Tag Archives: manipur attack

Manipur: আবারও অশান্ত মণিপুর, মুহুর্মুহু বোমা-গুলি, মৃত চার

ইম্ফল: ফের অশান্ত হয়ে উঠল মণিপুর। রবিবার, রাজধানী শহর ইম্ফলের দক্ষিণ জেলায় সশস্ত্র বাহিনীর হানায় এক মহিলা সহ মোট চার জনের মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: মাঝরাস্তায় বসে আছেন ব্যক্তি, দূর থেকে ধেয়ে এল ট্রাক! তারপর যা ঘটল! রইল ভিডিও
পুলিশ সূত্রে খবর, পাহাড়ি অঞ্চল থেকে নিচু উপত্যকা অঞ্চলে এলোপাথাড়ি গুলিবর্ষণ করা হয়। মূলত পার্শ্ববর্তী কোরটুক এবং কাডাংবান্দ এলাকায় ভারী গুলিবর্ষণের ফলে এক মহিলা-সহ মোট চার জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে এক আট বছরের শিশু কন্যাও রয়েছে।
হঠাৎ এই হামলায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষ এলাকা ছেড়ে দূরে নিরাপদ এলাকায় পালাতে শুরু করেন। ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে প্রশাসন।

জানা গিয়েছে মৃত মহিলার নাম নাগানবাম সুরবালা দেবী(৩১)। তাঁর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়াও সুরবালার মেয়ে এন রবার্ট-কেও জখম অবস্থায় ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে।
গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে রাজ্য এবং কেন্দ্রের নিরাপত্তাবাহিনী। ঠিক কী কারণে এই হামলা ঘটল সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।

Manipur CM Convoy: মণিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের কনভয়ে হামলা! গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার, তুমুল চাঞ্চল্য

ইম্ফল: ভোট মিটতেই মণিপুরে ভয়ঙ্কর কাণ্ড! সন্দেহভাজন কুকি জঙ্গিরা সোমবার সকালে জাতীয় সড়ক ৩৭-এ, ইম্ফল-জিরিবাম সড়কের পাশে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে হামলা চালায় বলে অভিযোগ।

এই অতর্কিত হামলায় একজন পুলিশ অফিসার আহত হয়েছেন বলে খবর। পুলিশ সূত্র জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ইম্ফল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে টি লাইজং গ্রামে। সকাল ১০.৪০ মিনিট নাগাদ এই হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: নারদ মামলায় শুভেন্দু অধিকারী কেন গ্রেফতার হননি? আদালতে উঠল প্রশ্ন, তুমুল চাঞ্চল্য!

যে এলাকায় এই হামলা চলেছে, তা কাংপোকপি জেলার নিউ কেইথেলমানবি থানার আওতাধীন। ওই হামলায় যে পুলিশ আধিকারিক আহত হয়েছেন, তাঁর নাম মোইরাংথেম আজেশ (৩২), তিনি বিষ্ণুপুর জেলার থাঙ্গা নাগারম লেইকাইয়ের বাসিন্দা। তার ডান কাঁধের পিছনে গুলি লেগেছে বলে খবর। তাঁকে ইম্ফলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, দিল্লি থেকে ইম্ফলে ফিরে মুখ্যমন্ত্রী জিরিবাম জেলা পরিদর্শনে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। বিগত কিছুদিন যাবৎ জিরিবামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। তা পরিদর্শনেই সেখানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর।