Tag Archives: personality test

Personality Test: মানুষ চিনতে ঠকছেন? মুখই বলে দেবে ব্যক্তিত্বের গোপন কথা; মুখমণ্ডলের আকৃতি দেখে মানুষ চিনুন

আমাদের ব্যক্তিত্ব আসলে আমাদের আচরণ, ব্যবহার, মানসিকতা, অভ্যাস এবং বুদ্ধির মিশেল। তবে অতীতে প্রচুর ফিজিওগনমি তথ্য পাওয়া গিয়েছে, যেখানে দাবি করা হয়েছিল যে, আমাদের মুখের আকার-আকৃতির সঙ্গে ব্যক্তিত্বের একটা গভীর যোগ রয়েছে। অর্থাৎ কার মুখের আকৃতি কেমন, সেখান থেকেই তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আমাদের ব্যক্তিত্ব আসলে আমাদের আচরণ, ব্যবহার, মানসিকতা, অভ্যাস এবং বুদ্ধির মিশেল। তবে অতীতে প্রচুর ফিজিওগনমি তথ্য পাওয়া গিয়েছে, যেখানে দাবি করা হয়েছিল যে, আমাদের মুখের আকার-আকৃতির সঙ্গে ব্যক্তিত্বের একটা গভীর যোগ রয়েছে। অর্থাৎ কার মুখের আকৃতি কেমন, সেখান থেকেই তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আয়তাকার বা রেক্টাঙ্গুলার: এঁদের সাধারণত চিবুক ও কপাল বর্গাকার প্রকৃতির হয়। আর তাঁরা যুক্তিবাদী চিন্তাভাবনাকে প্রাধান্য দেন। তবে অনেক সময় অতিরিক্ত ভাবনাচিন্তা করেন। নিজের অনুভূতি বিশেষ জাহির করেন না।
আয়তাকার বা রেক্টাঙ্গুলার: এঁদের সাধারণত চিবুক ও কপাল বর্গাকার প্রকৃতির হয়। আর তাঁরা যুক্তিবাদী চিন্তাভাবনাকে প্রাধান্য দেন। তবে অনেক সময় অতিরিক্ত ভাবনাচিন্তা করেন। নিজের অনুভূতি বিশেষ জাহির করেন না।
গোলাকার বা রাউন্ড: প্রশস্ত হেয়ারলাইন এবং ভরাট গাল মানেই গোলাকৃতি মুখ। তাঁরা সাধারণ দয়ালু প্রকৃতির হন। জীবনে মানুষকেই বেশি প্রাধান্য দেন। তবে সম্পর্কে অনেক সময় যেটা চান, সেটা পান না।
গোলাকার বা রাউন্ড: প্রশস্ত হেয়ারলাইন এবং ভরাট গাল মানেই গোলাকৃতি মুখ। তাঁরা সাধারণ দয়ালু প্রকৃতির হন। জীবনে মানুষকেই বেশি প্রাধান্য দেন। তবে সম্পর্কে অনেক সময় যেটা চান, সেটা পান না।
ডায়মন্ড: এই ধরনের আকৃতির মুখ মাঝবরাবর চওড়া হয়। আর কপাল ও চিবুক হয় ছুঁচালো প্রকৃতির। এঁরা সাধারণত সব কিছু নিয়ন্ত্রণ করতে ভালবাসেন। গুণমানসম্পন্ন কাজ করতে পারেন। তবে কথাবার্তায় থাকে রুক্ষতা। যা অনেক সময় খারাপ ভাবে গৃহীত হয়।
ডায়মন্ড: এই ধরনের আকৃতির মুখ মাঝবরাবর চওড়া হয়। আর কপাল ও চিবুক হয় ছুঁচালো প্রকৃতির। এঁরা সাধারণত সব কিছু নিয়ন্ত্রণ করতে ভালবাসেন। গুণমানসম্পন্ন কাজ করতে পারেন। তবে কথাবার্তায় থাকে রুক্ষতা। যা অনেক সময় খারাপ ভাবে গৃহীত হয়।
ডিম্বাকার বা ওভাল: চওড়া আকৃতির মুখের তুলনায় লম্বাটে প্রকৃতির হয় এই ধরনের মুখ। চিকবোনের তুলনায় সরু হয় চিবুক। কোথায় কী বলতে হবে, সেটা তাঁরা ভালই জানেন। সকলকে নিয়ে চলতে ভালবাসেন।
ডিম্বাকার বা ওভাল: চওড়া আকৃতির মুখের তুলনায় লম্বাটে প্রকৃতির হয় এই ধরনের মুখ। চিকবোনের তুলনায় সরু হয় চিবুক। কোথায় কী বলতে হবে, সেটা তাঁরা ভালই জানেন। সকলকে নিয়ে চলতে ভালবাসেন।
স্কোয়ার বা বর্গাকার: হেয়ারলাইন এবং জ’লাইন হয় চওড়া প্রকৃতির। এঁদের প্রচুর স্ট্যামিনা থাকে। যে কোনও কাজ হাতে নিতে সদাপ্রস্তুত থাকেন। এনার্জিও থাকে তুঙ্গে। যা কিছু কিছু সময় বিরক্তিকর হয়ে ওঠে। তবে হ্যাঁ, প্রচুর পরিশ্রম করতে পারেন।
স্কোয়ার বা বর্গাকার: হেয়ারলাইন এবং জ’লাইন হয় চওড়া প্রকৃতির। এঁদের প্রচুর স্ট্যামিনা থাকে। যে কোনও কাজ হাতে নিতে সদাপ্রস্তুত থাকেন। এনার্জিও থাকে তুঙ্গে। যা কিছু কিছু সময় বিরক্তিকর হয়ে ওঠে। তবে হ্যাঁ, প্রচুর পরিশ্রম করতে পারেন।
হার্ট শেপ: যাঁদের মুখের আকৃতি এমন হয়, তাঁদের অন্তরের শক্তি থাকে তুঙ্গে। সেই সঙ্গে এঁরা জেদি এবং দৃঢ়চেতা প্রকৃতির হন। অত্যন্ত সৃজনশীল এবং দারুণ পারফর্মার হন তাঁরা।
হার্ট শেপ: যাঁদের মুখের আকৃতি এমন হয়, তাঁদের অন্তরের শক্তি থাকে তুঙ্গে। সেই সঙ্গে এঁরা জেদি এবং দৃঢ়চেতা প্রকৃতির হন। অত্যন্ত সৃজনশীল এবং দারুণ পারফর্মার হন তাঁরা।
পিয়ার অথবা ট্রায়াঙ্গেল: এঁদের মধ্যে সকলের উপর ছড়ি ঘোরানোর প্রবণতা দেখা যায়। এগিয়ে এসে দায়িত্বও নেন। পরিস্থিতি সামলে নিয়ে বেশিরভাগ সময়ে সাফল্য অর্জন করতেও সক্ষম হন তাঁরা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
পিয়ার অথবা ট্রায়াঙ্গেল: এঁদের মধ্যে সকলের উপর ছড়ি ঘোরানোর প্রবণতা দেখা যায়। এগিয়ে এসে দায়িত্বও নেন। পরিস্থিতি সামলে নিয়ে বেশিরভাগ সময়ে সাফল্য অর্জন করতেও সক্ষম হন তাঁরা। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Thumb Shape Personality: আপনি কি বড্ড একগুঁয়ে? বুড়ো আঙুল সোজা না কি বাঁকা, তা থেকেই স্পষ্ট হবে চরিত্রের গোপন দিক!

