Tag Archives: Rukmini Maitra

Tekka Movie: পুজোয় বাংলা মাতাবে ‘টেক্কা’! ট্রেলার মুক্তিতেই দুর্গাপুজো নিয়ে মুখ খুললেন দেব, কী বললেন নায়ক

কলকাতা: এবার পুজোয় আসতে চলেছে দেবের ছবি ‘টেক্কা’। শুক্রবার মুক্তি পেল ‘টেক্কা’র টিজার। টিজার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-সহ গোটা টিম।

আরও পড়ুন: বিসর্জনের আগে ভগবান গণেশের বিগ্রহের গা থেকে সোনার গয়না খুলতে ভুলে গিয়েছিলেন দম্পতি; তারপর যা হল…

আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদে সরব গোটা বাংলা। এদিকে সামনেই পুজো। নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর চারদিকে রব উঠেছ উৎসবে না ফেরার।

সেই প্রসঙ্গে দেবকে প্রশ্ন করা বলে টলিউডের সুপারস্টার জানান, ‘‘উৎসবও চলবে সঙ্গে সঙ্গে প্রতিবাদও চলবে। পুজোর এই কয়েকটা দিনের রোজগার বহু মানুষের অন্ন জোগায়।’’ তাই বিচারের দাবিতে অনর থেকেও দুর্গোৎসব চান দেব।

“সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক….” এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সঙ্গে। আগামী ৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি।

Bengal Pro T20 League: মাঠে তারকা, গ্যালারি ফাঁকা! বেঙ্গল Pro T-20 লিগ উদ্বোধনী অনুষ্ঠানে জিৎ-রুক্মিণী-নুসরত

