Tag Archives: rakhipurnima

Rakhi Purnima 2024: রাখি পূর্ণিমায় ভাগ্যের চাকা ঘুরবেই…! বিরল শুভ মহাযোগে করুন ‘এই’ কাজ, সুর্বণ সুযোগ হাতছাড়া করলেই পস্তাবেন!

আজ রাখি বন্ধন উৎসব। রাখি পূর্ণিমায় শ্রাবণ হল শুক্ল পূর্ণিমা তিথি, শ্রাবণ নক্ষত্র, শোভন যোগ, বিশতি করণ, পূর্ব দিকের দিশাসুল, সোমবার দিন এবং মকর রাশিতে চাঁদ।
আজ রাখি বন্ধন উৎসব। রাখি পূর্ণিমায় শ্রাবণ হল শুক্ল পূর্ণিমা তিথি, শ্রাবণ নক্ষত্র, শোভন যোগ, বিশতি করণ, পূর্ব দিকের দিশাসুল, সোমবার দিন এবং মকর রাশিতে চাঁদ।
রাখি পূর্ণিমার দিন ৩টি শুভ যোগ গঠিত হচ্ছে। রাখির এই উৎসব শোভন যোগ, রবি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের সঙ্গে আরও বিশেষ হয়ে উঠেছে। তবে এবার সকালেই ভাদ্রের ছায়া থাকায় বিকেল থেকেই পালিত হবে রাখি বন্ধন উৎসব। দুপুর থেকেই বোনেরা রাখি বাঁধতে পারবে।
রাখি পূর্ণিমার দিন ৩টি শুভ যোগ গঠিত হচ্ছে। রাখির এই উৎসব শোভন যোগ, রবি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের সঙ্গে আরও বিশেষ হয়ে উঠেছে। তবে এবার সকালেই ভাদ্রের ছায়া থাকায় বিকেল থেকেই পালিত হবে রাখি বন্ধন উৎসব। দুপুর থেকেই বোনেরা রাখি বাঁধতে পারবে।
রাখি বন্ধনের সময় শোভন যোগ থাকবে সারাদিন। রাখি বন্ধনে, শ্রাবণ পূর্ণিমার উপবাস এবং স্নান ও দান করারও সুযোগ রয়েছে। এছাড়া শ্রাবণ মাসের শেষ সোমবারও উপবাস রয়েছে। শ্রাবণ পূর্ণিমা উপলক্ষে স্নান করুন এবং তারপর আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন।
রাখি বন্ধনের সময় শোভন যোগ থাকবে সারাদিন। রাখি বন্ধনে, শ্রাবণ পূর্ণিমার উপবাস এবং স্নান ও দান করারও সুযোগ রয়েছে। এছাড়া শ্রাবণ মাসের শেষ সোমবারও উপবাস রয়েছে। শ্রাবণ পূর্ণিমা উপলক্ষে স্নান করুন এবং তারপর আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন।
আপনার রাশিতে চন্দ্র দোষ থাকলে চন্দ্রের পূজা করা উচিত। শিবের পূজা করলে চাঁদের দোষও দূর হবে। পূজার পর সাদা কাপড়, দুধ, চাল, দই, রুপা, ক্ষীর ইত্যাদি দান করতে পারেন।
আপনার রাশিতে চন্দ্র দোষ থাকলে চন্দ্রের পূজা করা উচিত। শিবের পূজা করলে চাঁদের দোষও দূর হবে। পূজার পর সাদা কাপড়, দুধ, চাল, দই, রুপা, ক্ষীর ইত্যাদি দান করতে পারেন।
সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন।
সর্বার্থ সিদ্ধি যোগে করা সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই সময়ে যদি রাখি বাঁধা হয়, তাহলে ভাইদের উপর আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে এবং তারা স্বাস্থ্যের বরও পাবেন।
রাখি পড়ানোর শুভ সময় হল ১৯ আগস্ট সোমবার দুপুর ১:২৬ থেকে ৬:২৫ পর্যন্ত। এই সময়ে রাখি পড়ালে ভাইয়েরা সমৃদ্ধি ও সৌভাগ্যের পাশাপাশি দীর্ঘায়ুর আশীর্বাদ পাবেন৷
রাখি পড়ানোর শুভ সময় হল ১৯ আগস্ট সোমবার দুপুর ১:২৬ থেকে ৬:২৫ পর্যন্ত। এই সময়ে রাখি পড়ালে ভাইয়েরা সমৃদ্ধি ও সৌভাগ্যের পাশাপাশি দীর্ঘায়ুর আশীর্বাদ পাবেন৷

Rakhipurnima 2024 Dates: এ বছর রাখীপূর্ণিমা কবে পালিত হবে? সেই পুণ্যতিথিতে রাখী পরানোর শুভ মুহূর্তটাই বা কখন? জানুন এখনই

বুধবার থেকে শুরু হচ্ছে শ্রাবণমাস৷ এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রাখীপূর্ণিমা৷
বুধবার থেকে শুরু হচ্ছে শ্রাবণমাস৷ এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রাখীপূর্ণিমা৷

 

এ বছর রাখীপূর্ণিমা পালিত হবে ১৯ অগাস্ট, সোমবার৷
এ বছর রাখীপূর্ণিমা পালিত হবে ১৯ অগাস্ট, সোমবার৷

 

রাখীপূর্ণিমা তিথি শুরু হবে ১৮ অগাস্ট ও ১৯ অগাস্টের সন্ধিক্ষণে রাত ৩.০৪ মিনিটে৷
রাখীপূর্ণিমা তিথি শুরু হবে ১৮ অগাস্ট ও ১৯ অগাস্টের সন্ধিক্ষণে রাত ৩.০৪ মিনিটে৷

 

সেদিন দিনভর পূর্ণিমা থাকবে৷ পূর্ণিমা তিথি থাকবে ১৯ অগাস্ট রাত ১১.৫৫ পর্যন্ত৷
সেদিন দিনভর পূর্ণিমা থাকবে৷ পূর্ণিমা তিথি থাকবে ১৯ অগাস্ট রাত ১১.৫৫ পর্যন্ত৷

 

এই শুভ তিথিতে রাখি পরানোর শুভ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১.০৩ মিনিটে৷
এই শুভ তিথিতে রাখি পরানোর শুভ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১.০৩ মিনিটে৷

 

এই শুভ সময় বা শুভ মুহূর্ত থাকবে সেদিনই রাত ৯.০৮ মিনিট পর্যন্ত৷
এই শুভ সময় বা শুভ মুহূর্ত থাকবে সেদিনই রাত ৯.০৮ মিনিট পর্যন্ত৷