Tag Archives: rahul bose

Bollywood Actor: মুখ খুলতেই …! তারকা অভিনেতাদের নিয়ে রাহুল বোসের গলায় ‘অসন্তোষ’-এর সুর? কিন্তু কেন?

মুম্বই: বলিউডে একেবারে হাতেগোনা কয়েকজন অভিনেতা-অভিনেত্রীই রয়েছেন, যাঁরা আর্টফিল্ম এবং বাণিজ্যিক ছবি, দুটিতেই সমান সফল। রাহুল বোস তাঁদের মধ্যে অন্যতম। কিন্তু বাণিজ্যিক তারকা এবং আর্ট ফিল্মের অভিনেতাদের মধ্যে তফাত কোথায়? হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়ে নিজের মতামত জানালেন অভিনেতা।

রাহুল বোসের মতে, দর্শক যাঁকে গ্রহণ করে তিনিই স্টার। এক্ষেত্রে অভিনয় ক্ষমতার বিশেষ গুরুত্ব নেই। তবে স্টার থাকলেই যে দর্শক দল বেঁধে ছবি দেখতে আসবেন তাও নয়। ‘দিল ধড়কনে দো’-এর অভিনেতা মনে করেন, বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা অসাধারণ সব চরিত্রের কারণে জনপ্রিয়তা পেয়ছেন। দর্শকরা তাঁদের প্রতি আকৃষ্ট হয়েছেন। তবে সত্যিকারের অভিনেতারা এখন প্রশংসা পাচ্ছেন।’

আরও পড়ুন-        অভাগা অভিনেত্রী…! ৩ বারই জুটেছে বিবাহিত পুরুষ সঙ্গী, শয্যাদৃশ্যে ঝড় তুললেও কোনও তারকাই শেষে থাকেননি, প্রেম ভাঙতেই বড় পদক্ষেপ, চিনতে পারলেন?

রাহুল বোস বলেন, “দর্শক যাঁকে গ্রহণ করবে তিনিই সেলেব্রিটি। অভিনয় ক্ষমতা ম্যাটার করে না। আমাকে দয়া করে ভুল বুঝবেন না। অনেক সেলেব্রিটিই দুর্দান্ত অভিনেতা। কিন্তু দর্শক যখন ট্ম ক্রুজের মতো সেলেব্রিটিকে দেখতে হলে যান, সে তিনি ভিয়েতনাম যুদ্ধের সেনা বা অভিজ্ঞ ফাইটার পাইলটের ভূমিকায় অভিনয় করুন না কেন, সেটা আসলে ক্যারিশ্মার টান। স্ক্রিপ্ট, পারফরম্যান্স, চরিত্র ছাপিয়ে ক্যারিশ্মাই প্রধান হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন-  শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

সবটাই দৃষ্টিভঙ্গীর তফাত বলে মনে করেন রাহুল। তাঁর কথায়, “বিশাল ইন্ডাস্ট্রি। কেউ মনে করতে পারেন,ওহ, এই লোকটা শুধু অভিনয় প্রতিভার জোরে নয়, দুর্দান্ত সব চরিত্র পেয়েছে বলেই লোক টানতে পারছে। সেলেব্রিটির সঙ্গে আলাপ দারুণ অভিজ্ঞতা। অভিনেতার সঙ্গে আলাপ হলেও আপনি তার প্রশংসা করবেন, দেরিতে হলেও।“ আর্ট ফিল্মের পাশাপাশি জনপ্রিয় বাণিজ্যিক ছবিতেও চুটিয়ে অভিনয় করেছেন রাহুল। ছিলেন ‘চেইন কুলি কি মেইন কুলি’, ‘বুলবুল’, ‘চামেলি’। ‘প্যায়ার কি সাইড এফেক্টস’, ‘ঝংকার বিটস’ ইত্যাদি ছবিতে। তবে বড় প্রোডাকশন হাউজের ছবিতে কোনওদিনই দেখা যায়নি তাঁকে। কেন?

রাহুল মনে করেন, বড় প্রোডাকশন হাউজের প্রত্যাশার সঙ্গে তাঁর অনুভূতি মেলে না। তাঁর কথায়, বড় বাজেটের ছবি পরিচালকরা সেলেব্রিটিদের সঙ্গে কাজ করতে চান। তাঁদেরই কাস্ট করেন। সেই সব চরিত্রে তাঁর অভিনয় করা কঠিন। কেরিয়ারের শুরুতেই তিনি বুঝে গিয়েছিলেন, সব জায়গায় তিনি কাজ পাবেন না। সেই মতোই নিজেকে তৈরি করেছেন তিনি।

Binodiini Ekti Natir Upakhyan: ‘নটী বিনোদিনী’, রামকমলের ছবিতে রুক্মিণীর মৌন প্রেমিক রাহুল, আছেন কৌশিক এবং মীরও

কলকাতা: ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। মুম্বইয়ের বাঙালি পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের আগামী এই ছবির প্রথম লুক প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছিল চারদিকে। চৈতন্য অবতারে দেখা দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। রামকমলের প্রথম বাংলা ছবি নাট্যমঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসীকে নিয়েই। বিনোদিনী মঞ্চে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন। আর সেই চরিত্রেই প্রকাশ পেয়েছিল ছবির মুখ্য অভিনেত্রীর প্রথম লুক। এই চেহারায় রুক্মিণীকে চেনা দায়! হতভম্ব হয়েছিল নেটিজেনরাও!