প্রতীক্ষার অবসান। ‌আইপিএলের ধাঁচে বাংলায় শুরু হল বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ। আট ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে শুরু টুর্নামেন্ট। বর্তমান সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জন্মদিনের দিনেই শুরু টুর্নামেন্ট। তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যেই আইপিএলের মতো প্রিমিয়ার লিগ খেলা হয়। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলার নাম।
প্রতীক্ষার অবসান। ‌আইপিএলের ধাঁচে বাংলায় শুরু হল বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ। আট ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে শুরু টুর্নামেন্ট। বর্তমান সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জন্মদিনের দিনেই শুরু টুর্নামেন্ট। তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যেই আইপিএলের মতো প্রিমিয়ার লিগ খেলা হয়। এবার সেই তালিকায় যুক্ত হল বাংলার নাম।
মঙ্গলবার ইডেনে আয়োজিত হলো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনের মঞ্চ মাতালেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। নতুন ছবির প্রচারে পারফর্ম করলেন টলিউডের তারকা জিৎ এবং রুক্মিণী মৈত্র।
মঙ্গলবার ইডেনে আয়োজিত হলো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনের মঞ্চ মাতালেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। নতুন ছবির প্রচারে পারফর্ম করলেন টলিউডের তারকা জিৎ এবং রুক্মিণী মৈত্র।
ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন টুর্নামেন্টের আইকন ঝুলন গোস্বামী। সবকটা দলের মহিলা এবং পুরুষ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিএবির বর্ষিয়ান কর্তাদের সংবর্ধনা জানানো হয়। সিএবি সভাপতি বিশেষ মেমেন্টো তুলে দেন সেইসব ব্যক্তির হাতে।
ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করেন টুর্নামেন্টের আইকন ঝুলন গোস্বামী। সবকটা দলের মহিলা এবং পুরুষ ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিএবির বর্ষিয়ান কর্তাদের সংবর্ধনা জানানো হয়। সিএবি সভাপতি বিশেষ মেমেন্টো তুলে দেন সেইসব ব্যক্তির হাতে।
প্রথমবার শুরু হওয়া বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে টসের কয়েন। যেখানে থাকছে সৌরভ এবং ঝুলনের মুখ। এদিন প্রথম খেলার আগে ইডেনের ঐতিহ্যশালী বেল বাজিয়ে সূচনা করেন রঞ্জী জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়।
প্রথমবার শুরু হওয়া বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে টসের কয়েন। যেখানে থাকছে সৌরভ এবং ঝুলনের মুখ। এদিন প্রথম খেলার আগে ইডেনের ঐতিহ্যশালী বেল বাজিয়ে সূচনা করেন রঞ্জী জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে এদিনের অন্যতম আইকন ঝুলন থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। সপরিবারে তিনি রয়েছেন নিউইয়র্কে। সেই কারণেই মঙ্গলবারের উদ্বোধনে থাকতে পারেননি মহারাজ। মঙ্গলবারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হারবার ডায়মন্ডস এবং শিলিগুড়ি স্ট্রাইকার্স।
উদ্বোধনী অনুষ্ঠানে এদিনের অন্যতম আইকন ঝুলন থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। সপরিবারে তিনি রয়েছেন নিউইয়র্কে। সেই কারণেই মঙ্গলবারের উদ্বোধনে থাকতে পারেননি মহারাজ। মঙ্গলবারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হারবার ডায়মন্ডস এবং শিলিগুড়ি স্ট্রাইকার্স।
প্রথম ম্যাচে মনোজের হারবার ডায়মন্ডস ৮ রানে হেরে যায় শিলিগুড়ির কাছে। তবে মেগা টুর্নামেন্ট আয়োজন করা হলেও দর্শক আসন প্রায় ফাঁকা ছিল। কয়েকশো লোক উপস্থিত ছিলেন প্রায় ৬৩ হাজারীর গ্যালারিতে। সিএবির আমন্ত্রণে প্রাক্তন থেকে বর্তমান সব কর্তা এবং ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
প্রথম ম্যাচে মনোজের হারবার ডায়মন্ডস ৮ রানে হেরে যায় শিলিগুড়ির কাছে। তবে মেগা টুর্নামেন্ট আয়োজন করা হলেও দর্শক আসন প্রায় ফাঁকা ছিল। কয়েকশো লোক উপস্থিত ছিলেন প্রায় ৬৩ হাজারীর গ্যালারিতে। সিএবির আমন্ত্রণে প্রাক্তন থেকে বর্তমান সব কর্তা এবং ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
ইডেনের ক্লাব হাউস গ্যালারিতে উপস্থিত ছিলেন আটখানা দলের ছেলে এবং মেয়েদের সমস্ত ক্রিকেটার। আইপিএলের মতোই টুর্নামেন্টের শুরুতে সব দলের অধিনায়ক এবং ক্রিকেটারদের নিয়ে আসা হয় মাঠে।
ইডেনের ক্লাব হাউস গ্যালারিতে উপস্থিত ছিলেন আটখানা দলের ছেলে এবং মেয়েদের সমস্ত ক্রিকেটার। আইপিএলের মতোই টুর্নামেন্টের শুরুতে সব দলের অধিনায়ক এবং ক্রিকেটারদের নিয়ে আসা হয় মাঠে।
টুর্নামেন্টের ধারাভাষ্য দেওয়ার জন্য ইতিমধ্যেই বাংলার ক্রিকেটার ছাড়াও শ্রীলঙ্কা ইংল্যান্ডের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার উপস্থিত থাকছেন বলে খবর। এদিন মেগা টুর্নামেন্ট উদ্বোধনের পাশাপাশি সিএবিতে পালিত হয় সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সমস্ত কর্তারা মিলে কেক কেটে সেলিব্রেশন করেন।
টুর্নামেন্টের ধারাভাষ্য দেওয়ার জন্য ইতিমধ্যেই বাংলার ক্রিকেটার ছাড়াও শ্রীলঙ্কা ইংল্যান্ডের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার উপস্থিত থাকছেন বলে খবর। এদিন মেগা টুর্নামেন্ট উদ্বোধনের পাশাপাশি সিএবিতে পালিত হয় সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সমস্ত কর্তারা মিলে কেক কেটে সেলিব্রেশন করেন।

