Tag Archives: raimatang

Dooars Cheap Tourism: ডুয়ার্সের ছোট গ্রাম, সস্তার ট্যুরিস্ট স্পট, চোখ ধাঁধানো সৌন্দর্য, ফিরতে মন কাঁদবে

পাহাড়ের আঁকাবাঁকা সরু পথ পেড়িয়ে প্রবেশ করতে হয় এই গ্রামে।হাতে দু'ঘন্টা সময় নিয়ে ট্রেকিং করে এই গ্রামে পৌঁছলেই মিলবে শুধু দূষণহীন বাতাস।এই গ্রামের নাম রায়মাটাং ডিপো। (Annanya Dey)
পাহাড়ের আঁকাবাঁকা সরু পথ পেড়িয়ে প্রবেশ করতে হয় এই গ্রামে।হাতে দু’ঘন্টা সময় নিয়ে ট্রেকিং করে এই গ্রামে পৌঁছলেই মিলবে শুধু দূষণহীন বাতাস।এই গ্রামের নাম রায়মাটাং ডিপো। (Annanya Dey)
বক্সা পাহাড় সম্পর্কে আর কতটুকুই বা জেনেছে পর্যটক।প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা বক্সা কোনও রহস‍্যের চেয়ে কম নয়।বক্সা পাহাড়ের অজানা এক গ্ৰামের নাম রায়মাটাং ডিপো। আলিপুরদুয়ার জেলার পর্যটন মানচিত্রে জায়গা দখল করুক এলাকাটি।চাইছেন এলাকার বাসিন্দারা।
বক্সা পাহাড় সম্পর্কে আর কতটুকুই বা জেনেছে পর্যটক।প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা বক্সা কোনও রহস‍্যের চেয়ে কম নয়।বক্সা পাহাড়ের অজানা এক গ্ৰামের নাম রায়মাটাং ডিপো। আলিপুরদুয়ার জেলার পর্যটন মানচিত্রে জায়গা দখল করুক এলাকাটি।চাইছেন এলাকার বাসিন্দারা।
বক্সা পাহাড়ের ১৪টি গ্রামের মধ্যে একটি গ্রাম রায়মাটাং। বক্সা পাহাড়ের লেপচাখা, টাসিগাঁও, চুনাভাটির মত স্থানগুলি পর্যকদের জানা থাকলেও, রায়মাটাংডিপো গ্রামটি এখনও পর্যটকদের কাছে অজানা।
বক্সা পাহাড়ের ১৪টি গ্রামের মধ্যে একটি গ্রাম রায়মাটাং। বক্সা পাহাড়ের লেপচাখা, টাসিগাঁও, চুনাভাটির মত স্থানগুলি পর্যকদের জানা থাকলেও, রায়মাটাংডিপো গ্রামটি এখনও পর্যটকদের কাছে অজানা।
ডুকপা জনজাতির বাস এই গ্ৰামে।রয়েছে দুটি ব্লু হোম স্টে।ভুটান পাহাড়ে ঘেরা এই স্থানের প্রাকৃতিক দৃশ্য মন কাড়বেই সকলের বলে দাবি এলাকার বাসিন্দাদের। ফলে এই গ্রামে পর্যটকদের আনা গোনা নেই বললেই চলে।এলাকাবাসীদের মতে,"কোলাহল,দূষণের হাত থেকে কিছুদিনের জন‍্য মুক্তি পেতে চাইলে তাদের গ্রামে আসতেই হবে।এখানে হাওয়া কথা বলে সকলের সঙ্গে।তাদের বিশ্বাস কেউ যদি একবার আমাদের গ্রামে আসে,তিনি আরও একবার আসতে চাইবেন এই গ্রামে।"
ডুকপা জনজাতির বাস এই গ্ৰামে।রয়েছে দুটি ব্লু হোম স্টে।ভুটান পাহাড়ে ঘেরা এই স্থানের প্রাকৃতিক দৃশ্য মন কাড়বেই সকলের বলে দাবি এলাকার বাসিন্দাদের। ফলে এই গ্রামে পর্যটকদের আনা গোনা নেই বললেই চলে।এলাকাবাসীদের মতে,”কোলাহল,দূষণের হাত থেকে কিছুদিনের জন‍্য মুক্তি পেতে চাইলে তাদের গ্রামে আসতেই হবে।এখানে হাওয়া কথা বলে সকলের সঙ্গে।তাদের বিশ্বাস কেউ যদি একবার আমাদের গ্রামে আসে,তিনি আরও একবার আসতে চাইবেন এই গ্রামে।”
হ‍্যামিল্টনগঞ্জ থেকে ২০ কিমি পেড়িয়ে রায়মাটাং ডিপো। আসতে পারবেন যাত্রীবাহী গাড়ি করে।পঞ্চায়েতের দিক থেকে রাজাভাতখাওয়া গ্ৰাম পঞ্চায়েতের একটি অংশ এই গ্রাম।
হ‍্যামিল্টনগঞ্জ থেকে ২০ কিমি পেড়িয়ে রায়মাটাং ডিপো। আসতে পারবেন যাত্রীবাহী গাড়ি করে।পঞ্চায়েতের দিক থেকে রাজাভাতখাওয়া গ্ৰাম পঞ্চায়েতের একটি অংশ এই গ্রাম।
পাহাড়ের কোলে সবুজে ঘেরা প্রকৃতি সঙ্গে নানান রকমের পাখির আওয়াজ।এখানে এলে মনে হতেই পারে স্বপ্নের জগতে চলে এসেছেন আপনি।
পাহাড়ের কোলে সবুজে ঘেরা প্রকৃতি সঙ্গে নানান রকমের পাখির আওয়াজ।এখানে এলে মনে হতেই পারে স্বপ্নের জগতে চলে এসেছেন আপনি।