Tag Archives: Ulto Rath

Ulto Ratha: দক্ষিণ দিকে রশিতে টান, আট দিন পর মাসির বাড়ি থেকে ফিরলেন প্রভু জগন্নাথ

হুগলি: মাসির বাড়ি আট দিন কাটিয়ে এবার ঘরে ফেরার পালা। সোমবার তিথি মেনে দেশজুড়ে আয়োজিত হচ্ছে উল্টো রথ। পুরীর বিশ্ব বিখ্যাত রথযাত্রার পর দেশের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা অনুষ্ঠিত হয় এই বাংলার মাহেশে। উল্টো রথ ঘিরে সোমবার সেখানেও উপচে পড়ল অসংখ্য ভক্তের ভিড়।

রথযাত্রা অর্থাৎ সোজা রথের দিন থেকে নবম দিনে উল্টো রথে শ্রীধামে ফেরেন প্রভু জগন্নাথ। এবার ৬২৮ বছরে পড়েছে শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা এটি। মাহেশের জগন্নাথের আজ পুনঃযাত্রা। মাসির বাড়ি থেকে নিজে গৃহে ফিরছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মাসির বাড়ির মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে পুজো অর্চনা। বহু দূর দুরান্ত থেকে ভক্তের সমাগম হয় মাসির বাড়িতে। সারাদিন পুজোপাঠ চলার বিকেলে নিজের মন্দিরে ফেরেন জগন্নাথ দেব। উল্টো রথের মাহাত্ম্য হল, দক্ষিণ দিকে টানা হয় রথকে।

আর‌ও পড়ুন: ওঝার ভূত ঘাড়ে চেপে! সাপের ছোবলে একের পর এক পড়ুয়ার মৃত্যু, নড়েচড়ে বসল স্কুল

মাহেশের জগন্নাথ মন্দিরের সেবায়েত তমাল অধিকারী জানান, আজকের দিনটিকে বলা হয় ‘দক্ষিণে টান বৈকুন্ঠের স্থান’। অর্থাৎ আজ দক্ষিণ দিকে রথ টানা হয়। সেই কারণেই আজ জগন্নাথ দেব দক্ষিণা কালী রূপে রথের উপর বিরাজ করেন। দুপুর আড়াইটার সময় হয়েছে দামোদর। প্রথমে সুভদ্রা, তারপর বলভদ্র ও জগন্নাথ দেব রথে ওঠেন। উপরে সোনার বেশ অর্থাৎ রাজবেশ ধারণ করে মাসির বাড়ি থেকে নিজ গৃহে গমন করেন। এই দিনটি খুবই মাহাত্ম্যপূর্ণ। রথে যদি বামুনরূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না।

রাহী হালদার

Ulto Rath Rituals: উল্টোরথে স্নানের জলে মেশান এই জিনিস! ভাসবেন টাকার সাগরে! সংসার থেকে চোখের পলকে দূর অভাব ও অশান্তি

সোমবার উল্টোরথযাত্রা। মাসির বাড়ি থেকে রথে করে ফের মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা।
সোমবার উল্টোরথযাত্রা। মাসির বাড়ি থেকে রথে করে ফের মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা।

 

এই পুণ্যতিথিতে পালন করুন কিছু জ্যোতিষ আচার এবং টোটকা। মনে করা হয় এতে সংসারে অর্থ, শ্রী, সম্পদ, সৌভাগ্যের অভাব হয় না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ নন্দকিশোর মুগদল।
এই পুণ্যতিথিতে পালন করুন কিছু জ্যোতিষ আচার এবং টোটকা। মনে করা হয় এতে সংসারে অর্থ, শ্রী, সম্পদ, সৌভাগ্যের অভাব হয় না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ নন্দকিশোর মুগদল।

 

উল্টোরথের তিথিতে কিছু আতপচাল হলুদ কাপড়ে মুড়ে রাখুন ঠাকুরঘরে সিংহাসনের পাশে।
উল্টোরথের তিথিতে কিছু আতপচাল হলুদ কাপড়ে মুড়ে রাখুন ঠাকুরঘরে সিংহাসনের পাশে।