Rachana Banerjee-Rukmini Maitra: ‘আমার হাসিটাই এরকম!’ বলতেই রচনাকে কীভাবে হাসতে হয়, শেখালেন রুক্মিণী! ভোটে জিততেই এসব কী? তুমুল ভাইরাল

কলকাতা: বিরাট যুদ্ধ শেষে অবশেষে বাংলায় ভোট শেষ! এবারের ভোটে বাংলায় বেশ বড় চমক ছিল। প্রথম চমক রচনা ব্যানার্জী! হুগলীতে বিপুল ভোটে জয়ী হন রচনা! অন্যদিকে ঘাটালে পর পর তিনবার জিতলেন দেব! নিশ্চয় ভাবছেন এত প্রার্থী থাকতে এই দুজনের কথা কেন বলা হচ্ছে? তার কারণ অবশ্যই রুক্মিণী মৈত্র এবং সুপারস্টার জিৎ! সামনেই মুক্তি পেতে চলেছে জিৎ ও রুক্মিণী মৈত্র অভিনীত ছবি ‘বুমেরাং’! যদিও ভোটের জন্য এই ছবির মুক্তির ডেট পিছিয়ে জুনের সাত তারিখ করা হয়েছে! এই ছবির প্রোমোশনের জন্য দিদি নম্বর ওয়ানে আসেন রুক্মিণী মৈত্র! এবং সেখানে ঘটে এক মজার কাণ্ড!

দেবের জয়ের পর রুক্মিণী মৈত্র তাঁর সোশছাল মাধ্যমে ইতি মধ্যে বাঘ ও হরিণের একটি ছবি পোস্ট করেছেন! তা ইতিমধ্যেই ভাইরাল! তার পরেই রুক্মিণী মৈত্র আর একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাঁকে দেখা যাচ্ছে রচনার সঙ্গে! তাও আবার দিদি নম্বর ওয়ান-এর সেটে! ভোট প্রচারের সময় রচনার হাসি নিয়ে বেশ কিছু মিম তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়! বহু মানুষ রচনার হাসি নিয়ে সমালোচনা করেন! এবার সেই হাসি নিয়েই মজার কাণ্ড ঘটালেন রুক্মিণী মৈত্র ও রচনা! ভিডিওটি পোস্ট করেছেন রুক্মিণী মৈত্র!

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA (@rukminimaitra)

‘বুমেরাং’ ছবিতে রুক্মিণী মৈত্র একটি রোবটের ভূমিকায় অভিনয় করছেন! সেখানে সেই রোবটের হাসির স্টাইল একেবারে অন্যরকম! রুক্মিণী মৈত্র ভিডিওতে বলছেন, “আমরা চলে এসেছি ‘বুমেরাং’-এর প্রোমোশনে! আর এই ভিডিওটা হল এই বাজারে সব থেকে মূল্যবান ভিডিও!” বলতেই হেসে ফেলেন রচনা। অনেকটা প্রচারের সময় ভাইরাল হাসির মতো করেই হাসেন তিনি! এর পর রুক্মিণী মৈত্র আবার বলেন, “এই এক্সক্লুসিভটা কেউ পায়নি আমি ছাড়া।”

আরও পড়ুন: ঘুরতে ভালবাসেন? গান শোনেন? তাহলে এই বিদেশিনী আপনাকেই বিয়ে করবেন! টাকা না থাকলেও চলবে

