Tag Archives: Puri Rath Yatra

Ulto Rath Yatra 2024: উল্টোরথে ঘুরবে ভাগ্যের চাকা…! জগন্নাথ দেবের আর্শীবাদে ত্রিভুবন কাঁপাবে ৪ রাশি, সোনায় মুড়বে কপাল

 চলতি বছর ৭ জুলাই থেকে শুরু হয়েছে রথযাত্রা উৎসব৷ তবে এবছর রথযাত্রা অনেকে বেশি গুরুত্বপূর্ণ ৷ কারণ ৫৩ বছর পর রথযাত্রার দিন দুর্লভ কাকতালীয় যোগ গঠিত হয়েছে৷
চলতি বছর ৭ জুলাই থেকে শুরু হয়েছে রথযাত্রা উৎসব৷ তবে এবছর রথযাত্রা অনেকে বেশি গুরুত্বপূর্ণ ৷ কারণ ৫৩ বছর পর রথযাত্রার দিন দুর্লভ কাকতালীয় যোগ গঠিত হয়েছে৷
আজ উল্টোরথ যাত্রা৷ রথযাত্রার ঠিক সাতদিন পরই পালিত হয় উল্টোরথ৷ আজ সেই দিন৷ তবে এবছর বিরল যোগের কারণে গত রবিবার যাত্রা শুরু করলেও সেদিন মাসির বাড়ি পৌঁছতে পারেননি জগন্নাথদেব৷ কিছুটা এগিয়ে বিরতি নিয়ে সোমবার ফের শুরু হয় যাত্রা৷
আজ উল্টোরথ যাত্রা৷ রথযাত্রার ঠিক সাতদিন পরই পালিত হয় উল্টোরথ৷ আজ সেই দিন৷ তবে এবছর বিরল যোগের কারণে গত রবিবার যাত্রা শুরু করলেও সেদিন মাসির বাড়ি পৌঁছতে পারেননি জগন্নাথদেব৷ কিছুটা এগিয়ে বিরতি নিয়ে সোমবার ফের শুরু হয় যাত্রা৷
১৯৭১ সালের ২ দিন রথযাত্রার সাক্ষী থেকেছিল পুরী৷ এবার একদিন নয়, টানা ২ দিন ধরে চলেছে রথযাত্রা উৎসব৷ এবছরের উল্টোরথটাও অনেকটাই স্পেশ্যাল৷
১৯৭১ সালের ২ দিন রথযাত্রার সাক্ষী থেকেছিল পুরী৷ এবার একদিন নয়, টানা ২ দিন ধরে চলেছে রথযাত্রা উৎসব৷ এবছরের উল্টোরথটাও অনেকটাই স্পেশ্যাল৷
জ্যোতিষ পণ্ডিত মৃত্যুঞ্জয় ওঝা বলেছেন, উল্টোরথ যাত্রায় বেশ কয়েকটি রাশির উপর শুভ ফল পড়তে চলেছে৷ জগন্নাথের আশীর্বাদ সবসময় থাকবে এই ৪ রাশির উপর৷ দেখে নিন আপনি আছেন কিনা সেই তালিকায়৷
জ্যোতিষ পণ্ডিত মৃত্যুঞ্জয় ওঝা বলেছেন, উল্টোরথ যাত্রায় বেশ কয়েকটি রাশির উপর শুভ ফল পড়তে চলেছে৷ জগন্নাথের আশীর্বাদ সবসময় থাকবে এই ৪ রাশির উপর৷ দেখে নিন আপনি আছেন কিনা সেই তালিকায়৷
মেষ রাশি: উল্টোরথ যাত্রা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ৷ মেষ রাশির উপর জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হবে৷ এদের আয় বাড়বে। কর্মকর্তাদের থেকে সহযোগিতা পাবেন। যারা পড়াশোনা করছে তাঁদের জন্য সময়টি শুভ হবে।
মেষ রাশি: উল্টোরথ যাত্রা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ৷ মেষ রাশির উপর জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হবে৷ এদের আয় বাড়বে। কর্মকর্তাদের থেকে সহযোগিতা পাবেন। যারা পড়াশোনা করছে তাঁদের জন্য সময়টি শুভ হবে।
বৃষ রাশি: বৃষ রাশির সময়টা খুব ভাল যাবে উল্টোরথে৷ ৷ মায়ের কাছ থেকে সমর্থন পাবেন। অফিস বা অন্য কাজ থেকেও লাভ- বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরিতে বসের সহযোগিতা পাবেন। আর্থিক লাভের যোগ রয়েছে।
বৃষ রাশি: বৃষ রাশির সময়টা খুব ভাল যাবে উল্টোরথে৷ ৷ মায়ের কাছ থেকে সমর্থন পাবেন। অফিস বা অন্য কাজ থেকেও লাভ- বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরিতে বসের সহযোগিতা পাবেন। আর্থিক লাভের যোগ রয়েছে।
তুলা রাশি: উল্টোরথে তুলারাশির জন্য এই সময়টা বেশ ভালো। কাজের গতি বাড়বে, ভাগ্য আপনার সহায় থাকবে আপনি হঠাৎ করে অর্থ লাভ করতে পারেন। নতুন সম্পর্ক তৈরি হতে পারে। অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে । যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্য দারুণ সময়। সাহসিকতা বৃদ্ধি পাবে। এই সময়ে আপনি আপনার প্রতিভার সম্মানও পাবেন। স্বাস্থ্যের জন্য অনুকূল সময়।
তুলা রাশি: উল্টোরথে তুলারাশির জন্য এই সময়টা বেশ ভালো। কাজের গতি বাড়বে, ভাগ্য আপনার সহায় থাকবে আপনি হঠাৎ করে অর্থ লাভ করতে পারেন। নতুন সম্পর্ক তৈরি হতে পারে। অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে । যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্য দারুণ সময়। সাহসিকতা বৃদ্ধি পাবে। এই সময়ে আপনি আপনার প্রতিভার সম্মানও পাবেন। স্বাস্থ্যের জন্য অনুকূল সময়।
মীন রাশি: উল্টোরথে মীন রাশির জাতকদের দারুণ সময় কাটবে৷ এই সপ্তাহে স্বাস্থ্য ভাল থাকবে । দুশ্চিন্তা এড়াতে পারবেন না। তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা মিটবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটি সুমধুর পরিস্থিতি তৈরি হবে। শনির প্রকোপে নানা রকম ঝামেলা চলতে পারে। তবে জগন্নাথ দেবের আশীর্বাদ সর্বদাই সঙ্গে থাকবে । সব বাধা দূর করে জীবন সহজ করে দেবেন জগন্নাথ দেব।
মীন রাশি: উল্টোরথে মীন রাশির জাতকদের দারুণ সময় কাটবে৷ এই সপ্তাহে স্বাস্থ্য ভাল থাকবে । দুশ্চিন্তা এড়াতে পারবেন না। তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা মিটবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটি সুমধুর পরিস্থিতি তৈরি হবে। শনির প্রকোপে নানা রকম ঝামেলা চলতে পারে। তবে জগন্নাথ দেবের আশীর্বাদ সর্বদাই সঙ্গে থাকবে । সব বাধা দূর করে জীবন সহজ করে দেবেন জগন্নাথ দেব।