কিন্তু কয়েকটি প্রশ্নের উত্তরের অপেক্ষায় ছিলেন দর্শকরা। বিনোদিনী দাসী হিসেবে রুক্মিণীকে দেখা গেলে গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে কে অভিনয় করবেন? মৌন প্রেমিক রাঙাবাবুই বা কে? অমৃতলাল, রামকৃষ্ণ, কুমার বাহাদুরের ভূমিকাও যে গুরুত্বপূর্ণ। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি। তবে কি গিরিশের চরিত্রে অভিনয় করবেন দেব?

প্রেম দিবসের আগেই সে সব প্রশ্নের উত্তর দিলেন নির্মাতারা। এই ছবিতে নতুন সংযোজন রাহুল বোস, কৌশিক গঙ্গোপাধ্যায়, মীর আফসার আলি এবং ওম সাহানি। প্রেম দিবসেই শুরু হবে এই ছবির শ্যুটিং। শুভ মহরতের ছবিও চলে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বাংলা ও মুম্বই ইন্ডাস্ট্রির মহামিলনে তৈরি হবে ১৯ শতকের কিংবদন্তি শিল্পীর জীবনীচিত্র।

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA ? (@rukminimaitra)

গিরিশ ঘোষের চরিত্রে দেখা যাবে কৌশিককে। অভিনতো-পরিচালকের কথায়, ‘‘রামকমলের মুখে গল্পটা শুনে আমি অবাক। সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে গল্প বলা হয়েছে। আমরা গিরিশকে বিনোদিনীর চোখ দিয়ে দেখব। যা এখনও পর্যন্ত যে কোনও ছবিতে দেখানো হয়নি।’’

ছবির পর্দায় কোনও ভূমিকায় না দেখা গেলেও ক্যামেরার পিছনে মস্ত এক ভূমিকায় রয়েছেন দেব। তাঁর কথায়, ‘‘রঙ্গমঞ্চের ১৫০ বছর পূর্তিতে বিনোদিনী দাসীর প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টায় এই উদ্যোগ আমাদের। রামকমল যেদিন এই ছবির পরিকল্পনার কথা জানায়, সেদিনই আমার মনে হয়েছে, এই গল্পটি সঠিক দৃষ্টিভঙ্গিতে সকলকে বলা উচিত।’’

রুক্মিণী জানিয়েছেন, গত এক বছর ধরে এই চরিত্র নিয়ে গবেষণা করছেন তিনি। আর বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করবেন বলে টলিউড এমনকি বলিউডের বিভিন্ন প্রস্তাব খারিজ করেছেন তিনি। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে প্রশিক্ষণ চলছে তাঁর। পণ্ডিত বিরজু মহারাজের শিষ্য সৌভিকের কাছে কত্থক নৃত্যের প্রশিক্ষণও নিচ্ছেন রুক্মিণী।

আরও পড়ুন: ‘নটী বিনোদিনী’ রূপে রুক্মিণী, রামকমলের প্রথম বাংলা ছবির প্রথম লুক প্রকাশ্যে

বিনোদিনী দাসীর মৌন প্রেমিক রাঙাবাবুর চরিত্রে রাহুল। তিনি বললেন, “আজকাল মৌন প্রেমিকের দেখা যায় না। পৃথিবী তো হিংসায় ভরে উঠেছে, সেখানে রাঙাবাবুর মতো মানুষ নীরব থেকে বিনোদিনীর পাশে দাঁড়িয়েছে। ভালবেসে।” মুম্বইয়ের বাঙালি অভিনেতা দেব এবং রামকমলের প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুন: স্কুলের বন্ধুকে বিয়ে! অনেকেই জানেন না, শ্রেয়া ঘোষালের স্বামী শিলাদিত্য সম্পর্কে

দেব এবং প্রমোদ ফিল্মস প্রযোজিত এই ছবিতে মীরকে দেখা যাবে গুরমুখ রাইয়ের ভূমিকায়। বিনোদিনীর মঞ্চের স্বপ্নকে সত্যি করবেন ইনিই। মীরের কথায়, “রামকমলের মুখ গল্প শোনার পর লজ্জা পেয়েছিলাম। এত ভাল ভাবে জানতাম না বিনোদিনীর জীবনকাহিনি। বাংলার রঙ্গমঞ্চকে তিনি এত কিছু দিয়েছেন, এবার আমাদের উচিত তাঁর গল্প বলা। বিনোদিনীর প্রেমিক হিসেবে অভিনয় করছেন ওম সাহানি। কুমার বাহাদুরের চরিত্র পেয়ে অত্যন্ত উৎফুল্ল টলি নায়ক। দেব নিজে ফোন করে তাঁকে এই চরিত্র অফার করেছেন।

