Tag Archives: raj bhavan

Threat e mail in Kolkata: উড়িয়ে দেওয়া হবে রাজ ভবন, যাদুঘর! একের পর এক সরকারি দফতরেও হুমকি ই মেল, তোলপাড় কলকাতা

কলকাতা: রাজ ভবন, যাদুঘর সহ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসে বিস্ফোরণ ঘটানো হবে বলে একযোগে ই মেল এল৷ রাজ ভবন, যাদুঘর উড়িয়ে দেওয়ার এই হুমকি ই মেলে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে৷

এ দিন দুপুরে প্রায় একই সময় রাজ ভবন, কলকাতা যাদুঘর সহ বিভিন্ন দফতরে এই হুমকি ই মেল এসে পৌঁছয়৷ সেখানে দাবি করা হয়েছে, রাজ ভবন, যাদুঘরে প্রচুর পরিমাণে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে৷ যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষের প্রাণহানির হুমকি দেওয়া হয়েছে ওই ই মেলে৷

আরও পড়ুন:  কলকাতা ৪৩ ডিগ্রি! এপ্রিলে সর্বকালের রেকর্ড গরমে ফুটছে তিলোত্তমা, তাপমাত্রা আর কত বৃদ্ধির আশঙ্কা?

এই খবর পাওয়ার পরই কলকাতা পুলিশের এসটিএফ সক্রিয় হয়েছে৷ রাজ ভবন, ভারতীয় যাদুঘরে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি শুরু করার পাশাপাশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷ পাশাপাশি, কোন আইপি অ্যাড্রেস থেকে এই হুমকি ই মেল পাঠানো হল তা খতিয়ে দেখছে পুলিশ৷

হাওড়ার একটি সরকারি দফতরেও এই ই মেল এসেছে বলে খবর৷ একই ই মেল আইডি থেকে সবকটি জায়গায় এই হুমকি ই মেল পাঠানো হয়েছে বলে খবর৷ রাজ ভবন, ভারতীয় যাদুঘরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে এই একই ধরনের হুমকি ই মেল এসেছিল কলকাতা বিমানবন্দরেও৷ পর পর হুমকি ই মেল একই জায়গা থেকে আসছে কি না, আইপি অ্যাড্রেসের সূত্র ধরে তা খতিয়ে দেখছে পুলিশ৷

Raj Bhavan peace home: রাজভবনে খুলল পিস হোম, কাদের জন্য নিখরচায় থাকা খাওয়া? হোটেল বলে কটাক্ষ কুণালের

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসার অভিযোগ জানানোর জন্য রাজ ভবনে খোলা হয়েছিল পিস রুম৷ এবার সন্দেশখালি কাণ্ডের জেরে রাজ ভবনে পিস হোম খোলার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল৷ সন্দেশখালির কোনও বাসিন্দা যদি দুষ্কৃতী হামলার ভয়ে রাজ ভবনে এসে আশ্রয় নিতে চান, তাহলে রাজ ভবনেই থাকতে পারবেন তাঁরা৷ এর জন্য রাজ ভবনে তিনটি বিশেষ ঘরও প্রস্তুত রাখা হয়েছে৷

গত প্রায় দু সপ্তাহ ধরে গোটা রাজ্যের নজরে রয়েছে সন্দেশখালি৷ এলাকার দুই তৃণমূল নেতা উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ে সন্দেশখালিতে৷ পাল্টা গ্রামবাসীদের আক্রমণের অভিযোগ ওঠে তৃণমূল কর্মী,সমর্থকদের বিরুদ্ধে৷ এর পর থেকেই উত্তপ্ত রয়েছে সন্দেশখালির পরিস্থিতি৷ গ্রামবাসীদের আস্থা ফেরাতে পুলিশ, প্রশাসন তৎপর হলেও এখনও দুষ্কৃতী হামলার ভয়ে কাঁটা হয়ে রয়েছেন এলাকার অনেক বাসিন্দা৷

আরও পড়ুন: কোন্ননগরে বালক খুনের পিছনে কি এক রহস্যময়ী? তিন দিন পরেও উত্তর খুঁজছে পুলিশ

রাজ ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেশখালির এরকমই কোনও আতঙ্কিত বাসিন্দা যদি রাজ ভবনে এসে আশ্রয় নিতে চান, তাহলে তাঁরা এই পিস হোমে থাকতে পারবেন৷ আপাতত রাজ ভবনের এক তলায় তিনটি ঘর সন্দেশখালির বাসিন্দাদের জন্য তৈরি রাখা হয়েছে৷ এই ঘরগুলিতে নিখরচায় থাকার পাশাপাশি বিনামূল্যে খাবারও পাবেন সন্দেশখালির বাসিন্দারা৷ আপাতত তিনটি ঘর তৈরি রাখা হলেও চাহিদা বাড়লে আরও ঘর সন্দেশখালির বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হবে বলে রাজ ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে৷

যদিও রাজ্যপালের এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷ পিস হোম নিয়ে প্রশ্ন করা হলে কুণাল বলেন, হোটেল রাজ ভবন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস৷

সন্দেশখালিতে অশান্তির খবর পেয়ে দিল্লি থেকে ফিরে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সন্দেশখালি গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি৷ সন্দেশখালি সফরের পর ফের দিল্লি যান রাজ্যপাল৷ যদিও তিনি দাবি করেন, সন্দেশখালির ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে কোনও রিপোর্ট দেননি তিনি৷ রাজ্য সরকার কী পদক্ষেপ করে, সেদিকে তিনি নজর রাখবেন বলে জানান রাজ্যপাল৷