Tag Archives: Lovlina Borgohain

Paris Olympics 2024: অলিম্পিক্সে বক্সিং-এ স্বপ্নভঙ্গ ভারতের, কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় লভলিনার

প্যারিস অলিম্পিক্সে আরও এক স্বপ্নভঙ্গ ভারতের। দেশের পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন মহিলা বক্সার লভলিনা বরগোহাঁই। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এবার তাঁর থেকে আরও বেশি প্রত্যাশা ছিল। কিন্তু লড়াই করেও পারলেন না তিনি। কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিলেন লভলিনা।

এবার মহিলা বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন লভলিনা বরগোহাঁই। শেষ আটের লড়াই চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে কঠিন লড়াইয়েকর সামনে পড়তে হবে ভারতীয় বক্সারকে তা জানাই ছিল। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠলেন না গতবারে ব্রোঞ্জ জয়ী বক্সার। লি কিয়ানের কাছে লভলিনা হেরে গেলেন ৪-১ ব্যবধানে।

বক্সিংয়ে সেমিফাইনালে উঠতে পারলেই ব্রোঞ্জ জয় নিশ্চিত ছিল। কিন্তু এদিন ম্যাচের শুরু থেকেই তিনা প্রতিপক্ষের অ্যাটাক সামলাতে যথেষ্ট বেগ পেতে হয় লভলিনা বরগোহাঁইকে। তাও শেষ পর্যন্ত নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। শেষ হাসি হাসেন চিনা বক্সার লি কিয়ান।

আরও পড়ুনঃ Indian Hockey Team: ১০ জনে খেলেও দুরন্ত জয়, পেনাল্টি শুটআউটে নায়ক শ্রীজেশ, ব্রিটেনকে হারিয়ে হকির সেমিতে ভারত

প্রসঙ্গত, লভলিনা হারলেও ভারতীয় হকি দল গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইালের টিকিট পাকা করল। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। শেষ ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে ফের নায়ক শ্রীজেশ। ব্রিটেন একটি শট বাইরে মারে ও একটি শট সেভ করেন শ্রীজেশ। ভারতীয় দল পরপর ৪টি গোল করে জয় নিশ্চিত করে।

Lovlina Borgohain : বড় ধাক্কা ভারতের! কমনওয়েলথ পদকের লড়াই থেকে ছিটকে গেলেন লভলিনা

#লন্ডন: সারা দেশ তার থেকে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক আশা করেছিল। কিন্তু সেটা দূর অস্ত, একটা ব্রোঞ্জ পদকও এবার জুটল না লভলিনার। আসলে অলিম্পিকে পদক জয়ের পর ব্যক্তিগত জীবনে কিছুটা ওঠা নামার মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। যতই পেশাদার বলা হোক, সেই সমস্যার কিছুটা ছাপ হয়তো খেলার ওপর পড়েছে।

কমনওয়েলথ গেমস শুরুর ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় বক্সিং ফেডারেশনের কর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন লভলিনা বড়গোহাঁই। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, গেমস ভিলেজে তাঁকে মানসিকভাবে নির্যাতিত করা হচ্ছে। অলিম্পিক্স পজদকজয়ী ভারতের মহিলা বক্সারের আশঙ্কার কেন্দ্রে ছিলেন তাঁঁর ব্যক্তিগত কোচ সন্ধ্যা গুরুং, যাঁকে গেমস ভিলেজে ঢুকতেই দেওয়া হচ্ছিল না।

ফলে তাঁর টুর্নামেন্টের প্রস্ততিতে বাধা পড়ছিল বলে দাবি করেছিলেন লভলিনা। মহিলাদের ৭০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের রসি এক্লেসের বিরুদ্ধে স্প্লিট ডিসিশনে পরাস্ত হলেন লভলিনা। ভারতের তারকা বক্সার হারলেন ২-৩ ব্যবধানে। যেখানে মহম্মদ হুসামুদ্দিন, নিতু ঘাংঘাসে, নিখাত জারিনেরা পদক নিশ্চিত করে ফেলেছেন, সেখানে লভলিনার ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে বড় ধাক্কা।

তারকা বক্সারের অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সর্বভারতীয় অলিম্পিক সংস্থা। তারা আপৎকালীন তৎপরতায় লভলিনার কোচের জন্য কমনওয়েলথ গেমস ভিলেজে ঢোকার অনুমতি আদায় করে নেয় আয়োজক সংস্থার কাছ থেকে।