Tokyo Olympics 2020: ‘চক দে ইন্ডিয়া’-র কবীর খান থেকে ‘গোল্ড’-এর তপন দাস, অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জজয়ে উচ্ছ্বসিত বলিউড

মুম্বই : ৪১ বছরের খরা কাটিয়ে অলিম্পিকে (Tokyo Olympics 2020) ভারতের পদক লাভ হকিতে ৷ সারা দেশের সঙ্গে উচ্ছ্বসিত বলিউডও (Bollywood) ৷ সকলেরই নজর ছিল শাহরুখ খানের ট্যুইটার হ্যান্ডলের দিকে ৷ কী বলেন পর্দার ‘চক দে! ইন্ডিয়া’-র নায়ক? নেটিজেনদের নিরাশ করেননি কিং খান ৷ ভারতের ব্রোঞ্জপ্রাপ্তির সকালে তিনি অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হকি দলকে ৷ লিখেছেন, ‘‘প্রতিরোধ ক্ষমতা এবং দক্ষতা শীর্ষে ৷ কী রোমাঞ্চকর ম্যাচ ছিল৷’’

‘স্বদেশ’-এর নায়কের পাশাপাশি দেশের গর্বের দিনে আপ্লুত অক্ষয়কুমারও ৷ ‘গোল্ড’-এর তপন দাস ট্যুইট করেছেন, ‘‘পুনরায় ইতিহাস তৈরির জন্য টিম ইন্ডিয়াকে ধন্যবাদ ৷ ৪১ বছর পর অলিম্পিকে পদক! কী ম্যাচ! কী কামব্যাক!’’

সংক্ষিপ্ত বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাপসী পন্নুও ৷ লিখেছেন, ‘এবং এটা ব্রোঞ্জপদক!!!!!’

ভারতীয় হকির ইতিহাসে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন স্বানন্দ কিরকিরেও ৷ গীতিকার, গায়ক, অভিনেতা তথা সহকারী পরিচালক কিরকিরে লিখেছেন, ‘‘জবরদস্ত!! ইন্ডিয়া!! ইন্ডিয়া!!’’

ভারতীয় দলের পাশাপাশি ভাল খেলার জন্য জার্মানিকেও অভিনন্দন জানিয়েছেন অভিনেতা রাহুল বোস ৷ জাতীয় হকি দলকে স্পনসর করার জন্য রাহুল তাঁর অভিনন্দনবার্তায় উল্লেখ করেছেন ওড়িশা সরকারের ক্রীড়া বিভাগের কথাও ৷

প্রসঙ্গত ২০১৮ সালে জাতীয় হকি দলের পৃষ্ঠপোষকের ভূমিকা থেকে সরে দাঁড়ায় সহারা ৷ সে সময় এগিয়ে আসেন নবীন পট্টনায়ক ৷ হকির জাতীয় পুরুষ ও মহিলা দলের প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকা নেয় ওড়িশা সরকার ৷ ৫ বছরের জন্য চুক্তি হয়  ৷

নবীন বলেছিলেন, ‘‘ওড়িশার তরফে এটা দেশকে উপহার ৷ ’’ তাঁর রাজ্যের আদিবাসীপ্রধান এলাকায় হকিকে জীবনধারণের অন্যতম উপায় বলে বর্ণনা করে ওড়িশার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘সেখানে হকি স্টিক ধরেই প্রথম হাঁটতে শেখে শিশুরা ৷’’ দুন স্কুলে পড়াশোনার সময় নবীন পট্টনায়ক নিজেও হকি খেলতেন ৷ তিনি ছিলেন দলের গোলকিপার ৷

টোকিয়ো অলিম্পিক্সে বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই ১ গোলে পিছিয়ে পড়ে ভারত। একসময় সেই ব্যবধান বেড়ে যায় ১-৩ অবধি ৷ কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফেরে ভারত। দুই গোল শোধ করে ফিরে আসেন মনপ্রীতরা। তৃতীয় কোয়ার্টারে জার্মানির বিরুদ্ধে ৫-৩ গোলে এগিয়ে যান তাঁরা ৷ চতুর্থ কোয়ার্টারে কঠিন লড়াইয়ে শেষ মুহূর্তে একটি গোল শোধ করে জার্মানি। ৫-৪ ফলাফলে জয়মাল্য তথা ব্রোঞ্জ পদক পরে টিম ইন্ডিয়া ৷