Tag Archives: prawn salad

Prawn Salad Recipe: লোভনীয় চিংড়ির স্যালাড বানান বাড়িতেই, মুগ্ধ হবেন অতিথিরা! রইল চটজলদি রেসিপি

স্যালাড তো অনেক খেয়েছেন। কিন্তু সুস্বাদু চিংড়ির স্যালাড খেয়েছেন কি। না খেয়ে থাকলে বাড়িতে তৈরি করুন চিংড়ির স্যালাড।
স্যালাড তো অনেক খেয়েছেন। কিন্তু সুস্বাদু চিংড়ির স্যালাড খেয়েছেন কি। না খেয়ে থাকলে বাড়িতে তৈরি করুন চিংড়ির স্যালাড।
শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করতে উপকারী এই চিংড়ির স্যালাড। চিংড়ি দিয়ে তৈরি স্যলাড খেতে দারুণ লাগে।
শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করতে উপকারী এই চিংড়ির স্যালাড। চিংড়ি দিয়ে তৈরি স্যলাড খেতে দারুণ লাগে।
চিংড়ির স্যালাড তৈরি করতে লাগবে চিংড়ি মাছ, চিলি সস, রসুন, কাঁচা লঙ্কা, সাদা ভিনিগার, তিলের তেল।
চিংড়ির স্যালাড তৈরি করতে লাগবে চিংড়ি মাছ, চিলি সস, রসুন, কাঁচা লঙ্কা, সাদা ভিনিগার, তিলের তেল।
পেঁয়াজ, গাজর, ধনেপাতা সামান্য লবণ লাগবে এই চিংড়ির স্যালাড তৈরি করার জন্য। প্রথমে চিংড়ি মাছকে লবণ জলে সেদ্ধ করতে হবে।
পেঁয়াজ, গাজর, ধনেপাতা সামান্য লবণ লাগবে এই চিংড়ির স্যালাড তৈরি করার জন্য। প্রথমে চিংড়ি মাছকে লবণ জলে সেদ্ধ করতে হবে।
এরপর একটি বাটিতে ফিশ সস, চিলি সস, সাদা ভিনিগার, লঙ্কা ও তিলের তেল মিশিয়ে নিতে হবে। এতে দিতে হবে গাজর কুচি।
এরপর একটি বাটিতে ফিশ সস, চিলি সস, সাদা ভিনিগার, লঙ্কা ও তিলের তেল মিশিয়ে নিতে হবে। এতে দিতে হবে গাজর কুচি।
এরপর সেদ্ধ করা চিংড়ি ও রসুন কুচি এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবৈ। তাহলেই খুব সহজেই তৈরি হবে স্বাস্থ্যকর চিংড়ি স্যালাড।
এরপর সেদ্ধ করা চিংড়ি ও রসুন কুচি এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবৈ। তাহলেই খুব সহজেই তৈরি হবে স্বাস্থ্যকর চিংড়ি স্যালাড।