এর পর রচনা বলেন, আমার কাছে সব সময় স্পেশ্যাল রুক্মিণী! এবং অবশ্যই জিৎ! এবার রুক্মিণী প্রশ্ন করেন, “তোমার ট্রেলরটা কেমন লাগলো?” রচনা বলেন, “দারুণ লাগলো, আমি মন থেকে হেসেছি।” বলেই দু’জনে এক অন্যরকম স্টাইলে হাসতে শুরু করেন! তারপর রচনা বলেন, ” আমরা কিন্তু অভিনয় করলাম না! আমরা আসলে এরকম করেই হাসি! আমাদের হাসিটাই এরকম! প্রাণখোলা হাসি হাসলাম। এবার আপনারা দয়া করে জুনের ৭ তারিখ বুমেরাং হলে দেখতে যাবেন। রুক্মিণী এবং জিতের কেমিস্ট্রি দেখার জন্য! এখানেই শেষ নয়, রুক্মিণী রচনাকে বলেন, “এবং প্রাণ খুলে কেমন করে হাসবেন?” বলেই ফের সেই রোবট স্টাইলে হাসতে থাকেন তাঁরা! তুমুল ভাইরাল এই ভিডিও!

Rukmini on Dev-Hiran: রয়্যাল বেঙ্গলের হরিণ শিকার! ঘাটালে দেব জিততেই মজার পোস্ট রুক্মিণীর! হরিণ কি আসলে হিরণ?

