Tag Archives: Monkey Pox

Monkey Pox in India: কেরলে ফের হানা মাঙ্কিপক্সের? মালাপুরমে হাসপাতালে ভর্তি এক যুবক, পরীক্ষার জন্য পাঠানো হল নমুনা

নয়াদিল্লি: দেশে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে মাঙ্কিপক্স, ভিনদেশ থেকে এক ব্যক্তির দেহে এই ভাইরাসের উপসর্গ পাওয়ার দরুন তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কেরলের মালাপুরম জেলার বাসিন্দা ওই ব্যক্তির দেহে মাঙ্কি পক্সের উপসর্গ পাওয়া মাত্রই তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ওই জেলার এক স্বাস্থ্য আধিকারিক জনানা, কেরলে কিছুদিন আগে এক রোগী অসুস্থ হয়ে জেলা হাসপাতালে আসেন। তাঁকে সেখান থেকে সঙ্গে সঙ্গেই একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এরপরেই তাঁর দেহের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ছাড়তে হবে সরকারি বাসভবন, হাতে সময় এক সপ্তাহ! তারপর কোথায় থাকবেন কেজরিওয়াল?
এই প্রসঙ্গে এক স্বাস্থ্য আধিকারিক জানান, “ওই ব্যক্তিকে মঞ্জেরি মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। আমাদের সন্দেহ তাঁর মাঙ্কিপক্স হতে পারে। ইতিমধ্যেই তাঁর নমুনা সংগ্রহ করে কোঝিকোড় মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এখনও পরীক্ষার ফলাফল আসেনি।”
এর আগে গত সপ্তাহে বছর ২৬-এর এক ব্যক্তিকে হরিয়ানার হিসার থেকে মাঙ্কিপক্সে পজিটিভ হিসাবে দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন: রোগীর থেকে ১ টাকা বেশি নেওয়ার শাস্তি! চাকরি গেল সরকারি হাসপাতালের কর্মীর
যদিও এই ঘটনাকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিচ্ছিন্ন ঘটনা বলে চিহ্নিত করেছেন। তিনি জানান ২০২২ সাল থেকে এখনও পর্যন্ত সারা দেশে মোট ৩০ জন এই রোগে আক্রান্ত হয়েছেন তবে এখনই এই রোগ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানান তিনি।

Monkeypox- মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি ভর্তি দিল্লির হাসপাতালে, আশঙ্কার মেঘ ভারতেও? কী বলছেন ডাক্তাররা?

নয়াদিল্লি: ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। বিশ্বের পাশাপাশি দেশের মধ্যেও সতর্কতা জারি করেছে কেন্দ্র। কিছুদিন আগেই ভারতের সীমান্ত হয়ে আসা ব্যক্তিদের শারীরিক পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সাইবার ক্রাইম রুখতে যুদ্ধ ঘোষণা ভারতের! নেওয়া হচ্ছে এই বিশেষ উদ্যোগ

বিভিন্ন বিমানবন্দরেও চলছে মাঙ্কিপক্সের উপসর্গ চিহ্নিত করার কাজ। এর মাঝেই দিল্লিতে এক ব্যক্তির দেহে মাঙ্কি পক্সের উপস্থিতি পাওয়া গিয়েছে। তাঁর নমুনা সংগ্রহ করে তাঁকে ‘পজিটিভ’ ঘোষণা করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই তাঁকে দিল্লির একটি হাসপাতালে একটি আইসোলেশনের ওয়ার্ডে রাখা হয়েছে।
কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা দিল্লির এইমস এবং সফদরজং, আরএমএল, এবং হার্ডিং হাসপাতালে আলাদা দুটি বিশেষ ওয়ার্ড শুধুমাত্র মাঙ্কিপক্সের জন্য তৈরি রাখতে বলেছেন।

