Tag Archives: Red Alert

IMD Severe Heatwave Alert: ‘সিভিয়ার হিটওয়েভ অ্যালার্ট’…! বইছে চরম ‘লু’, দক্ষিণবঙ্গের ৬ জেলায় লাল-কমলা সতর্কতা, সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত? বিরাট আপডেট দিল আলিপুর

দক্ষিণবঙ্গের ৬ জেলার ৯ শহরে সিভিয়ার হিট ওয়েভ। অতি তীব্র তাপপ্রবাহ হাওড়া দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
দক্ষিণবঙ্গের ৬ জেলার ৯ শহরে সিভিয়ার হিট ওয়েভ। অতি তীব্র তাপপ্রবাহ হাওড়া দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
এই জেলাগুলির উলুবেরিয়া ডায়মন্ড হারবার মেদিনীপুর ক্যানিং কলাইকুন্ডা, বর্ধমান পানাগড় আসানসোল এবং ব্যারাকপুরে তাপপ্রবাহের মাত্রা তীব্র হয়েছে।
এই জেলাগুলির উলুবেরিয়া ডায়মন্ড হারবার মেদিনীপুর ক্যানিং কলাইকুন্ডা, বর্ধমান পানাগড় আসানসোল এবং ব্যারাকপুরে তাপপ্রবাহের মাত্রা তীব্র হয়েছে।
সবচেয়ে বেশি তাপমাত্রা এদিন ছিল কলাইকুন্ডাতে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রী সেলসিয়াস বেশি।
সবচেয়ে বেশি তাপমাত্রা এদিন ছিল কলাইকুন্ডাতে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রী সেলসিয়াস বেশি।
পানাগর এই দিন স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যদিও এদিন পানাগরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ওঠে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
পানাগর এই দিন স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল যদিও এদিন পানাগরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ওঠে ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
দীঘা , সাগর আইল্যান্ড এবং বসিরহাট ছাড়া দক্ষিণবঙ্গের সব এলাকাতেই তাপপ্রবাহ চরম তাপপ্রবাহ এবং প্রতি তীব্র তাপপ্রবাহ দহন জ্বালায় বাসিন্দারা
দীঘা , সাগর আইল্যান্ড এবং বসিরহাট ছাড়া দক্ষিণবঙ্গের সব এলাকাতেই তাপপ্রবাহ চরম তাপপ্রবাহ এবং প্রতি তীব্র তাপপ্রবাহ দহন জ্বালায় বাসিন্দারা
কলকাতাতেও এদিন ৪১.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয় যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
কলকাতাতেও এদিন ৪১.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয় যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