নির্বাচনে লড়তেই চাননি। সেই দেব আজ ভোটজয়ী। ঘাটালে ঘটে গেল ‘মাস্টারপ্ল্যান’। সবুজ ঝড়ে উজ্জ্বল নক্ষত্র অভিনেতা দীপক অধিকারী।
নির্বাচনে লড়তেই চাননি। সেই দেব আজ ভোটজয়ী। ঘাটালে ঘটে গেল ‘মাস্টারপ্ল্যান’। সবুজ ঝড়ে উজ্জ্বল নক্ষত্র অভিনেতা দীপক অধিকারী।
পর্দার নায়কের ভক্তের সংখ্যা যে নেহাত কম নয়, তা সকলেরই জানা। আজ বোঝা গেল, রাজনীতির মঞ্চেও নায়কেই ভরসা সাধারণ মানুষের।
পর্দার নায়কের ভক্তের সংখ্যা যে নেহাত কম নয়, তা সকলেরই জানা। আজ বোঝা গেল, রাজনীতির মঞ্চেও নায়কেই ভরসা সাধারণ মানুষের।
ঘাটালে বড় জয় তৃণমূলের। লোকসভা ভোটে এবার তারকা কেন্দ্র ঘাটাল। একই কেন্দ্র থেকে দেবের মুখোমুখি দাঁড়িয়েছিলেন ইন্ডাস্ট্রিতে তাঁরই এককালীন সহকর্মী হিরন্ময় চট্টোপাধ্যায়।
ঘাটালে বড় জয় তৃণমূলের। লোকসভা ভোটে এবার তারকা কেন্দ্র ঘাটাল। একই কেন্দ্র থেকে দেবের মুখোমুখি দাঁড়িয়েছিলেন ইন্ডাস্ট্রিতে তাঁরই এককালীন সহকর্মী হিরন্ময় চট্টোপাধ্যায়।
বিজেপি প্রার্থী এবং সহকর্মী হিরণকে হারিয়ে প্রায় দু’লক্ষের কাছাকাছি ভোটে (১৮২১২০) জয়ী হলেন অভিনেতা। সবুজ আবির মেখে গাড়িতে বসে সেলফি তুলে জয়ের আনন্দের ঝলক দিয়েছেন নায়ক নিজেই।
বিজেপি প্রার্থী এবং সহকর্মী হিরণকে হারিয়ে প্রায় দু’লক্ষের কাছাকাছি ভোটে (১৮২১২০) জয়ী হলেন অভিনেতা। সবুজ আবির মেখে গাড়িতে বসে সেলফি তুলে জয়ের আনন্দের ঝলক দিয়েছেন নায়ক নিজেই।
আবিরমাখা ছবি দিয়ে দেব লিখেছেন ‘ফাইনালি’। বাংলা তর্জমা করলে যার অর্থ দাঁড়ায় ‘অবশেষে’। সঙ্গে ভারতের জাতীয় পতাকার একটি ইমোজি জুড়ে দিয়েছেন সাংসদ।
আবিরমাখা ছবি দিয়ে দেব লিখেছেন ‘ফাইনালি’। বাংলা তর্জমা করলে যার অর্থ দাঁড়ায় ‘অবশেষে’। সঙ্গে ভারতের জাতীয় পতাকার একটি ইমোজি জুড়ে দিয়েছেন সাংসদ।
আর তারই পরে এল একটি মিম। না জনসাধারণের তরফে নয়, নায়িকা রুক্মিণী মৈত্রই খোদ শেয়ার করলেন একটি ছবি। না, তাতে কোনও লেখা নেই, কোনও ক্যাপশন নেই।
আর তারই পরে এল একটি মিম। না জনসাধারণের তরফে নয়, নায়িকা রুক্মিণী মৈত্রই খোদ শেয়ার করলেন একটি ছবি। না, তাতে কোনও লেখা নেই, কোনও ক্যাপশন নেই।
আছে কেবল একটি ছবি। বুদ্ধিমানেরা সেখান থেকেই অর্থ বের করে আনন্দ পেয়ে গিয়েছেন। দেবের বান্ধবী রুক্মিণী যে ছবিটি শেয়ার করেছেন, তাতে একটি জঙ্গলের চিত্র ধরা পড়েছে।
আছে কেবল একটি ছবি। বুদ্ধিমানেরা সেখান থেকেই অর্থ বের করে আনন্দ পেয়ে গিয়েছেন। দেবের বান্ধবী রুক্মিণী যে ছবিটি শেয়ার করেছেন, তাতে একটি জঙ্গলের চিত্র ধরা পড়েছে।
যা আদপে খুবই পরিচিত চিত্র। জঙ্গলের রাজা বাঘ আক্রমণ করছেন হরিণকে। বাঘের গর্জনে ভয়ে কাঁটা হরিণ। হামলে পড়ার প্রাক-মুহূর্তের ছবি থেকে ধারণা করাই যায় যে হরিণকে খুব সহজেই পরাস্ত করেছে বাঘ।
যা আদপে খুবই পরিচিত চিত্র। জঙ্গলের রাজা বাঘ আক্রমণ করছেন হরিণকে। বাঘের গর্জনে ভয়ে কাঁটা হরিণ। হামলে পড়ার প্রাক-মুহূর্তের ছবি থেকে ধারণা করাই যায় যে হরিণকে খুব সহজেই পরাস্ত করেছে বাঘ।
‘হরিণ’ শব্দটির সঙ্গে অনেকেই মিল পেয়েছেন দেবের বিরোধী প্রার্থীর নামের সঙ্গে। উপরন্তু দেবকে ঘাটালের বাঘ বললে অত্যুক্তি হয় না। তবে কি সঙ্গীর এই জয়ের ঘটনাটিকেই কেবল একটিমাত্র ছবি দিয়ে বর্ণনা করতে চেয়েছেন রুক্মিণী? উত্তর এখনও অধরা।
‘হরিণ’ শব্দটির সঙ্গে অনেকেই মিল পেয়েছেন দেবের বিরোধী প্রার্থীর নামের সঙ্গে। উপরন্তু দেবকে ঘাটালের বাঘ বললে অত্যুক্তি হয় না। তবে কি সঙ্গীর এই জয়ের ঘটনাটিকেই কেবল একটিমাত্র ছবি দিয়ে বর্ণনা করতে চেয়েছেন রুক্মিণী? উত্তর এখনও অধরা।

Binodiini Ekti Natir Upakhyan: ‘নটী বিনোদিনী’, রামকমলের ছবিতে রুক্মিণীর মৌন প্রেমিক রাহুল, আছেন কৌশিক এবং মীরও