 

এ দিন স্নানের পর লাল কাপড় পরে কিছু লক্ষ্মীকড়িতে গঙ্গাজল ছিটিয়ে নিন। তার পর সেগুলি লাল বা হলুদ কাপড়ে মুড়ে রাখুন দেবী লক্ষ্মীর চরণে।
এ দিন স্নানের পর লাল কাপড় পরে কিছু লক্ষ্মীকড়িতে গঙ্গাজল ছিটিয়ে নিন। তার পর সেগুলি লাল বা হলুদ কাপড়ে মুড়ে রাখুন দেবী লক্ষ্মীর চরণে।

 

সন্ধ্যায় পুজোঅর্চনার সময় এই কড়ির পুজো করুন। তার পর লাল বা হলুদ কাপড়ে বেঁধে কড়িগুলি টাঙিয়ে দিন বাড়ির সদর দরজার উপরে। তবে সকলের অগোচরে করুন এই কাজ। বাড়ি থেকে দূর হবে বাস্তু দোষ। পরিবারে ফিরবে সুখ সমৃদ্ধি ও শান্তি।
সন্ধ্যায় পুজোঅর্চনার সময় এই কড়ির পুজো করুন। তার পর লাল বা হলুদ কাপড়ে বেঁধে কড়িগুলি টাঙিয়ে দিন বাড়ির সদর দরজার উপরে। তবে সকলের অগোচরে করুন এই কাজ। বাড়ি থেকে দূর হবে বাস্তু দোষ। পরিবারে ফিরবে সুখ সমৃদ্ধি ও শান্তি।

 

এই তিথিতে গোমাতাকে রুটি ও আখের গুড় সেবন করান। তাহলে অর্থের সাগরে ভাসবেন। পরিবার থেকে দূর হবে অসুস্থতা।
এই তিথিতে গোমাতাকে রুটি ও আখের গুড় সেবন করান। তাহলে অর্থের সাগরে ভাসবেন। পরিবার থেকে দূর হবে অসুস্থতা।

 

এই তিথিতে দরিদ্র নরনারায়ণকে সেবা করলে শনিদেবের আশীর্বাদ লাভ করবেন। বাড়ির কাছে অশ্বত্থগাছ থাকলে তার গোড়ায় দিন সরষের তেল। তাহলে সংসারে সুখশান্তি বজায় থাকবে।
এই তিথিতে দরিদ্র নরনারায়ণকে সেবা করলে শনিদেবের আশীর্বাদ লাভ করবেন। বাড়ির কাছে অশ্বত্থগাছ থাকলে তার গোড়ায় দিন সরষের তেল। তাহলে সংসারে সুখশান্তি বজায় থাকবে।

 

উল্টোরথে স্নানের জলে মিশিয়ে নিন নিমপাতা। তাহলে জীবন থেকে দূর হবে সব নেগেটিভিটি। ব্যর্থতা দূর হয়ে আসবে সাফল্য ও অর্থ।
উল্টোরথে স্নানের জলে মিশিয়ে নিন নিমপাতা। তাহলে জীবন থেকে দূর হবে সব নেগেটিভিটি। ব্যর্থতা দূর হয়ে আসবে সাফল্য ও অর্থ।

 

বাড়িতে জগন্নাথদেবের বিগ্রহ বা ছবি থাকলে সেখানে নিবেদন করুন কদমফুল। তাহলে প্রভু জনন্নাথদেেবর আশীর্বাদে দূর হবে জীবনের সব বাধা বিঘ্ন ও বিপদ।
বাড়িতে জগন্নাথদেবের বিগ্রহ বা ছবি থাকলে সেখানে নিবেদন করুন কদমফুল। তাহলে প্রভু জনন্নাথদেেবর আশীর্বাদে দূর হবে জীবনের সব বাধা বিঘ্ন ও বিপদ।

Ulto Rath Yatra 2024: উল্টোরথে ঘুরবে ভাগ্যের চাকা…! জগন্নাথ দেবের আর্শীবাদে ত্রিভুবন কাঁপাবে ৪ রাশি, সোনায় মুড়বে কপাল