Jagannath Rath Yatra 2024: এবার ১ নয়, টানা ২ দিন ধরে চলবে রথযাত্রা উৎসব, ৫৩ বছর পর দুর্লভ কাকতালীয় ঘটনা! জগন্নাথ দেবের কৃপায় বিরল যোগে সৌভাগ্যের দরজা খুলবে

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন জ্যৈষ্ঠ মাস চলছে৷ এর পরই আসবে আষাঢ় মাস৷ সে সময় বর্ষা ঋতুতে পালিত হয় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব৷ বাংলা-সহ সারা দেশ মেতে ওঠে এই অনুষ্ঠানে৷
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন জ্যৈষ্ঠ মাস চলছে৷ এর পরই আসবে আষাঢ় মাস৷ সে সময় বর্ষা ঋতুতে পালিত হয় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব৷ বাংলা-সহ সারা দেশ মেতে ওঠে এই অনুষ্ঠানে৷
প্রতি বছরের মতো এ বারও শ্রীক্ষেত্রে অগণিত ভক্ত সমাগম হবে বলে মনে করা হচ্ছে৷
প্রতি বছরের মতো এ বারও শ্রীক্ষেত্রে অগণিত ভক্ত সমাগম হবে বলে মনে করা হচ্ছে৷
রথযাত্রায় এই পাঁচটি গাছের মধ্যে যে কোনও একটি রোপণ করুন বাড়িতে৷ সুখ, শান্তি, শ্রী, অর্থসম্পদে ভরে উঠবে আপনার সংসার৷
রথযাত্রায় এই পাঁচটি গাছের মধ্যে যে কোনও একটি রোপণ করুন বাড়িতে৷ সুখ, শান্তি, শ্রী, অর্থসম্পদে ভরে উঠবে আপনার সংসার৷
এই তিথি থাকবে পর দিন বা ৮ জুলাই ভোর ৪.৫৯ মিনিট পর্যন্ত৷
এই তিথি থাকবে পর দিন বা ৮ জুলাই ভোর ৪.৫৯ মিনিট পর্যন্ত৷
পুরীতে অবশ্য ২৯ জুন থেকেই শুরু হবে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠান৷
পুরীতে অবশ্য ২৯ জুন থেকেই শুরু হবে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠান৷