিম্ন আয়ের মানুষের জন্য, তাই এর নিশ্চিত পরিমাণ হল ৭৫ হাজার টাকা। কেউ ৩ লক্ষ টাকা পর্যন্ত এই পলিসি নিতে পারেন৷
এই পলিসি সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ২০ বছরের জন্য নেওয়া যেতে পারে। যেহেতু এই নীতি নিম্ন আয়ের মানুষের জন্য, তাই এর নিশ্চিত পরিমাণ হল ৭৫ হাজার টাকা। কেউ ৩ লক্ষ টাকা পর্যন্ত এই পলিসি নিতে পারেন৷
মহিলাদের জন্য আধার স্তম্ভ -একটি পরিবারের অনেকেই এই পলিসি নিতে পারেন কিন্তু কোনও পলিসি ৩ লক্ষ টাকার বেশি হতে পারে না। শুধুমাত্র নিম্ন আয়ের পুরুষরাই এই পলিসি নিতে পারবেন, নারীরা নয়। যে মহিলারা এই ধরনের পলিসি নিতে চান, তাঁরা আধার শীলা পলিসি নিতে পারেন।
মহিলাদের জন্য আধার স্তম্ভ –
একটি পরিবারের অনেকেই এই পলিসি নিতে পারেন কিন্তু কোনও পলিসি ৩ লক্ষ টাকার বেশি হতে পারে না। শুধুমাত্র নিম্ন আয়ের পুরুষরাই এই পলিসি নিতে পারবেন, নারীরা নয়। যে মহিলারা এই ধরনের পলিসি নিতে চান, তাঁরা আধার শীলা পলিসি নিতে পারেন।
আধার স্তম্ভ প্রিমিয়াম চারটি ভিন্ন উপায়ে পরিশোধ করা যেতে পারে। প্রতি মাসে, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক। এই প্রিমিয়াম থেকে প্রাপ্ত রিটার্নগুলি আয়করের ধারা ৮০সি-এর অধীনে ছাড় দেওয়া হয়েছে।
আধার স্তম্ভ প্রিমিয়াম চারটি ভিন্ন উপায়ে পরিশোধ করা যেতে পারে। প্রতি মাসে, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক। এই প্রিমিয়াম থেকে প্রাপ্ত রিটার্নগুলি আয়করের ধারা ৮০সি-এর অধীনে ছাড় দেওয়া হয়েছে।

 

৫০০ টাকা বিনিয়োগ করে ২ লক্ষ টাকা লাভ -একটি উদাহরণের মাধ্যমে এটি বোঝা যেতে পারে। ধরা যাক অনির্বাণ আধার স্তম্ভ নীতি নিয়েছেন, যাঁর বয়স ৪০ বছর। অনির্বাণ ১.৫ লক্ষ টাকার একটি নিশ্চিত পলিসি নিয়েছেন। অনির্বাণ ২০ বছরের জন্য পলিসিটি কিনেছেন এবং প্রতি মাসে ৫০০ টাকা প্রিমিয়াম প্রদান করেন। অনির্বাণকে ২০ বছরের জন্য প্রতি মাসে ৫০০ টাকা দিতে হবে। এই নীতিটি ২০ বছর পূর্ণ হওয়ার পরে ম্যাচিওর হবে। এর পরে, অনির্বাণ প্রথমে ১.৫ লক্ষ টাকার নিশ্চিত পরিমাণ পাবেন। এর পরে তিনি ৪৮,৭৫০ টাকার লয়ালটি পাবেন। সামগ্রিকভাবে, অনির্বাণ ২০ বছরে ১,৯৮,৭৫০ টাকা পাবেন।
৫০০ টাকা বিনিয়োগ করে ২ লক্ষ টাকা লাভ –
একটি উদাহরণের মাধ্যমে এটি বোঝা যেতে পারে। ধরা যাক অনির্বাণ আধার স্তম্ভ নীতি নিয়েছেন, যাঁর বয়স ৪০ বছর। অনির্বাণ ১.৫ লক্ষ টাকার একটি নিশ্চিত পলিসি নিয়েছেন। অনির্বাণ ২০ বছরের জন্য পলিসিটি কিনেছেন এবং প্রতি মাসে ৫০০ টাকা প্রিমিয়াম প্রদান করেন। অনির্বাণকে ২০ বছরের জন্য প্রতি মাসে ৫০০ টাকা দিতে হবে। এই নীতিটি ২০ বছর পূর্ণ হওয়ার পরে ম্যাচিওর হবে। এর পরে, অনির্বাণ প্রথমে ১.৫ লক্ষ টাকার নিশ্চিত পরিমাণ পাবেন। এর পরে তিনি ৪৮,৭৫০ টাকার লয়ালটি পাবেন। সামগ্রিকভাবে, অনির্বাণ ২০ বছরে ১,৯৮,৭৫০ টাকা পাবেন।
এই ভাবে প্রতি মাসে ৫০০ টাকা সঞ্চয় ২ লক্ষ টাকায় পরিণত হতে পারে৷
এই ভাবে প্রতি মাসে ৫০০ টাকা সঞ্চয় ২ লক্ষ টাকায় পরিণত হতে পারে৷
মৃত্যুতে কত টাকা পাওয়া যেতে পারে -যদি পলিসি ধারক এই পলিসি নেওয়ার তারিখ থেকে ২০ বছরের মধ্যে মারা যান, তবে পরিবারের যে কোনও নমিনি পাবেন ১.৫ লক্ষ টাকা। এর সঙ্গে লয়ালটি সংস্করণও পাওয়া যাবে। এটা নির্ভর করবে নীতি কত বছর ধরে চালু আছে তার ওপর। পলিসিটি যত বেশি বছর স্থায়ী হবে, তত বেশি লাভ পাওয়া যাবে। এই ক্রমানুসারে, পলিসি ধারকের পরিবার আরও বেশি সুবিধা পেতে পারে, যখন পলিসিটি আরও বেশি বছর ধরে চালু থাকে এবং সর্বাধিক প্রিমিয়াম প্রদান করা হয়।
মৃত্যুতে কত টাকা পাওয়া যেতে পারে –
যদি পলিসি ধারক এই পলিসি নেওয়ার তারিখ থেকে ২০ বছরের মধ্যে মারা যান, তবে পরিবারের যে কোনও নমিনি পাবেন ১.৫ লক্ষ টাকা। এর সঙ্গে লয়ালটি সংস্করণও পাওয়া যাবে। এটা নির্ভর করবে নীতি কত বছর ধরে চালু আছে তার ওপর। পলিসিটি যত বেশি বছর স্থায়ী হবে, তত বেশি লাভ পাওয়া যাবে। এই ক্রমানুসারে, পলিসি ধারকের পরিবার আরও বেশি সুবিধা পেতে পারে, যখন পলিসিটি আরও বেশি বছর ধরে চালু থাকে এবং সর্বাধিক প্রিমিয়াম প্রদান করা হয়।