Tag Archives: New York

India vs Pakistan: বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-পাকিস্তান ম্যাচ? কী বলছে ওয়েদার আপডেট

টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান মেগা ম্যাচ নিয়ে চড়ছে পারদ। দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের দ্বৈরথের আগে রয়েছে জোড়া চিন্তা। প্রথম চিন্তা আমেরিকার নিম্নমানের পিচ। ফলে সেখানে ব্যাটাররা কতটা সাফল্য পাবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এর পাশাপাশি আরও একটি বিষয় যা চিন্তা বাড়িয়েছে তা হল আবহাওয়া। ম্যাচ হওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

ভারত-পাকিস্তান ম্যাচ হেবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ম্যাচ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আর সেই বৃষ্টি কম-বেশি চলতে পারে বিকেল পর্যন্ত। ফলে ম্যাচ পুরো ২০ ওভারের করা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এমনকী অতিরিক্ত বৃষ্টি হলে ম্যাচ ভেস্তেও যেতে পারে।

নিউইয়র্কের স্থানীয় সময়ে ম্যাচটি হবে সকাল সাড়ে দশটায়। অ্যাকুওয়েদারের দাবি অনুযায়ী, রবিবার গোটা দিনই নিউইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময়ে সকালে ১১টা নাগাদ ৫১ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ খেলা শুরুর আধ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে। বিকেল ৪টে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৪৫-৫০ শতাংশ রয়েছে। এর পরে বৃষ্টির পরিমাণ কমে ৩০ শতাংশে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ India vs Pakistan: ভারত-পকিস্তান ম্যাচে দুই দলেই বড় বদল? পিচের ‘জুজু’ নিয়ে চিন্তায় রোহিত-বাবররা

প্রসঙ্গত, একটি টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে কোনও রিজার্ভ ডে নেই। ফলে ম্যাচে বৃষ্টি হলে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করবে আম্পায়াররা। আর খেলা হলে কম পক্ষে ৫ ওভার করে ম্যাচ হতে হবে। একান্তই যদি ম্যাচ না হয়, তাতে চাপ বাড়বে পাকিস্তানের। কারণ প্রথম ম্যাচ আমেরিকার কাথে হেরে বসে আছে বাবররা।

India vs Pakistan: নিউ ইয়র্ক থেকে সরে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ? কী জানাল আইসিসি

আগামী রবিবার টি-২০ বিশ্বকাপের মহারণ। আরও একবার আইসিসি ইভেন্টে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান।
আগামী রবিবার টি-২০ বিশ্বকাপের মহারণ। আরও একবার আইসিসি ইভেন্টে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তান।
কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের আগে টি-২০ বিশ্বকাপের পিচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। টি-২০ বিশ্বকাপে নিম্নমানের পিচ নিয়ে প্রথম থেকেই কথা উঠেছে।
কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের আগে টি-২০ বিশ্বকাপের পিচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। টি-২০ বিশ্বকাপে নিম্নমানের পিচ নিয়ে প্রথম থেকেই কথা উঠেছে।
বিবিসি-র এক রিপোর্ট অনুযায়ী ভারতীয় দল পিচ নিয়ে হতাশ। সে কথা আয়োজক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানানো হয়েছে বলেও সূত্রের খবর।
বিবিসি-র এক রিপোর্ট অনুযায়ী ভারতীয় দল পিচ নিয়ে হতাশ। সে কথা আয়োজক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানানো হয়েছে বলেও সূত্রের খবর।
ফলে নিউয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্দজাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ম্যাচ সরানো হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। অবশেষ উত্তর দিল আইসিসি।
ফলে নিউয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্দজাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ম্যাচ সরানো হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। অবশেষ উত্তর দিল আইসিসি।
পিচ নিয়ে সমালোচনা হলেও আইসসির তরফ থেকে জানানো হয়েছে নিউইয়র্ক থেকে ভারত বনাম পাকিস্তান ম্যাচ সরানোর কোনওরকম পরিকল্পনাই নেই।
পিচ নিয়ে সমালোচনা হলেও আইসসির তরফ থেকে জানানো হয়েছে নিউইয়র্ক থেকে ভারত বনাম পাকিস্তান ম্যাচ সরানোর কোনওরকম পরিকল্পনাই নেই।

