Tag Archives: mumbai flood

Nashik On Alert: গোদাবরীর জলস্তর বিপদসীমার উপরে, বিস্তীর্ণ গ্রাম জলের তলায় , নাসিক জুড়ে জারি সতর্কতা

নাসিক: সারা রাজ্যে জুড়ে বন্যা পরিস্থিতি৷ তবে কেবল রাজ্য নয়, একই সমস্যা সারা দেশ জুড়ে৷ বেশ কয়েকদিন আগে থেকেই মুম্বই-সহ সমগ্র মহারাষ্ট্র জুড়ে লাগাতার বৃষ্টিপাত হয়েছে৷

যার কারণে গোদাবরীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ ফলে প্রশাসনের তরফ থেকে নাগরিকদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে৷

আরও পড়ুন: ‘‘এখানে বিপর্যয় ঘটে গিয়েছে’’ ভূমিধসের খবর দেন নিথু জোজো, বাঁচা হল না তাঁরও

একজন প্রশাসন আধিকারিক বলেছেন, মহারাষ্ট্রের নাসিকে অবিরাম বৃষ্টিপাতের জন্য গঙ্গাপুর বাঁধ থেকে প্রায় ৪,০০০ কিউসেক জল ছাড়া হয়েছে৷ বিকেল ৪টের সময় এই জল ছাড়া হয়েছিল৷ এই গঙ্গাপুর বাঁধ নাসিক জেলায় জল সরবরাহ করে৷

আরও পড়ুন: গন্ডাতুইসা মহকুমার সার্বিক উন্নয়নে ২৩৯ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ, অশান্ত বরদাস্ত করব না, ঘোষণা মাণিক সাহার

জল ছাড়ার কারণে, গোদাবরীতে জলের স্তর অনেক বৃদ্ধি পেয়েছে৷ ফলে বেশ কিছু গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ ফলে প্রশাসনের তরফ থেকে নাসিক জেলার আশেপাশের শহর ও গোদাবরীর তীরে বসবাসকারী বাসিন্দাদের জরুরি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে৷

রবিবার, নাসিকের রামকুন্ড, গোদাঘাটের মন্দিরগুলোও জলে ডুবে গিয়েছে৷ বিকেলে বিখ্যাত দুতন্ড্যা মূর্তির কোমর পর্যন্ত জল পৌঁছে গিয়েছিল৷
নাসিক জেলা জুড়ে জুন মাস থেকে এখনও পর্যন্ত ৪৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে৷

Mumbai Weather Report: টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত মুম্বই শহর, জারি হলুদ সতর্কতা

মুম্বই: বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের কিছু অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে৷ যার ফলে শহর ও শহরতলির বেশ কিছু অংশে জল জমে গিয়েছে৷ এরফলে মুম্বই শহর জুড়ে প্রবল যানজটেরও সৃষ্টি হয়েছে।

কিন্তু এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মুম্বইয়ের আবহাওয়ার দ্রুত উন্নতি হওয়ার কোনও আশা নেই৷ ভারতীয় আবহাওয়া বিভাগের তরফ থেকে এখানে ‘হলুদ’ সতর্কতা জারি রয়েছে৷

বৃহস্পতিবার সারাদিন শহর জুড়ে বিক্ষিপ্ত থেকে মাঝারি ও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷ মনে করা হচ্ছে, এই দিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৪ ডিগ্রি সেলসিয়াস৷

আরও পড়ুন: ব্যাঙ্গালোরের আবহাওয়ায় মুগ্ধ হয়ে কলকাতা ছাড়তে চাইলেন এক ব্যক্তি, আর যা করতে চাইলেন জানলে চমকে যাবেন!

সকাল থেকেই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ‘গান্ধি মার্কেট’, ‘দাদার’, ‘হিন্দমাতা’, ‘পারেল’, ‘আন্ধেরি সাবওয়ে’ সহ বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল৷ ফলে এই সব অঞ্চল জুড়েও ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

অবশ্য রেল পরিষেবা স্বাভাবিক ছিল বলেই খবর পাওয়া যাচ্ছে৷ পশ্চিম রেল এবং সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে এই দাবি-ই করা হয়েছিল৷ তবে কয়েকজন যাত্রী অভিযোগ করেছিলেন কয়েকটি ট্রেন ১0 থেকে ১৫ মিনিট দেরিতে চলছিল৷ বিশেষ করে মধ্য রেলওয়েতে এই সমস্যা গুলো হচ্ছিল৷

আরও পড়ুন:বাজেটের আগে মন বুঝতে সচেষ্ট রেল, যাত্রীদের সঙ্গে কথা বলছেন রেলের শীর্ষকর্তারা

