Tag Archives: Palm tree

South 24 Parganas News: তালের আঁটি দিয়ে নদীপাড়ে স্বপ্ন বুনছে পড়ুয়ারা! ৬ মাস পেরোলেই আর চিন্তা নেই…

কাকদ্বীপ: সকলের হাতে তালের আঁটি। সেগুলি নিয়ে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে একদল কিশোর-কিশোরী। তাদের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষক রামপদ মন্ডল।

ঘূর্ণিঝড় ইয়াসে সুন্দরবন এলাকার একাধিক নদীবাঁধ ভেঙেছিল। কেন এই নদীবাঁধ ভাঙছে তার কারণ খুঁজতে গিয়ে কাকদ্বীপের শিক্ষক রামপদ মন্ডল দেখতে পান নদীর বাঁধে পর্যাপ্ত গাছের অভাব রয়েছে। যে সমস্ত গাছ রয়েছে তার শিকড় মাটির অনেক নীচ পর্যন্ত যায় না।

আরও পড়ুন- ৬ জন স্বামীর থেকে খোরপোশ নেন! শুধু ৭ নম্বর বিয়ের পর বেকায়দায় এই মহিলা

এই সমস্যা সমাধানের জন্য নদীর তীরে তাল ও খেজুর জাতীয় গাছ বসানোর প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি‌। সেই থেকে শুরু হয় ছাত্র-ছাত্রীদের নিয়ে তালগাছ বসানোর কাজ। গাছ থেকে পাকা তাল কুড়িয়ে এনে সেই তালের আঁটি সংগ্রহ করেন তাঁরা। এর পর সেগুলি সরাসরি মাটিতে বসিয়ে দেন সকলে।

পাঁচ থেকে ছয় মাস পর তা থেকে চারাগাছ বের হয়। নদীবাঁধগুলিতে ব‍্যাপক হারে তালগাছ লাগানো হলে নদীবাঁধের ভূমিক্ষয় যেমন কমবে। তেমনই নদীবাঁধ সংলগ্ন এলাকার মানুষজনগুলির আর্থসামাজিক উন্নয়নও ঘটবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- জ্বালা, বুক জ্বালা? মুঠো মুঠো অ্যান্টাসিড না গিলে খেয়ে দেখুন এই খাবারগুলো

তালপাতার পাখা, চাটাই-সহ তালগাছের কান্ড দিয়ে নৌকাও বানানো যেতে পারে। এর ফলে এ উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে সৌম্যশ্রী দাস নামের এক কিশোরী জানান, এই যে তাল বীজ তারা লাগিয়ে যাচ্ছেন একসময় এই গাছগুলি বড় হয়ে উঠলে নদীর ভাঙন অনেকটাই রোখা যাবে। তখন নিঃসন্দেহে এক বিপ্লব ঘটে যাবে এলাকায়।

নবাব মল্লিক

Palm Tree Benefits: ‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে’ রক্ষা করে অনেককিছু! দেখুন তালগাছের দারুণ সব উপকারিতা

