Tag Archives: Pathan

Salman -Shahrukh News: শাহরুখ-সলমনের ছবি নিয়ে সামনে এল বড়সড় আপডেট! কবে শুরু হচ্ছে ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবির শ্যুটিং?

মুম্বই: বলিউডের অন্দরে ‘টাইগার ভার্সেস পাঠান’ নিয়ে বহু দিন ধরেই চলছে জোর চর্চা। কারণ এই ছবিতে আরও একবার একসঙ্গে আসতে চলেছেন বলিউডের দুই তাবড় সুপারস্টার সলমন খান এবং শাহরুখ খান। ফলে প্রিয় দুই তারকাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরাও। এবার বহু প্রতীক্ষিত সেই ছবিকে ঘিরেই এল এক নয়া এবং বড় আপডেট। শোনা যাচ্ছে যে, এই বছরের গরমেই ওই ছবির শ্যুটিং শুরু করবেন বলিউডের ভাইজান এবং বাদশা। নতুন রিপোর্টে এমনটাই দাবি।

সংবাদমাধ্যমের কাছে একটি সূত্র জানিয়েছে যে, ইতিমধ্যেই সলমন এবং শাহরুখ দু’জনেই এপ্রিলে শ্যুটিংয়ের ডেট দিয়েছেন। গোটা গরমকাল জুড়েই চলবে ছবির শ্যুটিং। সূত্রটির বক্তব্য, এসআরকে এবং সলমন দু’জনেই তাঁদের ডেট দিয়ে দিয়েছেন। আসলে পরিস্থিতিই এমন যে, এই ছবিটি এপ্রিলের পরে কোনও ভাবেই ফ্লোরে যাওয়া চলবে না। ব্যালেন্স কাস্টও চূড়ান্ত হয়েছে। অন্যান্য বিষয়গুলি নিয়েও দ্রুত কাজ হচ্ছে।

আরও পড়ুনSerial Actress Huge Earning: সিরিয়ালে কোন নায়িকার দর সবথেকে বেশি, প্রতি এপিসোডে আয় ১ লক্ষ টাকা?

তবে ক্যাটরিনা কাইফ এবং দীপিকা পাড়ুকোন এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন কি না, সেটা এই মুহূর্তে স্পষ্ট নয়। আসলে ‘টাইগার’ সিরিজে জোয়া চরিত্রে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। আবার ‘পাঠান’-এ রুবিনা হিসেবে ভক্তরা পেয়েছেন দীপিকাকে। তবে সবথেকে বড় কথা হল, এই ছবিতে কবীর হিসেবে দেখা যেতে পারে হৃতিক রোশন।

গত বছরেই ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবি নিয়ে কথাবার্তার উপরে শিলমোহর দিয়েছিলেন খোদ সলমন খান। এক সাক্ষাৎকারে ‘টাইগার ভার্সেস পাঠান’-এর টাইমলাইন প্রসঙ্গে প্রশ্ন করায় ভাইজান বলেছিলেন, “টাইগার সব সময় প্রস্তুত – তাই সব কিছু ঠিক হলেই আমি আছি।” এই ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। সংবাদমাধ্যমের সূত্র বলছে, বহুলচর্চিত ছবিটি আকাশছোঁয়া বাজেটের হতে চলেছে। আদিত্য চোপড়া এবং তাঁর টিম ‘টাইগার ভার্সেস পাঠান’-এর বাজেট ৩০০ কোটি টাকা নির্ধারণ করেছেন।

 

Pathan: ‘বয়কট পাঠান’ হয়ে গেল ‘বয়কট পটনা’! হাসির রোল নেটদুনিয়ায়

নয়া দিল্লি: শাহরুখ খানের পাঠান সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ২৫শে জানুয়ারি। এই সিনেমা ঘিরে শাহরুখ ভক্তদের প্রত্যাশা তুঙ্গে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, প্রচুর অগ্রিম টিকিট বুক হচ্ছে এই সিনেমার। এরই মধ্যে আবার শাহরুখের পাঠান ছবিকে বয়কটের ডাকও দিচ্ছেন কেউ কেউ। কিন্তু বয়কট পাঠানের জায়গায় একজন ভুলবশত কোনও কমেন্ট বক্সে লিখে দেন বয়কট পটনা। আর এই পোস্ট দেখেই হাসির রোল নেটিজেনদের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে হাসিঠাট্টা করছেন। পাঠানের জায়গায় ভুল টাইপ হয়ে পটনা হয়ে গিয়েছে। কিন্তু ওই ব্যক্তি সেই সব না খেয়াল করেই কমেন্ট করে দেন। আদতে কোন পোস্টে ওই ব্যক্তি এই কমেন্ট করেছিলেন তা জানা যায়নি। কিন্তু তাঁর এমন কমেন্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

