Tag Archives: News Business Idea

Money Making Tips: বৃষ্টি নেই তাতে কী! যে কোনও মরশুমে এই চাষে হাজার হাজার লাভ! দেরি করবেন না

*কিছু টাকা বেশি লাভের আশায় চাষ করে থাকেন কৃষকেরা। যে মরশুমে যে চাষ করলে বেশি লাভবান হওয়া সম্ভব তা জানতে হবে আগে। তাহলে এই চাষের থেকে অধিক মাত্রায় মুনাফা অর্জন করতে পারবেন কৃষকেরা। প্রতীকী ছবি। 
*কিছু টাকা বেশি লাভের আশায় চাষ করে থাকেন কৃষকেরা। যে মরশুমে যে চাষ করলে বেশি লাভবান হওয়া সম্ভব তা জানতে হবে আগে। তাহলে এই চাষের থেকে অধিক মাত্রায় মুনাফা অর্জন করতে পারবেন কৃষকেরা। প্রতীকী ছবি। 
*বর্তমানে বৃষ্টি কমেছে। আবারও রোদের কারণে তাপমাত্রা বাড়তে শুরু করেছে জেলার। ফলে এই মরশুমে কাঁকরোল চাষ করে লাভের মাত্রা বাড়াতে পারবেন কৃষকেরা। প্রতীকী ছবি। 
*বর্তমানে বৃষ্টি কমেছে। আবারও রোদের কারণে তাপমাত্রা বাড়তে শুরু করেছে জেলার। ফলে এই মরশুমে কাঁকরোল চাষ করে লাভের মাত্রা বাড়াতে পারবেন কৃষকেরা। প্রতীকী ছবি। 
*কাঁকরোল চাষ করতে খুব একটা বেশি সময় কিংবা খাটনি হয় না। খরচ হয় তুলনামূলকভাবে অনেকটাই কম। তবে মুনাফা থাকে খরচের দ্বিগুণেরও বেশি। একবার এই চাষ শুরু করলে বছরের পর বছর এই চাষ করা যায় খুব সহজেই। প্রতীকী ছবি। 
*কাঁকরোল চাষ করতে খুব একটা বেশি সময় কিংবা খাটনি হয় না। খরচ হয় তুলনামূলকভাবে অনেকটাই কম। তবে মুনাফা থাকে খরচের দ্বিগুণেরও বেশি। একবার এই চাষ শুরু করলে বছরের পর বছর এই চাষ করা যায় খুব সহজেই। প্রতীকী ছবি। 
*কোচবিহারের দেওয়ানহাট এলাকার এক কাঁকরোল চাষি রাজু রায় জানান, "দীর্ঘ প্রায় সাত থেকে আট বছরের বেশি সময় ধরে তিনি এই চাষ করছেন। প্রতিবছর বেশ ভাল পরিমাণ মুনাফা তিনি অর্জন করতে পারেন। এই কাজ করতে বিঘা প্রতি খরচ হয়ে থাকে ১২,০০০-১৩,০০০ টাকা। প্রতীকী ছবি। 
*কোচবিহারের দেওয়ানহাট এলাকার এক কাঁকরোল চাষি রাজু রায় জানান, “দীর্ঘ প্রায় সাত থেকে আট বছরের বেশি সময় ধরে তিনি এই চাষ করছেন। প্রতিবছর বেশ ভাল পরিমাণ মুনাফা তিনি অর্জন করতে পারেন। এই কাজ করতে বিঘা প্রতি খরচ হয়ে থাকে ১২,০০০-১৩,০০০ টাকা। প্রতীকী ছবি। 
*বছরের শেষে এক বিঘা থেকে লাভ পাওয়া যায় ৭০,০০০ থেকে ৭৫,০০০ টাকা। তাই কৃষকদের অধিক মুনাফার জন্য এই চাষ করা অনেকটাই লাভজনক। প্রতীকী ছবি। 
*বছরের শেষে এক বিঘা থেকে লাভ পাওয়া যায় ৭০,০০০ থেকে ৭৫,০০০ টাকা। তাই কৃষকদের অধিক মুনাফার জন্য এই চাষ করা অনেকটাই লাভজনক। প্রতীকী ছবি। 
*কাঁকরোল চাষের ক্ষেত্রে একবার এই বীজ কিনলে বারবার সেই চাষ করা যায়। এই গাছের বীজ হয় অনেকটা আলুর মতো দেখতে, যা গাছ মরে যাওয়ার পর মাটি থেকে তুলে সংগ্রহ করে রাখতে হয়। প্রতীকী ছবি। 
*কাঁকরোল চাষের ক্ষেত্রে একবার এই বীজ কিনলে বারবার সেই চাষ করা যায়। এই গাছের বীজ হয় অনেকটা আলুর মতো দেখতে, যা গাছ মরে যাওয়ার পর মাটি থেকে তুলে সংগ্রহ করে রাখতে হয়। প্রতীকী ছবি। 
*দেওয়ানহাট এলাকার আরেক কাকরোল চাষি নারায়ণ রায় জানান, "এই কাকরোল চাষ করতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার, কীটনাশক এবং বেশ কিছু রাসায়নিক উপকরণ প্রয়োজন, যা সঠিক সময়ে প্রয়োগ করলে গাছের ফুল মরে যায় না এবং উৎপাদন হয় অনেকটাই বেশি। খুচরো থেকে পাইকারি যে কোনওভাবে বিক্রি করেই লাভ পাওয়া সম্ভব। বর্তমান সময় বহু কৃষক অধিক লাভের আশায় এই চাষ শুরু করেছেন। তবে এখনোও বহু কৃষক এই চাষের সম্পর্কে সঠিক জানেন না।" প্রতীকী ছবি। 
*দেওয়ানহাট এলাকার আরেক কাকরোল চাষি নারায়ণ রায় জানান, “এই কাকরোল চাষ করতে পর্যাপ্ত পরিমাণে গোবর সার, কীটনাশক এবং বেশ কিছু রাসায়নিক উপকরণ প্রয়োজন, যা সঠিক সময়ে প্রয়োগ করলে গাছের ফুল মরে যায় না এবং উৎপাদন হয় অনেকটাই বেশি। খুচরো থেকে পাইকারি যে কোনওভাবে বিক্রি করেই লাভ পাওয়া সম্ভব। বর্তমান সময় বহু কৃষক অধিক লাভের আশায় এই চাষ শুরু করেছেন। তবে এখনোও বহু কৃষক এই চাষের সম্পর্কে সঠিক জানেন না।” প্রতীকী ছবি। 
*বর্তমান সময়ে এই চাষ করা অনেকটাই বেশি লাভজনক। তাই বহু কৃষক এই চাষের প্রতি আগ্রহ প্রকাশ করতে শুরু করেছেন। আগামী দিনে এই চাষে আগ্রহী কৃষকদের সংখ্যা আরও অনেকটাই বাড়বে। প্রতীকী ছবি।
*বর্তমান সময়ে এই চাষ করা অনেকটাই বেশি লাভজনক। তাই বহু কৃষক এই চাষের প্রতি আগ্রহ প্রকাশ করতে শুরু করেছেন। আগামী দিনে এই চাষে আগ্রহী কৃষকদের সংখ্যা আরও অনেকটাই বাড়বে। প্রতীকী ছবি।