Tag Archives: Nothing

Nothing Phone 2a-র ডিজাইন ফাঁসের খবর ভুয়ো! কেনার আগে যে বদলগুলো আপনাকে জানতেই হবে

চলতি মাসেই বাজারে আসছে Nothing Phone 2a। তবে এখনও পর্যন্ত কোম্পানির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এর মধ্যেই ফাঁস হয়ে গেল ফোনের নয়া ডিজাইন। ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে আশ্চর্যের বিষয় হল, ভাইরাল ছবিতে নাথিংয়ের সিগনেচার ফিচার গ্লাইফ লাইট দেখা যাচ্ছে না।

ফোনের দাম কমানোর জন্য হাইলাইট ফিচার বাদ দেওয়ার ঘটনায় অবাক ইউজাররা। ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ফোনের ব্যাক প্যানেলের রেন্ডার ফিচার্সে আমূল বদল এসেছে, নতুন ডিজাইন করা হয়েছে। কিন্তু গ্লাইফ লাইটনিং ইন্টারফেসের অস্তিত্ব নেই। নাথিং ফোন১-এ এটাই ছিল মূল আকর্ষণ।

আরও পড়ুন: ১০‍%, ৩০% নাকি ৫০%, ফোন কখন চার্জে বসানো উচিত? এই ভুলেই বারোটা বাজছে ব‍্যাটারির

এখন জানা যাচ্ছে, ফাঁস হওয়া ডিজাইন আসল নয়। Nothing Phone 2a-তেও গ্লাইফ লাইট থাকবে। Nothing Phone 2a-র পিছনে এলইডি লাইট তো থাকছেই। সঙ্গে নাথিং ওএস প্ল্যাটফর্মের জন্য আরও কাস্টমাইজেশন ফিচার থাকারও ইঙ্গিত মিলেছে।

প্রিমিয়াম ডিভাইসে খুব একটা ফোকাস করেনি নাথিং। তবে ‘এ’ মনিকারের ভ্যারিয়েন্ট থেকে বোঝা যাচ্ছে, ব্র্যান্ড আক্রমণাত্মক কিছু করার জন্য প্রস্তুত। কিছু ফিচার্স বাদ যেতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে গ্লাইফ লাইট থাকছেই।

Nothing Phone 2a-র মিডিয়াটেক ডাইমেনসিটিতে ৭২০০ চিপ রাখা হবে বলে আশা করা হচ্ছে। সঙ্গে মিলবে ১২০ এইচজেড রিফ্রেশ রেট-সহ ওএলইডি ডিসপ্লে। টেক বিশেষজ্ঞদের অনুমান, নতুন নাথিং ফোনে ৫০ মেগাগাপিক্সেল স্যামসং এস৫জেজিএন৯ সেন্সর-সহ একটি ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। যার ১/১.৫ ইঞ্চির সেন্সর এবং ১.০ মাইক্রন পিক্সেল থাকবে। সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে।

অন্য দিকে, সেকেন্ডারি আল্ট্রাওয়াইড লেন্সটি ৫০ মেগাপিক্সেল স্যামসাং এস৫কেজেএন১ আল্ট্রাওয়াইড ইউনিট হতে পারে। সঙ্গে অত্যাধুনিক ব্যাটারি, যাতে ৪৫ ডব্লিউ গতিতে চার্জ হবে। জানা গিয়েছে, কোম্পানি হাই-এন্ড স্পেসিফিকেশনগুলি কমিয়ে ডিভাইসের দাম কমানোর কথা ভাবছে। যেমন Nothing Phone 2a থেকে ওয়্যারলেস চার্জিং ফিচার সরিয়ে নেওয়া হতে পারে। এক্স প্ল্যাটফর্মে টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, Nothing Phone 2a-র দাম হতে পারে ৪০০ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,২০০ টাকা।

খুব তাড়াতাড়ি দেশে আসছে Nothing 2a! ফিচার কেমন আর দামই বা কত হতে পারে?

Nothing 2a ফোন শীঘ্রই লঞ্চ করা হতে চলেছে। সংস্থাটি অবশেষে এই বিষয়ে তার নীরবতা ভেঙেছে এবং Nothing 2a ফোন লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। যদিও এখনও সঠিক লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি। এখন শুধু ঘোষণা করা হয়েছে যে, Nothing 2a ফোন আত্মপ্রকাশ করতে প্রস্তুত। ব্র্যান্ডটি CMF Buds এবং CMF Neckband Pro পণ্যগুলির আগমন সম্পর্কেও জানিয়েছে যা শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। যদিও CMF পণ্যগুলির কোনও বিশদ বিবরণ নেই।

আসন্ন Nothing 2a ফোনের বৈশিষ্ট্য সম্পর্কে বিশেষ কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে যে, এটিতে Nothing 2a ফোনে কিছু জনপ্রিয় বৈশিষ্ট্য থাকতে পারে। এটি প্রস্তাব করে যে Nothing 2a ফোন একটি টোন-ডাউন সংস্করণ হবে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, “Nothing 2a ফোন সর্বোত্তম দৈনিক স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানের উপর ফোকাস দিয়ে তৈরি করা হয়েছে। যা মূল ব্যবহারকারীর চাহিদাকে দ্বিগুণ করে, নাথিং-এর সমস্ত দক্ষতা এবং কারুকার্যের সঙ্গে। Nothing 2a ফোন, Nothing 1 এর তুলনায় একটি আপগ্রেড নিশ্চিত করে।”