যদিও বিএমসির একজন মুখপাত্র জানিয়েছেন এখনও অবধি জলজমার কোনও রিপোর্ট নেই৷ বৃহন্মুম্বাই বিদ্যুৎ ও পরিবাহন দপ্তর (BEST) থেকে জানানো হয়েছে অতিরিক্ত বৃষ্টিতেও বাসের পরিষেবা স্বাভাবিক ছিল৷ এমনকি কোনও বৃষ্টির কারণে শহর ও শহরতলির কোথাও কোনও বাসের রুট ঘোরানো হয়নি৷

(IMD’s regional office) আইএমডির আঞ্চলিক সূত্রে জানানো হয়েছে আগের দিন সকাল ৮টা থেকে পরের দিন সকাল ৮টা এই ২৪ ঘণ্টার মধ্যে মুম্বই শহরে গড়ে প্রায় 83 মিমি বৃষ্টিপাত হয়েছে৷ শহরের পূর্ব অংশে ৪৫ মিমি এবং পশ্চিমাঞ্চলে 39 মিমি বৃষ্টিপাত হয়েছে।

‘আইএমডি’ (IMD) তরফ থেকে বৃহস্পতিবার জোয়ারের সময় আরব সাগরের ঢেউয়ের উচ্চতা সমুদ্রতলদেশ থেকে ৩ মিটার উচ্চতায় পৌঁছতে পারে। গত দুই-তিন দিন ধরে হালকা বৃষ্টিপাতের পর বুধবার সন্ধে থেকে শহর জুড়ে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে৷

মহারাষ্ট্রের কোঙ্কন-গোয়া অঞ্চলে বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে৷ বৃহস্পতিবার দক্ষিণ মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়ার বেশিরভাগ জায়গা এবং উত্তর মধ্য মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷

Mumbai Flood: বৃষ্টিপাতে বিপর্যস্ত মুম্বই শহর, আগামী তিন দিনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

মুম্বই: সোমবার মুম্বইয়ে সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছিল৷ ভারতীয় আবহাওয়া বিভাগের রিপোর্ট অনুযায়ী এখনই বৃষ্টি থেকে স্বস্তির কোনও আশা নেই৷ বরং বুধবার শহরের বেশ কয়েকটা অংশে ‘হলুদ সতর্কতা’ জারি ছিল৷ আগামী ১২ থেকে ১৪ জুলাইয়ে মুম্বইয়ের সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ সতর্কবার্তা জারি করে বলেছে, “আগামী তিন দিন মুম্বইয়ের বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’’

আরও পড়ুন: হিট অ্যান্ড রান মামলায় মুম্বই পুলিশের হাতে গ্রেফতার শিবসেনা নেতা রাজেশ সাহের ছেলে

অতিভারী বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যেই মুম্বই ও মহারাষ্ট্রের অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ যার জের পড়তে শুরু করেছে বিমান পরিষেবাতেও৷ কেবল মহারাষ্ট্র নয়, দেশের অন্যান্য অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ আবহাওয়া দপ্তর দেশের বিভিন্ন জায়গাতেই হলুদ ও লাল সতর্কতা জারি করেছে৷

মধ্য মহারাষ্ট্র এবং দেশের অন্যান্য অংশেও ভারী বৃষ্টির সতর্কতা

সর্বশেষ ‘IMD’র পূর্বাভাস অনুযায়ী শুধু মুম্বই নয়, ১২ থেকে ১৫ জুলাই কোঙ্কন, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে৷ আগামী পাঁচ দিনের মধ্যে গোয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে। গুজরাটেও আজ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বিহারে ফের ভেঙে পড়ল সেতু! ১৫ দিনে সাতবার ঘটল একই ঘটনা

আবহাওয়া দপ্তর খবর অনুযায়ী, আগামী পাঁচ দিনে কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, কেরল ও মাহে, লাক্ষাদ্বীপ ও কর্ণাটকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল এবং রায়ালসিমাতেও।

সোমবার প্রবল বৃষ্টিপাতের সাক্ষী ছিল মুম্বই

সোমবার থেকেই মুম্বই জুড়ে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়৷ যার ফলে শহরে সর্বত্র জল জমে যায়৷ এর ফলে লোকাল ট্রেন, বাস এবং বিমান পরিষেবা ব্যাহত হয়। অতিভারী বৃষ্টিপাতের কারণে সোমবার শহরের স্কুল ও কলেজগুলি বন্ধও ছিল৷ সেইদিন একটা থেকে সাতটা, মাত্র ৬ ঘণ্টার মধ্যে প্রায় রেকর্ড ৬০০ মিমি বৃষ্টিপাত হয়েছিল৷ ‘RMC’ ইতিমধ্যেই মুম্বই, রায়গড়, রত্নাগিরি এবং সিন্ধুদূর্গ সহ বেশ কয়েকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও পুনে এবং সাতারাতেও লাল সতর্কতা জারি রয়েছে।