আমাদের ব্যক্তিত্ব আসলে আমাদের আচরণ, ব্যবহার, মানসিকতা, অভ্যাস এবং বুদ্ধির মিশেল। তবে আমাদের শরীরের কিছু অঙ্গের গঠন কিংবা গড়ন দেখে আমাদের ব্যক্তিত্বের গোপন দিক বোঝা সম্ভব।
আমাদের ব্যক্তিত্ব আসলে আমাদের আচরণ, ব্যবহার, মানসিকতা, অভ্যাস এবং বুদ্ধির মিশেল। তবে আমাদের শরীরের কিছু অঙ্গের গঠন কিংবা গড়ন দেখে আমাদের ব্যক্তিত্বের গোপন দিক বোঝা সম্ভব।
যেমন, মুখের গড়নের মধ্যেও লুকিয়ে থাকে ব্যক্তিত্বের গোপন কথা। শুধু তা-ই নয়, পায়ের পাতার গড়ন, পায়ের উপর পা তুলে বসার ধরন, আঙুলের ব্যবধান থেকেও বোঝা যায় মানুষের ব্যক্তিত্ব।
যেমন, মুখের গড়নের মধ্যেও লুকিয়ে থাকে ব্যক্তিত্বের গোপন কথা। শুধু তা-ই নয়, পায়ের পাতার গড়ন, পায়ের উপর পা তুলে বসার ধরন, আঙুলের ব্যবধান থেকেও বোঝা যায় মানুষের ব্যক্তিত্ব।
আবার হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুলের গঠন থেকেও কারও ব্যক্তিত্বের আঁচ পাওয়া যায়। কীরকম? সেটাই আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
আবার হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুলের গঠন থেকেও কারও ব্যক্তিত্বের আঁচ পাওয়া যায়। কীরকম? সেটাই আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
সোজা বৃদ্ধাঙ্গুষ্ঠ: এক্ষেত্রে আঙুলের প্রথম গিঁট বা নাকলের পরে বুড়ো আঙুল আর বাঁকে না। এটা সবথেকে সাধারণ বৃদ্ধাঙ্গুষ্ঠ। আর এহেন বৃদ্ধাঙ্গুষ্ঠের অধিকারীরা সাধারণত একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকেন।
সোজা বৃদ্ধাঙ্গুষ্ঠ: এক্ষেত্রে আঙুলের প্রথম গিঁট বা নাকলের পরে বুড়ো আঙুল আর বাঁকে না। এটা সবথেকে সাধারণ বৃদ্ধাঙ্গুষ্ঠ। আর এহেন বৃদ্ধাঙ্গুষ্ঠের অধিকারীরা সাধারণত একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকেন।
এমনকী তাঁরা বিভিন্ন পরিস্থিতিতে প্রভাবশালী ভূমিকা গ্রহণ করেন। এঁরা বাস্তববাদী এবং সব কিছু যুক্তি দিয়ে বিচার করেন। আর এতে তাঁদের নেতৃত্ব প্রদানের ক্ষমতাও বৃদ্ধি পায়।
এমনকী তাঁরা বিভিন্ন পরিস্থিতিতে প্রভাবশালী ভূমিকা গ্রহণ করেন। এঁরা বাস্তববাদী এবং সব কিছু যুক্তি দিয়ে বিচার করেন। আর এতে তাঁদের নেতৃত্ব প্রদানের ক্ষমতাও বৃদ্ধি পায়।
এই ধরনের মানুষ সব সময় সতর্ক থাকেন এবং সব রকম সম্ভাব্য বিপদ শনাক্ত করার অন্তর্দৃষ্টি থাকে এঁদের মধ্যে। তুখোড় ইচ্ছাশক্তি, আত্ম-শৃঙ্খলা এবং আত্ম-নিয়ন্ত্রণ এঁদের সবচেয়ে উল্লেখযোগ্য শক্তিগুলির মধ্যে অন্যতম।
এই ধরনের মানুষ সব সময় সতর্ক থাকেন এবং সব রকম সম্ভাব্য বিপদ শনাক্ত করার অন্তর্দৃষ্টি থাকে এঁদের মধ্যে। তুখোড় ইচ্ছাশক্তি, আত্ম-শৃঙ্খলা এবং আত্ম-নিয়ন্ত্রণ এঁদের সবচেয়ে উল্লেখযোগ্য শক্তিগুলির মধ্যে অন্যতম।
বাঁকানো বৃদ্ধাঙ্গুষ্ঠ: প্রথম গিঁট বা নাকলের পরে যাঁদের বুড়ো আঙুল বেঁকে যায়, তাঁরা সাধারণত আবেগপ্রবণ এবং অভিব্যক্তিপূর্ণ হয়ে থাকেন। নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে এঁরা পারদর্শী।
বাঁকানো বৃদ্ধাঙ্গুষ্ঠ: প্রথম গিঁট বা নাকলের পরে যাঁদের বুড়ো আঙুল বেঁকে যায়, তাঁরা সাধারণত আবেগপ্রবণ এবং অভিব্যক্তিপূর্ণ হয়ে থাকেন। নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে এঁরা পারদর্শী।
সেই সঙ্গে অন্যদের প্রতি তাঁরা গভীর ভাবে সহানুভূতিশীল হয়ে থাকেন। তবে নিজেকে যথাযথ ভাবে মূল্য দেওয়াটা শিখতে সময় লাগতে পারে। কৌতূহলী এই মানুষগুলি নিজেদের লক্ষ্য পূরণের জন্য অনন্য পথ তৈরি করতেও বেশ পারদর্শী।
সেই সঙ্গে অন্যদের প্রতি তাঁরা গভীর ভাবে সহানুভূতিশীল হয়ে থাকেন। তবে নিজেকে যথাযথ ভাবে মূল্য দেওয়াটা শিখতে সময় লাগতে পারে। কৌতূহলী এই মানুষগুলি নিজেদের লক্ষ্য পূরণের জন্য অনন্য পথ তৈরি করতেও বেশ পারদর্শী।