 চলতি বছর ৭ জুলাই থেকে শুরু হয়েছে রথযাত্রা উৎসব৷ তবে এবছর রথযাত্রা অনেকে বেশি গুরুত্বপূর্ণ ৷ কারণ ৫৩ বছর পর রথযাত্রার দিন দুর্লভ কাকতালীয় যোগ গঠিত হয়েছে৷
চলতি বছর ৭ জুলাই থেকে শুরু হয়েছে রথযাত্রা উৎসব৷ তবে এবছর রথযাত্রা অনেকে বেশি গুরুত্বপূর্ণ ৷ কারণ ৫৩ বছর পর রথযাত্রার দিন দুর্লভ কাকতালীয় যোগ গঠিত হয়েছে৷
আজ উল্টোরথ যাত্রা৷ রথযাত্রার ঠিক সাতদিন পরই পালিত হয় উল্টোরথ৷ আজ সেই দিন৷ তবে এবছর বিরল যোগের কারণে গত রবিবার যাত্রা শুরু করলেও সেদিন মাসির বাড়ি পৌঁছতে পারেননি জগন্নাথদেব৷ কিছুটা এগিয়ে বিরতি নিয়ে সোমবার ফের শুরু হয় যাত্রা৷
আজ উল্টোরথ যাত্রা৷ রথযাত্রার ঠিক সাতদিন পরই পালিত হয় উল্টোরথ৷ আজ সেই দিন৷ তবে এবছর বিরল যোগের কারণে গত রবিবার যাত্রা শুরু করলেও সেদিন মাসির বাড়ি পৌঁছতে পারেননি জগন্নাথদেব৷ কিছুটা এগিয়ে বিরতি নিয়ে সোমবার ফের শুরু হয় যাত্রা৷
১৯৭১ সালের ২ দিন রথযাত্রার সাক্ষী থেকেছিল পুরী৷ এবার একদিন নয়, টানা ২ দিন ধরে চলেছে রথযাত্রা উৎসব৷ এবছরের উল্টোরথটাও অনেকটাই স্পেশ্যাল৷
১৯৭১ সালের ২ দিন রথযাত্রার সাক্ষী থেকেছিল পুরী৷ এবার একদিন নয়, টানা ২ দিন ধরে চলেছে রথযাত্রা উৎসব৷ এবছরের উল্টোরথটাও অনেকটাই স্পেশ্যাল৷
জ্যোতিষ পণ্ডিত মৃত্যুঞ্জয় ওঝা বলেছেন, উল্টোরথ যাত্রায় বেশ কয়েকটি রাশির উপর শুভ ফল পড়তে চলেছে৷ জগন্নাথের আশীর্বাদ সবসময় থাকবে এই ৪ রাশির উপর৷ দেখে নিন আপনি আছেন কিনা সেই তালিকায়৷
জ্যোতিষ পণ্ডিত মৃত্যুঞ্জয় ওঝা বলেছেন, উল্টোরথ যাত্রায় বেশ কয়েকটি রাশির উপর শুভ ফল পড়তে চলেছে৷ জগন্নাথের আশীর্বাদ সবসময় থাকবে এই ৪ রাশির উপর৷ দেখে নিন আপনি আছেন কিনা সেই তালিকায়৷
মেষ রাশি: উল্টোরথ যাত্রা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ৷ মেষ রাশির উপর জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হবে৷ এদের আয় বাড়বে। কর্মকর্তাদের থেকে সহযোগিতা পাবেন। যারা পড়াশোনা করছে তাঁদের জন্য সময়টি শুভ হবে।
মেষ রাশি: উল্টোরথ যাত্রা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ৷ মেষ রাশির উপর জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হবে৷ এদের আয় বাড়বে। কর্মকর্তাদের থেকে সহযোগিতা পাবেন। যারা পড়াশোনা করছে তাঁদের জন্য সময়টি শুভ হবে।
