Tag Archives: Poco

দেশে লঞ্চ হওয়ার আগেই Poco X4 Pro 5G-র সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস

Poco X4 Pro 5G India Launch: আগামী ২৮ মার্চ এ দেশে লঞ্চ করা হতে চলেছে Poco X4 Pro 5G স্মার্টফোন। কোম্পানির তরফে একটি ট্যুইট করে জানান হয়েছে Poco X4 Pro 5G লঞ্চের তারিখ। এক নজরে দেখে নিন Poco X4 Pro 5G ফোনের দাম এবং তার ফিচার।

Poco X4 Pro 5G স্মার্টফোনের দাম –

Poco X4 Pro 5G ফোনের দাম শুরু হতে পারে প্রায় ২৫,৩০০ টাকা থেকে। মনে করা হচ্ছে ভারতের বাজারে Poco X4 Pro 5G এর দাম রাখা হতে পারে প্রায় ২২,০০০ টাকা।

Poco X4 Pro 5G স্মার্টফোনের ফিচার –

Poco X4 Pro 5G ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল-HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। Poco X4 Pro 5G ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট ছাড়াও 360Hz টাচ স্যাম্পলিং রেট। এ ছাড়াও Poco X4 Pro 5G ফোনে রয়েছে Corning Gorilla Glass 5 সুরক্ষা-সহ দুর্দান্ত ডিসপ্লে। Poco X4 Pro 5G ফোনে চারপাশে আলোর উপর ভিত্তি করে ডিসপ্লে অ্যাডজাস্ট করা যাবে। Poco X4 Pro 5G ফোনে ফোনে রয়েছে Snapdragon 695 SoC যা 8GB পর্যন্ত LPDDR4X RAM ও 256GB UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন – এক নজরে দেখে নিন WhatsApp এর ফন্ট সাইজ পরিবর্তন করার উপায়

আরও পড়ুন – খুব শীঘ্রই আসছে UPI Lite, এবার অফলাইনে করা যাবে লেনদেন

Poco X4 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে উন্নতমানের ক্যামেরা। Poco X4 Pro 5G ফোনে রয়েছে পিছনের দিকে কয়েকটি আয়তাকার মডিউলের ভিতরে ট্রিপল ক্যামেরা। Poco X4 Pro 5G ফোনের বড় ক্যামেরা মডিউলটি একটি কালো ব্যাকগ্রাউন্ডের ওপর তৈরি হয়েছে। এর আগেও Poco M3 ও M4 ফোনগুলিতেও এই একই বৈশিষ্ট্য দেখা গিয়েছিল।

Poco X4 Pro 5G ফোনের পিছনের ক্যামেরা মডিউলটিতে একটি 108-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার রয়েছে। Poco X4 Pro 5G ফোনের মূল ক্যামেরাটি 30fps এ ফুল-এইচডি ভিডিও রেকর্ড করতে পারে। এছাড়াও Poco X4 Pro 5G ফোনের সামনে রয়েছে সেলফির জন্য একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা। Poco X4 Pro-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে 5G, 4G, Bluetooth 5.1, Wi-Fi 5 ও USB-C পোর্ট।Poco X4 Pro 5G ফোনে রয়েছে 5,000mAh ব্যাটারি, যা 67W চার্জিং যুক্ত। Poco X4 Pro 5G ফোনে রয়েছে Android 11 অপারেটিং সিস্টেম যা MIUI 13 এর মাধ্যমে চলে।