সৃজনশীলতার অধিকারী হন এই মানুষগুলি। শিল্পের প্রতিও থাকে গভীর অনুরাগ। সেই সঙ্গে এঁরা কল্পনাপ্রবণও হয়ে থাকেন। যার ফলে শিল্পকলা, অভিনয় এবং অ্যাডভেঞ্চারাস স্পোর্টসেই ভাল কেরিয়ার গড়তে পারেন এই ধরনের মানুষেরা।
সৃজনশীলতার অধিকারী হন এই মানুষগুলি। শিল্পের প্রতিও থাকে গভীর অনুরাগ। সেই সঙ্গে এঁরা কল্পনাপ্রবণও হয়ে থাকেন। যার ফলে শিল্পকলা, অভিনয় এবং অ্যাডভেঞ্চারাস স্পোর্টসেই ভাল কেরিয়ার গড়তে পারেন এই ধরনের মানুষেরা।

Name Starts with S: S দিয়ে নাম শুরু হওয়া মানুষেরা ঠিক কেমন? প্রচুর গুণ থাকে, দোষ কী কী, মিলিয়ে দেখুন

প্রতিটি নামেরই নিজস্ব তাৎপর্য রয়েছে। নাম যে কোনও ব্যক্তির পরিচয়, যা তার স্বভাব এবং ব্যক্তিত্ব সম্পর্কে বিস্তারিত বলে দেয়। প্রতিটি নামের প্রথম অক্ষরের অনেক অর্থ রয়েছে। নামের প্রথম অক্ষরটি একজনের ব্যক্তিত্ব, তাঁর চরিত্র, পছন্দ-অপছন্দ সম্পর্কে অনেক কিছু বলে। যাঁদের নাম 'S' দিয়ে শুরু মানুষ হিসাবে তাঁরা কেমন? জেনে নেওয়া যাক।
প্রতিটি নামেরই নিজস্ব তাৎপর্য রয়েছে। নাম যে কোনও ব্যক্তির পরিচয়, যা তার স্বভাব এবং ব্যক্তিত্ব সম্পর্কে বিস্তারিত বলে দেয়। প্রতিটি নামের প্রথম অক্ষরের অনেক অর্থ রয়েছে। নামের প্রথম অক্ষরটি একজনের ব্যক্তিত্ব, তাঁর চরিত্র, পছন্দ-অপছন্দ সম্পর্কে অনেক কিছু বলে। যাঁদের নাম ‘S’ দিয়ে শুরু মানুষ হিসাবে তাঁরা কেমন? জেনে নেওয়া যাক।
যাঁদের নাম S দিয়ে শুরু হয়, তাঁরা উদার এবং বন্ধুত্বপূর্ণ। তাঁদের আশেপাশের অনেকের প্রশংসা পান এই ব্যক্তিরা। ধৈর্য নিয়ে অন্যদের কথা শোনেন তাঁরা। অন্যদের নিজের উপস্থিতি খুব সহজ করে ফেলেন এই মানুষেরা।
যাঁদের নাম S দিয়ে শুরু হয়, তাঁরা উদার এবং বন্ধুত্বপূর্ণ। তাঁদের আশেপাশের অনেকের প্রশংসা পান এই ব্যক্তিরা। ধৈর্য নিয়ে অন্যদের কথা শোনেন তাঁরা। অন্যদের নিজের উপস্থিতি খুব সহজ করে ফেলেন এই মানুষেরা।
S দিয়ে শুরু হওয়া মানুষেরা খুব রোম্যান্টিক হন। প্রতিটি সম্পর্ককে তাঁরা আবেগের সঙ্গে ধরে রাখেন। তাঁদের অনুভূতি খুব ভাল ভাবে প্রকাশ করতে পারেন। তাঁদের জীবনসঙ্গীর প্রতি ভালবাসা এবং স্নেহ থাকে। তাঁরা কখনওই তাদে ভঙ্গ করেন না।
S দিয়ে শুরু হওয়া মানুষেরা খুব রোম্যান্টিক হন। প্রতিটি সম্পর্ককে তাঁরা আবেগের সঙ্গে ধরে রাখেন। তাঁদের অনুভূতি খুব ভাল ভাবে প্রকাশ করতে পারেন। তাঁদের জীবনসঙ্গীর প্রতি ভালবাসা এবং স্নেহ থাকে। তাঁরা কখনওই তাদে ভঙ্গ করেন না।
যাঁদের নাম S দিয়ে শুরু হয়, তাঁরা যে কোনও ক্ষেত্রেই নিজের লক্ষ্য নির্ধারণ করে রাখেন। এঁরা প্রকৃতিগতভাবে পরিশ্রমী। সৃজনশীল এবং শৈল্পিক ক্ষেত্রের দিকে বেশি ঝোঁক থাকে তাঁদের।
যাঁদের নাম S দিয়ে শুরু হয়, তাঁরা যে কোনও ক্ষেত্রেই নিজের লক্ষ্য নির্ধারণ করে রাখেন। এঁরা প্রকৃতিগতভাবে পরিশ্রমী। সৃজনশীল এবং শৈল্পিক ক্ষেত্রের দিকে বেশি ঝোঁক থাকে তাঁদের।
S দিয়ে নাম শুরু হওয়া মানুষেরা খুব সহজেই সব ধরনের সমস্যার সমাধান করতে পারেন।  লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে পারেন তাঁরা। চ্যালেঞ্জের মুখোমুখি হতে পিছপা হন না।
S দিয়ে নাম শুরু হওয়া মানুষেরা খুব সহজেই সব ধরনের সমস্যার সমাধান করতে পারেন। লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে পারেন তাঁরা। চ্যালেঞ্জের মুখোমুখি হতে পিছপা হন না।
উপযুক্ত চাকরির ক্ষেত্র: ইউএক্স ডিজাইনার, শিল্প, থেরাপিস্ট, ফ্যাশন ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ঔপন্যাসিক, জাদুঘর, প্রদর্শনী ডিজাইনার, মেকআপ শিল্পী, সৃজনশীল লেখা, শিল্প পরিচালক, ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট, ফরেনসিকের মতো ক্ষেত্রগুলি দিয়ে শুরু হয় তাদের জন্য বিশেষজ্ঞ, সাইবার নিরাপত্তা বিশ্লেষক, পরিবেশ প্রকৌশলী, পেটেন্ট আইনজীবী, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার এবং কারিগরি লেখক।