বৃষ রাশি: বৃষ রাশির সময়টা খুব ভাল যাবে উল্টোরথে৷ ৷ মায়ের কাছ থেকে সমর্থন পাবেন। অফিস বা অন্য কাজ থেকেও লাভ- বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরিতে বসের সহযোগিতা পাবেন। আর্থিক লাভের যোগ রয়েছে।
বৃষ রাশি: বৃষ রাশির সময়টা খুব ভাল যাবে উল্টোরথে৷ ৷ মায়ের কাছ থেকে সমর্থন পাবেন। অফিস বা অন্য কাজ থেকেও লাভ- বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকরিতে বসের সহযোগিতা পাবেন। আর্থিক লাভের যোগ রয়েছে।
তুলা রাশি: উল্টোরথে তুলারাশির জন্য এই সময়টা বেশ ভালো। কাজের গতি বাড়বে, ভাগ্য আপনার সহায় থাকবে আপনি হঠাৎ করে অর্থ লাভ করতে পারেন। নতুন সম্পর্ক তৈরি হতে পারে। অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে । যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্য দারুণ সময়। সাহসিকতা বৃদ্ধি পাবে। এই সময়ে আপনি আপনার প্রতিভার সম্মানও পাবেন। স্বাস্থ্যের জন্য অনুকূল সময়।
তুলা রাশি: উল্টোরথে তুলারাশির জন্য এই সময়টা বেশ ভালো। কাজের গতি বাড়বে, ভাগ্য আপনার সহায় থাকবে আপনি হঠাৎ করে অর্থ লাভ করতে পারেন। নতুন সম্পর্ক তৈরি হতে পারে। অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে । যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্য দারুণ সময়। সাহসিকতা বৃদ্ধি পাবে। এই সময়ে আপনি আপনার প্রতিভার সম্মানও পাবেন। স্বাস্থ্যের জন্য অনুকূল সময়।
মীন রাশি: উল্টোরথে মীন রাশির জাতকদের দারুণ সময় কাটবে৷ এই সপ্তাহে স্বাস্থ্য ভাল থাকবে । দুশ্চিন্তা এড়াতে পারবেন না। তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা মিটবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটি সুমধুর পরিস্থিতি তৈরি হবে। শনির প্রকোপে নানা রকম ঝামেলা চলতে পারে। তবে জগন্নাথ দেবের আশীর্বাদ সর্বদাই সঙ্গে থাকবে । সব বাধা দূর করে জীবন সহজ করে দেবেন জগন্নাথ দেব।
মীন রাশি: উল্টোরথে মীন রাশির জাতকদের দারুণ সময় কাটবে৷ এই সপ্তাহে স্বাস্থ্য ভাল থাকবে । দুশ্চিন্তা এড়াতে পারবেন না। তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা মিটবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটি সুমধুর পরিস্থিতি তৈরি হবে। শনির প্রকোপে নানা রকম ঝামেলা চলতে পারে। তবে জগন্নাথ দেবের আশীর্বাদ সর্বদাই সঙ্গে থাকবে । সব বাধা দূর করে জীবন সহজ করে দেবেন জগন্নাথ দেব।

