Tag Archives: Phone Hack

iPhone Hack: আইফোন হ্যাক হয়েছে বলে মনে হচ্ছে? এই ৫ লক্ষণ মিলে গেলে সতর্ক হন

আমাদের মধ্যে যাঁরা আইফোন ব্যবহার করেন তাঁরা অনেকসময়ই নিশ্চিন্তে থাকেন যে তাঁদের ফোন কখনই হ্যাক হতে পারে না। তবে অনেকেই সম্প্রতি অ্যাপল থেকে হ্যাকিং সংক্রান্ত নোটিফিকেশন পেয়েছেন। তাঁরা এই পাঁচটি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে তাঁদের ফোনটি হ্যাক হয়েছে কি না।

ব্যাটারি শেষ হয়ে যাওয়া

ফোন হ্যাক হয়েছে কিনা বুঝতে ব্যাটারি কতটা তাড়াতাড়ি শেষ হয়েছে তা লক্ষ্য করা যেতে পারে। ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের ক্ষেত্রে যেহেতু সমস্ত অ্যাপগুলি অ্যাক্টিভ থাকে তাই খুব সহজেই ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বেশিরভাগ সময় ফোনের অ্যাপ চলতে থাকলে সারাক্ষণ ফোন গরম থাকবে, এটিও ফোন হ্যাক হয়ে যাওয়ার একটি লক্ষণ।

আরও পড়ুন: ফোন রিস্টার্ট করা ভাল না কি পাওয়ার অফ করা? এই ‘সিক্রেট’ জেনে নিন, কখনওই খারাপ হবে না মোবাইল

মোবাইলের ডেটা ব্যবহার

ফোনের ডেটা যদি খুব দ্রুত গতিতে ব্যবহার হতে থাকে তবে বুঝতে হবে যে ফোন হ্যাক হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন অ্যাপ থেকে ডেটা নেওয়ার সময় মোবাইলের ডেটা ব্যবহার হয় বলে খুব তাড়াতাড়ি নেট ডেটা খরচ হতে থাকে।

অজানা অ্যাপ ইনস্টল

যদি আমাদের ফোন ব্যবহারের সময় দেখা যায় যে আমাদের ফোনে কোনও অজানা অ্যাপ ইনস্টল হয়েছে, যা আমরা ইনস্টল করিনি তবে বুঝতে হবে যে ফোন হ্যাক হয়েছে। এছাড়াও অনেক অ্যাপ রয়েছে যা বিভিন্ন নামে আমাদের ফোনে ইনস্টল হয়ে যায়, সেটিও ফোন হ্যাকিংয়ের লক্ষণ।

আইফোন স্লো হয়ে যাওয়া

যদি আমাদের আইফোনটি ধীরে ধীরে কাজ করতে থাকে তবে বুঝতে হবে এটি ভাইরাসে আক্রান্ত। অনেক সময়ই দেখা যায় ফোনটিকে বারে বারে রিস্টার্ট করতে হচ্ছে বা কোনও ওয়েবপেজ সঠিক ভাবে খুলছে না, তাহলেও বুঝতে হবে ফোনটি হ্যাক হয়েছে।

অ্যাপ প্রায় কাজ করছে না

যদি দেখা যায় আমাদের আইফোনের অ্যাপগুলি সঠিক ভাবে কাজ করছে না বা ফোনের অ্যাপগুলি হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে হবে ফোনটি হ্যাক হয়েছে। এটি হয় কেন না অ্যাপের মেমোরি এই ক্ষেত্রে স্পাইওয়্যার দ্বারা আক্রান্ত হয় এবং অ্যাপগুলি কাজ করা বন্ধ করে দেয়।