Tag Archives: Prasidh Krishna

IPL 2023: আইপিএলের আগে জোর ধাক্কা রাজস্থান রয়্যালসের, ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

জয়পুর: ২০০৮ সালের পর মাঝে ১৪ বছরের ব্যবধান। ২০২২ সালের আইপিএলে দ্বিতীয়বারের জন্য ফাইনালে পৌছেছিল রাজস্থান রয়্যালস। ফাইনালে যদিও গুজরাট টাইটানসের কাছে হেরে বিদায় হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সঞ্জু স্যামসনের দলকে। রাজস্থান রয়্যালসের রানার্স হওয়ার পেছনে যে সকল ক্রিকেটারদের বড় ভূমিকা ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। দলের বোলিং অ্যাটাকের অন্যতম প্রধান শক্তি ছিলেন এই ডান হাতি পেসার। তবে ২০২৩ সালে প্রসিদ্ধ কৃষ্ণাকে পাচ্ছে না রাজস্থান।

চোটের কারণে আইপিএল ২০২৩ থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণা। পিঠের চোটের কারণে কাবু তিনি। অস্ত্রপচার করেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তরুণ পেসার। ট্যুইট করে প্রসিদ্ধ কৃষ্ণা জানিয়েছেন,”চোটের কারণে এত ক্রিকেট ম্যাচ খেলতে পারছি না। তার জন্য খুব কষ্ট হচ্ছে। আশা করছি তাড়াতাড়ি আবার মাঠে ফিরতে পারব।” ২০২২-এর মেগা নিলামে ১০ কোটি টাকা খরচ করে প্রসিদ্ধকে দলে নিয়েছিল রাজস্থান। গত আইপিএলে ১৭ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন। এবার তাকে না পাওয়া রাজস্থান রয়্যালসের কাছে বড় ধাক্কা হিসেবেই দেখছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ Lionel Messi: ফের ‘বর্ষসেরা ফুটবলার’ হলেন লিওনেল মেসি, হারিয়ে দিলেন এমবাপে-নেইমার-রোনাল্ডোকে

প্রসঙ্গত, সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। ভালো পারফর্মও করছিলেন। গত বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের সিরিজ চলাকালীন পিঠে চোট পান প্রসিদ্ধ কৃষ্ণা। চোটের কারণে মাঠের বাইরে যেতে হয় তাকে। অস্ত্রোপচার করার পরও এখনও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। সুস্থ হতে আরও ২ মাসের মত লাগতে পারে। তারপর ফিট হতে ও মাঠে ফিরতে আরও সময়। ফলে এখও দীর্ঘসময় ২২ গজ থেকে দূরেই থাকতে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণাকে।

IPL Auction 2022, Prasidh Krishna: সিরিজ সেরার পুরস্কার, ১০ কোটিতে রাজস্থান রয়েলসে প্রসিদ্ধ কৃষ্ণ

#বেঙ্গালুরু: ২০১৮ সালে কর্নাটকের দীর্ঘকায় পেসার প্রসিদ্ধ কৃষ্ণকে দলে নিয়েছিল কলকাতার নাইট রাইডার্স। শিবম মাভির পরিবর্তে। নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত ৩৪ আইপিএল ম্যাচে ৩০ উইকেট রয়েছে তার। আইপিএল নিলামের প্রথম দিন তাকে ১০ কোটি টাকা দিয়ে কিনে নিল রাজস্থান রয়েলস। বয়স কম, দীর্ঘদিন খেলতে পারবেন। তাই প্রসিদ্ধর জন্য বড় টাকা খরচ করতে পিছপা হল না গোলাপি জার্সিধারীরা।

আরও পড়ুন – IPL Auction 2022, Ishan Kishan : নতুন রেকর্ড মূল্য ১৫.২৫ কোটিতে মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরলেন ঈশান কিষান

দলের মুখ্য ডাইরেক্টর কুমার সাঙ্গাকারা তার জন্য অনেকটা লড়াই করলেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে দুরন্ত পারফর্ম করেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। তার প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না কখনই। ছয় ফুট দুই ইঞ্চির ফাস্ট বোলার ভারতের ভবিষ্যতের সম্পদ সেটা জানাই ছিল। জাভাগাল শ্রীনাথ এবং ভেঙ্কটেশ প্রসাদের রাজ্য কর্ণাটক থেকে ভারতীয় দলে এসে বছরখানেক আগে একদিনের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি উইকেট তুলে নিয়েছিলেন।

আরও পড়ুন – IPL Auction 2022, Sakib Al Hasan: পেলেন না কোনো দল, আইপিএল নিলামে আনসোল্ড থাকলেন বাংলাদেশের সাকিব

জানান দিয়েছিলেন তার আগমনের। কিন্তু তারপর থেকে ধারাবাহিকতার অভাবে ভুগতে হয়েছে। চোট পেয়েছেন। রিহাব করতে সময় গিয়েছে। নিজের উপরে বিশ্বাস হারাননি প্রসিদ্ধ কৃষ্ণ। মন দিয়ে ট্রেনিং করেছেন। বিজয় হাজারে টুর্নামেন্টে খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নয় উইকেট তুলে নিয়ে সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।