Ulto Rath Rituals 2024: উল্টোরথে ভুলেও মুখে তুলবেন না এই ৫ খাবার! সংসারে নেমে আসবে বিপদের কালো ছায়া

কোনও রকম তিতা জাতীয় খাবার খাওয়া উচিৎ নয়। অন্যান্যদিন তিতো খেলেও কিন্তু এদিন ভুলেও তিতো মুখে দেওয়া উচিৎ নয়। উচ্ছে, করলা, নিমপাতা, কুলেখাড়া এই শাকপাতাগুলি সেদিন না হওয়াই ভাল। সুস্মিতা গোস্বামী
কোনও রকম তিতা জাতীয় খাবার খাওয়া উচিৎ নয়। অন্যান্যদিন তিতো খেলেও কিন্তু এদিন ভুলেও তিতো মুখে দেওয়া উচিৎ নয়। উচ্ছে, করলা, নিমপাতা, কুলেখাড়া এই শাকপাতাগুলি সেদিন না হওয়াই ভাল।
সুস্মিতা গোস্বামী
পুঁইশাক কখনোই রথযাত্রার দুদিন খাওয়া উচিৎ নয়। মহাপ্রভু যদি একবার রেগে যান তাহলে জীবনে হওয়া কাজও এই সময় আটকে যেতে পারে। সুস্মিতা গোস্বামী
পুঁইশাক কখনোই রথযাত্রার দুদিন খাওয়া উচিৎ নয়। মহাপ্রভু যদি একবার রেগে যান তাহলে জীবনে হওয়া কাজও এই সময় আটকে যেতে পারে।
সুস্মিতা গোস্বামী
এই দিন কারোর কোনও রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করা উচিৎ নয়। মদ, গাঁজা, সিগারেট, এগুলি একদমই নয়। এমনকি কাউকে সেবন করতে দেখলে তাঁকেও বারণ করা বাঞ্চনীয়। সুস্মিতা গোস্বামী
এই দিন কারোর কোনও রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করা উচিৎ নয়। মদ, গাঁজা, সিগারেট, এগুলি একদমই নয়। এমনকি কাউকে সেবন করতে দেখলে তাঁকেও বারণ করা বাঞ্চনীয়।
সুস্মিতা গোস্বামী
রথযাত্রার দুদিন আমিষ খাবার, যেমন- ডিম, মাছ-মাংস, পেঁয়াজ, রসুন একদমই খাবেন না। এতে মহাপ্রভু খুব রেগে যান। যে কারণে আপনার অর্থহানি হওয়ার সম্ভবনা থাকবে। সুস্মিতা গোস্বামী
রথযাত্রার দুদিন আমিষ খাবার, যেমন- ডিম, মাছ-মাংস, পেঁয়াজ, রসুন একদমই খাবেন না। এতে মহাপ্রভু খুব রেগে যান। যে কারণে আপনার অর্থহানি হওয়ার সম্ভবনা থাকবে।
সুস্মিতা গোস্বামী
রথের দুদিন কলমি শাক খাওয়া উচিৎ নয়। এই দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন। তাতে সংসারে অশান্তি নেমে আসে। আর্থিক অনটন শুরু হতে পারে। তাই না খাওয়াই শ্রেয়। সুস্মিতা গোস্বামী
রথের দুদিন কলমি শাক খাওয়া উচিৎ নয়। এই দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন। তাতে সংসারে অশান্তি নেমে আসে। আর্থিক অনটন শুরু হতে পারে। তাই না খাওয়াই শ্রেয়।
সুস্মিতা গোস্বামী

UltorathYatra Astrological Tips: আসছে উল্টোরথের পুণ্যতিথি, তুলসিপাতা দিয়ে করুন এই কাজ! কোনওদিন টের পাবেন না অভাব! ভাসবেন সৌভাগ্য ও অর্থসুখে

রবিবার, ৭ জুলাই পালিত হয়েছে রথযাত্রা৷ এ বার পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় এক বিশেষত্ব ছিল৷ ৫৩ বছর পর এ বার রথযাত্রা পালিত হয়েছে দু’দিন ধরে৷ অর্থাৎ ৭ এবং ৮ জুলাই৷
রবিবার, ৭ জুলাই পালিত হয়েছে রথযাত্রা৷ এ বার পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় এক বিশেষত্ব ছিল৷ ৫৩ বছর পর এ বার রথযাত্রা পালিত হয়েছে দু’দিন ধরে৷ অর্থাৎ ৭ এবং ৮ জুলাই৷

 

সেইমতো পুরীতে এ বার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ১৬ জুলাই, মঙ্গলবার৷ সেদিন মাসির বাড়ি থেকে রথে করে ফের মন্দিরে ফিরে আসবেন জগন্নাথদেব, বলভদ্রদেব ও দেবী সুভদ্রা৷
সেইমতো পুরীতে এ বার উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ১৬ জুলাই, মঙ্গলবার৷ সেদিন মাসির বাড়ি থেকে রথে করে ফের মন্দিরে ফিরে আসবেন জগন্নাথদেব, বলভদ্রদেব ও দেবী সুভদ্রা৷

