Tag Archives: Manoj Verma

Kolkata Police New CP Manoj Verma: একের পর এক বড় অভিযান, কে এই মনোজ ভার্মা? কলকাতার নতুন পুলিশ কমিশনারের বিষয়ে এই তথ্যগুলি চমকে দেবে

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের ক্রমাগত আন্দোলনের চাপে শেষ পর্যন্ত সরাতে হল পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মনোজ ভার্মা। কে এই মনোজ ভার্মা?
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের ক্রমাগত আন্দোলনের চাপে শেষ পর্যন্ত সরাতে হল পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মনোজ ভার্মা। কে এই মনোজ ভার্মা?
১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ ভার্মা। এর আগে রাজ্য পুলিশে এডিজি (আইন-শৃঙ্খলা) ছিলেন। এবার শুরু হতে চলেছে তাঁর নতুন ইনিংস।
১৯৯৮ ব্যাচের আইপিএস অফিসার মনোজ ভার্মা। এর আগে রাজ্য পুলিশে এডিজি (আইন-শৃঙ্খলা) ছিলেন। এবার শুরু হতে চলেছে তাঁর নতুন ইনিংস।
মঙ্গলবার কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন তিনি। রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে দক্ষতার সঙ্গে সামলেছেন মনোজ ভার্মা।
মঙ্গলবার কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন তিনি। রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে দক্ষতার সঙ্গে সামলেছেন মনোজ ভার্মা।
১৯৬৮ সালে রাজস্থানের সওয়াই মাধোপুরে জন্ম মনোজের। মাত্র ৩০ বছরেই UPSC পরীক্ষায় পাশ করেন। কলকাতার পুলিশ কমিশনার হওয়ার আগে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন।
১৯৬৮ সালে রাজস্থানের সওয়াই মাধোপুরে জন্ম মনোজের। মাত্র ৩০ বছরেই UPSC পরীক্ষায় পাশ করেন। কলকাতার পুলিশ কমিশনার হওয়ার আগে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের কাজ করেছিলেন মনোজ। অ্যান্টি মাওবাদী স্কোয়াড তৈরি করে লালমাটি জুড়ে মাওবাদীদের কার্যকলাপ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই অফিসার।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের কাজ করেছিলেন মনোজ। অ্যান্টি মাওবাদী স্কোয়াড তৈরি করে লালমাটি জুড়ে মাওবাদীদের কার্যকলাপ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই অফিসার।
একসময় 'কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স'-এর দায়িত্ব ছিল মনোজের কাঁধে। দুর্দান্ত কর্মদক্ষতার কারণে অল্প সময়ের মধ্যে তাঁর প্রোমোশনও হয়। ডিআইজি র‍্যাঙ্কে উন্নীত হয়ে তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে চলে যান।
একসময় ‘কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স’-এর দায়িত্ব ছিল মনোজের কাঁধে। দুর্দান্ত কর্মদক্ষতার কারণে অল্প সময়ের মধ্যে তাঁর প্রোমোশনও হয়। ডিআইজি র‍্যাঙ্কে উন্নীত হয়ে তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে চলে যান।
দার্জিলিংয়ের আইজি-ও হয়েছিলেন। অনেকেই হয়তো জানেন, গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলনে যখন উত্তপ্ত হয়ে উঠেছিল পাহাড়, তখনও এগিয়ে এসেছিলেন এই মনোজ।
দার্জিলিংয়ের আইজি-ও হয়েছিলেন। অনেকেই হয়তো জানেন, গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলনে যখন উত্তপ্ত হয়ে উঠেছিল পাহাড়, তখনও এগিয়ে এসেছিলেন এই মনোজ।
বাম জমানায় মাওবাদী-দমনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন মনোজ ভার্মা। ২০০৯ সালে পুলিশ বয়কট হঠাতে লালগড়-সহ জঙ্গলমহলে বিশেষ দায়িত্ব দেওয়া হয় তাঁকে। পশ্চিম মেদিনীপুরের SP হিসেবে মনোজের নেতৃত্বেই মাওবাদী দমনে অভিযান চলে।
বাম জমানায় মাওবাদী-দমনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন মনোজ ভার্মা। ২০০৯ সালে পুলিশ বয়কট হঠাতে লালগড়-সহ জঙ্গলমহলে বিশেষ দায়িত্ব দেওয়া হয় তাঁকে। পশ্চিম মেদিনীপুরের SP হিসেবে মনোজের নেতৃত্বেই মাওবাদী দমনে অভিযান চলে।
কিষেণজির এনকাউন্টারের সময় CIF-এর প্রধান ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকের দায়িত্বও ছিলেন IPS মনোজ ভার্মা। এবার ADG আইনশৃঙ্খলা থেকে কলকাতার CP হলেন তিনি।
কিষেণজির এনকাউন্টারের সময় CIF-এর প্রধান ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকের দায়িত্বও ছিলেন IPS মনোজ ভার্মা। এবার ADG আইনশৃঙ্খলা থেকে কলকাতার CP হলেন তিনি।