স্বাভাবিকভাবেই প্রচন্ড খুশি। তবে উত্তেজিত হতে নারাজ। বিজয় হাজারে খেলেছি। বলের গতি কিছুটা বেড়েছে। বাউন্স আদায় করছি। আমি জানতাম এই সিরিজে আমি ছন্দে থাকব। শনিবার ১০ কোটি টাকার চুক্তি পেয়ে উচ্ছ্বসিত প্রসিদ্ধ। তবে জানিয়েছেন নিজের মূল্যের প্রতি সুবিচার করতে চাইবেন। পাশাপাশি রাজস্থানের হয় নিজের সেরাটা দিতে মরিয়া তিনি। জোরে বল করার পাশাপাশি উইকেট তুলে নিতে চান নিয়ম করে।

IND vs WI, Prasidh Krishna: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ সেরা হয়ে নতুন মন্ত্র প্রসিদ্ধ কৃষ্ণর! জানেন কী ?

#আমেদাবাদ: তার প্রতিভা নিয়ে সন্দেহ ছিল না কখনই। ছয় ফুট দুই ইঞ্চির ফাস্ট বোলার ভারতের ভবিষ্যতের সম্পদ সেটা জানাই ছিল। জাভাগাল শ্রীনাথ এবং ভেঙ্কটেশ প্রসাদের রাজ্য কর্ণাটক থেকে ভারতীয় দলে এসে বছরখানেক আগে একদিনের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি উইকেট তুলে নিয়েছিলেন। জানান দিয়েছিলেন তার আগমনের। কিন্তু তারপর থেকে ধারাবাহিকতার অভাবে ভুগতে হয়েছে। চোট পেয়েছেন। রিহাব করতে সময় গিয়েছে।

আরও পড়ুন – Rohit Sharma on IND vs WI: ক্যারিবিয়ানদের দুরমুশ করেও উচ্ছ্বসিত হতে রাজি নন ক্যাপ্টেন রোহিত! কী বললেন?

আবার জাতীয় দলে কামব্যাক সম্ভব কিনা প্রশ্ন দেখা দিয়েছিল। কিন্তু নিজের উপরে বিশ্বাস হারাননি প্রসিদ্ধ কৃষ্ণ। মন দিয়ে ট্রেনিং করেছেন। বিজয় হাজারে টুর্নামেন্টে খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নয় উইকেট তুলে নিয়ে সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। স্বাভাবিকভাবেই প্রচন্ড খুশি। তবে উত্তেজিত হতে নারাজ।

আরও পড়ুন – IND vs WI, 3rd ODI: সিরাজ, প্রসিদ্ধদের দাপটে হোয়াইট ওয়াশ ওয়েস্ট ইন্ডিজ! বড় জয় রোহিতের ভারতের

পুরস্কার নিতে গিয়ে বেঙ্গালুরুর ছেলে জানালেন, একজন ফাস্ট বোলারের জীবন অন্য ক্রিকেটারদের থেকে তুলনায় কঠিন। শেষ এক বছর নিজেকে নতুন করে তৈরি করেছি। রাজ্য দলের হয়ে যত বেশি ম্যাচ খেলা সম্ভব চেষ্টা করেছি খেলে যাওয়ার। বিজয় হাজারে খেলেছি। বলের গতি কিছুটা বেড়েছে। বাউন্স আদায় করছি। আমি জানতাম এই সিরিজে আমি ছন্দে থাকব।

কটা উইকেট পাব, সেটা আমার হাতে ছিল না। কিন্তু সাফল্য পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলাম। একজন ফাস্ট বোলার হিসেবে উপভোগ করি যখন আমার বলে বিপক্ষ ব্যাটসম্যান খোঁচা দিয়ে উইকেট এর পেছনে আউট হন। এটা আমাকে আরও ভাল বল করতে উদ্বুদ্ধ করে। দ্বিতীয় একদিনের ম্যাচে চারটি উইকেট নেওয়ার পর মনে হয়েছিল যেটা চাইছি, সেটা করতে পারছি।

ফাস্ট বোলার হিসেবে যে ছন্দ প্রয়োজন, সেটা ফিরে পেয়েছি। অধিনায়ক রোহিত শর্মার সমর্থন পেয়েছি। সিরাজ, দীপক চাহারদের সাহায্য পেয়েছি। আমি জানি বুমরাহ, শামির মত ফাস্ট বোলার দলে থাকায় আমার পক্ষে জায়গা করা সহজ নয়। তাই এই সুযোগ দুহাত পেতে নিয়েছি।

আশা করি নিজের সেরাটা উজাড় করে দিতে পারব। যদিও কলকাতায় টি টোয়েন্টি সিরিজে তিনি নেই। পরের বছর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপে তাকে রেখেই প্ল্যানিং করবে বিসিসিআই। রোহিত শর্মা নিজে জানিয়েছেন তিনি প্রসিদ্ধ কৃষ্ণর কত বড় ভক্ত।