বিষয়টি নিয়ে ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। নেটিজেনরা বলছেন, এতদিন একটা সিনেমাকে বয়কটের ডাক দেওয়া হচ্ছিল বিশেষ একটি পক্ষের তরফ থেকে। কিন্তু সিনেমা বাদ দিয়ে এবার গোটা শহরকেই বয়কটের ডাক দিচ্ছে। অনেক মিম শেয়ার হচ্ছে বিষয়টি নিয়ে।

আরও পড়ুন, উন্নয়ন ইস্যুকে সামনে রেখেই ভোট প্রচারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

আরও পড়ুন, ধর্মতলায় অশান্তি! নওশাদ-সহ ১৯ জনের জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত

প্রসঙ্গত, রিপোর্ট অনুযায়ী, পাঠান ইতিমধ্যে অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে পিছনে ফেলে দিয়েছে আলিয়া এবং রণবীরের অভিনীত ব্রক্ষ্মাস্ত্র ছবিটিকে। বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, ২০ তারিখ পাঠানের টিকিট বিক্রি হয়েছে অন্তত ৩ লক্ষ। টিকিট বিক্রি থেকে আয় প্রায় ১০ কোটি। কেজিএফ ২, বাহুবলী ২ ছবিগুলি থেকেও পাঠান সিনেমা অগ্রিম টিকিটের বুকিংয়ে সাফল্য পাচ্ছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।

দীপিকার জেএনইউ সফর, ছবিতে শাহরুখের উপস্থিতি, বয়কট ট্রেন্ডে নতুন সংযোজন ‘পাঠান’

#মুম্বই: গোটা বলিউডই কি বয়কট ট্রেন্ডের আওতায়? প্রথম সারির বলি তারকাদের ছবি মুক্তির পাওয়ার আগে থেকেই সমস্ত ছবি বয়কটের ডাক দিচ্ছেন নেটিজেনের একাংশ। শুরু হয়েছে আমির খানের ‘লাল সিং চড্ডা’ দিয়ে। একে একে হৃতিক রোশনের ‘বিক্রম ভেদা’, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’, রণবীর কপূরের ‘ব্রহ্মাস্ত্র’, শাহরুখ খানের ‘পাঠান’। বাদ যাচ্ছে না কোনও ছবি। একাধিক নেটিজেনের দাবি, গোটা বলিউডই বয়কট করা হোক।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘পাঠান’ নিয়ে মাতামাতি শুরু হয়েছে অনেক দিন। বহু বছর পর পর্দায় ফিরবেন শাহরুখ খান। ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম।

যাঁরা এত দিন ‘লাল সিং চড্ডা’ বয়কট করে ক্লান্ত, তাঁদের নিশানা এ বার পাঠান। তাঁদের মতে, গোটা বলিউডকে বয়কট করতে গেলে শাহরুখের ছবি দেখা বন্ধ করতে হবে। তা ছাড়া এই ছবির নায়িকার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।

আরও পড়ুন: আমির, অক্ষয়, হৃতিকের পর এ বার নিশানায় রণবীর, ‘ব্রহ্মাস্ত্র’ বয়কটের ডাক ট্যুইটারে

কেউ কেউ ২০১৯ সালের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে দাবি করেছেন, দীপিকা জেএনইউ-এর পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন, দেখা করেছিলেন ছাত্রনেত্রী ঐশী ঘোষের সঙ্গে। তাই তাঁর ছবি বয়কট করা উচিত বলে অভিমত একাধিক নেটিজেনের।

এ দিকে বাদশা-ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁকে পর্দায় দেখতে যাওয়ার জন্য। সব মিলিয়ে ‘পাঠান’-এর মুক্তি পাওয়ার অপেক্ষায় সকলে। তা সে যে কারণেই হোক না কেন।

আরও পড়ুন: বয়কটের মুখে ‘লাল সিং চাড্ডা’! আমিরের পাশে দাঁড়ালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

দেশে অসহিষ্ণুতা বাড়ছে বলে তাঁকে অন্য দেশে গিয়ে বাস করার পরামর্শ দেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও। সাত বছর আগে এমনই মন্তব্য করেছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। ব্যস, তার জেরে সদ্য মুক্তিপ্রাপ্ত আমিরের ছবি নিয়ে ট্যুইটারে রব, ‘বয়কট লাল সিং চড্ডা’। সূত্রপাত এখান থেকেই।