কলকাতা: ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। মুম্বইয়ের বাঙালি পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের আগামী এই ছবির প্রথম লুক প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছিল চারদিকে। চৈতন্য অবতারে দেখা দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। রামকমলের প্রথম বাংলা ছবি নাট্যমঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসীকে নিয়েই। বিনোদিনী মঞ্চে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন। আর সেই চরিত্রেই প্রকাশ পেয়েছিল ছবির মুখ্য অভিনেত্রীর প্রথম লুক। এই চেহারায় রুক্মিণীকে চেনা দায়! হতভম্ব হয়েছিল নেটিজেনরাও!

কিন্তু কয়েকটি প্রশ্নের উত্তরের অপেক্ষায় ছিলেন দর্শকরা। বিনোদিনী দাসী হিসেবে রুক্মিণীকে দেখা গেলে গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে কে অভিনয় করবেন? মৌন প্রেমিক রাঙাবাবুই বা কে? অমৃতলাল, রামকৃষ্ণ, কুমার বাহাদুরের ভূমিকাও যে গুরুত্বপূর্ণ। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি। তবে কি গিরিশের চরিত্রে অভিনয় করবেন দেব?

প্রেম দিবসের আগেই সে সব প্রশ্নের উত্তর দিলেন নির্মাতারা। এই ছবিতে নতুন সংযোজন রাহুল বোস, কৌশিক গঙ্গোপাধ্যায়, মীর আফসার আলি এবং ওম সাহানি। প্রেম দিবসেই শুরু হবে এই ছবির শ্যুটিং। শুভ মহরতের ছবিও চলে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বাংলা ও মুম্বই ইন্ডাস্ট্রির মহামিলনে তৈরি হবে ১৯ শতকের কিংবদন্তি শিল্পীর জীবনীচিত্র।

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA ? (@rukminimaitra)

গিরিশ ঘোষের চরিত্রে দেখা যাবে কৌশিককে। অভিনতো-পরিচালকের কথায়, ‘‘রামকমলের মুখে গল্পটা শুনে আমি অবাক। সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে গল্প বলা হয়েছে। আমরা গিরিশকে বিনোদিনীর চোখ দিয়ে দেখব। যা এখনও পর্যন্ত যে কোনও ছবিতে দেখানো হয়নি।’’

ছবির পর্দায় কোনও ভূমিকায় না দেখা গেলেও ক্যামেরার পিছনে মস্ত এক ভূমিকায় রয়েছেন দেব। তাঁর কথায়, ‘‘রঙ্গমঞ্চের ১৫০ বছর পূর্তিতে বিনোদিনী দাসীর প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টায় এই উদ্যোগ আমাদের। রামকমল যেদিন এই ছবির পরিকল্পনার কথা জানায়, সেদিনই আমার মনে হয়েছে, এই গল্পটি সঠিক দৃষ্টিভঙ্গিতে সকলকে বলা উচিত।’’

রুক্মিণী জানিয়েছেন, গত এক বছর ধরে এই চরিত্র নিয়ে গবেষণা করছেন তিনি। আর বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করবেন বলে টলিউড এমনকি বলিউডের বিভিন্ন প্রস্তাব খারিজ করেছেন তিনি। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে প্রশিক্ষণ চলছে তাঁর। পণ্ডিত বিরজু মহারাজের শিষ্য সৌভিকের কাছে কত্থক নৃত্যের প্রশিক্ষণও নিচ্ছেন রুক্মিণী।

আরও পড়ুন: ‘নটী বিনোদিনী’ রূপে রুক্মিণী, রামকমলের প্রথম বাংলা ছবির প্রথম লুক প্রকাশ্যে