 

সোজা রথযাত্রা মতো উল্টোরথযাত্রাতেও পালনীয় একাধিক রীতিনীতি এবং আচার আচরণ আছে৷ প্রচলিত বিশ্বাস, সে সব নিষ্ঠা ভরে পালন করলে জীবন থেকে সব অশুভ দৃষ্টি দূর হয়৷ টাকার বৃষ্টিতে থাকে না অর্থাভাব৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত নন্দকিশোর মুদগল৷
সোজা রথযাত্রা মতো উল্টোরথযাত্রাতেও পালনীয় একাধিক রীতিনীতি এবং আচার আচরণ আছে৷ প্রচলিত বিশ্বাস, সে সব নিষ্ঠা ভরে পালন করলে জীবন থেকে সব অশুভ দৃষ্টি দূর হয়৷ টাকার বৃষ্টিতে থাকে না অর্থাভাব৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত নন্দকিশোর মুদগল৷

 

উল্টোরথযাত্রার পুণ্যতিথিতে ভোরে স্নান করুন জলে সামান্য কালো তিল মিশিয়ে৷ মনে করা হয়, এর ফলে সংসার ও জীবন থেকে নেগেটিভ প্রভাব দূর হয়৷
উল্টোরথযাত্রার পুণ্যতিথিতে ভোরে স্নান করুন জলে সামান্য কালো তিল মিশিয়ে৷ মনে করা হয়, এর ফলে সংসার ও জীবন থেকে নেগেটিভ প্রভাব দূর হয়৷

 

উল্টোরথযাত্রায় শুদ্ধ বসনে নিষ্ঠা ভরে জগন্নাথদেবের পুজো করুন তুলসিপাতা নিবেদন করে৷ পুজো সমাপনে নিবেদিত তুলসিপাতার মধ্যে একটি রাখুন আপনার টাকার ব্যাগে বা আলমারির লকারে যেখানে টাকা রাখেন, সেখানে৷
উল্টোরথযাত্রায় শুদ্ধ বসনে নিষ্ঠা ভরে জগন্নাথদেবের পুজো করুন তুলসিপাতা নিবেদন করে৷ পুজো সমাপনে নিবেদিত তুলসিপাতার মধ্যে একটি রাখুন আপনার টাকার ব্যাগে বা আলমারির লকারে যেখানে টাকা রাখেন, সেখানে৷

 

মনে করা হয় এর ফলে অর্থবৃষ্টিতে ভরে থাকবে আপনার জীবন৷ সুখের সাগরে ভেসে থাকবেন৷ কোনও দিন অর্থাভাব টের পাবেন না৷
মনে করা হয় এর ফলে অর্থবৃষ্টিতে ভরে থাকবে আপনার জীবন৷ সুখের সাগরে ভেসে থাকবেন৷ কোনও দিন অর্থাভাব টের পাবেন না৷

 

জগন্নাথদেবের পায়ে নিবেদিত তুলসিপাতার মধ্যে একটি রাতে ঘুমনোর আগে রাখুন বালিশের নীচে৷ এতে সংসার থেকে দূর হবে সব বাধা বিঘ্ন৷
জগন্নাথদেবের পায়ে নিবেদিত তুলসিপাতার মধ্যে একটি রাতে ঘুমনোর আগে রাখুন বালিশের নীচে৷ এতে সংসার থেকে দূর হবে সব বাধা বিঘ্ন৷

 

একটি পিতলের ঘটিতে গঙ্গাজল নিন৷ তার পর ডানহাতের তিনটি আঙুলে সামান্য হলুদ সেই জলে মেশান৷ তার পর ওই হলুদমেশানো জল ছড়িয়ে দিন সদর দরজার দু’পাশে৷ এতে সংসার ও পরিবার পরিজনদের উপর থেকে সব গ্রহদোষ দূর হয়ে যাবে৷
একটি পিতলের ঘটিতে গঙ্গাজল নিন৷ তার পর ডানহাতের তিনটি আঙুলে সামান্য হলুদ সেই জলে মেশান৷ তার পর ওই হলুদমেশানো জল ছড়িয়ে দিন সদর দরজার দু’পাশে৷ এতে সংসার ও পরিবার পরিজনদের উপর থেকে সব গ্রহদোষ দূর হয়ে যাবে৷

