Tag Archives: Mohonbagan

ISL: আইএসএল-এর শুরুতেই ফিরল ডুরান্ডের আতঙ্ক! ২ গোলে এগিয়েও আটকে গেল মোহনবাগান

কলকাতা: ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ভঙ্গিতে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন বাগানের কোচ হোসে মোলিনা। প্রথম একাদশে জেসন কামিন্স, গ্রেগ স্টুয়ার্ট এবং কিছুটা পিছিয়ে দিমিত্রি পেত্রাতোস। রক্ষণে ছিলেন আলবার্তো রদ্রিগেজ। কিন্তু ম্যাচ শেষে রক্ষণ নিয়ে চিন্তার ভাঁজ গভীর হয়েছে কোচ থেকে মোহন সমর্থকদের।
ম্যাচের চার মিনিটের মাথাতেই মুম্বইয়ের প্রথম গোল হয়ে যায়। লালিয়ানজুয়ালা ছাংতের থেকে জন তোরাই পাস পেয়ে বল জালে জড়িয়ে দেন। কিন্তু লাইন্সম্যান পতাকা তুলে জানিয়ে দেন অফসাইড জানিয়ে দেন।  মুম্বইয়ের বিপিন অফসাইডে থাকায় গোল গ্রাহ্য হয়নি।

আরও পড়ুন: ৯০০ গোলের পর এবার এমন রেকর্ড গড়লেন রোনাল্ডো, যা বিশ্বে কারও নেই
এরপরে ম্যাচের আট মিনিটে এগিয়ে যায় মোহনবগান। রক্ষণের ভুলে খুব সহজে গোল পেয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। বাঁ দিক থেকে দৌড়ে এসে বক্সে ঢুকে পড়েন লিস্টন কোলাসো। দ্রুত গতির সেই বল ধরতে পারেননি মুম্বইয়ের গোলকিপার ফুর্বা লাচেনপা। জন তিরির পায়ে লেগে মুহূর্তেই তা মুম্বইয়ের জালে জড়িয়ে যায়। এরপরেই অবশ্য সমতা ফেরানোর সুযোগ পায় মুম্বই। ছাংতেকে পাস বাড়িয়ে দেন বিপিন। সেখান থেকে তা কারেলিসের দিকে। কিন্তু ফাঁকা গোল পেয়েও বাইরে বল মারেন কারেলিস।

আরও পড়ুন: রক্ষণ নিয়ে রয়েছে চিন্তা! মরশুম শুরুতে জয়ের লক্ষ্যে কোন রণনীতি মোহনবাগান কোচের

ঠিক এরপর থেকেই ম্যাচে নিজের আধিপত্য বিস্তার করতে থাকে মোহনবাগান। অন্যদিকে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ হারাতে থাকে মুম্বই। কোনও পাসই নিজেদের মধ্যে ঠিক ভাবে রাখতে পারছিল না তাঁরা। ম্যাচের ২৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে মোহনবাগান। কামিংসের বাড়ানো বল পান আশিস রাই। নিখুঁত ক্রসে তা গ্রেগ স্টুয়ার্টের উদ্দেশে বাড়িয়ে দেন তিনি। এরপরে স্টুয়ার্টের সাজানো বলে গোল করেন আলবার্তো। দ্বিতীয় অর্ধেো নিজেদের দাপট বজায় রাখলেও রক্ষণের ফাঁকফোঁকর বারবার বেরিয়ে পড়ছিল মোহন ব্রিগেডের। ম্যাচের ৭০ মিনিটের মাথায় প্রথম গোল শোধ করে মুম্বই। আর ম্যাচ শেষ হওয়ার কিছু মুহূর্ত আগে মোহনবাগানের জালে বল জড়িয়ে ড্র করে মুম্বই।

Durand Cup: ডার্বি বাতিল হলেও ডুরান্ডের সেমিফাইনাল-ফাইনাল হোক কলকাতাতেই, বার্তা তিন প্রধানের

কলকাতা: নিরাপত্তার স্বার্থে গত রবিবার ডার্বি বাতিল করে দিয়েছিল প্রশাসন। কলকাতা থেকে ডুরান্ড কাপ প্রতিযোগিতা গোটাটাই সরিয়েও নিয়ে যাওয়া হয়েছে। এরপরে যৌথভাবে কলকাতার প্রধান তিন দল আবেদন জানাল, ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল যেন কলকাতার বুকেই আয়োজিত হয়। এরসঙ্গেই আরজি করের তরুণী চিকিৎসক যেন সুবিচার পান, দোষীর যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় সেই দাবিতেও একযোগে তিন প্রধান বিবৃতি দিয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান। এখানেই উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদের আবহে নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে সেই কারণেই ডুরান্ড কাপের ডার্বি বাতিল করা হয়। সেই সিদ্ধান্তের প্রতিবাদে, রবিবার শামিল হন কলকাতার ফুটবলপ্রেমীরা।
গত রবিবার বহু প্রতীক্ষিত ডার্বিতে আরজি কর কাণ্ডের প্রতিবাদের গ্যালারিতে ‘প্রতিবাদী’ টিফো নামানোর পরিকল্পনা ছিল বাংলার ফুটবল ময়দানের দুই প্রধানের ইস্টবেঙ্গল-মোহনবাগানের। এর মধ্যেই আচমকা ‘বড় ম্যাচ’ বাতিল করে দেয় বিধাননগর কমিশনারেট। জানানো হয় পুলিশি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেই আশঙ্কায় তা বাতিল করা হল। এই প্রসঙ্গে রবিবারই, সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ” কিছু লোক গণ্ডগোল করতে পারে আমরা আগাম খবর পাই। উপস্থিত ৬০-৬২ হাজার দর্শককে নিরাপত্তার কথা ভেবেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।”

আরও পড়ুন: ইস্টবেঙ্গল গ্যালারিতে ন্যায়বিচারের দাবি, শামিল ফুটবলাররাও!ময়দানে চলছে প্রতিবাদ
কিন্তু, প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে ডার্বি না হলেও শহরের রাজপথের দখল নেন ফুটবলপ্রেমীরা। সল্টলেক স্টেডিয়ামের সামনে মিশে যায় ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান মাঠের তিন প্রধানের স্বর। তিন সমর্থকদের হঠাতে লাঠিচার্জও করে পুলিশ। ডুরান্ড কাপ কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলেও অন্য শহরে গিয়েও আরজি কর নিয়ে পাশে থাকার বার্তা দিয়ে যান বাংলার ফুটবলাররা। এহেন পরিস্থিতিতে সেমিফাইনাল এবং ফাইনাল যাতে কলকাতার বুকে আয়োজিত হয় সেই আবেদন করেছে বাংলার তিন প্রধান ফুটবল দল।