উত্তরবঙ্গের একমাত্র মালদাতে হিটওয়েভ ছিল বাকি আর কোথাও তাপপ্রবাহের মাপকাঠি পেরতে পারেনি সর্বোচ্চ তাপমাত্রা। তবে গরম ও অস্বস্তি অব্যাহত ছিল।
উত্তরবঙ্গের একমাত্র মালদাতে হিটওয়েভ ছিল বাকি আর কোথাও তাপপ্রবাহের মাপকাঠি পেরতে পারেনি সর্বোচ্চ তাপমাত্রা। তবে গরম ও অস্বস্তি অব্যাহত ছিল।
এক নজরে দেখে নেওয়া যাক আজ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা। রইলশহরের নাম/ সর্বোচ্চ তাপমাত্রা/ স্বাভাবিকের তুলনায় বেশি/ তাপমাত্রার মাপকাঠি।
এক নজরে দেখে নেওয়া যাক আজ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা। রইল শহরের নাম/ সর্বোচ্চ তাপমাত্রা/ স্বাভাবিকের তুলনায় বেশি/ তাপমাত্রার মাপকাঠি।
মালদা- ৪০.৬/ ০৫.৬/HW, দার্জিলিং- ২০.৮/০২.২, কোচবিহার- ৩৪.৩/০৩.৪, জলপাইগুড়ি- ৩৩.২/ ০১.৪, আলিপুরদুয়ার-৩৩.০/০২.১, কালিম্পং -২৫.৫/০০.৬, বাগডোগরা- ৩৪.৮/০৩.০
মালদা- ৪০.৬/ ০৫.৬/HW, দার্জিলিং- ২০.৮/০২.২, কোচবিহার- ৩৪.৩/০৩.৪, জলপাইগুড়ি- ৩৩.২/ ০১.৪, আলিপুরদুয়ার-৩৩.০/০২.১, কালিম্পং -২৫.৫/০০.৬, বাগডোগরা- ৩৪.৮/০৩.০
কলকাতা-৪১.১/ ০৫.৫/ HW, দম দম -৪১.১/ ০৫.৫/ HW, উলুবেরিয়া -৪১.৫ /০৮.০ /SHW, ডায়মন্ড হারবার- ৪১.০/০৬.৭/SHW, মেদিনীপুর -৪৩.৫/০৬.৭/ SHW, দিঘা-৩৬.৫/ ০৩.৭, কৃষ্ণনগর- ৪২.০/ ০৫.৭/ HW
কলকাতা-৪১.১/ ০৫.৫/ HW, দম দম -৪১.১/ ০৫.৫/ HW, উলুবেরিয়া -৪১.৫ /০৮.০ /SHW, ডায়মন্ড হারবার- ৪১.০/০৬.৭/SHW, মেদিনীপুর -৪৩.৫/০৬.৭/ SHW, দিঘা-৩৬.৫/ ০৩.৭, কৃষ্ণনগর- ৪২.০/ ০৫.৭/ HW
বাঁকুড়া-৪৩.২/ ০৫.৫/ HW, শ্রীনিকেতন - ৪২.০/ ০৫.৬/ HW, বহরমপুর -৪১.২ /০৪.৮/ HW, সল্টলেক- ৪১.৮/ ০৫.৮/ HW, ক্যানিং-৪২.০ /০৬.৫/ SHW, কন্টাই -৪১.০/০৫.৪/ HW, হলদিয়া -৩৮.৯/ ০৫.৩/ HW, মগরা-৪০.৫/০৫.৫/HW
বাঁকুড়া-৪৩.২/ ০৫.৫/ HW, শ্রীনিকেতন – ৪২.০/ ০৫.৬/ HW, বহরমপুর -৪১.২ /০৪.৮/ HW, সল্টলেক- ৪১.৮/ ০৫.৮/ HW, ক্যানিং-৪২.০ /০৬.৫/ SHW, কন্টাই -৪১.০/০৫.৪/ HW, হলদিয়া -৩৮.৯/ ০৫.৩/ HW, মগরা-৪০.৫/০৫.৫/HW
কলাইকুণ্ড- ৪৫.৮/০৯.০, বর্ধমান- ৪৩.০/০৭.৪/ SHW, পানাগড়- ৪৪.৬/০৯.০/ SHW, আসানসোল-৪২.৫/০৭.২/ SHW, পুরুলিয়া-৪২.৭/০৪.৫/HW, ব্যারাকপুর - ৪৩.২ /০৭.২/ SHW, সুরি- ৪২.০ / ০৫.৬ /HW, ঝাড়গ্রাম- ৪৩.০/০৬.২/ HW
কলাইকুণ্ড- ৪৫.৮/০৯.০, বর্ধমান- ৪৩.০/০৭.৪/ SHW, পানাগড়- ৪৪.৬/০৯.০/ SHW, আসানসোল-৪২.৫/০৭.২/ SHW, পুরুলিয়া-৪২.৭/০৪.৫/HW, ব্যারাকপুর – ৪৩.২ /০৭.২/ SHW, সুরি- ৪২.০ / ০৫.৬ /HW, ঝাড়গ্রাম- ৪৩.০/০৬.২/ HW