‘‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে’’ ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই ‘তালগাছ’ কবিতাটি আমরা সবাই পড়েছি। তাল গাছে রয়েছে নানান গুণ। তবে তালগাছের একটি বিশেষ ক্ষমতা রয়েছে। বজ্রপাত রোধ করতে পারে তালগাছ।
‘‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে’’ ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই ‘তালগাছ’ কবিতাটি আমরা সবাই পড়েছি। তাল গাছে রয়েছে নানান গুণ। তবে তালগাছের একটি বিশেষ ক্ষমতা রয়েছে। বজ্রপাত রোধ করতে পারে তালগাছ।
বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকালের পাশাপাশি বর্ষাকালেও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। ফলে বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত লক্ষ্য করা যায়। আর বজ্রপাতে মারা যায় মাঠের কৃষক থেকে পথ চলতি সাধারণ মানুষ জন। পরিবেশবিদদেরা মনে করেন বজ্রপাত রুখতে সক্ষম গ্রাম বাংলার এই তালগাছ।
বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকালের পাশাপাশি বর্ষাকালেও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। ফলে বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত লক্ষ্য করা যায়। আর বজ্রপাতে মারা যায় মাঠের কৃষক থেকে পথ চলতি সাধারণ মানুষ জন। পরিবেশবিদদেরা মনে করেন বজ্রপাত রুখতে সক্ষম গ্রাম বাংলার এই তালগাছ।
বর্তমান সময়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাপমাত্রা বাড়ছে। দিন দিন তাপমাত্রা বাড়ার ফলে এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত বৃষ্টির সঙ্গে প্রচুর পরিমাণে বজ্রপাত হয়। বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার প্রাকৃতিক উপায় হিসেবে তালগাছকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন পরিবেশবিদরা। বিশেষজ্ঞদের মতে তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে।
বর্তমান সময়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাপমাত্রা বাড়ছে। দিন দিন তাপমাত্রা বাড়ার ফলে এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত বৃষ্টির সঙ্গে প্রচুর পরিমাণে বজ্রপাত হয়। বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার প্রাকৃতিক উপায় হিসেবে তালগাছকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন পরিবেশবিদরা। বিশেষজ্ঞদের মতে তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে।
কারণ তালগাছের থাকলে পুরু কার্বনের স্তর থাকে। ফলে বজ্রপাতের ইলেকট্রন-কণা শোষণ করতে পারে তালগাছ। তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। তালগাছের পাশাপাশি নারকেল গাছ, সুপারি গাছ এর মতো উচ্চতা সম্পন্ন গাছ বজ্রপাত নিরোধে বেশ কার্যকরী।
কারণ তালগাছের থাকলে পুরু কার্বনের স্তর থাকে। ফলে বজ্রপাতের ইলেকট্রন-কণা শোষণ করতে পারে তালগাছ। তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। তালগাছের পাশাপাশি নারকেল গাছ, সুপারি গাছ এর মতো উচ্চতা সম্পন্ন গাছ বজ্রপাত নিরোধে বেশ কার্যকরী।
তালগাছের বজ্রপাত নিরোধক গুণের পাশাপাশি জলবায়ুর ওপর তালগাছের প্রভাব নিয়ে পরিবেশবিদ দিলীপ পাত্র জানান, ‘গ্রাম বাংলার তালগাছ বিশেষ উপকারী গাছ। বর্তমান সময়ে বজ্রপাতের হাত থেকে রক্ষা করতে এই গাছের গুরুত্ব অপরিসীম। তালগাছের বাকলে পুরু কার্বন স্তর থাকায় বজ্রপাতের ইলেকট্রন কণা শোষণ করতে পারে তালগাছ। অন্যান্য গাছের থেকে উঁচু ও গঠনগত দিকের পার্থক্য থাকায় এই গাছ বজ্রপাত রোধে কার্যকারী। যেই অঞ্চলে তালগাছের আধিক্য আছে সেই অঞ্চলে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা কম।’
তালগাছের বজ্রপাত নিরোধক গুণের পাশাপাশি জলবায়ুর ওপর তালগাছের প্রভাব নিয়ে পরিবেশবিদ দিলীপ পাত্র জানান, ‘গ্রাম বাংলার তালগাছ বিশেষ উপকারী গাছ। বর্তমান সময়ে বজ্রপাতের হাত থেকে রক্ষা করতে এই গাছের গুরুত্ব অপরিসীম। তালগাছের বাকলে পুরু কার্বন স্তর থাকায় বজ্রপাতের ইলেকট্রন কণা শোষণ করতে পারে তালগাছ। অন্যান্য গাছের থেকে উঁচু ও গঠনগত দিকের পার্থক্য থাকায় এই গাছ বজ্রপাত রোধে কার্যকারী। যেই অঞ্চলে তালগাছের আধিক্য আছে সেই অঞ্চলে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা কম।’
বর্তমান সময়ে প্রায় দিনই বজ্রঘাতে মৃত্যুর খবর উঠে আসে। তাই বিশেষজ্ঞদের মতামত রাস্তার পাশে ফাঁকা জায়গায় তালগাছ রোপন করা জরুরী। তালগাছ প্রাকৃতিক উপায়ে বজ্রপাত রোধে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। এর পাশাপাশি তালগাছ জলবায়ু অর্থাৎ ভূমিক্ষয় বন্যা প্রতিরোধেও সক্ষম। কিন্তু দিনদিন গ্রাম-বাংলায় তালগাছ হারিয়ে যাচ্ছে। তাই তালগাছ রক্ষা করা দাবি পরিবেশবিদের।
বর্তমান সময়ে প্রায় দিনই বজ্রঘাতে মৃত্যুর খবর উঠে আসে। তাই বিশেষজ্ঞদের মতামত রাস্তার পাশে ফাঁকা জায়গায় তালগাছ রোপন করা জরুরী। তালগাছ প্রাকৃতিক উপায়ে বজ্রপাত রোধে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। এর পাশাপাশি তালগাছ জলবায়ু অর্থাৎ ভূমিক্ষয় বন্যা প্রতিরোধেও সক্ষম। কিন্তু দিনদিন গ্রাম-বাংলায় তালগাছ হারিয়ে যাচ্ছে। তাই তালগাছ রক্ষা করা দাবি পরিবেশবিদের।