Viral News: নদীতে চুম্বক ফেলতেই উঠে এল লাখ লাখ টাকা! রাতারাতি কোটিপতি দম্পতি! জানুন

পৃথিবীতে কত কী যে ঘটে! তার কিছুটা মাত্র আমরা বুঝতে পারি! এই যেমন গরীব, না খেতে পাওয়া অবস্থা থেকে একটা কোটি টাকার লটারি কখন যে বদলে দেবে আপনার জীবন কে বলতে পারে! আবার কখন কে যে সব হারাবে তাও জানা যায় না! সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা জানলে আপনি চমকে যাবেন! photo source collected
পৃথিবীতে কত কী যে ঘটে! তার কিছুটা মাত্র আমরা বুঝতে পারি! এই যেমন গরীব, না খেতে পাওয়া অবস্থা থেকে একটা কোটি টাকার লটারি কখন যে বদলে দেবে আপনার জীবন কে বলতে পারে! আবার কখন কে যে সব হারাবে তাও জানা যায় না! সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা জানলে আপনি চমকে যাবেন! photo source collected
টাকা কে না চায়! কিন্তু বেশি টাকা উপার্জন সকলে করতে পারে না! ঠিক মতো চাকরি জোটে না! বা অনেক কিছুই কারণ থাকতে পারে! মানুষ তখন নিজের ভাগ্যকে দোষ দেয়! photo source collected
টাকা কে না চায়! কিন্তু বেশি টাকা উপার্জন সকলে করতে পারে না! ঠিক মতো চাকরি জোটে না! বা অনেক কিছুই কারণ থাকতে পারে! মানুষ তখন নিজের ভাগ্যকে দোষ দেয়! photo source collected
তবে ঝট করে চদি আপনি একবারে প্রায় কোটি টাকা পেয়ে যান তাহলে কী করবেন? নিশ্চয় সে সময় আর ভাগ্যকে দোষ দেবেন না! ঠিক এমন ঘটনা ঘটেছে এই দম্পতির সঙ্গে! photo source collected
তবে ঝট করে চদি আপনি একবারে প্রায় কোটি টাকা পেয়ে যান তাহলে কী করবেন? নিশ্চয় সে সময় আর ভাগ্যকে দোষ দেবেন না! ঠিক এমন ঘটনা ঘটেছে এই দম্পতির সঙ্গে! photo source collected
নিউ-ইয়র্কের এক দম্পতির জীবন রাতারাতি বদলে গেল! এই দম্পতি নিয়ম করে নিউ ইয়র্কের একটি লেকে মাছ ধরতে যেতেন! এখানে তাঁরা মাচ ধরার বড়শিতে চুম্বক লাগিয়ে রাখেন। যার ফলে নদী থেকে অনেক সময় অনেক কিছু উঠে আসে! photo source collected
নিউ-ইয়র্কের এক দম্পতির জীবন রাতারাতি বদলে গেল! এই দম্পতি নিয়ম করে নিউ ইয়র্কের একটি লেকে মাছ ধরতে যেতেন! এখানে তাঁরা মাচ ধরার বড়শিতে চুম্বক লাগিয়ে রাখেন। যার ফলে নদী থেকে অনেক সময় অনেক কিছু উঠে আসে! photo source collected
নিউ ইয়র্কের কোরোনা পার্কের একটি ছোট্ট নদী বা লেক বলা চলে, সেখানেই মাছ ধরতে গিয়ে একেবারে কোটি পতি হয়ে গেলেন জেমস কেনে ও বারবি আগোসতানি।
নিউ ইয়র্কের কোরোনা পার্কের একটি ছোট্ট নদী বা লেক বলা চলে, সেখানেই মাছ ধরতে গিয়ে একেবারে কোটি পতি হয়ে গেলেন জেমস কেনে ও বারবি আগোসতানি।
তাঁরা লেকে বড়শিঁতে চুম্বক লাগিয়ে নদীতে ফেলতেই উঠে আসে একটি লোহার বাক্স। খুব বড় নয়! সেই বাক্স খুলতেই তাঁরা দেখেন সেখানে রয়েছে ১ লক্ষ ডলার যা ভারতীয় টাকার ৮৩ লাখ টাকা! photo source collected
তাঁরা লেকে বড়শিঁতে চুম্বক লাগিয়ে নদীতে ফেলতেই উঠে আসে একটি লোহার বাক্স। খুব বড় নয়! সেই বাক্স খুলতেই তাঁরা দেখেন সেখানে রয়েছে ১ লক্ষ ডলার যা ভারতীয় টাকার ৮৩ লাখ টাকা! photo source collected