Severe Heatwave Alert: আসছে ভয়ঙ্কর দিন…! ভাঙল ৫০ বছরের রেকর্ড, তাপপ্রবাহের চোখরাঙানিতে দক্ষিণে জারি রেড অ্যালার্ট…! আবহাওয়ার বিরাট পূর্বাভাস

তীব্র গরম। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বৈশাখের অর্ধেক সময় পেরিয়ে গেলেও এখনও বৃষ্টির কোনও আশা দেখছে না দক্ষিণবঙ্গ গরমের চোটে কাটাতে হচ্ছে নিদ্রাহীন রাত। দিনভর থাকতে হচ্ছে ঘরবন্দী। মেঘমুক্ত আকাশে দেখে আসছে বিরক্তি।
তীব্র গরম। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বৈশাখের অর্ধেক সময় পেরিয়ে গেলেও এখনও বৃষ্টির কোনও আশা দেখছে না দক্ষিণবঙ্গ গরমের চোটে কাটাতে হচ্ছে নিদ্রাহীন রাত। দিনভর থাকতে হচ্ছে ঘরবন্দী। মেঘমুক্ত আকাশে দেখে আসছে বিরক্তি।
পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, গরমের চোটে মানুষের অবস্থা খারাপ। তার ওপর আবার লাগাতার তাপপ্রবাহ চলছে। অন্যদিকে বৈশাখ মাসে বিগত দু'দিনে ফিরেছে পুরনো সেই চেনা ছবি। বাতাসে বেড়েছে আদ্রতার পরিমাণ। ফলে তীব্র গরমের পাশাপাশি গলদঘর্ম অবস্থার শিকার হতে হচ্ছে সবাইকে।
পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, গরমের চোটে মানুষের অবস্থা খারাপ। তার ওপর আবার লাগাতার তাপপ্রবাহ চলছে। অন্যদিকে বৈশাখ মাসে বিগত দু’দিনে ফিরেছে পুরনো সেই চেনা ছবি। বাতাসে বেড়েছে আদ্রতার পরিমাণ। ফলে তীব্র গরমের পাশাপাশি গলদঘর্ম অবস্থার শিকার হতে হচ্ছে সবাইকে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে বাতাসে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। ফলে আদ্রতা জনিত অস্বস্তি আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে গরম তাপপ্রবাহ এবং আদ্রতা নাকাল করে ছাড়বে মানুষকে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে বাতাসে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। ফলে আদ্রতা জনিত অস্বস্তি আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে গরম তাপপ্রবাহ এবং আদ্রতা নাকাল করে ছাড়বে মানুষকে।
আবহ বিজ্ঞানীরা বলছেন, সূর্যদেবের এই কড়া চোখরাঙানি আগামী কয়েকদিন এখনও সহ্য করতে হবে। এপ্রিল মাসে গরম থেকে মুক্তি পাওয়ার আশা নেই। উল্টে মে মাসের প্রথম সপ্তাহে পরিস্থিতি বেশি গুরুতর হবে। বৃষ্টি না হওয়ার ফলে গরম আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে মনে করছেন কেউ কেউ।
আবহ বিজ্ঞানীরা বলছেন, সূর্যদেবের এই কড়া চোখরাঙানি আগামী কয়েকদিন এখনও সহ্য করতে হবে। এপ্রিল মাসে গরম থেকে মুক্তি পাওয়ার আশা নেই। উল্টে মে মাসের প্রথম সপ্তাহে পরিস্থিতি বেশি গুরুতর হবে। বৃষ্টি না হওয়ার ফলে গরম আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বলে মনে করছেন কেউ কেউ।
আগামী কয়েকদিন কেমন কাটবে? হাওয়া অফিস সূত্রের খবর, এবছর পশ্চিম বর্ধমান সর্বোচ্চ তাপমাত্রা সব রেকর্ড ভেঙে ফেলতে পারে। এছাড়াও কলকাতা-সহ বেশ কয়েকটি জেলা গরমে রেকর্ড তৈরি করবে। আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের কোথাও সেই অর্থে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর।
আগামী কয়েকদিন কেমন কাটবে? হাওয়া অফিস সূত্রের খবর, এবছর পশ্চিম বর্ধমান সর্বোচ্চ তাপমাত্রা সব রেকর্ড ভেঙে ফেলতে পারে। এছাড়াও কলকাতা-সহ বেশ কয়েকটি জেলা গরমে রেকর্ড তৈরি করবে। আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের কোথাও সেই অর্থে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর।

 

IMD Weather Update: রেড অ্যালার্ট…! বুধেই শুরু তাপপ্রবাহের স্পেল, শুক্র-শনি আরও ভয়ঙ্কর! কলকাতাতেও কি অশনি সঙ্কেত? আবহাওয়ার বিরাট আপডেট দিল আলিপুর