বিনোদিনী দাসীর মৌন প্রেমিক রাঙাবাবুর চরিত্রে রাহুল। তিনি বললেন, “আজকাল মৌন প্রেমিকের দেখা যায় না। পৃথিবী তো হিংসায় ভরে উঠেছে, সেখানে রাঙাবাবুর মতো মানুষ নীরব থেকে বিনোদিনীর পাশে দাঁড়িয়েছে। ভালবেসে।” মুম্বইয়ের বাঙালি অভিনেতা দেব এবং রামকমলের প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুন: স্কুলের বন্ধুকে বিয়ে! অনেকেই জানেন না, শ্রেয়া ঘোষালের স্বামী শিলাদিত্য সম্পর্কে

দেব এবং প্রমোদ ফিল্মস প্রযোজিত এই ছবিতে মীরকে দেখা যাবে গুরমুখ রাইয়ের ভূমিকায়। বিনোদিনীর মঞ্চের স্বপ্নকে সত্যি করবেন ইনিই। মীরের কথায়, “রামকমলের মুখ গল্প শোনার পর লজ্জা পেয়েছিলাম। এত ভাল ভাবে জানতাম না বিনোদিনীর জীবনকাহিনি। বাংলার রঙ্গমঞ্চকে তিনি এত কিছু দিয়েছেন, এবার আমাদের উচিত তাঁর গল্প বলা। বিনোদিনীর প্রেমিক হিসেবে অভিনয় করছেন ওম সাহানি। কুমার বাহাদুরের চরিত্র পেয়ে অত্যন্ত উৎফুল্ল টলি নায়ক। দেব নিজে ফোন করে তাঁকে এই চরিত্র অফার করেছেন।

‘ও লড়কি আঁখ মারে’ গানে ‘স্পা আন্টি’কে নিয়ে দেবের তুমুল নাচ

#কলকাতা: অভিনেতা-সাংসদের তুমুল ব্যস্ততার মধ্যেই দিন কাটে৷ আজকাল তিনি আবার রিয়ালিটি শোয়ের বিচারক হিসাবে ছোটপর্দা মাতাচ্ছেন৷ শত ব্যস্ততার মাঝেও দেব কিন্তু সময় বার করে নেন তাঁর ‘স্পা আন্টি’র জন্য৷ দেবের ফ্যানেদের কাছে স্পা আন্টির আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই৷

ছোট্ট-মিষ্টি মেয়েটি দেবের বান্ধবী রুক্মিণী মৈত্রর ভাইঝি৷ আমাইরার সঙ্গে দেব অতীতেও বেশ কিছু ছবি আর ভিডিও শেয়ার করেছেন৷ এবার দেবকে দেখা গেলে ‘আঁখ মারে ও লড়কি আঁখ মারে’ গানে আমাইরার সঙ্গে পাল্লা দিয়ে নাচ করতে৷ দেব নিজেই সেই ভিডিও- ইনস্টাগ্রামে পোস্ট করেছে৷ তার লিঙ্ক শেয়ার করেছেন ট্যুইটারে৷ আমাইরা এই ভিডিও-তে দেবের স্টেপ ভুল হলেও তাঁকে ধরিয়ে দিয়েছেন৷

দেব এই ভিডিও-কে মজা করে ক্যাপশনও দিয়েছেন৷ তিনি লিখেছেন, “আমার স্পা আন্টির সঙ্গে ঘরেই চলছে ডান্স ডান্স জুনিয়র বনাম ডান্স ডান্স সিনিয়রের প্রতিযোগিতা”

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

রুক্মিনীর দাদা কর্মসূত্রে দিল্লিতে থাকার জন্য আমাইরাও দিল্লি নিবাসী। তবে বাবা কলকাতায় এলেই আমাইরাও বাবার সঙ্গে চলে আসে। কলকাতায় আসলেই দেব-রুক্মিণীর সঙ্গে আমাইরা সময় কাটাবেই৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ পিসি আর পিসির বন্ধুর সঙ্গেই থাকছে আমাইরা৷