উপযুক্ত চাকরির ক্ষেত্র: ইউএক্স ডিজাইনার, শিল্প, থেরাপিস্ট, ফ্যাশন ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ঔপন্যাসিক, জাদুঘর, প্রদর্শনী ডিজাইনার, মেকআপ শিল্পী, সৃজনশীল লেখা, শিল্প পরিচালক, ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট, ফরেনসিকের মতো ক্ষেত্রগুলি দিয়ে শুরু হয় তাদের জন্য বিশেষজ্ঞ, সাইবার নিরাপত্তা বিশ্লেষক, পরিবেশ প্রকৌশলী, পেটেন্ট আইনজীবী, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার এবং কারিগরি লেখক।
যাঁদের নাম S দিয়ে শুরু হয়, তাঁদেরও কিছু নেতিবাচকতাও থাকে।কখনও কখনও তাঁরা সহজে পরিবর্তনের মুখোমুখি হতে পারেন না বা তা পছন্দ করেন না। পরিণতির কথা চিন্তা না করেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন যার কারণে তাঁদের প্রায়ই বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়।
যাঁদের নাম S দিয়ে শুরু হয়, তাঁদেরও কিছু নেতিবাচকতাও থাকে।কখনও কখনও তাঁরা সহজে পরিবর্তনের মুখোমুখি হতে পারেন না বা তা পছন্দ করেন না। পরিণতির কথা চিন্তা না করেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন যার কারণে তাঁদের প্রায়ই বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়।

Sleeping Position Personality: আত্মবিশ্বাসের অভাব? নিজের মধ্যে গুটিয়ে থাকেন? ঘুমের ধরনই বলে দেবে আপনার চরিত্রের গোপন দিক, কল্পনাও করতে পারছেন না!

আপনি কি কখনও ভেবে দেখেছেন কীভাবে আপনি ঘুমান? এখনই নিশ্চয়ই আপনি মনে করার চেষ্টা করবেন। তাহলে কোন পোজিশনে শুয়ে থাকতে ভাল লাগে ভেবে দেখলেন তো? ইউরোপীয় জার্নাল অফ পার্সোনালিটিতে প্রকাশিত একটি গবেষণায় ঘুমের অবস্থান এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে সংযোগ খুঁজে পাওয়া গিয়েছে।
আপনি কি কখনও ভেবে দেখেছেন কীভাবে আপনি ঘুমান? এখনই নিশ্চয়ই আপনি মনে করার চেষ্টা করবেন। তাহলে কোন পোজিশনে শুয়ে থাকতে ভাল লাগে ভেবে দেখলেন তো? ইউরোপীয় জার্নাল অফ পার্সোনালিটিতে প্রকাশিত একটি গবেষণায় ঘুমের অবস্থান এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে সংযোগ খুঁজে পাওয়া গিয়েছে।
সমীক্ষাতে বলা হয়েছে, আমাদের ঘুমের পোজিশনে শুধুমাত্র জেনেটিক্স দ্বারা নির্ধারিত হয় না বরং আমাদের দৈনন্দিন জীবনযাত্রার দ্বারাও প্রভাবিত হয়। ঘুম নিয়ে গবেষণা করেন স্যামুয়েল ডানকেল। তাঁর থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়।
সমীক্ষাতে বলা হয়েছে, আমাদের ঘুমের পোজিশনে শুধুমাত্র জেনেটিক্স দ্বারা নির্ধারিত হয় না বরং আমাদের দৈনন্দিন জীবনযাত্রার দ্বারাও প্রভাবিত হয়। ঘুম নিয়ে গবেষণা করেন স্যামুয়েল ডানকেল। তাঁর থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়।
ঘুমের পোজিশন এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলির মধ্যে সম্পর্ক বার করেছেন তিনি। আমাদের ঘুমের স্টাইল আমাদের মনের গভীর দিকটি প্রকাশ করতে পারে।
ঘুমের পোজিশন এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলির মধ্যে সম্পর্ক বার করেছেন তিনি। আমাদের ঘুমের স্টাইল আমাদের মনের গভীর দিকটি প্রকাশ করতে পারে।
১. শিশুর মতো কুঁকড়ে ঘুমানো- এর অর্থ হল, বাইরের দুনিয়ার সামনে আপনি নিজের কঠিন আবরণটুকুই প্রকাশ করেন কিন্তু আদপে আপনি অন্তর্মুখী স্বভাবের। তা ছাড়া একজন সঙ্গীর সুরক্ষিত এবং নিরাপদ বৃত্তে নিজেকে গুটিয়ে আদরে রেখে দিতে চান।