বুধবার থেকে তাপপ্রবাহের স্পেল শুরু হবে। আবার বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে চরম তাপপ্রবাহের পূর্বাভাস। কাল বুধবার থেকে ফের ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা।
বুধবার থেকে তাপপ্রবাহের স্পেল শুরু হবে। আবার বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তে চরম তাপপ্রবাহের পূর্বাভাস। কাল বুধবার থেকে ফের ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা।
শুক্রবার নির্বাচনের দিন রায়গঞ্জে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। স্থানীয়ভাবে বজগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
শুক্রবার নির্বাচনের দিন রায়গঞ্জে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। স্থানীয়ভাবে বজগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
আজ হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের দুই তিন জেলায়। বৃষ্টিতে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে।
আজ হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের দুই তিন জেলায়। বৃষ্টিতে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। আজকেও চরম তাপপ্রবাহের লাল সতর্কতা পূর্ব মেদিনীপুরে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা দক্ষিণ ২৪ পরগনায়।  দু- এক জায়গায় ।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। আজকেও চরম তাপপ্রবাহের লাল সতর্কতা পূর্ব মেদিনীপুরে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা দক্ষিণ ২৪ পরগনায়। দু- এক জায়গায় ।
এগারো জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা । পশ্চিম বর্ধমান উত্তর ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হুগলী পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই দশ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা।  কলকাতা ও হাওড়া তাপপ্রবাহের থেকে মুক্ত।
এগারো জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা । পশ্চিম বর্ধমান উত্তর ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হুগলী পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই দশ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা ও হাওড়া তাপপ্রবাহের থেকে মুক্ত।
বুধবার থেকে ফের বাড়বে গরম; চড়বে পারদ। তাপমাত্রা ২ /৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা।
বুধবার থেকে ফের বাড়বে গরম; চড়বে পারদ। তাপমাত্রা ২ /৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা।
 চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। রীতিমতো লু বইবার সম্ভাবনা।
চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। রীতিমতো লু বইবার সম্ভাবনা।
বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান হুগলি বীরভূম ঝাড়গ্রাম এই নয় জেলাতে ।
বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই চার জেলাতে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা পূর্ব বর্ধমান হুগলি বীরভূম ঝাড়গ্রাম এই নয় জেলাতে ।
শুক্রবার ও শনিবার চরমে উঠবে আবহাওয়া।  কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলাতে লু বইবার পরিস্থিতি।
শুক্রবার ও শনিবার চরমে উঠবে আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমের জেলাতে লু বইবার পরিস্থিতি।
উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে। নিচের দিকে জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আর উপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে। নিচের দিকে জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আর উপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা।
নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি আজ। বুধবার থেকে এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে।
নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি আজ। বুধবার থেকে এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে।
দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

Heatwave Red Alert: দহনের রেড অ্যালার্ট! দক্ষিণবঙ্গের ৬ জেলায় অতি তীব্র তাপপ্রবাহ, ৯ জেলায় তীব্র তাপপ্রবাহ! জ্বলন কতদিন পর্যন্ত চলবে, জানুন

তপ্ত বৈশাখে দগ্ধ হওয়ার পালা আপাতত জারি থাকবে দক্ষিণবঙ্গে। ক্রমশ বাড়ছে ভয়ঙ্কর গরমের অসহনীয় কষ্ট।
তপ্ত বৈশাখে দগ্ধ হওয়ার পালা আপাতত জারি থাকবে দক্ষিণবঙ্গে। ক্রমশ বাড়ছে ভয়ঙ্কর গরমের অসহনীয় কষ্ট।

 

সাপ্তাহিক ছুটির দিন রবিবারও নিস্তার নেই তাপপ্রবাহ থেকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার তীব্র তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে।
সাপ্তাহিক ছুটির দিন রবিবারও নিস্তার নেই তাপপ্রবাহ থেকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার তীব্র তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে।

 

আবহবিদদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে তীব্র তাপপ্রবাহ। লাল সতর্কতা জারি করা হয়েছে ৬ জেলায়। সেই জেলাগুলিতে জারি করা হয়েছে অতি তীব্র তাপপ্রবাহ।
আবহবিদদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে তীব্র তাপপ্রবাহ। লাল সতর্কতা জারি করা হয়েছে ৬ জেলায়। সেই জেলাগুলিতে জারি করা হয়েছে অতি তীব্র তাপপ্রবাহ।

 

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান হল সেই ৬ জেলা। রবিবার পর্যন্ত জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহ জারি থাকবে।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান হল সেই ৬ জেলা। রবিবার পর্যন্ত জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহ জারি থাকবে।

 

তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে।
তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে।

 

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বুধবার পর্যন্ত। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে।
দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বুধবার পর্যন্ত। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে।

 

দক্ষিণবঙ্গের বাকি ৯ জেলায় চলবে তীব্র তাপপ্রবাহ। বুধবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের বাকি ৯ জেলায় চলবে তীব্র তাপপ্রবাহ। বুধবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

 

স্বাভাবিকের তুলনায় কোনও অঞ্চলের তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে।
স্বাভাবিকের তুলনায় কোনও অঞ্চলের তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে।

 

পাশাপাশি স্বাভাবিকের তুলনায় কোনও এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তাকে তীব্র তাপপ্রবাহ বলে।
পাশাপাশি স্বাভাবিকের তুলনায় কোনও এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তাকে তীব্র তাপপ্রবাহ বলে।