এত কিছুর পরেও শেষ রক্ষা করতে পারলেন না লভলিনা। জাতীয় বক্সিং কোচ ভাস্কর ভাট জানিয়েছেন লভলিনার কাছ থেকে পদক আশা করেছিলেন সকলে। কিন্তু নিজের মুভমেন্ট সঠিক জায়গায় নিয়ে যেতে পারেনি তিনি। বেশ কিছুক্ষণ ভ্রান্তি হয়েছিল, যা নিয়ে লভলিনা নিজেও খুশি নন। অনেকেই মনে করছেন টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তিনি নিজের ফোকাস হারিয়ে ফেলেছিলেন।

Lovlina Borgohain: অলিম্পিক্সে পদকজয়ী লভলিনার বিস্ফোরক ট্যুইটের পরেই আসরে অনুরাগ ঠাকুর, মিটল সমস্যা

#নয়াদিল্লি: সমস্যাটা অনেকটা মতি নন্দীর কোনি-র মতো৷ জাতীয় প্রতিযোগিতার সময় টিম ম্যানেজমেন্টের অংশ না হওয়ায় তাঁর মেন্টর ও প্রিয় কোচ ক্ষিত দাকে দলে রাখা হয়নি৷ এদিন লভলিনার বিস্ফোরক ট্যুইটের সমস্যার কারণটাও ছিল প্রিয় কোচকে গেমস ভিলেজে জায়গা না দেওয়ায় মানসিক ভাবে অস্থির হয়েছিল বক্সার৷  লভলিনা অলিম্পিক্সের পদকজয়ী বক্সার একদিন আগেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি কমনওয়েলেথর প্রস্তুতি-র সময় মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তিনি৷ তাঁর অভিযোগের পরেই অনুরাগ ঠাকুর আসরে নামেন৷ এরপরেই বিএফআই বা বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া জানান সন্ধ্যা গুরুংকে নিতে হবে আর এই মর্মে তারা আইওএকে চিঠি দিয়েছে৷

এদিকে লভলিনার ওপরের মানসিক অত্যাচারের দায় পুরোপুরি অস্বীকার করেছে বক্সিং ফেডারেশন৷ তারা জানিয়ে দিয়েছে পুরো গণ্ডগোলের দায়িত্ব আইওএ-র৷ অ্যাক্রেডিটেশনের জন্য তারা সব পদক্ষেপ নিয়েছে৷ ক্রীড়ামন্ত্রক আবেদন করেছে যাতে আইওএ যেন সন্ধ্যাকে গুরুংকে গেমস ভিলেজে ঢুকতে দেয়৷ এক -দুই দিনের মধ্যে এই বিষয়ে সরকারিভাবে পুরো কাজ শেষ হয়ে যাবে৷

 

আরও পড়ুন – Weather Update Today: পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্যে ভারী বৃষ্টির অ্যালার্ট, রইল কলকাতার ওয়েদার আপডেট

 

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস স্বর্ণ এই বিষয়ে নজর খোলা রেখেছেন৷ আইও এ বিশেষ অনুরোধ করেছে যাতে এই সন্ধ্যা গুরুংকেও গেমস ভিলেজে বিশেষ অনুমতি সাপেক্ষে ঢুকতে দেওয়া হয়৷

 

ঘটনার শুরু সোমবার হঠাৎ করেই৷ টোকিও অলিম্পিক্সে ওয়াল্টারওয়েট বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন লভলিনা। তার পরে প্রায় ন’মাস প্রতিযোগিতার বাইরে ছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন। লভলিনার অভিযোগ অনুযায়ী, সেখানেও তাঁকে সমস্যায় পড়তে হয়েছিল। লভলিনার অভিযোগ, অলিম্পিক্সের পর অনেক কিছু বদলে গিয়েছে তাঁর। অনেক বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে, যে চাপ তিনি নিতে পারছেন না।

 

আরও পড়ুন – Weight Loss Tips: ওজন কমাতে পেঁয়াজ খান বিন্দাস ঢঙে, ঝপাঝপ ঝরবে মেদ

কমনওয়েলথ গেমসের আগে তুমুল বিতর্ক তুলে দিলেন বক্সার লভলিনা বরগোহাঁই। কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুললেন অলিম্পিক্স পদকজয়ী। জানালেন, কোচ বদল নিয়ে গত কয়েক দিনে যা হয়েছে তাঁর সঙ্গে, তাতে প্রস্তুতি অনেকটাই ব্যাহত হয়েছে।

অভিযোগ করেছেন, তাঁর এক কোচকে কমনওয়েলথ গেমসের ভিলেজে ঢুকতেই দেওয়া হয়নি। আর এক কোচকে সটান বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক অনুরোধ-উপরোধ করে এক কোচ অনুশীলনে থাকার অনুমতি পেলেও তত দিনে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। নেটমাধ্যমে লম্বা পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন লভলিনা।