১. শিশুর মতো কুঁকড়ে ঘুমানো- এর অর্থ হল, বাইরের দুনিয়ার সামনে আপনি নিজের কঠিন আবরণটুকুই প্রকাশ করেন কিন্তু আদপে আপনি অন্তর্মুখী স্বভাবের। তা ছাড়া একজন সঙ্গীর সুরক্ষিত এবং নিরাপদ বৃত্তে নিজেকে গুটিয়ে আদরে রেখে দিতে চান।
এইভাবে ঘুমানো জাগ্রত জীবনের সমস্যা থেকে সংযোগ বিচ্ছিন্ন করার ইচ্ছার ইঙ্গিত দেয়। পরিবারের সদস্যদের দ্বারা বেষ্টিত হলে আপনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ তারাই আপনাকে রক্ষা করে। ভিড় আপনাকে উদ্বিগ্ন করে তোলে। জনসমক্ষে কথা বলতে গিয়ে আপনি অত্যধিক সচেতন হয়ে পড়েন।
এইভাবে ঘুমানো জাগ্রত জীবনের সমস্যা থেকে সংযোগ বিচ্ছিন্ন করার ইচ্ছার ইঙ্গিত দেয়। পরিবারের সদস্যদের দ্বারা বেষ্টিত হলে আপনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ তারাই আপনাকে রক্ষা করে। ভিড় আপনাকে উদ্বিগ্ন করে তোলে। জনসমক্ষে কথা বলতে গিয়ে আপনি অত্যধিক সচেতন হয়ে পড়েন।
২. পাশ ফিরে ঘুমানো- এক পাশ ফিরে ঘুমান মানে আপনি একজন সহজ-সরল ব্যক্তি। যে কারও সঙ্গে কথোপকথন শুরু করতে পারেন। আপনার মধ্যে অবিলম্বে লোকেদের বিশ্বাস করার প্রবণতা রয়েছে, যা আপনাকে সহজে প্ররোচিত করতে পারে।
২. পাশ ফিরে ঘুমানো- এক পাশ ফিরে ঘুমান মানে আপনি একজন সহজ-সরল ব্যক্তি। যে কারও সঙ্গে কথোপকথন শুরু করতে পারেন। আপনার মধ্যে অবিলম্বে লোকেদের বিশ্বাস করার প্রবণতা রয়েছে, যা আপনাকে সহজে প্ররোচিত করতে পারে।
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি হুড়োহুড়ি করেন না। সবেতে ভারসাম্য রাখতে পারেন। আপনি প্রতিটি দিক বিবেচনা করে তারপর একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। যদিও প্রাথমিকভাবে ধীর গতিতে চললেও সেটা পড়ে সঠিক হিসেবে বিবেচিত হয়।
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি হুড়োহুড়ি করেন না। সবেতে ভারসাম্য রাখতে পারেন। আপনি প্রতিটি দিক বিবেচনা করে তারপর একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। যদিও প্রাথমিকভাবে ধীর গতিতে চললেও সেটা পড়ে সঠিক হিসেবে বিবেচিত হয়।
৩. হাত পা ছড়িয়ে উপুড় হয়ে শোয়া- একে বলে ফ্রি ফল স্লিপিং পজিশন। দেখে মনে হবে, আপনি যেন আকাশ থেকে পড়ছেন। আপনি স্বভাবে অত্যন্ত মজাদার মানুষ। সর্বদা অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত। আপনাকে কেউ ছোট করলে একদম সহ্য করতে পারেন না।
৩. হাত পা ছড়িয়ে উপুড় হয়ে শোয়া- একে বলে ফ্রি ফল স্লিপিং পজিশন। দেখে মনে হবে, আপনি যেন আকাশ থেকে পড়ছেন। আপনি স্বভাবে অত্যন্ত মজাদার মানুষ। সর্বদা অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত। আপনাকে কেউ ছোট করলে একদম সহ্য করতে পারেন না।
কেউ সাহায্য চাইলে আপনি এমন একটি ভান করেন যেন আপনি ধরাছোঁয়ার বাইরে। এবং আপনি চান, তারা আপনাকে বোঝাক যে আপনি ছাড়া সাহায্য করার আর কেউ নেই।
কেউ সাহায্য চাইলে আপনি এমন একটি ভান করেন যেন আপনি ধরাছোঁয়ার বাইরে। এবং আপনি চান, তারা আপনাকে বোঝাক যে আপনি ছাড়া সাহায্য করার আর কেউ নেই।
৪. চিৎ হয়ে শোয়া- আপনি খুব আত্মবিশ্বাসী এবং জীবনকে সুন্দর সামলে নিতে পারেন। আপনি দ্বন্দ্ব এড়াতে এবং সমস্যা থেকে দূরে থাকতে ভালবাসেন। যদি না পরিস্থিতির প্রয়োজনে আপনি অন্যরকম ভাবে ব্যবহার করেন। আপনি নীরব থাকতে পছন্দ করেন, কিন্তু প্রয়োজনে আপনি কথা বলেন।
৪. চিৎ হয়ে শোয়া- আপনি খুব আত্মবিশ্বাসী এবং জীবনকে সুন্দর সামলে নিতে পারেন। আপনি দ্বন্দ্ব এড়াতে এবং সমস্যা থেকে দূরে থাকতে ভালবাসেন। যদি না পরিস্থিতির প্রয়োজনে আপনি অন্যরকম ভাবে ব্যবহার করেন। আপনি নীরব থাকতে পছন্দ করেন, কিন্তু প্রয়োজনে আপনি কথা বলেন।