New York Stadium: পার্ককেই বানিয়ে ফেলা হয়েছে ৩৪ হাজার আসনের আস্ত স্টেডিয়াম, টি২০ বিশ্বকাপে এখানেই খেলবে ভারত-পাকিস্তান

মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সাজো সাজো রব। আইসিসি টি২০ বিশ্বকাপের প্রস্তুতি চলছে জোরকদমে। সম্প্রতি নিউইয়র্কে তৈরি হয়েছে ৩৪ হাজার আসনের নতুন স্টেডিয়াম। সেখানেই হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ফুটছে গোটা নিউইয়র্ক। গত বুধবার স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ২০২৪ টি২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার তথা জামাইকান অ্যাথলিট উসেইন বোল্ট। নিউইয়র্কের ২৫ মাইল পূর্বে অবস্থিত এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে ‘নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’। Photo Courtesy: ICC
মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সাজো সাজো রব। আইসিসি টি২০ বিশ্বকাপের প্রস্তুতি চলছে জোরকদমে। সম্প্রতি নিউইয়র্কে তৈরি হয়েছে ৩৪ হাজার আসনের নতুন স্টেডিয়াম। সেখানেই হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ফুটছে গোটা নিউইয়র্ক। গত বুধবার স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ২০২৪ টি২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডার তথা জামাইকান অ্যাথলিট উসেইন বোল্ট। নিউইয়র্কের ২৫ মাইল পূর্বে অবস্থিত এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে ‘নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’। Photo Courtesy: ICC
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সদ্য নির্মিত এই স্টেডিয়ামের একটি ভিডিও শেয়ার করেছেন এক ইউজার। ভিডিও-তে দেখা যাচ্ছে, ঝকঝকে স্ট্যান্ড, গালিচার মতো সবুজ ঘাসে মোড়া মাঠের মাঝখানে পিচ। আর মাঠের মাঝখানে একটা বিশাল ক্রিকেট বল। ভিডিও-র ক্যাপশনে এক্স ইউজার লিখেছেন, “উইকেট এসেছে অ্যাডিলেড থেকে। মাত্র ২ মাসের মধ্যে তৈরি হয়েছে স্টেডিয়াম। ৩৪ হাজার দর্শক ধরবে। ২ সপ্তাহের মধ্যে শুরু হবে বিশ্বকাপ। দৈত্যাকার বল”। Photo Courtesy: ICC
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সদ্য নির্মিত এই স্টেডিয়ামের একটি ভিডিও শেয়ার করেছেন এক ইউজার। ভিডিও-তে দেখা যাচ্ছে, ঝকঝকে স্ট্যান্ড, গালিচার মতো সবুজ ঘাসে মোড়া মাঠের মাঝখানে পিচ। আর মাঠের মাঝখানে একটা বিশাল ক্রিকেট বল। ভিডিও-র ক্যাপশনে এক্স ইউজার লিখেছেন, “উইকেট এসেছে অ্যাডিলেড থেকে। মাত্র ২ মাসের মধ্যে তৈরি হয়েছে স্টেডিয়াম। ৩৪ হাজার দর্শক ধরবে। ২ সপ্তাহের মধ্যে শুরু হবে বিশ্বকাপ। দৈত্যাকার বল”। Photo Courtesy: ICC
