Threat e mail in Kolkata: উড়িয়ে দেওয়া হবে রাজ ভবন, যাদুঘর! একের পর এক সরকারি দফতরেও হুমকি ই মেল, তোলপাড় কলকাতা

কলকাতা: রাজ ভবন, যাদুঘর সহ কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসে বিস্ফোরণ ঘটানো হবে বলে একযোগে ই মেল এল৷ রাজ ভবন, যাদুঘর উড়িয়ে দেওয়ার এই হুমকি ই মেলে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে৷

এ দিন দুপুরে প্রায় একই সময় রাজ ভবন, কলকাতা যাদুঘর সহ বিভিন্ন দফতরে এই হুমকি ই মেল এসে পৌঁছয়৷ সেখানে দাবি করা হয়েছে, রাজ ভবন, যাদুঘরে প্রচুর পরিমাণে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে৷ যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে বহু মানুষের প্রাণহানির হুমকি দেওয়া হয়েছে ওই ই মেলে৷

আরও পড়ুন:  কলকাতা ৪৩ ডিগ্রি! এপ্রিলে সর্বকালের রেকর্ড গরমে ফুটছে তিলোত্তমা, তাপমাত্রা আর কত বৃদ্ধির আশঙ্কা?

এই খবর পাওয়ার পরই কলকাতা পুলিশের এসটিএফ সক্রিয় হয়েছে৷ রাজ ভবন, ভারতীয় যাদুঘরে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি শুরু করার পাশাপাশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷ পাশাপাশি, কোন আইপি অ্যাড্রেস থেকে এই হুমকি ই মেল পাঠানো হল তা খতিয়ে দেখছে পুলিশ৷

হাওড়ার একটি সরকারি দফতরেও এই ই মেল এসেছে বলে খবর৷ একই ই মেল আইডি থেকে সবকটি জায়গায় এই হুমকি ই মেল পাঠানো হয়েছে বলে খবর৷ রাজ ভবন, ভারতীয় যাদুঘরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷

পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে এই একই ধরনের হুমকি ই মেল এসেছিল কলকাতা বিমানবন্দরেও৷ পর পর হুমকি ই মেল একই জায়গা থেকে আসছে কি না, আইপি অ্যাড্রেসের সূত্র ধরে তা খতিয়ে দেখছে পুলিশ৷