আরও পড়ুন: দূরপাল্লার ট্রেনে একা মহিলাযাত্রী? ভয় পাবেন না! আপনার সুরক্ষায় আছে ‘মেরি সহেলী’
নয়াদিল্লিতে অবস্থিত ডাক্তার আম্বেদকর সেন্টার ফর বায়োমেডিক্যাল রিসার্চের ডিরেক্টর ডাক্তার সুনীত কে সিং জানান, মাঙ্কিপক্সের দুটি টাইপ থাকে মূলত। একটি ক্লাড ১ এবং দ্বিতীয়টি ক্লাড ২। এখন যে ভাইরাস সব জায়গায় ছড়িয়ে পড়ছে সেটা ক্লাড ১ ভাইরাস তা পূর্ব এবং মধ্য আফ্রিকায় ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্সকে বিশ্বের জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করেছে। কিন্তু, ভারতে এই ভাইরাস এখনও পর্যন্ত তেমন ভাবে মহামারীর আকার নিতে পারেনি বলেই জানিয়েছেন ডাক্তার সুনীত। তাই এখনই আশঙ্কার কিছু নেই বলেও জানান তিনি।

Monkey Pox: ভারতে ভয় দেখাচ্ছে ‘মাঙ্কি পক্স’, কী কী পদ্ধতি মেনে হবে রোগীর চিকিৎসা ? জানাল এইমস

নয়াদিল্লি: ভারতেও ভয় দেখাচ্ছে মাঙ্কি পক্স! চলতি মাসের শুরুতে কেরলের ত্রিশূরে মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে মৃত্যু হয় ২২ বছর বয়সী এক যুবকের। দিল্লিতেও মিলেছে মাঙ্কিপক্সে আক্রান্তের হদিস, সংক্রমিত ব্যক্তির বিদেশসফরের কোনও যোগ নেই। এর আগে কেরলে যে তিন জন মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছিলেন, তাঁরা সকলেই বিদেশ থেকে ফিরেছিলেন। বিশ্ব জুড়ে ৭৫টি দেশে ১৮ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র তরফে মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করা করা হয়েছে। ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার মাঙ্কি পক্স নিয়ে সতর্কতা জারি করল হু।

হাসপাতালে মাঙ্কি পক্সে আক্রান্ত বা মাঙ্কি পক্স হতে পারে, এই সন্দেহে ভর্তি হওয়া রোগীর চিকিৎসায় কী কী সাবধানতা অবলম্বন করতে হবে? বিজ্ঞপ্তি জারি করল অল ইন্ডিয়া ইন্সটিট্যিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এইমস।

হাসপাতালে যদি কোন-ও রোগী জ্বর, র‍্যাশ বা মাঙ্কি পক্স আক্রান্তের সংস্পর্শে আসার ইতিহাস নিয়ে ভর্তি হন, তাহলে শুরুতেই তৎপর হতে হবে। মাঙ্কি পক্ষ-এর মূল উপসর্গগুলি চিহ্নিত করতে হবে, যেমন– জ্বর, মাথাব্যথা, পিঠে ব্যথা, লিমফ নোড ফুলে যাওয়া, কাঁপুনি, ক্লান্তি ও ত্বকে র‍্যাশ।

মাঙ্কি পক্স সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে শুরুতেই আইসোলেশনে রাখতে হবে। এইমস দিল্লির হাসপাতালের যে বেডগুলি মাঙ্কি পক্স সন্দেহে ভর্তি হওয়া রোগীদের জন্য সংরক্ষিত–33, 34, 35, 36, 37। এমার্জেন্সির সিএমও বলার পর এই বেড মাঙ্কি পক্স সন্দেহে ভর্তি হওয়া রোগীকে দেওয়া হবে। প্রাথমিকভাবে রোগীকে রাখা হবে মেডিসিন বিভাগ AB-7-এ, সেখান থেকে পাঠানো হবে সফদরজং হাসপাতালে।

রোগী মাঙ্কি পক্সে আক্রান্ত হলে Integrated Diseade Surveillance Programme- এর আধিকারিকদের সঙ্গে ৮৭৪৫০১১৭৮৪ নম্বরে যোগাযোগ করতে হবে। জানাতে হবে রোগীর শারীরিক অবস্থা কেমন? রোগীর যোগাযোগ নম্বর ও ঠিকানা ।