 

এই পুণ্যতিথিতে রুটি ও আখের গুড় সেবন করান গোমাতাকে৷ অর্থসুখ, সমৃদ্ধি, শ্রী ও শান্তি হবে আপনার চিরসঙ্গী৷
এই পুণ্যতিথিতে রুটি ও আখের গুড় সেবন করান গোমাতাকে৷ অর্থসুখ, সমৃদ্ধি, শ্রী ও শান্তি হবে আপনার চিরসঙ্গী৷

Ulto Rath Date & Rituals: উল্টোরথ কবে? জানুন কোন কোন খাবার এই পুণ্যতিথিতে একদম খাবেন না! খেলেই সংসারে আসবে অনটন ও দারিদ্র

রবিবার, ৭ জুলাই দেশজুড়ে পালিত হল রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা উ‍ৎসব৷
রবিবার, ৭ জুলাই দেশজুড়ে পালিত হল রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রার রথযাত্রা উ‍ৎসব৷
এর পর আগামী ১৬ জুলাই, পুরীতে পালিত হবে উল্টোরথযাত্রা৷ কারণ ৫৩ বছর পর শ্রীক্ষেত্রে এ বার সোজা রথযাত্রা পালিত হচ্ছে ৭ জুলাই এবং ৮ জুলাই-দু’দিন ধরে।
এর পর আগামী ১৬ জুলাই, পুরীতে পালিত হবে উল্টোরথযাত্রা৷ কারণ ৫৩ বছর পর শ্রীক্ষেত্রে এ বার সোজা রথযাত্রা পালিত হচ্ছে ৭ জুলাই এবং ৮ জুলাই-দু’দিন ধরে।
উল্টো রথযাত্রার দিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন ও সনাতন বিশ্বাস মতে৷ এই দিনটির জন্য পালনীয় কিছু আচার আচরণ আছে৷ মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবনে অনটন, দুঃখ থাকে না৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত যোগেশ চৌরে৷
উল্টো রথযাত্রার দিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন ও সনাতন বিশ্বাস মতে৷ এই দিনটির জন্য পালনীয় কিছু আচার আচরণ আছে৷ মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবনে অনটন, দুঃখ থাকে না৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত যোগেশ চৌরে৷

 

রথযাত্রার মতো উল্টোরথেও পটল খাবেন না৷ পটলের তৈরি যে কোন খাবার এই তিথিতে এড়িয়ে চলুন৷
রথযাত্রার মতো উল্টোরথেও পটল খাবেন না৷ পটলের তৈরি যে কোন খাবার এই তিথিতে এড়িয়ে চলুন৷

 

 কোনওরকম শাক খাবেন না উল্টোরথ তিথিতে৷ দিনভর খাওয়ার সময় মনে রাখুন এই কথাটা৷
কোনওরকম শাক খাবেন না উল্টোরথ তিথিতে৷ দিনভর খাওয়ার সময় মনে রাখুন এই কথাটা৷

 

তিক্ত খাবার বা তেতো খাবারও খাওয়া থেকে দূরে থাকুন এই দিনে৷
তিক্ত খাবার বা তেতো খাবারও খাওয়া থেকে দূরে থাকুন এই দিনে৷

 

এই পুণ্যতিথিতে আমিষ খাবার না খেয়ে গ্রহণ করুন নিরামিষ আহার৷
এই পুণ্যতিথিতে আমিষ খাবার না খেয়ে গ্রহণ করুন নিরামিষ আহার৷

 

এই রীতি পালন করলে জীবনে অভাব, অনটন, দারিদ্র থাকবে না বলে বিশ্বাস করা হয়৷
এই রীতি পালন করলে জীবনে অভাব, অনটন, দারিদ্র থাকবে না বলে বিশ্বাস করা হয়৷