Tag Archives: monkeys

Viral Video: এ যেন ‘খতরো কে খিলাড়ি’! বাঁদরের বিপজ্জনক খেলা দেখে আঁতকে উঠলেন নেটিজেনরা, ভিডিও ভাইরাল

বাঁদর যে বাঁদরামি করবে, এটাই তো স্বাভাবিক! তবে একদল বাঁদরের বাঁদরামির দৃশ্য ক্যামেরাবন্দি হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমতো হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। অনেকে আবার বিষয়টার সঙ্গে রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’-র বেশ মিলও পাচ্ছেন। ইনস্টাগ্রামে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তা দেখে মনে হচ্ছে যেন এক বিপজ্জনক খেলায় মেতে উঠেছে ওই বাঁদরের দল।

কী দেখা যাচ্ছে ওই ভিডিওতে? ভাইরাল ভিডিও-র শুরুতে দেখা যাচ্ছে, একটি বিশাল উঁচু বিল্ডিংয়ের ছাদে বসে রয়েছে একদল বাঁদর। আচমকাই দু’টি ইলেকট্রিক কেবল তার ধরে ঝুলে পড়ে একটি বাঁদর। এবার ঠিক জিপ-লাইনের মতো তার দুটিকে ব্যবহার করে ঝুলতে ঝুলতে দিব্যি এ-প্রান্ত থেকে ও-প্রান্তের একটি গাছের দিকে চলে যেতে দেখা যায় বাঁদরটিকে। এরপর দেখাদেখি আর একটি বাঁদরকেও ঝুলতে ঝুলতে এ-দিক ও-দিক করতে দেখা গিয়েছে। শেষে অন্য বাঁদরদেরও নিজেদের পালা আসার জন্য ওই বিল্ডিংয়ের ছাদেই অপেক্ষা করতে দেখা যায়।

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওটির ভিউ ইতিমধ্যে ১৭ লক্ষ পার করে গিয়েছে। নেটিজেনরা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন বাঁদরদের সাহসী স্টান্টের এই দৃশ্য। কমেন্ট বাক্স ভরে উঠেছে নেটিজেনদের নানা মজাদার মন্তব্যে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “কোনও রকম সুরক্ষা ছাড়া জিপ-লাইন।” আর এক নেটিজেন আবার লিখেছেন, “এপ-দের দুনিয়া থেকে আসা বিশেষ বাহিনী।” একজন লিখেছেন, “মাউন্টেন ডিউয়ের শক্তি।” অন্য নেটাগরিকের আবার মন্তব্য, “বিয়ার গ্রিলস আল্টিমেট।” এক ব্যবহারকারী লিখেছেন, “সর্বোচ্চ স্তরের কম্যান্ড প্রশিক্ষণ।” অন্য এক নেটিজেন লিখেছেন, “ওদের আবাসস্থলে আমাদের সুন্দর শহর গড়ে তুলে আমরা ওদের জন্য একটা বিনোদন পার্ক বানিয়ে দিয়েছি।”

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

এখানেই শেষ নয়, এক ব্যবহারকারী আবার মজা করে বিষয়টার সঙ্গে ‘খতরোঁ কে খিলাড়ি’ রিয়েলিটি শো-এর তুলনা করেন। এমনকী ওই শোয়ের আসন্ন সিজনের প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি লেখেন, “খতরোঁ কে খিলাড়ি-র এই সিজনের নতুন খেলোয়াড়।”

সর্বনাশ! গাছ থেকে পড়ে মারা যাচ্ছে বাঁদরের দল, পৃথিবীর কি এবার ঘোর বিপদ!

নয়াদিল্লি: ভয়াবহ তাপদাহের কবলে মেক্সিকো। মানুষের পাশাপাশি পশুরাও কষ্ট পাচ্ছে। অবস্থা এতটাই খারাপ যে বাঁদরের দল গাছ থেকে পড়ে মারা যাচ্ছে।

তাবাসকো রাজ্যে অন্তত ৮৩টি বানরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই হাউলার বানর তাদের গর্জনের জন্য পরিচিত। স্থানীয় বাসিন্দারা কিছু বাঁদরকে উদ্ধার করেছে। পাঁচটি বাঁদরকে স্থানীয় পশুচিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কোনওভাবে তাদের জীবন বাঁচানো যায়।

চিকিৎসক সার্জিও ভ্যালেনজুয়েলা বলেন, ‘ডিহাইড্রেশন ও জ্বর নিয়ে গুরুতর অবস্থায় এসেছিল বাঁদরগুলি। তাপপ্রবাহের কারণে এই ঘটনা ঘটেছে।’ মেক্সিকোতে প্রচণ্ড তাপপ্রবাহে মার্চ থেকে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- বছরের পর বছর নষ্ট হবে না ঘরে মজুত করে রাখা গম, প্রয়োজন হবে না কোনও রাসায়নিকেরও

পশু চিকিৎসকের মতে, তাপপ্রবাহের কারণে কয়েক ডজন হাউলার বানর মারা গেছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, মৃত বানরের সংখ্যা শতাধিক হতে পারে।

হাউলার বানর সাধারণত খুব হিংস্র হয়। এই বাঁদর ৩ ফুট লম্বা হতে পারে। পুরুষ বাঁদর ৩০ পাউন্ডেরও বেশি ওজনের হয়। ২০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে।

জীববিজ্ঞানী গিলবার্তো পোজো অন্তত ৮৩টি মৃত বানর শনাক্ত করেছেন। তারা এই বানরগুলোকে গাছের নিচে মাটিতে মৃত বা অজ্ঞান অবস্থায় দেখতে পান। প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেই বলেছেন, গাছ থেকে আপেলের মতো পড়ছিল বাঁদরের দল।

বাঁদরগুলি মারাত্মক ডিহাইড্রেশনের শিকার হয়। কয়েক মিনিটের মধ্যেই মারা যায় তারা। পোজো বলছিলেন, বেঁচে থাকা বাঁদরগুলি ইতিমধ্যে দুর্বল হয়ে পড়েছিল। গাছ থেকে পড়ে গিয়ে তারা মারাত্মক জখম হয়েছিল। তাঁর মতে, প্রচণ্ড তাপ, খরা এবং দাবানল বানরদের মৃত্যুর জন্য দায়ী। বাঁদররা জল, ছায়া ও ফলমূল পাচ্ছে না।ব

আরও পড়ুন- পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটা? দেখে নিন বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশের তালিকা

মেক্সিকোতে এখন প্রচণ্ড গরম। ৯ মে পর্যন্ত মেক্সিকোর অন্তত নয়টি শহরে রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সীমান্ত রাজ্য তামাউলিপাসের সিউদাদ ভিক্টোরিয়াতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের কারণে হ্রদ ও জলাশয় শুকিয়ে গিয়েছে।