মাঙ্কি পক্স আক্রান্তের চিকিৎসা হবে দিল্লির সফদরজং হাসপাতালে। মাঙ্কি পক্স হতে পারে, এমন কোনও রোগী হাসপাতালে এলে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর সফদরজং হাসপাতালে রেফার করা হবে। রোগীকে নিয়ে যাওয়ার জন্য আলাদা অ্যাম্বুল্যান্স থাকবে। আপৎকালীন বিভাগে কর্মরত কর্মীদের ৮৯২৯৬৮৩৮৯৮ নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্স কো-অর্ডিনেটরকে জানাতে হবে। পিপিই কিট পরে রোগীর চিকিৎসা করা বাধ্যতামূলক। গোটা চিকিৎসাপদ্ধতির ডকুমেন্টেশন রাখতে হবে।

মাঙ্কি পক্স পশুবাহিত রোগ। যে ধরনের পশুর শরীর থেকে এই রোগ ছড়ানোর আশঙ্কা, তাদের বাস মূলত রেন ফরেস্টে। চিকেন পক্সের ক্ষেত্রে শরীরে র‌্যাশ কিংবা ফুসকুড়ি বেরোয়। কিন্তু মাঙ্কি পক্সের ক্ষেত্রে সারা গায়ের পাশাপাশি, লসিকাবাহেও ছড়িয়ে পড়ে সংক্রমণ। এই ভাইরাসের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। আশির দশকে প্রথম মাঙ্কি পক্সের খোঁজ মেলে। তারপর থেকে মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতেই এই রোগ সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন ভারতেও এই রোগ উদ্বেগ বাড়াচ্ছে।

Mpox: ভয়ঙ্কর ভাইরাসের হানা পাকিস্তানে, ‘এমার্জেন্সি’ ঘোষণা করল WHO! কোন ভাইরাস, কতটা ভয়ঙ্কর জানেন?

ইসলামাবাদ: ভয়ঙ্কর খবর এল পাকিস্তান থেকে। পাকিস্তানে আবার মারণ রোগের কোপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এমার্জেন্সি ঘোষণার পরদিনই পাকিস্তানে মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল। জানা গিয়েছে, পাকিস্তানে এমপক্স বা মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত তিনজনের খোঁজ মিলেছে। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বে।

এর আগে সুইডেনেও মিলেছিল মাঙ্কি পক্সের খোঁজ। এবার মিলল পাকিস্তানে। জানা গিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশ থেকে অতি সংক্রামক এক রোগে আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্তরা সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাকিস্তানে এসেছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বলুন তো, পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী কোনটি? বাঘ-সিংহ-সাপ কোনওটাই কিন্তু নয়, নামটা শুনে মাথায় হাত দেবেন নিশ্চিত

প্রসঙ্গত, Mpox ভাইরাসের কেস শুধুমাত্র আফ্রিকাতেই পাওয়া যেত, কিন্তু এখন আফ্রিকার বাইরেও এই ভাইরাস আক্রান্তের খোঁজ মিলতে শুরু করেছে। স্বাস্থ্য সংস্থা একে ‘গ্রেড ৩ জরুরি’ হিসাবে শ্রেণিবদ্ধ করেছে, যার অর্থ এটি অবিলম্বে মনোযোগ দেওয়া প্রয়োজন। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২৭ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় ১১০০ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাস এখন পূর্ব কঙ্গো থেকে রুয়ান্ডা, উগান্ডা, বুরুন্ডি এবং কেনিয়াতে ছড়িয়ে পড়েছে।

এদিকে, পাক স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৩৪ বছরের এক যুবক গত ৩ অগস্ট সৌদি আরব থেকে দেশে ফেরেন। পেশওয়ারে কয়েকদিন থাকার পরই তাঁর উপসর্গ দেখা দেয়, খাইবার মেডিক্যাল ইউনিভার্সিটিতে পরীক্ষা করালে, তার রিপোর্ট পজিটিভ আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও আক্রান্তের সংস্পর্শে আসার ফলেই ওই যুবক আক্রান্ত হয়েছে। আক্রান্ত যুবকের সংস্পর্শে আসা বিমানের সমস্ত যাত্রীদের পরীক্ষা করা হবে। ২০২৩ সালেও পাকিস্তানের করাচি জিন্না আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনজন মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছিল। ১১ জন আক্রান্তের খোঁজ মিলেছিল গত বছর।