আপনি শৃঙ্খলা পছন্দ করেন বলে নিজের এবং অন্যদের কাছ থেকে অনেক কিছু আশা করেন। নিজের আবেগপ্রবণতাকে লুকিয়ে রাখেন। কথা বলার আগে চিন্তা করে নেন। এই বৈশিষ্ট্যগুলির কারণেই নিজের লক্ষে স্থির থাকতে সক্ষম আপনি।
আপনি শৃঙ্খলা পছন্দ করেন বলে নিজের এবং অন্যদের কাছ থেকে অনেক কিছু আশা করেন। নিজের আবেগপ্রবণতাকে লুকিয়ে রাখেন। কথা বলার আগে চিন্তা করে নেন। এই বৈশিষ্ট্যগুলির কারণেই নিজের লক্ষে স্থির থাকতে সক্ষম আপনি।
৫. স্টারফিশের মতো শোয়া- বাহু এবং পা প্রসারিত করে ঘুমানোকে বলে স্টারফিশের মতো ঘুমানো। বন্ধুত্ব এবং সম্পর্ককে মূল্য দেন আপনি। আপনি একজন ভাল বন্ধু হওয়ার চেষ্টা করেন। সক্রিয়ভাবে অন্যদের কথা শোনেন।
৫. স্টারফিশের মতো শোয়া- বাহু এবং পা প্রসারিত করে ঘুমানোকে বলে স্টারফিশের মতো ঘুমানো। বন্ধুত্ব এবং সম্পর্ককে মূল্য দেন আপনি। আপনি একজন ভাল বন্ধু হওয়ার চেষ্টা করেন। সক্রিয়ভাবে অন্যদের কথা শোনেন।
আপনি অন্যের দুঃখ-যন্ত্রণার প্রতি সহানুভূতিশীল। এবং যখন প্রয়োজন পড়ে, অন্যের দুঃখের ভার বহন করতে আপনি নিজের হাত এগিয়ে দেন। যাতে বন্ধু আপনার উপর ভরসা করতে পারেন।
আপনি অন্যের দুঃখ-যন্ত্রণার প্রতি সহানুভূতিশীল। এবং যখন প্রয়োজন পড়ে, অন্যের দুঃখের ভার বহন করতে আপনি নিজের হাত এগিয়ে দেন। যাতে বন্ধু আপনার উপর ভরসা করতে পারেন।
৬. উপুড় হয়ে শোয়া- পেটের উপর চাপ দিয়ে ঘুমালে বোঝা যায়, আপনি ভনিতা না করে বা ঘুরিয়ে কথা না বলে সরাসরি মনের কথা বলতে পছন্দ করেন। মুক্তচিন্তার মানুষ আপনি। কঠিন সমালোচনা ধেয়ে এলে গঠনমূলকভাবে সেটার সঙ্গে বোঝাপড়া করতে ভালবাসেন। আপনার আশাবাদী দৃষ্টিভঙ্গি রয়েছে।
৬. উপুড় হয়ে শোয়া- পেটের উপর চাপ দিয়ে ঘুমালে বোঝা যায়, আপনি ভনিতা না করে বা ঘুরিয়ে কথা না বলে সরাসরি মনের কথা বলতে পছন্দ করেন। মুক্তচিন্তার মানুষ আপনি। কঠিন সমালোচনা ধেয়ে এলে গঠনমূলকভাবে সেটার সঙ্গে বোঝাপড়া করতে ভালবাসেন। আপনার আশাবাদী দৃষ্টিভঙ্গি রয়েছে।
আপনি একজন মজাদার, কৌতুকপূর্ণ এবং খোলা মনের ব্যক্তি। আপনি সবকিছু পরিচালনা করার চেষ্টা করেন, যদিও সেটি সবসময়ে কাজে নাও লাগতে পারে। প্রতিকূলতা পরিবেশের ভাল দিকটি তুলে ধরেন। আবেগপ্রবণ, নিরাপত্তাহীনতা এবং আত্মবিশ্বাসের অভাব রয়েছে বলে আপনার অগ্রগতি বারবার বাধা পেতে পারে।
আপনি একজন মজাদার, কৌতুকপূর্ণ এবং খোলা মনের ব্যক্তি। আপনি সবকিছু পরিচালনা করার চেষ্টা করেন, যদিও সেটি সবসময়ে কাজে নাও লাগতে পারে। প্রতিকূলতা পরিবেশের ভাল দিকটি তুলে ধরেন। আবেগপ্রবণ, নিরাপত্তাহীনতা এবং আত্মবিশ্বাসের অভাব রয়েছে বলে আপনার অগ্রগতি বারবার বাধা পেতে পারে।

April Born Personality Traits: এপ্রিলে জন্মানো মানুষেরা আসলে কেমন? গুণের তালিকা দীর্ঘ, দোষই বা কী কী, জেনে নিন

কোনও ব্যক্তি কোন মাসে জন্মেছে, সেটির উপর তার ব্যক্তিত্ব অনেকটাই নির্ভর করে। এপ্রিল মাসে জন্মানো মানুষেরা কেমন হন? বিস্তারিত জানাচ্ছেন, জ্যোতিষী ডাঃ আরতি দাহিয়া।
কোনও ব্যক্তি কোন মাসে জন্মেছে, সেটির উপর তার ব্যক্তিত্ব অনেকটাই নির্ভর করে। এপ্রিল মাসে জন্মানো মানুষেরা কেমন হন? বিস্তারিত জানাচ্ছেন, জ্যোতিষী ডাঃ আরতি দাহিয়া।
এপ্রিল জন্মগ্রহণকারীরা শুরু থেকেই দুঃসাহসিক। তারা জন্ম থেকেই খুব সাহসী। তারা সব সময় নতুন জিনিস অন্বেষণ করতে পছন্দ করে। একঘেয়ে জীবন ঘৃণা করে।
এপ্রিল জন্মগ্রহণকারীরা শুরু থেকেই দুঃসাহসিক। তারা জন্ম থেকেই খুব সাহসী। তারা সব সময় নতুন জিনিস অন্বেষণ করতে পছন্দ করে। একঘেয়ে জীবন ঘৃণা করে।
চারপাশের জিনিস থেকে শিক্ষা নেয়। সব সময় নতুন কিছু করার চেষ্টা করে। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারে। কোনও সমস্যায় ভীত হয় না। দৃঢ় সংকল্পের সঙ্গে সমস্যার সম্মুখীন হয়।
