Tag Archives: North Eastern Frontier Railways

পরিকাঠামোমূলক উন্নয়নের কাজ উত্তরবঙ্গের একাধিক স্টেশনে

আবীর ঘোষাল, কলকাতা: নজরে উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশন। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব  কাটিহার ডিভিশনের অন্তর্গত বালুরঘাট, গঙ্গারামপুর, একলাখি এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে উন্নয়নমূলক কাজ এবং রেলওয়ের সুবিধাগুলি পরিদর্শন করেন। এই পরিদর্শনে জেনারেল ম্যানেজারের সঙ্গে ছিলেন কাটিহারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুরেন্দ্র কুমার-সহ হেড কোয়ার্টার এবং ডিভিশনের বরিষ্ঠ আধিকারিকরা।

আরও পড়ুন-ধর্মতলার সমাবেশের মেলেনি চূড়ান্ত অনুমতি, ময়দানে শুভেন্দু- সুকান্ত

জেনারেল ম্যানেজার রেলওয়ে স্টেশনগুলির সুযোগ-সুবিধা, নির্মীয়মাণ উন্নয়নমূলক প্রকল্পগুলি পরিদর্শনের পাশাপাশি সুরক্ষা সম্পর্কিত গিয়ারগুলিও পরীক্ষা করেন। স্টেশনে তিনি রেলওয়ে আধিকারিকদের সাথে বার্তালাপ করেন এবং বিভিন্ন বিষয়ে ফিডব্যাক গ্রহণ করেন।জেনারেল ম্যানেজার উইন্ডো ট্রেলিং পরিদর্শন পরিচালনা করেন। তিনি মার্শালিং ইয়ার্ড এবং কোচিং ইয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলি পরিদর্শন করেন। তিনি চলতে থাকা কার্যকলাপগুলির পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন এবং এই স্টেশনগুলির উন্নয়নমূলক পরিকল্পনাগুলি পরীক্ষা করেন।

আরও পড়ুন– পূর্বাঞ্চলে পা রাখছে অ্যামপিন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারে জোর

নিউ স্টেশন বিল্ডিং, ক্রু লবি, ফুট ওভার ব্রিজ, প্ল্যাটফর্মের পরিকল্পনা এবং যাত্রীদের বিভিন্ন সুযোগ-সুবিধার কাজ পরিদর্শন করেন। এরপর জেনারেল ম্যানেজার গঙ্গারামপুরের মাননীয় বিধায়ক সত্যেন্দ্র নাথ রায়ের সঙ্গে বৈঠক করেন এবং স্টেশনগুলি ও নিকটবর্তী অঞ্চলগুলির সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি নিউ জলপাইগুড়ি স্টেশনের পুনর্বিকাশের কার্যকলাপ পরিদর্শন করেন। উন্নত, অতিরিক্ত এবং বর্ধিত যাত্রী সুবিধা প্রদানের জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক ট্রেন টার্মিনাল হিসেবে পুনর্বিকশিত করা হবে।

আপগ্রেডেশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই পরিদর্শনের সময় জেনারেল ম্যানেজার সাংবাদিকদের সঙ্গে বার্তালাপ করেন এবং রেলওয়ে বোর্ডের জারিকৃত নির্দেশাবলি অনুযায়ী এই জোনের মধ্যে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যকলাপ সম্পর্কে বর্ণনা করেন। জেনারেল ম্যানেজারের এই পরিদর্শনের লক্ষ্য ছিল বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতির পর্যালোচনা করা, বিভিন্ন স্টেশনের সুবিধাগুলির মূল্যায়ন করা, আধিকারিকদের সাথে বার্তালাপ করা এবং অঞ্চলটিতে পরিকাঠামোমূলক উন্নয়ন এবং ব্যবসা সম্প্রসারণের জন্য পরিকল্পনা নিয়ে আলোচনা করা।