Tag Archives: newyork

Plotting terrorist Attack On US: এবার হামাসের টার্গেট নিউ ইয়র্ক? বিরাট হামলার ছক ফাঁস, গ্রেফতার এক পাকিস্তানি

নিউইয়র্ক: নিউইয়র্কে ইহুদিদের উপর জঙ্গি হামলার পরিকল্পনা করা হয়। এই অভিযোগে কানাডায় গ্রেফতার হয় মোহম্মদ শাহজেব খান নামে এক পাকিস্তানি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

শাহজেব খান শাহজেব জাদুন নামেও পরিচিত। বয়স মাত্র ২০ বছর। অভিযোগ ৭ অক্টোবর, তিনি নিউইয়র্কে ইহুদিদের উপর হামলার পরিকল্পনা করেছিলেন। উল্লেখ্য, গত বছর এই দিনেই ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস।

আরও পড়ুন: চলন্ত ট্রেনের মুখোমুখি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু! অল্পের জন্য রক্ষা, দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

শাহজেবের বিরুদ্ধে জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড আল শাম’-কে তথ্য এবং আর্থিক সাহায্য দেওয়ার অভিযোগ উঠেছে। একটি বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, “অভিযুক্ত চলতি বছরের ৭ অক্টোবর নিউইয়র্কে জঙ্গি হামলার পরিকল্পনা করেছিল। যতটা সম্ভব ইহুদিদের হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য।’’

আরও পড়ুন: শরীর থেকে নিংড়ে বের করে নেয় ডায়াবেটিস, কমে ব্যথা-যন্ত্রণা, জ্বালাপোড়া…

ঘটনায় এফবিআইকে ধন্যবাদ জানিয়ে মেরিক গারল্যান্ড আরও বলেন, “এফবিআই-কে তদন্তের জন্য ধন্যবাদ। কানাডার আইন মোতাবেক দ্রুত পদক্ষেপ করা হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ।’’ তিনি জানিয়েছেন, নিউইয়র্কে যাওয়ার পরিকল্পনা ছিল শাহজেবের। ইজরায়েলের উপর হামাসের হামলার প্রথম বার্ষিকী উপলক্ষ্যে ব্রুকলিনের ইহুদি পাড়ায় আইএসের সমর্থনে এলোপাথাড়ি গুলি চালানোর ছক ছিল তাঁর।

একটি বিবৃতিতে এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার ওয়ে বলেছেন, “ইজরায়েলে হামাসের হামলার এক বছর পূর্তিতে শাহজেব মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের হত্যার পরিকল্পনা করেছিল। এফবিআই-এর তদন্তে সেই ঘটনার কথা প্রকাশ্যে আসে।’’

জানা গিয়েছে, এফবিআইয়ের এক আন্ডারকভার এজেন্ট শাহজেবের সঙ্গে বন্ধুত্ব পাতান। তাঁকেই বিশ্বাস করে নিজের পরিকল্পনার কথা বলেছিল সে। এরপরই আসরে নামে কানাডা পুলিশ। মার্কিন-কানাডা সীমান্ত থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে ওরমসটাউন শহর থেকে শাহজেবকে গ্রেফতার করা হয়।

তবে  তার উপর আগে থেকেই নজর ছিল প্রশাসনের। জানা গিয়েছে, ২০২৩ সালের নভেম্বর নাগাদ আইএসআইএসের সমর্থনে একটি এনক্রিপ্টেড ম্যাসেজিং প্ল্যাটফর্মে প্রচার শুরু করেন শাহজেব। প্রচার ভিডিও এবং পুস্তিকাও বিলি করতেন। মার্কিন সরকার শাহজেবকে কানাডা থেকে মার্কিন মুলুকে নিয়ে যেতে চায়। সেখানেই বিচার হবে। দোষী সাব্যস্ত হলে ২০ বছরের জেল হতে পারে শাহজেবের।