লিখেছেন, আজ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার সঙ্গে মানসিক অত্যাচার করা হয়েছে। যে কোচেরা আমাকে অলিম্পিক্সে পদক জিততে সাহায্য করেছেন, তাঁদের হঠাৎ সরিয়ে দেওয়া হয়েছে। এতে আমার অনুশীলনে ব্যাঘাত ঘটে প্রবল ভাবে। তার মধ্যে একজন কোচ হলেন দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত সন্ধ্যা গুরুংজি। দু’জনকেই অনেক অনুরোধের পরে অনুশীলনে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে অনেক দেরিতে।

লভলিনা আরও লিখেছেন, অনুশীলনে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং তাতে মানসিক ভাবে ক্ষতি হয়েছে। এখন আমার কোচ সন্ধ্যা গুরুংজিকে কমনওয়েলথ ভিলেজে থাকতে দেওয়া হচ্ছে না। ঢোকার অনুমতিও নেই। গেমসের আগে আট দিন আমার অনুশীলন বন্ধ ছিল।

আমার দ্বিতীয় কোচকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক অনুরোধের পরেও মানসিক ভাবে অত্যাচারিত হতে হয়েছে। জানি না কী ভাবে গেমসে ফোকাস করব। রাজনীতির মুখের উপর জবাব দিতে পদক জিততে চাই।তার বাবা টিকেন অবশ্য মেয়েকে উপদেশ দিয়েছেন এসব ভুলে গিয়ে নিজের খেলার উপর মনোযোগ দিতে। সারাদেশ তার মেয়ের দিকে তাকিয়ে আছে।

Lovlina Borgohain : কমনওয়েলথ গেমস শুরু হওয়ার আগে মানসিক অত্যাচারের অভিযোগ বক্সার লভলিনার!

#নয়াদিল্লি: টোকিয়ো অলিম্পিক্সে ওয়াল্টারওয়েট বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন লভলিনা। তার পরে প্রায় ন’মাস প্রতিযোগিতার বাইরে ছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন। লভলিনার অভিযোগ অনুযায়ী, সেখানেও তাঁকে সমস্যায় পড়তে হয়েছিল। লভলিনার অভিযোগ, অলিম্পিক্সের পর অনেক কিছু বদলে গিয়েছে তাঁর। অনেক বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে, যে চাপ তিনি নিতে পারছেন না।

কমনওয়েলথ গেমসের আগে তুমুল বিতর্ক তুলে দিলেন বক্সার লভলিনা বরগোহাঁই। কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুললেন অলিম্পিক্স পদকজয়ী। জানালেন, কোচ বদল নিয়ে গত কয়েক দিনে যা হয়েছে তাঁর সঙ্গে, তাতে প্রস্তুতি অনেকটাই ব্যাহত হয়েছে।

অভিযোগ করেছেন, তাঁর এক কোচকে কমনওয়েলথ গেমসের ভিলেজে ঢুকতেই দেওয়া হয়নি। আর এক কোচকে সটান বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক অনুরোধ-উপরোধ করে এক কোচ অনুশীলনে থাকার অনুমতি পেলেও তত দিনে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। নেটমাধ্যমে লম্বা পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন লভলিনা।

লিখেছেন, আজ গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার সঙ্গে মানসিক অত্যাচার করা হয়েছে। যে কোচেরা আমাকে অলিম্পিক্সে পদক জিততে সাহায্য করেছেন, তাঁদের হঠাৎ সরিয়ে দেওয়া হয়েছে। এতে আমার অনুশীলনে ব্যাঘাত ঘটে প্রবল ভাবে। তার মধ্যে একজন কোচ হলেন দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত সন্ধ্যা গুরুংজি। দু’জনকেই অনেক অনুরোধের পরে অনুশীলনে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে অনেক দেরিতে।

লভলিনা আরও লিখেছেন, অনুশীলনে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং তাতে মানসিক ভাবে ক্ষতি হয়েছে। এখন আমার কোচ সন্ধ্যা গুরুংজিকে কমনওয়েলথ ভিলেজে থাকতে দেওয়া হচ্ছে না। ঢোকার অনুমতিও নেই। গেমসের আগে আট দিন আমার অনুশীলন বন্ধ ছিল।

আমার দ্বিতীয় কোচকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক অনুরোধের পরেও মানসিক ভাবে অত্যাচারিত হতে হয়েছে। জানি না কী ভাবে গেমসে ফোকাস করব। রাজনীতির মুখের উপর জবাব দিতে পদক জিততে চাই।তার বাবা টিকেন অবশ্য মেয়েকে উপদেশ দিয়েছেন এসব ভুলে গিয়ে নিজের খেলার উপর মনোযোগ দিতে। সারাদেশ তার মেয়ের দিকে তাকিয়ে আছে।