Tag Archives: quintal

Quiz: রচনার এক কথায় হাসাহাসি! আপনি কি জানেন, এক কুইন্টাল মানে কত কেজি?

কিউসেকের বদলে কুইন্টাল বলে ভীষণ ভাবে ট্রোল ও মিমের শিকার হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷
কিউসেকের বদলে কুইন্টাল বলে ভীষণ ভাবে ট্রোল ও মিমের শিকার হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷
হুগলির বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আলটপকা মন্তব্য করে বিপাকে পড়েছেন তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার হুগলির বলাগড়ের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান তিনি৷ সেখানেই ডিভিসি-কে নিশানা করতে গিয়ে ‘কুইন্টাল কুইন্টাল’ জল ছাড়ার অভিযোগ তোলেন৷ সম্ভবত কিউসকের সঙ্গে কুইন্টালকে গুলিয়ে ফেলেন হুগলির তৃণমূল সাংসদ৷
হুগলির বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আলটপকা মন্তব্য করে বিপাকে পড়েছেন তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার হুগলির বলাগড়ের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান তিনি৷ সেখানেই ডিভিসি-কে নিশানা করতে গিয়ে ‘কুইন্টাল কুইন্টাল’ জল ছাড়ার অভিযোগ তোলেন৷ সম্ভবত কিউসকের সঙ্গে কুইন্টালকে গুলিয়ে ফেলেন হুগলির তৃণমূল সাংসদ৷
তাঁর এই বক্তব্যের পর থেকে তিনি শিরোনামে৷ তবে এর আগেও কিছু আলটপকা মন্তব্য করে চর্চার কেন্দ্রে আসেন রচনা৷
তাঁর এই বক্তব্যের পর থেকে তিনি শিরোনামে৷ তবে এর আগেও কিছু আলটপকা মন্তব্য করে চর্চার কেন্দ্রে আসেন রচনা৷
রচনা বন্দ্যোপাধ্যায়র কথা নিয়ে হাসাহাসি হলেও আপনি কী জানেন এক কুইন্টাল মানে কত কেজি? কীসের একক কুইন্টাল?
রচনা বন্দ্যোপাধ্যায়র কথা নিয়ে হাসাহাসি হলেও আপনি কী জানেন এক কুইন্টাল মানে কত কেজি? কীসের একক কুইন্টাল?
কঠিন, তরল, গ্যাস মাপার বিভিন্ন একক রয়েছে৷ কুইন্টাল বা কিউসেক হল এমনই পরিমাপের একক৷ যা ফিজিক্যাল সায়েন্সের পাঠ্যতে থাকে৷
কঠিন, তরল, গ্যাস মাপার বিভিন্ন একক রয়েছে৷ কুইন্টাল বা কিউসেক হল এমনই পরিমাপের একক৷ যা ফিজিক্যাল সায়েন্সের পাঠ্যতে থাকে৷
তরল পদার্থের প্রবাহ পরিমাপ করা হয় কিউসেকের মাধ্যমে। প্রতি সেকেন্ডে এক ঘন ফুটে মধ্যে দিয়ে কতটা জল বা তরল প্রবাহিত হচ্ছে, তা বুঝতে কিউসেকের ব্যবহার করা হয়।
তরল পদার্থের প্রবাহ পরিমাপ করা হয় কিউসেকের মাধ্যমে। প্রতি সেকেন্ডে এক ঘন ফুটে মধ্যে দিয়ে কতটা জল বা তরল প্রবাহিত হচ্ছে, তা বুঝতে কিউসেকের ব্যবহার করা হয়।
মূলত কঠিন (ভর) পরিমাপে ব্যবহার হয় কুইন্টাল বা শতক (ইংরেজি: quintal/ centner)৷ ফ্রান্স, পর্তুগাল, স্পেন এবং তাদের প্রাক্তন উপনিবেশ দেশগুলোতে প্রচলিত একটি একক। একে সংজ্ঞায়িত করা হয় ১০০ ভিত্তি একক (যেমন- পাউন্ড অথবা কিলোগ্রাম) হিসেবে।  ভারতে সচরাচর শস্যের পাইকারী বাজারে এই একক ব্যবহৃত হয়ে থাকে৷
মূলত কঠিন (ভর) পরিমাপে ব্যবহার হয় কুইন্টাল বা শতক (ইংরেজি: quintal/ centner)৷ ফ্রান্স, পর্তুগাল, স্পেন এবং তাদের প্রাক্তন উপনিবেশ দেশগুলোতে প্রচলিত একটি একক। একে সংজ্ঞায়িত করা হয় ১০০ ভিত্তি একক (যেমন- পাউন্ড অথবা কিলোগ্রাম) হিসেবে। ভারতে সচরাচর শস্যের পাইকারী বাজারে এই একক ব্যবহৃত হয়ে থাকে৷
এবার জেনে নিন এক কুইন্টাল মানে কত কেজি? ১০০ কেজিতে হয় এক কুইন্টাল৷ (ছবি-উইকিপিডিয়া)
এবার জেনে নিন এক কুইন্টাল মানে কত কেজি? ১০০ কেজিতে হয় এক কুইন্টাল৷ (ছবি-উইকিপিডিয়া)