চারপাশের জিনিস থেকে শিক্ষা নেয়। সব সময় নতুন কিছু করার চেষ্টা করে। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারে। কোনও সমস্যায় ভীত হয় না। দৃঢ় সংকল্পের সঙ্গে সমস্যার সম্মুখীন হয়।
আপনি যদি এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন তবে আপনি স্বাধীন এবং ওয়ার্কহোলিক। আপনার স্বভাব অন্যকে আপনার প্রতি আকৃষ্ট করে। লক্ষ্য অর্জনে আপনি একনিষ্ঠ। আপনার স্বাধীন ব্যক্তিত্ব অন্যদের জীবনেও উত্তেজনা নিয়ে আসে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি অর্থ পাবেন। জীবনের সমস্ত ইচ্ছা সঠিকভাবে পূরণ করতে সক্ষম হবেন। কর্মজীবনে  অর্থনৈতিক এবং অন্যান্য সমস্যাগুলি কী ভাবে পরিচালনা করতে হয়, তা আপনি ভাল জানেন।
আপনি যদি এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন তবে আপনি স্বাধীন এবং ওয়ার্কহোলিক। আপনার স্বভাব অন্যকে আপনার প্রতি আকৃষ্ট করে। লক্ষ্য অর্জনে আপনি একনিষ্ঠ। আপনার স্বাধীন ব্যক্তিত্ব অন্যদের জীবনেও উত্তেজনা নিয়ে আসে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি অর্থ পাবেন। জীবনের সমস্ত ইচ্ছা সঠিকভাবে পূরণ করতে সক্ষম হবেন। কর্মজীবনে অর্থনৈতিক এবং অন্যান্য সমস্যাগুলি কী ভাবে পরিচালনা করতে হয়, তা আপনি ভাল জানেন।
এপ্রিলে জন্মগ্রহণকারী ব্যক্তিরা উদ্যমী এবং সক্রিয়। খাবার, বই, সিনেমা, ভ্রমণ এবং অ্যাডভেঞ্চারের জন্য তাদের দুর্দান্ত আবেগ রয়েছে।  কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। তাদের মুখে সবসময় উজ্জ্বল হাসি থাকে।  তার আনন্দ এবং উদ্দীপনার সাথে আপনার চারপাশের পরিবেশকে উজ্জ্বল করেন।
এপ্রিলে জন্মগ্রহণকারী ব্যক্তিরা উদ্যমী এবং সক্রিয়। খাবার, বই, সিনেমা, ভ্রমণ এবং অ্যাডভেঞ্চারের জন্য তাদের দুর্দান্ত আবেগ রয়েছে। কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। তাদের মুখে সবসময় উজ্জ্বল হাসি থাকে। তার আনন্দ এবং উদ্দীপনার সাথে আপনার চারপাশের পরিবেশকে উজ্জ্বল করেন।
তারা প্রকৃতিগতভাবে খুব সংবেদনশীল। খুব দ্রুত নতুন কিছু শিখে নেন। প্রতিটি আবেগকে গভীরভাবে অনুভব করেন। শুধুমাত্র নিজের নয়। চারপাশের লোকদেরও বোঝার ক্ষমতা অসাধারণ৷ কেউ তাদের কাছে তাদের সমস্যার কথা বললে তারা সমাধান খোঁজেন। এবং অন্যদের পূর্ণ সহযোগিতা করেন।
তারা প্রকৃতিগতভাবে খুব সংবেদনশীল। খুব দ্রুত নতুন কিছু শিখে নেন। প্রতিটি আবেগকে গভীরভাবে অনুভব করেন। শুধুমাত্র নিজের নয়। চারপাশের লোকদেরও বোঝার ক্ষমতা অসাধারণ৷ কেউ তাদের কাছে তাদের সমস্যার কথা বললে তারা সমাধান খোঁজেন। এবং অন্যদের পূর্ণ সহযোগিতা করেন।
এপ্রিলে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অনুগত এবং উদার হয়। বন্ধুর মধ্যে থেকে তিনি সেরাটি বার করে আনেন। তাদের সহানুভূতির কারণে  অনেক ভাল বন্ধু আছে। বন্ধুদের প্রতি তাঁরা খুব যত্নশীল।
এপ্রিলে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অনুগত এবং উদার হয়। বন্ধুর মধ্যে থেকে তিনি সেরাটি বার করে আনেন। তাদের সহানুভূতির কারণে অনেক ভাল বন্ধু আছে। বন্ধুদের প্রতি তাঁরা খুব যত্নশীল।
প্রেমের ক্ষেত্রে তারা কখনওই নিজে থেকে উদ্যোগ নেয় না। অন্য কেউ উদ্যোগ নিলে তারা দ্রুত তাদের অনুমোদন দেয় না।
প্রেমের ক্ষেত্রে তারা কখনওই নিজে থেকে উদ্যোগ নেয় না। অন্য কেউ উদ্যোগ নিলে তারা দ্রুত তাদের অনুমোদন দেয় না।

August Born Personality Traits: অগাস্টে জন্মানো মানুষেরা আসলে কেমন? গুণের তালিকা দীর্ঘ, দোষই বা কী কী, জেনে নিন