মডিউলার স্টেডিয়াম নিয়ে কমেন্ট বক্সে অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ইউজারের দাবি, খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান খেলা হবে ক্রিকেট। তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রে ক্রিকেট অবশ্যই বড় খেলা হতে চলেছে”। আরেক ইউজার ক্রিকেট পিচ দেখে মুগ্ধ। তিনি বলছেন, নিখুঁত দেখাচ্ছে। লিখেছেন, “খুব ভাল লাগছে। বিশাল ইভেন্ট শুরু হতে চলেছে। আশা করি আমেরিকা এর পিছনে থাকবে”। Photo Courtesy: ICC
মডিউলার স্টেডিয়াম নিয়ে কমেন্ট বক্সে অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ইউজারের দাবি, খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান খেলা হবে ক্রিকেট। তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রে ক্রিকেট অবশ্যই বড় খেলা হতে চলেছে”। আরেক ইউজার ক্রিকেট পিচ দেখে মুগ্ধ। তিনি বলছেন, নিখুঁত দেখাচ্ছে। লিখেছেন, “খুব ভাল লাগছে। বিশাল ইভেন্ট শুরু হতে চলেছে। আশা করি আমেরিকা এর পিছনে থাকবে”। Photo Courtesy: ICC
ভবিষ্যতে এই স্টেডিয়ামে শুধুই ক্রিকেট খেলা হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, “ওয়াও। ৩৪ হাজার দর্শক। দুর্দান্ত। তবে মনে হয় না, ভবিষ্যতে এখানে শুধুই ক্রিকেট হবে”। আরেক ক্রিকেট অনুরাগী বলছেন, “এত ভাল স্টেডিয়াম হবে আশা করিনি। মনে হয়েছিল, একটা জগাখিচুড়ি পাকাবে”। Photo Courtesy: ICC
ভবিষ্যতে এই স্টেডিয়ামে শুধুই ক্রিকেট খেলা হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, “ওয়াও। ৩৪ হাজার দর্শক। দুর্দান্ত। তবে মনে হয় না, ভবিষ্যতে এখানে শুধুই ক্রিকেট হবে”। আরেক ক্রিকেট অনুরাগী বলছেন, “এত ভাল স্টেডিয়াম হবে আশা করিনি। মনে হয়েছিল, একটা জগাখিচুড়ি পাকাবে”। Photo Courtesy: ICC
মাত্র মাস তিনেক আগেও এটা ছিল পার্ক। বিকেলে ছোটরা খেলাধুলো করত। পার্কের বেঞ্চে আড্ডা জমাতেন বৃদ্ধ-বৃদ্ধারা। মার্কিন যুক্তরাষ্ট্র টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার পর পার্কের ভোল বদলে ৩৪ হাজার আসনের স্টেডিয়াম তৈরি করা হয়। স্টেডিয়ামে সাধারণ আসন থেকে শুরু করে প্রিমিয়াম, ভিআইপি, হসপিটালিটি স্যুট রয়েছে। রয়েছে পার্টি ডেক এবং ক্যাবানাও। Photo: X/@T20WorldCup
মাত্র মাস তিনেক আগেও এটা ছিল পার্ক। বিকেলে ছোটরা খেলাধুলো করত। পার্কের বেঞ্চে আড্ডা জমাতেন বৃদ্ধ-বৃদ্ধারা। মার্কিন যুক্তরাষ্ট্র টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার পর পার্কের ভোল বদলে ৩৪ হাজার আসনের স্টেডিয়াম তৈরি করা হয়। স্টেডিয়ামে সাধারণ আসন থেকে শুরু করে প্রিমিয়াম, ভিআইপি, হসপিটালিটি স্যুট রয়েছে। রয়েছে পার্টি ডেক এবং ক্যাবানাও। Photo: X/@T20WorldCup