আরও পড়ুন : Instagram-এও করা যায় ভিডিও কল! কীভাবে করবেন দেখে নিন

এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, Nothing 2a ফোন ভারতে ৪৪,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যের সঙ্গে ঘোষণা করা হয়েছিল। কিন্তু, এর দাম এখন ৪০,০০০ টাকার নিচে হবে বলে আশা করা হচ্ছে। Nothing 2a ফোনের দাম ৩৫,০০০ টাকার কম হওয়া উচিত, কারণ আসল ডিভাইসটি বর্তমানে ৩৬,৯৯৯ টাকার কম দামে বিক্রি হচ্ছে। নতুন ডিভাইসের নাম ছাড়াও, কোম্পানিটি শেয়ার করেছে যে এটি Glyph ডেভেলপার কিট চালু করছে, যা তৃতীয় পক্ষের অ্যান্ড্রয়েড অ্যাপগুলিকে Glyph ইন্টারফেস নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেবে।

এখন যদি আমরা লিকড হওয়া তথ্যের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, Nothing 2a ফোন ১২০Hz রিফ্রেশ রেট-সহ একটি OLED স্ক্রিন সহ লঞ্চ করা হতে পারে। এটি এমন একটি ফিচার যা সাধারণত ভারতে মধ্য-রেঞ্জের ফোনগুলিতে পাওয়া যায়।

Nothing 2a ফোন ৬.৭ ইঞ্চির একটি স্ক্রিন-সহ লঞ্চ করা হতে পারে এবং এটি একটি MediaTek Dimensity 7200 SoC দিয়ে সজ্জিত হতে পারে। যার মধ্যে ৮জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। এটি সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৪ ওএস-এ চালানোর জন্য প্রত্যাশিত। ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, একটি ডুয়াল-ক্যামেরা সিস্টেমের দিকে নির্দেশ করা হয়েছে। যার একটি লেন্স ৫০-মেগাপিক্সেল রেজোলিউশন হতে পারে বলে মনে করা হচ্ছে।

Nothing Phone 2-তে এবার নগদ ১০ হাজার টাকা ছাড়! কোথায় পাবেন জেনে নিন এখনই

গণতন্ত্র দিবসের আগে হৈ হৈ করে চলছে কেনাকাটা। ইতিমধ্যেই বিভিন্ন ই-কমার্স সংস্থায় শুরু হয়েছে Republic Day Sale। জানুয়ারির ১৩ তারিখ থেকে সেল শুরু হয়েছে Amazon-এ, ১৪ জানুয়ারি থেকে সেল দেবে Flipkart। এরই মধ্যে স্মার্টফোন নির্মাতা সংস্থা Nothing ঘোষণা করে দিয়েছে Flipkart-এ কেনাকাটা করলে তারাও দেবে বিশেষ গণতন্ত্র দিবসের ছাড়।

Flipkart Republic Day Sale 2024 চলাকালীন, Nothing Phone 2 কিনলে পাওয়া যাবে ১০ হাজার টাকা ছাড়। ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট-সহ এই ফোনের আসল দাম ৪৪,৯৯৯টাকা। ছাড় দিয়ে তা পাওয়া যাবে ৩৪,৯৯৯ টাকায়।

এর পাশাপাশি ICICI ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে গ্রাহকরা Nothing-এর তরফ থেকে পাবেন বিশেষ ২,০০০ টাকার ছাড়। শুধু তাই নয়, অন্য স্মার্টফোনের বিনিময়ে কিনতে চাইলে পাওয়া যাবে ৩,০০০ টাকা ছাড়।

আরও পড়ুন: ১৪,০০০ টাকারও কমে এত ভাল ল‍্যাপটপ! Amazon-এ কীভাবে কিনবেন? এখনই জানুন

কিন্তু এই Nothing Phone 2 আসলে কেমন! সত্যিই কি Flipkart-এর সেলে কিনে নেওয়া যায় একটি ফোন! দেখে নেওয়া যাক এক নজরে—

Nothing Phone 2-তে রয়েছে একটি শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং পরিচ্ছন্ন সফ্টওয়্যার। ফলে এর পারফর্ম্যান্স যে ভাল হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ভারতের মতো দেশে অবশ্য এই ফোনের দাম কিছুটা বেশি। ঠিক সেই জায়গাতেই ১০ হাজার টাকা ছাড় দেওয়ার কৌশল গ্রহণ করেছে সংস্থা।

Nothing Phone 2-এ রয়েছে Nothing OS 2.5। এরই সঙ্গে পাওয়া যাবে একটি Glyph ইন্টারফেস, একটি ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি বা ভিডিও কলিং-এর জন্য এর সামনে রয়েছে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Nothing-এর এই ফোনটি Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC দ্বারা চালিত। এর সঙ্গে রয়েছে ৪,৭০০mAh ব্যাটারিও। ৬.৭-ইঞ্চি বড় স্ক্রিনে রয়েছে LTPO AMOLED ডিসপ্লে রয়েছে।

Nothing-এর চেহারা অন্য সব ফোনের থেকে আলাদা, সেটা সকলেই জানেন। Nothing Phone 2 পাওয়া যায় দু’টি রঙে— গাঢ় ধূসর এবং সাদা।