জন্ম তারিখ এবং মাস মানুষের আচরণ এবং চরিত্রের উপর একটি বড় প্রভাব ফেলে। আপনি কেমন আছেন, অন্যদের সঙ্গে কেমন আচরণ করেন, কী ভাবে আপনার সমস্যার সমাধান করবেন, তা অনেকাংশে আপনার জন্মের মাসের উপর নির্ভর করে। আপনার জন্ম যদি অগাস্ট মাসে হয় তবে তার কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকবে। বিস্তারিত জেনে নেওয়া যাক।
জন্ম তারিখ এবং মাস মানুষের আচরণ এবং চরিত্রের উপর একটি বড় প্রভাব ফেলে। আপনি কেমন আছেন, অন্যদের সঙ্গে কেমন আচরণ করেন, কী ভাবে আপনার সমস্যার সমাধান করবেন, তা অনেকাংশে আপনার জন্মের মাসের উপর নির্ভর করে। আপনার জন্ম যদি অগাস্ট মাসে হয় তবে তার কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকবে। বিস্তারিত জেনে নেওয়া যাক।
অগাস্ট মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব আত্মবিশ্বাসী হন। তাদের ব্যক্তিত্ব খুব জোরাল। তারা মানসিক এবং শারীরিকভাবে খুবই শক্তিশালী। পাশাপাশি ইচ্ছাশক্তি সম্পন্নও। সৎ এবং সাহসী। অগাস্টে জন্মানো ব্যক্তিরা স্বাধীনভাবে কথা বলে। তারা মানুষের কাছ থেকে যে মনোযোগ পায়, তা উপভোগ করে।
অগাস্ট মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুব আত্মবিশ্বাসী হন। তাদের ব্যক্তিত্ব খুব জোরাল। তারা মানসিক এবং শারীরিকভাবে খুবই শক্তিশালী। পাশাপাশি ইচ্ছাশক্তি সম্পন্নও। সৎ এবং সাহসী। অগাস্টে জন্মানো ব্যক্তিরা স্বাধীনভাবে কথা বলে। তারা মানুষের কাছ থেকে যে মনোযোগ পায়, তা উপভোগ করে।
অগাস্ট মাসে জন্ম নেওয়া ব্যক্তিরা পরিশ্রমী। তাদের ব্যক্তিত্বও খুব আকর্ষণীয় হয়। তারা নিজেদের গুছিয়ে রাখতে পারে। এই ধরনের মানুষেরা বুদ্ধিমান এবং নির্ভরশীল। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে তারা লক্ষ্য অর্জন করে।
অগাস্ট মাসে জন্ম নেওয়া ব্যক্তিরা পরিশ্রমী। তাদের ব্যক্তিত্বও খুব আকর্ষণীয় হয়। তারা নিজেদের গুছিয়ে রাখতে পারে। এই ধরনের মানুষেরা বুদ্ধিমান এবং নির্ভরশীল। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে তারা লক্ষ্য অর্জন করে।
অগাস্ট মাসে জন্ম নেওয়া মানুষরা রাজকীয় ভাবে ভালোবাসে। তাদের সম্মান দিলে প্রতিদানে সম্মান পাবেন। তাদের প্রশংসা না করলেও, তারা নিজেরাই নিজের প্রশংসা করতে জানে।
অগাস্ট মাসে জন্ম নেওয়া মানুষরা রাজকীয় ভাবে ভালোবাসে। তাদের সম্মান দিলে প্রতিদানে সম্মান পাবেন। তাদের প্রশংসা না করলেও, তারা নিজেরাই নিজের প্রশংসা করতে জানে।
এই মানুষরা স্পষ্টভাষী। তবে মনের কথা কেবল তাদের নিকটতম বন্ধুদেরই বলে। আগস্টে জন্মগ্রহণকারী মানুষরা তাদের কাছের এবং বিশ্বস্ত মানুষের কাছেই নিজেদের মনের কথা বলে।অগাস্ট মাসে জন্মগ্রহণকারী মানুষরা খুব জেদি হবে। তারা সংবেদনশীল আচরণ আড়াল করার চেষ্টা করে।
এই মানুষরা স্পষ্টভাষী। তবে মনের কথা কেবল তাদের নিকটতম বন্ধুদেরই বলে। আগস্টে জন্মগ্রহণকারী মানুষরা তাদের কাছের এবং বিশ্বস্ত মানুষের কাছেই নিজেদের মনের কথা বলে।অগাস্ট মাসে জন্মগ্রহণকারী মানুষরা খুব জেদি হবে। তারা সংবেদনশীল আচরণ আড়াল করার চেষ্টা করে।
সকলে তাদের সেরা বন্ধু হতে পারে না। কিন্তু অগাস্টে জন্মগ্রহণকারীরা কখনওই ঘনিষ্ঠ বন্ধুদের ছেড়ে দেয় না। নিজেকে সচেতন করার জন্য তার অন্য কারও প্রয়োজন নেই।
সকলে তাদের সেরা বন্ধু হতে পারে না। কিন্তু অগাস্টে জন্মগ্রহণকারীরা কখনওই ঘনিষ্ঠ বন্ধুদের ছেড়ে দেয় না। নিজেকে সচেতন করার জন্য তার অন্য কারও প্রয়োজন নেই।
তারা হাল ছেড়ে না দিয়ে প্রতিটি অসুবিধা অতিক্রম করে। তারা শক্তিতে পূর্ণ এবং তাদের চারপাশের লোকেদেরও শক্তি জোগায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
তারা হাল ছেড়ে না দিয়ে প্রতিটি অসুবিধা অতিক্রম করে। তারা শক্তিতে পূর্ণ এবং তাদের চারপাশের লোকেদেরও শক্তি জোগায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)